টিএফটি ইনবক্স নামে যে অপশন আছে ওখানে আপনার প্রতিষ্ঠান সবার নাম খুঁজে পাবেন। সেখান থেকে ওপেন করে বাকিদেরটা পূরণ করতে হবে এবং আপনার নিজেরটা ও সংশোধন করতে পারবেন। কোন প্রতিষ্ঠান একজনের তথ্য পূরণ করার পর সেভ এজ ড্রাফটে পাঠিয়ে দিলে সবার নামই ইন ইনবক্সে চলে যায়। এরপর সেখান থেকে ওপেন করে বাকিদের তা পূরণ করতে হয়।
পদবীর ঘরে দেখেন লেখা আছে নিরাপত্তা প্রহরী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী । যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য যেটা প্রযোজ্য অর্থাৎ যেভাবে সে নিয়োগ লাভ করেছে সেইটি লিখবেন।
স্যার। আমার সকল তথ্য সঠিক ভাবে দেয়ার পর লিখা আসে - MPO Institute employee List Not Match With HRM PDS Employee List please chek employee list. আমি ৯ জন এর টা পুরন করেছি। বাকিদের টা পুরন করার সময় এই কথাটা আসতেছে। কী করতে পারি? দয়া করে জানালে অনেক উপকার হবে।
save as draft করার পরে আর খুজে পাচ্ছি না। কি করতে পারি?
টিএফটি ইনবক্স নামে যে অপশন আছে ওখানে আপনার প্রতিষ্ঠান সবার নাম খুঁজে পাবেন। সেখান থেকে ওপেন করে বাকিদেরটা পূরণ করতে হবে এবং আপনার নিজেরটা ও সংশোধন করতে পারবেন। কোন প্রতিষ্ঠান একজনের তথ্য পূরণ করার পর সেভ এজ ড্রাফটে পাঠিয়ে দিলে সবার নামই ইন ইনবক্সে চলে যায়। এরপর সেখান থেকে ওপেন করে বাকিদের তা পূরণ করতে হয়।
৪র্থ শ্রেনির কর্মচারী দের পদবী কি হবে।যেহোতু হাইস্কুলে নিয়োগ পিয়ন পদে।
পদবীর ঘরে দেখেন লেখা আছে নিরাপত্তা প্রহরী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী । যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য যেটা প্রযোজ্য অর্থাৎ যেভাবে সে নিয়োগ লাভ করেছে সেইটি লিখবেন।
স্যার আমার এমপিও জানুয়ারি মাসের ২০১৫ তে। কিন্তু ফর্মে আছে ১২/০১/২০১৫ এখন কি করবো
আপনি যোগাযোগ করেছেন কত তারিখে?
আমি যোগদান করেছি ০১/১১/২০১৪
আপনার যোগদান হবে ১/১১/২০১৪
এমপিও'র তারিখ হবে ১/১/২০২৫
একজনের টা Save & Draft করায় প্রসিষ্ঠানের সবার টা EFT inbox চলে গেছে এখন কি উপায়?
খুব সহজ, এরপর সকল শিক্ষক কর্মচারীর নাম ইনবক্সে গিয়ে সেখান থেকে ওপেন করে লিখতে হবে
@@civicsacademybd ওপেন করে লিখলাম তখন টিক চিহ্ন আসলো কিন্তু পরে আর থাকছে না। কারন কি? কি করতে পারি?
স্যার। আমার সকল তথ্য সঠিক ভাবে দেয়ার পর লিখা আসে - MPO Institute employee List Not Match With HRM PDS Employee List please chek employee list. আমি ৯ জন এর টা পুরন করেছি। বাকিদের টা পুরন করার সময় এই কথাটা আসতেছে। কী করতে পারি? দয়া করে জানালে অনেক উপকার হবে।
যাদের ফরম পূরণ করার পর উপরোক্ত নোটিশ আসছে তারা কি জনবল কাঠামোর বাইরে নিয়োগপ্রাপ্ত?
@@civicsacademybd না।
@@civicsacademybd তাছারা সবার পিডিএস আইডি করা আছে।
আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।