কোথায় কাজী নজরুল ইসলামের সমা‌ধি‌সৌধ ? Kazi Nazrul Islam tomb | @clickthepoint

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #সমা‌ধি‌সৌধ #কাজীনজরুলইসলাম #Clickthepoint
    কাজী নজরুল ইসলা‌মের জন্ম ২৪ মে ১৮৯৯ সা‌লে ভার‌তের প‌শ্চিমব‌ঙ্গের বর্ধমান জেলার চুরু‌লিয়া গ্রা‌মে জন্মগ্রহন ক‌রেন।কাজী নজরুল ইসলাম জনপ্রিয় বাঙালি কবি। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়।
    কোথায় কাজী নজরুল ইসলামের সমা‌ধি‌সৌধ ?

ความคิดเห็น • 6

  • @rubanahaque8461
    @rubanahaque8461 2 ปีที่แล้ว +2

    Very much informative

  • @tanifahmed7487
    @tanifahmed7487 2 ปีที่แล้ว +2

    Respect.

  • @tanimmahmud6866
    @tanimmahmud6866 2 ปีที่แล้ว +2

    Good content.

  • @MediaExpertbd
    @MediaExpertbd 2 ปีที่แล้ว +2

    খুব ভা‌লো লাগ‌লো।

  • @abdulkarim3026
    @abdulkarim3026 2 ปีที่แล้ว +1

    🙏🕋🕌🕋🕌🕋🕋🕌🕋🕌🕋🕌🙏
    Lots of thanks to respectable dear “ channel “> Clickthepoint< for your excellent information providing to us
    We always praying to 🇨🇭Allah 💥to for-
    ward- him - the most precious
    ❤️Jannatul Ferdaws ❤️💙Ameen💚💥

  • @Clickthepoint
    @Clickthepoint  ปีที่แล้ว

    ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়।