তরুণ উদ্যোক্তার গরু মোটাতাজাকরণ খামার | দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ | Beef Fattening Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • তরুণ উদ্যোক্তার গরু মোটাতাজাকরণ খামার | ৭৫ দিনে বিক্রি | দেশীয় পদ্ধতিতে শুকনো গরু মোটাতাজাকরণ | Beef Fattening | Krishi Deepti
    বর্থতা বলে কিছু নেই। নিষ্ঠা আর প্রত্যয়ের সাথে কাজ করলে মানুষ সফল হবেই। আজকের এই সভ্যতা গড়ে তুলেছে মানুষ। মানুষ তার মেধা আর শ্রম দিয়ে আজকের এই সভ্যতা গড়ে তুলেছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মানুষ এগিয়ে চলেছে।
    ‘তরুণ উদ্যোক্তার গরু মোটাতাজাকরণ প্রকল্প’ শিরোনামে যে ভিডিও এই Krishi Deepti চ্যানেলে আপলোড করা হলো তা বাংলাদেশের একজন তরুণ উদ্যোক্তার চেষ্টা, পরিশ্রম, সংগ্রাম, নিষ্ঠা আর সাফল্যের কাহিনী।
    তরুণ উদ্যোক্তার গরু মোটাতাজাকরণ প্রকল্প’ শিরোনামে যে ভিডিও আপলোড করা হলো তা বেষ গুরুত্বপূর্ণ কারণ- গরু মোটাতাজাকরণ গুরুত্বপূর্ণ কাজ। গরু মোটাতাজাকরণ খামার করে নিজের কর্মসংস্থান করা সম্ভব। বৈধভাবে অর্থ আয় করা সম্ভব সেইসঙ্গে সমাজে পুষ্টির যোগান দেওয়া সম্ভব। মানুষের প্রাণিজ প্রোটিনের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে গরু মোটাতাজাকরণ খামারগুলো গরুর মাংস অর্থাৎ প্রাণিজ প্রোটিন সরবরাহ করছে। তাই দিন দিন বেড়ে চলেছে গরু মোটাতাজাকরণ খামার বা প্রকল্প। গরু মোটাতাজাকরণ খামার বা প্রকল্প একজন বেকার যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। সেই সঙ্গে গরু মোটাতাজাকরণ প্রকল্পে কিছ মানুষের কর্মসংস্থান হচ্ছে। ফলে কিছুটা বেকার সমস্যার সমাধান হচ্ছে। গরু মোটাতাজাকরণ খামারগুলো শুধু মাংস বা প্রাণিজ প্রোটিন সরবরাহ করছে তা নয়, সেইসঙ্গে গরুর গোবর পাওয়া যাচ্ছে যা জৈব সার হিসেবে কৃষি জমিতে ও মাছ চাষে কাজে লাগছে। একই সঙ্গে গরুর গোবর সার হিসেবে বিক্রি করে কিছু টাকাও আয় করা যায়। গরু মোটাতাজাকরণ খামারে কিছু মানুষের কাজের সংস্থান হচ্ছে। অল্প পরিসরে হলে গরু মোটাতাজাকরণ খামারে কিছু মানুষ কাজ করার সুযোগ বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে তাই গরু মোটাতাজাকরণ খামার হতে পারে বেকার সমস্যা সমাধানের একটি উপায়। গরু মোটাতাজাকরণ খামারে গরুকে ৭৫ দিন পর্যন্ত সঠিকভাবে খাওয়ালে, সঠিক পরিচর্যা করলে ও সঠিকভাবে লালন পালন করলে বিক্রিযোগ্য হয়ে যায়। এইভাবে নিয়মিত গরু মোটাতাজাকরণ খামার থেকে আয় করা সম্ভব।
    এই ভিডিওর গরু মোটাতাজাকরণ খামারের মালিক তরুণ উদ্যোক্তা মো. নাজিরুল ইসলাম। মোটাতাজাকরণ খামারের মালিক তরুণ উদ্যোক্তা মো. নাজিরুল ইসলাম এই ভিডিওতে বলেছেন তার জীবন সংগ্রামের কথা, বলেছেন বেকার থাকাকালীন কষ্টের কথা। মাত্র আড়াই বছর নিরলস পরিশ্রম আর নিষ্ঠার সাথে করে হয়েছেন সফল। তিনি বলেছেন- গরু মোটাতাজাকরণ খামার একজন বেকার মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে। শুধু তাই নয় একজন বেকার যুবক গরু মোটাতাজাকরণ প্রকল্প করে যেমন টাকা আয় করবে তেনি সেই বেকার যুবক সমাজে পুষ্টির যোগান দেবে। অর্থাৎ বেকার যুবকের কর্মসংস্থানের পাশাপাশি সেই যুবক সমাজেরও কাজ করতে পারবে।
    এই ভিডিও দেখে কেউ গরু মোটাতাজাকরণ খামার করলে আমাদের কৃষি দীপ্তি Krishi Deepti চ্যানেলের পরিশ্রম সার্থক হবে। এই গরু মোটাতাজাকরণ খামারের ভিডিও ধারণ, সাক্ষাতকার গ্রহণ এবং ভিডিও সম্পাদনা করেছেন রাজা সহিদুল আসলাম।
    এই গরু মোটাতাজাকরণ খামারের ভিডিও ধারণ করা হয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গ নীলফামারী জেলার সদর উপজেলা থেকে।
    যারা ভিডিওটি দেখলেন তাদের সকলকে জানাই শুভ কামনা।
    #গরু_মোটাতাজাকরণ_খামার #_গরু_মোটাতাজাকরণ #গরু_মোটাতাজাকরণ_পদ্ধতি #মোটাতাজাকরণ_পদ্ধতি #krishi_deepti

ความคิดเห็น • 121