আনারস চাষাবাদের আদ্যপান্ত//জেনে নিন আনারসের চাষ পদ্ধতি ও সহজ পরিচর্যা//Easy Way To Grow Pineapple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #আনারস চাষ পদ্ধতি
    #সফলভাবে আনারসের চাষাবাদ পদ্ধতি
    #সহজে আনারস চারা করার পদ্ধত
    #জেনে নিন আনারসের চাষ পদ্ধতি ও সহজ পরিচর্যা
    চলছে আনারসের মৌসুম। এটি একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল। বাণিজ্যিক ফল হিসেবে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে আনারসের আবাদকৃত জমির পরিমাণ প্রায় ১৪ হাজার হেক্টর এবং মোট দুই লক্ষ ৪৩ হাজার মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে। আধুনিক চাষ পদ্ধতি ও উন্নত জাতের আনারস চাষ করলে ফলন অনেক বেশি হয়। আনারস হেক্টরপ্রতি ১০-১২ মেট্টিক টন, হানিকুইন ২৫-৩০ টন, জায়েন্ট কিউ ৩০-৪০ টন পর্যন্ত ফলন হয়ে থাকে।
    আনারস পাহাড়ি অঞ্চলে চাষাবাদের জন্য বেশি উপযোগী। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, নরসিংদী জেলায় প্রচুর পরিমাণে আনারসের চাষ হয়। পুষ্টিমানের দিক দিয়েও আনারসের গুরুত্ব অপরিসীম। আনারস ভিটামিন ‘এ’, ‘বি’, ও ‘সি’ -এর উৎস। বসতবাড়ির আশেপাশে খালি জায়গাতেও আনারস চাষ করে সহজেই পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা যায়, সেই সঙ্গে আর্থিক দিক দিয়ে লাভবান হওয়া যায়। আমাদের দেশে হরিচরণ ভিটা, বারুইপুর ও ঘোড়াশাল জাতের আনারস সাধারনত বেশি জন্মে।
    হরমোন প্রয়োগে সারা বছর আনারস : পরিকল্পিতভাবে চাষ করলে হরমোন প্রয়োগের মাধ্যমে সারা বছর আনারস উৎপাদন করা যায়। হরমোন প্রয়োগের পদ্ধতি হচ্ছে, আনারসের শাকার রোপণের আট-নয় মাস বয়সের ৩০-৩২টি পাতা সম্বলিত গাছে হরমোন প্রয়োগ করতে হয়। গাছপ্রতি ৫০ মিঃ লিঃ ইথ্রেল দ্রবণ প্রয়োগ করতে হবে। ইথ্রেল দ্রবণ তৈরির পদ্ধতি হচ্ছে- পানি-এক লিঃ, ইথ্রেল-৫০০ গ্রাম ভালভাবে মিশিয়ে প্রতি গাছে ৫০ গ্রাম করে প্রয়োগ করতে হবে। এভাবে এক লিটার দ্রবণ ২০ গাছে প্রয়োগ করা যায়। হরমোন প্রয়োগের ৩৫-৪০ দিনের মধ্যে গাছে ফুল আসে।
    জমি তৈরি : জমির মাটি ঝুরঝুরে করে নিতে হবে। প্রতি বীজতলার জমির চারদিকে নালার ব্যবস্থা করতে হবে যাতে সেচ দেওয়া ও পানি নিকাশের সুবিধা হয়।
    রোপণের উত্তম সময় : অক্টোবর থেকে নভেম্বরে চাষ করলে ভাল ফলন পাওয়া যায়। তবে সেচের সুবিধা থাকলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রোপণ করা যেতে পারে। সারি থেকে সারি দূরত্ব ৫০ সেমি এবং চারা থেকে চারার দূরত্ব ৩০-৪০ হতে হবে।
    সারের পরিমাণ : প্রতি গাছে গোবর সার ২৯০ থেকে ৩১০ গ্রাম, ইউরিয়া সার ৩০ থেকে ৩৬ গ্রাম, টিএসপি ১০ থেকে ১৫ গ্রাম, এমপি ২৫ থেকে ৩৫ গ্রাম, জিপসাম ১০ থেকে ১৫ গ্রাম।
    সার প্রয়োগ পদ্ধতি : গোবর, জিপসাম এবং টিএসপি বেড তৈরির সময় প্রয়োগ করতে হবে। ইউরিয়া এবং পটাশ সার চার-পাঁচ মাস পর থেকে শুরু করে পাঁচ কিস্তিতে প্রয়োগ করতে হবে।
    পানি সেচ ও নিকাশ : মাটিতে রসের অভাব হলে সেচ দিতে হবে। পানি অতিরিক্ত হলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে।
    অন্তর্বতীকালীন পরিচর্যা : আগাছার উপদ্রব হলে নিড়ানী দিয়ে পরিস্কার করে দিতে হবে। দুই থেকে তিন বার আগাছা পরিস্কার করলে চলে। এতে গাছে আনারসের উৎপাদন বাড়বে। চারা গাছ বেশি লম্বা হলে ৩০ সেমি রেখে আগার পাতা সমান করে কেটে দিতে হবে। তাতে ভাল ফলন পাওয়া যাবে।
    সংগ্রহ : চারা রোপণের ১৫ থেকে ১৬ মাস পর ফসল সংগ্রহ কর সম্ভব। হিমাগারে কয়েকদিন সংরক্ষণ করা যায়।
    উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সঠিক নিয়ম অনুযায়ী চাষ করলে আনারসের ভাল ফলন পাওয়া যায়। যেকোনো পরামর্শের জন্য গ্রাম/মহল্লায় নিয়োজিত উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাথে যোগাযোগ করতে হবে।
    লেখক: কৃষিবিদ বকুল হাসান খান, চট্টগ্রাম
    এগ্রোবাংলা ডটকম
    আনারস নিয়ে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি হলো:
    ১/ এক সাইকেলে 100 পিস আনারস / প্রতি পিসে কৃষক পায় 5~10 টাকা মাত্র /100 pieces of pineapple in one cycle
    • এক সাইকেলে 100 পিস আনা...
    ২/ খেত থেকে যেভাবে আনারস সংগ্রহ করা হয়//How pineapples are harvested from the field/pineapples/আনারস
    • আনারস বাগান // খেত থেক...
    ৩/ আনারস মাত্র ৫ ~১০ টাকা //আনারসের বৃহত্তম পাইকারি বাজার , জলছত্র মধুপুর।# আনারসের পাইকারি দাম ২০২২
    • আনারস মাত্র ৫ ~১০ টাকা...
    ৪/ গাছ পাকা আনারস চেনার উপায়?//How to identify ripe pineapples?
    • গাছ পাকা আনারস কিভাবে ...
    ৫/মধুপুর জাতীয় উদ্যান l//Madhupur national forest.
    • মধুপুর জাতীয় উদ্যান l...
    ৬/ আনারস এখন , গ্রোথ হরমোনে বাড়ে, রাইপেনে পাকে এবং ফরমালিনে টেকে ।
    • আনারস এখন , গ্রোথ হরমো...

ความคิดเห็น • 37

  • @BabuKhan-y6z5w
    @BabuKhan-y6z5w 9 หลายเดือนก่อน +1

    Nice video

  • @AvijitPaul-q4c
    @AvijitPaul-q4c 11 วันที่ผ่านมา +1

    দাদা আনারস এর চারা কি ভাবে পাবো যদি একটু বলেন। 🙏

  • @shafiullahhares2585
    @shafiullahhares2585 ปีที่แล้ว +4

    কে বলে মাথা লাগালে আনারস হয় না? আমার ছাদে প্রতি বছর ২/৩ টা হয়। সবই মাথা লাগানো

    • @villagefood6605
      @villagefood6605  ปีที่แล้ว +1

      হয়, কিন্তু সাইজ অরিজিনালটার মত হয় না।

  • @srahman68
    @srahman68 ปีที่แล้ว +1

    Fine

  • @mdabdullah-hx2wd
    @mdabdullah-hx2wd ปีที่แล้ว +1

    fine

  • @bannakhandokar3251
    @bannakhandokar3251 ปีที่แล้ว +3

    Ami anarosher uporer gach theke gach lagiyechilam 3 ta anarosh hoise goto bosor

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 ปีที่แล้ว

      @@villagefood6605 alhamdulillah ma sha Allah valo e r mishti hoise kina anarosh eto mishti pawa jayna.alhamdulilla amder gacher anarosh mishti hoyeche

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 ปีที่แล้ว

      @@villagefood6605 bujhini

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 ปีที่แล้ว

      @@villagefood6605 ji obosshoi

  • @bannakhandokar3251
    @bannakhandokar3251 ปีที่แล้ว +1

    Bazar theke hormone dea anarosh kina lage tai ami bashay e anarosh gach lagai

  • @সোনারবাংলা-ঝ৪ঙ
    @সোনারবাংলা-ঝ৪ঙ ปีที่แล้ว +2

    ভাই, আমি বাড়িতে আনারস খেয়ে কিছু মুথা রোপন করি। ২ বছর ধরে আনারস ধরছে।তবে তুলনা মূলক ছোট হয়।

    • @shajibahammad9793
      @shajibahammad9793 ปีที่แล้ว

      ​@@villagefood6605 আমাকে গিফট করেন। ৪ থেকে ৫ টা চারা হলেই হবে। আমি লাগানো শিখবো। যদি দেন তাহলে উপকার হবে।

    • @shajibahammad9793
      @shajibahammad9793 ปีที่แล้ว

      @@villagefood6605 আপনার ফোন নাম্বার টা দিন

    • @mdforkanislam-eg4th
      @mdforkanislam-eg4th ปีที่แล้ว

      ওনার নাম্বার আছে কি

  • @channelmzh99
    @channelmzh99 ปีที่แล้ว

    আনারসে ভিটামিন স্প্রে করার পদ্ধতি ও কি ভিটামিন কোন পরিমাণে দিতে হবে। জানালে আনারস চাষে আমি সহ আরো অনেকেই উদ্ভুদ্ধ হবো।

  • @bannakhandokar3251
    @bannakhandokar3251 ปีที่แล้ว +1

    Ami anarosher chara konta bujhina amak kindly bujhaben?

  • @jahidulislam1360
    @jahidulislam1360 ปีที่แล้ว +2

    ভাই আমার কিছু চাড়া দরকার

  • @RobiulIslam-qm2ou
    @RobiulIslam-qm2ou 4 หลายเดือนก่อน +1

    ১ বিঘা জমিতে কত পিস আনারস চাষ করা যায়

  • @greeninspiration
    @greeninspiration 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @MintuTalukder-y3y
    @MintuTalukder-y3y 6 หลายเดือนก่อน +2

    আমি আজকে কিনলাম 2টা 100টাকা

  • @sowkatali-2593
    @sowkatali-2593 ปีที่แล้ว +1

    চারা বিক্রি করবেন?

    • @sowkatali-2593
      @sowkatali-2593 ปีที่แล้ว

      @@villagefood6605 যশোর জেলা

  • @bannakhandokar3251
    @bannakhandokar3251 ปีที่แล้ว

    Ekta anarosh gach a kpy bar anarosh ashe

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 ปีที่แล้ว

      @@villagefood6605 jei dal a ekbar anarosh hoise sei dal a e hoy naki charpashe hoy

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 ปีที่แล้ว

      @@villagefood6605 zajakallah khayran ❤️
      Ami last week modhuphur theke 30 ta anarosh er gach ansi.bolse 10 mash a anarosh hobe .but vdo te dekhlam 18 mash por hoy charar anarosh.manush j koto batpar hoy tai trust korte parina.taw trust na kore upay nai tai kinsi.ainna dekhi ekta chra te anarosh er baccha.pore koilam ekta chray to baccha koy apni gach lagan ei anarosh boro hobe.dekhi ki hoy

    • @bannakhandokar3251
      @bannakhandokar3251 ปีที่แล้ว

      @@villagefood6605 hmm seta e valo.r ami always shotto jante e udgrib.i hate lie.10 per pis .30 ta chra 300 nise

  • @mdforkanislam-eg4th
    @mdforkanislam-eg4th ปีที่แล้ว +2

    ওনার নাম্বার আছে কব

  • @eshoshikhisatto6213
    @eshoshikhisatto6213 ปีที่แล้ว +1

    চারা বিক্রি করবেন

    • @eshoshikhisatto6213
      @eshoshikhisatto6213 ปีที่แล้ว

      @@villagefood6605 চারা কত টাকা পিচ

    • @mdohab3078
      @mdohab3078 ปีที่แล้ว

      চারা দেওয়া যাবে কি

  • @jahidulislam1360
    @jahidulislam1360 ปีที่แล้ว

    মোবাইল নাম্বারটা দিবেন???

  • @Fk-jh2zp
    @Fk-jh2zp 5 หลายเดือนก่อน +1

    তুমি কিছুই জানো না কাকা

    • @villagefood6605
      @villagefood6605  5 หลายเดือนก่อน

      ঠিক বুঝলাম না।