Michael Vidyasagar Sangbad (মাইকেল বিদ্যাসাগর সংবাদ) | Anupam Roy | Anirban Bhattacharya | SVF Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্তর বন্ধুত্বের সম্পর্ক আজকের দিনে একটি দৃষ্টান্ত। মধুসূদন বিলেতে থাকাকালীন তাঁদের মধ্যে নিবিড় হয় এই বন্ধুত্ব, দীর্ঘ পত্রালাপের মাধ্যমে। মধুসূদন যখন সর্বস্বান্ত ব্যারিস্টারি পড়তে গিয়ে, তখন স্ত্রী-পুত্র-কন্যাসহ প্রবাসী এই কবিকে জমি বন্ধক রেখে অর্থসাহায্য করেন বিদ্যাসাগর। আবার বিদ্যাসাগর যখন দেনার দায়ে সর্বস্বান্ত হতে বসেছেন, প্রকৃত বন্ধুর মতো, তার সবটুকু বেচে দিয়ে মধুসূদন তাঁর পাশে দাঁড়ান। এই অসাধারণ পত্রালাপই এক আধুনিক আকার পেয়েছে অনুপম রায় ও অনির্বান ভট্টাচার্যের "মাইকেল বিদ্যাসাগর সংবাদ" গানে।
    Listen to Michael Vidyasagar Sangbad, on the 200th Birth Aniversary of Vidyasagar, as one of the greatest stories of friendship is presented in a way, no one has ever seen before !
    #IshwarchandraVidyasagar #MichaelMadhusudanDutta #SVFMusic
    __________________________________________________________________
    Listen to the full song :
    Spotify : bit.ly/MichaelV...
    iTunes : bit.ly/MichaelV...
    Hungama : bit.ly/MichaelV...
    Wynk : bit.ly/MichaelV...
    JioSaavn : bit.ly/MichaelV...
    Amazon : bit.ly/MichaelV...
    Also available for FREE on hoichoi: www.hoichoi.tv...
    ♪♪♪ To set this song as your CallerTune ♪♪♪
    Vodafone Users dial - 53712137544
    Idea Users dial - 53712137544
    Airtel Users dial - 5432117488069
    BSNL (South-East ) Users dial - 12137544
    _________________________________________________________________
    Lyrics :
    মাইকেল বিদ্যাসাগর সংবাদ :
    ১। মাইকেল
    সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
    বিদ্যাসাগর বাঁচাও আমাকে পাঠাও আমাকে অর্থ তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে “গ্রেট মেরিট”
    অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়, সহ্য হয় না দেরী।
    ২। বিদ্যাসাগর
    কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে বন্ধু তোমাকে বলেছি যখন, থাকব তোমার পাশে
    এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও
    পড়া শেষ করে ব্যারিস্টারি, নতুন কাব্য শোনাও।
    কোরাস
    ওরা দুজনে ছিল বন্ধু
    ৩। মাইকেল
    ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
    দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়
    অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া
    আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা।
    ৪। বিদ্যাসাগর
    তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে?
    ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেব।
    কোরাস
    ওরা দুজনে ছিল বন্ধু
    ৫।
    মাইকেল
    করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি
    স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
    বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন
    সব বেচে দিয়ে শোধ করে যাব, আমার যা আছে ঋণ।
    ___________________________________________________________
    Credits :
    Lyrics & Music - Anupam Roy
    Vocals - Anirban Bhattacharya and Anupam Roy
    Arranged and programmed by Shamik Chakravarty
    Guitar by Rishabh Ray
    Bass by Kaustav Biswas
    Flute by Sushanta Nandi
    Vocals recorded by Samrat @Ananjan Studio
    Guitar recorded by Probar @Sonic Solution
    Mixed and Mastered by Shomi Chatterjee
    Video conceptualized by Anirban Bhattacharya
    DOP : Tuhin
    Art : Shibaji Paul
    Production Manager : Sudip Adhikary
    Edit and Color : Amir Mondal
    Graphics :
    Santanu Bhattacharya and team (Soumyadip Digital)
    Deepanjali Dey
    Samiran Chakraborty
    Abhishek Rajak
    Rahul Pan
    Subham Chowdhury
    Special Thanks : Bijoy Ruj
    __________________________________________________________
    Enjoy and stay connected with us!!
    ► Subscribe Us: / svfmusic
    ► Like us on Facebook: / svfmusic
    ► Follow us on Twitter: / svfmusic
    ► Follow us on Instagram: / svfmusic

ความคิดเห็น • 2.5K

  • @BongTalks1729
    @BongTalks1729 ปีที่แล้ว +67

    আজ 2023 এর 26th September... বিদ্যাসাগরের জন্মদিন... একটা কমেন্ট রেখে গেলাম... কেউ Like দিলেই শুনতে আসবো... এই আমার শ্রদ্ধার্ঘ্য...

  • @loveyouphysicsabhijitsanya8066
    @loveyouphysicsabhijitsanya8066 3 ปีที่แล้ว +236

    মধু কবির ভাগ্যে জুটেছিল অসংখ্য লাঞ্ছনা। আজ সেই লাঞ্ছনা কারী দের কেউ মনে রাখেনি। বিদ্যাসাগর হয়েছিলেন এক ঘরে। কিন্তু যারা একঘরে করেছিল তাদের কেউ মনে রাখেনি। আমাদের হৃদয়ে মধু কবি এবং বিদ্যাসাগর চির অম্লান হয়ে আছেন ও থাকবেন । আর ওনাদের এই বন্ধুত্বের গল্প চোখে জল আনে।

    • @rishikashaw5459
      @rishikashaw5459 ปีที่แล้ว +1

      মনে রাখেনি বলা টা ভুল হবে , তাদের চিরকাল মনে ঘর করে দিয়েছেন , বন্ধুত্বের মানে বুঝিয়েছেন , খারাপ সময়ে পাশে থেকেছেন বিদ্যাসাগর। নিজেদের বন্ধুত্বের মর্যাদা দিয়েছে । বিদেশে কিছু হয় নি দেশে ফিরে এসে তিনি সেই মর্যাদা টুকু পেয়েছিলেন , যেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেই দেশ তাকেসেস অব্দি মর্যাদা দেয়

    • @pampapatra8574
      @pampapatra8574 ปีที่แล้ว +1

      Right, right 🎉❤❤🎉

    • @HahaDeb-eu6xo
      @HahaDeb-eu6xo 2 หลายเดือนก่อน

      ,,
      ,
      দাদা।বাবূ।আপনার।গানটা
      খূব।ভাল।লাগলো
      ​@@pampapatra8574

    • @nimaichandra8425
      @nimaichandra8425 หลายเดือนก่อน

      Sad Greatman
      Whom Except Vidyasagar
      Nobody Tried To Give Some Money.
      A Versatile Poet+Pholosopher
      In Bangla+ English+Sanskrit.
      A Forgotten Greatman
      He Took Revolutionary Step
      To Cross Sat Somudra+ 13 Nodi !

  • @su_kanya20
    @su_kanya20 4 ปีที่แล้ว +645

    এটা গান নয়, ইতিহাস। বাংলার চিরস্মরণীয় দুজন মানুষের সম্পর্কের কথা কি অপূর্ব ভাবে তুলে ধরেছে অনুপম রায়! শত বছর টিকে থাকুক এমন গান।মাইকেল এবং বিদ্যাসাগরের মত মানুষকে নিয়ে এত অপূর্ব গান রচনার যে সাহস অনুপম দেখিয়েছে তাতে আমি মুগ্ধ। গানের সুরও অনবদ্য। অনির্বাণ, অনুপম খুবই ভালো গেয়েছে গান টা । মন ছুয়ে গেল।❤️

  • @apurbalalkhatua7493
    @apurbalalkhatua7493 4 ปีที่แล้ว +113

    অর্নিবান দার কন্ঠে দাঁত চিবিয়ে "কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষের অভ্যাসে " কথা বলার ধরন টা দারুন লাগে।

  • @Psyduck001
    @Psyduck001 2 ปีที่แล้ว +302

    বাচ্চারা বড় হও প্রেমের বাহিরেও গান হয় 😊🤝

    • @findideaaboutphotography1364
      @findideaaboutphotography1364 2 ปีที่แล้ว +3

      Ki kore boro hbo? Bohudin holo Indian cinema er baire kokhono experiment e koreni serom, ki kore bujhbo

    • @swarnavdasviic2363
      @swarnavdasviic2363 2 ปีที่แล้ว +1

      There is a great meaning hidden in the word PASSION , So you should not report about, this song is also containing love between two relations..... Two Pleasuring personalities .Two intimate friends and their unbreakable relationship.
      Children will understand the true meaning of this extraordinary word when they will grow up and would also realise that the biggest power in the world is Grace,Love,Care,Peace .
      And you should see this from another viewpoint as your concept about it is quite incorrect.

    • @anikeshchakraborty6327
      @anikeshchakraborty6327 2 ปีที่แล้ว

      XCELLENT

    • @হ্যাপিপিল
      @হ্যাপিপিল 2 ปีที่แล้ว

      প্রবর রিপন

    • @safiulislam-q7l
      @safiulislam-q7l ปีที่แล้ว

      Probar Ripon dialogue

  • @sudiptodutt5546
    @sudiptodutt5546 4 ปีที่แล้ว +140

    খুব ভালো হয়েছে উপস্থাপনা টা। অনুপমদা-অনির্বান দা অনবদ্য। ❤️❤️
    "বর্ন পরিচয় থেকে কথামালা আর চারুপাঠে বোধোদয়
    বাংলার নবজাগরণে তুমিই এনেছিলে নবযুগের সূর্যোদয়
    বিধবার মুখে হাসি ফুটিয়ে কতই না কুড়িয়েছিলে দুর্নাম
    আজ বুঝেছে ওরা দুশো বছরে সার্থক "ঈশ্বর" তোমার নাম।।"
    জন্মদিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
    ধন্যবাদ।।

  • @MC-xs6pc
    @MC-xs6pc 4 ปีที่แล้ว +531

    এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাঙালির বাঙালিয়ানা যখন হারানোর পথে তখন SVF এর এরকম প্রয়াসকে সাধুবাদ না জানিয়ে পারলাম না। এরকম মনীষীদের নিয়ে আরো গান হোক এই দাবি করি।

    • @sherklokholmes-er4mw
      @sherklokholmes-er4mw 4 ปีที่แล้ว +14

      ধন্যবাদটা অনুপমকে আর অর্নিবাকে দিন । Svf একটা প্রোডাকশন হাউস মাত্র। আসল ক্রেডিটটা আর্টিস্টকে দিন ।

    • @MC-xs6pc
      @MC-xs6pc 4 ปีที่แล้ว +15

      @@sherklokholmes-er4mw সেতো আগেই দিয়েছি কিন্তু যদি পরিচালন সংস্থা না অর্থ দেয় তবে শিল্পীর শিল্প রূপ পাবে কেমনে। এখন বাজারে বাদশার ফালতু rap এ টাকা ঢালার প্রচুর লোক। কিন্তু একটা ঐতিহাসিক বন্ধুত্বের উপর গান কে promote করার জন্য খুবই কম সাহস দেখাবে। SVF এ কে এজন্যই ধন্যবাদ।

    • @wrickpramanik3579
      @wrickpramanik3579 3 ปีที่แล้ว +2

      Erokom ar o kichu monishir somporke gan hok ...

    • @namitaganguly7196
      @namitaganguly7196 3 ปีที่แล้ว

      Bangalir bangaliyana haraeni kothao bondhu... bangalira sudhu adhunik hoechhe matro.... eta holo adhunik bangaliyana. .... ☺... juger sathe cholte hobe kintu bangaliyana na harie...

    • @MC-xs6pc
      @MC-xs6pc 3 ปีที่แล้ว +4

      @@namitaganguly7196 তাই তো দেখি অনেক বঙ্গ সন্তান বাংলা পড়তেও জানেনা আর লিখতেও জানেনা। শুধু নামেই বাঙালী। এমনকি কিকরে মোবাইলে বাংলায় লিখতে হয় সেটাও জানেনা। তবুও বাঙালিয়ানা হারায়নি। ওটা নাকি মডার্ন হয়েছে। ঠিক যেমন Abnormal এই সময়ে New Normal হয়েছে। 😂🤣

  • @soumabarman6960
    @soumabarman6960 4 ปีที่แล้ว +183

    কতদিন পর একটা ভাল গান শুনলাম আর নিজের মাতৃভাষার ওপর শ্রদ্ধা আরো বেড়ে গেল।।। অনির্বান ও অনুপম ফাটাফাটি।।।

    • @rasudebhalder9077
      @rasudebhalder9077 3 ปีที่แล้ว +1

      🌹🌹💙💙💜💜💛💛💚💚💖💖

  • @Pronabsarkar2003
    @Pronabsarkar2003 3 ปีที่แล้ว +43

    "ওরা দুজনে ছিল বন্ধু" লাইন-টা শুনলেই গায়ে কাটা দেয়🔥
    অসাধারন একটি গান কিন্তু এরকম আরো চাই এক-বছর হয়ে গেল এইরকম কিচ্ছু পেলাম না।।

  • @subhasishchakraborty1650
    @subhasishchakraborty1650 3 ปีที่แล้ว +79

    অন্য গায়কদের থেকে অনির্বান আপনি অনেক ভালো গেয়েছেন....আসলে আপনার মুখের স্পষ্ট ও মিষ্টি উচ্চারণের জন্যই এটা সম্ভব হয়েছে...👌

  • @tamaldas8004
    @tamaldas8004 4 ปีที่แล้ว +523

    দুর্ভাগ্য এই যে একের বেশি Like দেওয়া যায়না...

  • @Buddhiman
    @Buddhiman 4 ปีที่แล้ว +731

    কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল না , হৃদয়ে রয়ে গেল ...

    • @sankhyabhaduri9482
      @sankhyabhaduri9482 4 ปีที่แล้ว +16

      Dada tumi toh Vidyasagar er cartoon banao khub bhalo lage ❤️❤️❤️

    • @diaryofsulekha5387
      @diaryofsulekha5387 4 ปีที่แล้ว +4

      th-cam.com/video/E4CHXTYfBEM/w-d-xo.html
      Sir Amar kaku er nijer lekha ei gan time sunben...

    • @bosedwellingsofficial9753
      @bosedwellingsofficial9753 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html

    • @gayatrikansabanik1265
      @gayatrikansabanik1265 4 ปีที่แล้ว +1

      Asadharon laglo...

    • @aminabegum7566
      @aminabegum7566 4 ปีที่แล้ว +1

      tore hone hoiye ar lai ato kicu gorti.

  • @mdtashek5013
    @mdtashek5013 4 ปีที่แล้ว +105

    দুইজন অসাধারণ মানুষ কে নিয়ে রচিত এই গান।আমি যেন চোখের সামনে দু'জনকে দেখছিলাম। মনের অজান্তে ই চোখের কোণ ভিজে গেলো। আমরা গুণীর কদর কখনো ই করি না

  • @indranibandyopadhyay1782
    @indranibandyopadhyay1782 2 ปีที่แล้ว +8

    এতদিন এই গান শুনি নি ভাবতে অবাট লাগছে।এ তো ইতিহাসের দলিল ,একটা সম্পর্কের,সমাজের দর্পণ। চিরস্থায়ী হোক এমন গান এবং দুই শিল্পীকে কুর্নিশ জানাই।

  • @IamSjit
    @IamSjit 4 ปีที่แล้ว +90

    এইরকম বন্ধুত্ব যেন যুগ যুগ বেঁচে থাকে ! 🤝
    "বন্ধু" পাওয়ার সৌভাগ্য সবার যে হয় না..!!

    • @lakimahanta7676
      @lakimahanta7676 3 ปีที่แล้ว +3

      খুব বাস্তব কথা বললে ! 🙂

  • @lopamudradasgupta1774
    @lopamudradasgupta1774 4 ปีที่แล้ว +24

    দুই মহান ব্যক্তিত্ত্ব ও তাঁদের বন্ধুত্ব কে নূতন আঙ্গিকে সুরুচিসম্পন্ন ভাবে তুলে ধরলেন এই যুগের দুই স্বনামধন্য শিল্পী। কোনো ভাষায় ই নেই আপনাদের দুজনকে সাধুবাদ জানানোর জন। শুধু এটুকুই বলি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ভাবেই তুলে ধরুন অতীতের ইতিহাস। এই ভাবেই নব প্রজন্ম পরিচিত হোক মহান ব্যক্তিবর্গ তথা মনীষীদের সাথে।

  • @krishkartick8139
    @krishkartick8139 4 ปีที่แล้ว +200

    মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম আর সেখানে জন্মলাভ করে নিজেকে বাঙালি হিসেবে গর্বিত অনুভব করছি❤🙏

    • @artalukder9
      @artalukder9 4 ปีที่แล้ว +1

      কোলকাতা থেকে কিভাবে যাওয়া যাবে? অথবা আপনার ফোন নম্বর দেওয়া যাবে?

    • @subho746
      @subho746 4 ปีที่แล้ว +3

      Dada aj bangalir adhopoton ta kmn lage?esb dekhe chokh e jol ase?

    • @bosedwellingsofficial9753
      @bosedwellingsofficial9753 4 ปีที่แล้ว +2

      Medinipur rocks!!!!!

    • @arpanghosh5478
      @arpanghosh5478 4 ปีที่แล้ว +2

      আমিও...🙏

    • @manaspaul6282
      @manaspaul6282 4 ปีที่แล้ว +5

      @@artalukder9 কোলকাতা স্টেশন থেকে চন্দ্রকোনা গামী বাস ধরবেন , বীরসিংহ নামবেন বলবেন , নামিয়ে দেবে

  • @bhkhaled
    @bhkhaled 4 ปีที่แล้ว +284

    এভাবেই বেঁচে থাকুক দুই বাংলার ভালোবাসা আজীবন 🇧🇩

    • @sujaybiswas8654
      @sujaybiswas8654 3 ปีที่แล้ว +11

      Cherodin bacha thkaa ai valobasa

    • @toofandasgupta3738
      @toofandasgupta3738 3 ปีที่แล้ว +6

      Hindu Bengali ra ai lorai koracha kono Bengali Muslim lorai korani

    • @BIGBOOTY1
      @BIGBOOTY1 3 ปีที่แล้ว +10

      Ekdam আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি ❤️❤️❤️

    • @thepatriot4326
      @thepatriot4326 3 ปีที่แล้ว +5

      @@toofandasgupta3738 সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেওয়ার মতো কথা। আপনি যুক্তিতর্কে আসুন।

    • @asha9543
      @asha9543 3 ปีที่แล้ว +3

      Akdom tai .😊..

  • @user-qh1oo1rc3k
    @user-qh1oo1rc3k 6 หลายเดือนก่อน +1

    Love from Bangladesh! We are now understanding every line of this song! Long live India-Bangladesh Brotherhood! ❤❤❤

  • @emperoreramedico
    @emperoreramedico 2 ปีที่แล้ว +1

    *কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষের ই অভ্যাসে_বন্ধু্ তোমায় বলেছি যখন থাকবো তোমার পাশে।। Unique Lyrics & Unique both of You:-)*

  • @fairuzahmed3660
    @fairuzahmed3660 4 ปีที่แล้ว +325

    এতো সুন্দর কিভাবে?
    অনুপম দা সাথে আবার নাকি অনির্বাণ দা..
    হাহা, পাগল করে দেওয়ার মতলব আছে নাকি তোমাদের?
    তোমাদের সুন্দরে তো পাগল হয়ে যাবো..

    • @farihabonhee5245
      @farihabonhee5245 4 ปีที่แล้ว +3

      একদম সঠিক বলেছেন

    • @basiraparvin5847
      @basiraparvin5847 3 ปีที่แล้ว +1

      Ekdom. Dujonei awesome 💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @ad_1223
    @ad_1223 4 ปีที่แล้ว +38

    ও ভগবান, আমার ফেভারিট দুই স্টার এক জায়গায়, ♥
    সত্যি গানটা অসাধারণ।

  • @Createforests
    @Createforests 4 ปีที่แล้ว +14

    আবেগে চোখে জল এসে গেল....
    আমি গর্বিত , এইসব মহান মানুষদের মাটিতে আমি জন্মেছি।
    .....হায় , এখন এই শষ্যশ্যামলার কি পরিনতি !!!!!

  • @jharnasarkar6794
    @jharnasarkar6794 3 ปีที่แล้ว +14

    অসীম অন্তরের ভালোবাসা দিলাম। তোমরা এগিয়ে এসো বাবা, পরিচয় করিয়ে দাও এই যুগকে আমরা কতো মহান হৃদয় , বিস্ময়কর প্রতিভার পরিচয় পেয়েছি এই মহান দেশে।
    আজ মনে হচ্ছে হয়তো তোমাদের মতো সহস্র সন্তান ফিরিয়ে আনবে আমাদের চাপা পড়া মনুষ্যত্ব কে। গানের মাধ্যমেই নাহয় জাগিয়ে তোলো লোভী, নির্দয় ,ঘুমন্ত দেশবাসীকে।

  • @localbodmaishltd1308
    @localbodmaishltd1308 3 ปีที่แล้ว +1

    বাহ অসাধারন।
    অনেক ভালোবাসা রইলো বাংলাদেশের পক্ষ থেকে।
    বিদ্যাসাগর আর মাইকেল মধুসুদন দত্ত শুধু ভারতের নয় এই ভারতীয় উপমহাদেশের।
    বাংলাদেশকে ভাগ করা যাবে কিন্তু আমার এককালের ভারতীয়।এটাই সত্য

  • @bhaswatideb5358
    @bhaswatideb5358 4 ปีที่แล้ว +46

    অসাধারণ 👍👍👍👍👍👍👍বলার ভাষা নেই। এ তো শুধু গান নয়, ইতিহাসকে চিরন্তনরূপে ফুটিয়ে তোলা হয়েছে।।
    দারুণ হয়েছে অনুপম স‍্যার এবং অনির্বাণ স‍্যার।।।

  • @mdmamun9827
    @mdmamun9827 4 ปีที่แล้ว +61

    গান ছিল এটা...!!!😍😍
    থ্যাংক ইউ বস!! 😍😍😍😍
    বাংলাদেশ থেকে.. 🇧🇩

  • @abirhalder.6319
    @abirhalder.6319 4 ปีที่แล้ว +37

    অনুপম তুমি রয়েছো আমার হৃদয়ে।।
    এইরকম সময়,, এরকম একটা গান উপহার দেওয়ার জন্য, অনুপম দা, অনির্বাণ দা এবং svf কে অসংখ্য ধন্যবাদ।।🖤🙏

  • @abdullahibnehassan2004
    @abdullahibnehassan2004 8 หลายเดือนก่อน +4

    অনুপম এবং অনির্বাণ। প্রিয় দু'টো মানুষ একসঙ্গে! Bliss to my eyes and ears.

  • @keyadasgupta4561
    @keyadasgupta4561 3 ปีที่แล้ว +9

    ঘটনাগুলো জানতাম, কিন্তু তাদের ছন্দ ও সুরে বেঁধে অত্যন্ত উপভোগ্য রূপে পেশ করেছেন আপনারা। খুব ভালো লাগলো।

  • @nirobahasanamin7199
    @nirobahasanamin7199 4 ปีที่แล้ว +82

    It's Not Song Its History Thanks SvF !! My Favorite Anupam & Anirban Dada. i am From Bangladesh

  • @kanchanmukherjee4762
    @kanchanmukherjee4762 4 ปีที่แล้ว +7

    প্রশংসা বাহবা এই সবের উর্ধ্বে উঠে গেছে এই গান , না , শুধু মাত্র লিরিক্স সুর কিংবা আপনাদের মত শিল্পীদের উপস্থিতির জন্য নয় , আসলে এই গান বুকের মাঝে জায়গা করেছে , অসাধারণ সুন্দর এই চিন্তাধারার জন্য । এত বছরের পুরনো এই সম্পর্কের কথা হয়ত আমরা অনেকেই জানি কিন্তু এমনটি ভাবে ভাবতে তো আর কেউ পারেনি... সত্যিই আপনারা রত্ন ❤️

  • @desirefordance173
    @desirefordance173 4 ปีที่แล้ว +362

    সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
    বিদ্যাসাগর বাঁচাও আমাকে পাঠাও আমাকে অর্থ তুমি
    বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে “গ্রেট মেরিট”
    অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়, সহ্য হয় না দেরী।
    কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে বন্ধু
    তোমাকে বলেছি যখন, থাকব তোমার পাশে
    এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও
    পড়া শেষ করে ব্যারিস্টারি, নতুন কাব্য শোনাও।
    ওরা দুজনে ছিল বন্ধু
    ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
    দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়
    অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া
    আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা।
    তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে?
    ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে
    আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
    তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেব।
    ওরা দুজনে ছিল বন্ধু
    করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি
    স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
    বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন
    সব বেচে দিয়ে শোধ করে যাব, আমার যা আছে ঋণ।
    অসাধারণ গান এর লিরিক্স

    • @bosedwellingsofficial9753
      @bosedwellingsofficial9753 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/HFp85jzVF_E/w-d-xo.html

    • @chandanmapa4266
      @chandanmapa4266 4 ปีที่แล้ว +3

      Thanks a lot

    • @sudiptabera6782
      @sudiptabera6782 4 ปีที่แล้ว +1

      Nice song

    • @mintudhar5118
      @mintudhar5118 4 ปีที่แล้ว

      আহা কি সুন্দর, লিরিক

    • @apurbalalkhatua7493
      @apurbalalkhatua7493 4 ปีที่แล้ว +2

      আজকে প্রথম শুনলাম। অসাধারণ বললেও কম বলা হবে।

  • @sumantabanerjee3752
    @sumantabanerjee3752 2 ปีที่แล้ว

    দুচোখে অস্বচ্ছ নোনাজল ঝাপসা করে দিচ্ছে আমার এক প্রিয় অভিনেতা আর এক প্রিয় গায়ককে।
    এতো গানের কথা নয়, এক স্মৃতিফলক ❤️❤️❤️
    আমি নিশ্চিত যে আজ থেকে শতবর্ষ পরেও কেউ এই গানটিকে একবার শুনলে দ্বিতীয়বার শুনবে।
    শতকোটি প্রণাম জানাই বাংলার দুই সৃষ্টিকর্তাকে 🙏🙏🙏

  • @salmazerin90
    @salmazerin90 3 ปีที่แล้ว +4

    বন্ধুত্ব থাকুক চির অমলিন,সকল বন্ধুত্বের জয় হউক,আমি বাংলাদেশ থেকে জেরীন,অনির্বান দা,অনুপম দা ও সর্বোপরি পুরো টিমকে জানাই অভিবাদন ও অন্তরের ভালোবাসা।

  • @dyutibanerjeethepeoplesspe1769
    @dyutibanerjeethepeoplesspe1769 4 ปีที่แล้ว +13

    'ওরা দুজনে ছিল বন্ধু'_ মধু কবি ও বিদ্যাসাগর মহাশয়ের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য_বিদ্যাসাগর মহাশয়ের দুইশত তম জন্মবার্ষিকীতে_ এটা শুধু শ্রদ্ধার্ঘ্যই নয়, এটা যেন বন্ধুত্বের জয়গান। গানটি শুনতে শুনতে যেকোনো মানুষ emotional হতে বাধ্য। প্রতীক্ষায় প্রহর গোনা স্বার্থক। অনুপম দার লেখনীকে আমার প্রনাম এবং দুই গায়ক অনুপম দা ও অনির্বাণ দাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।। 💗💞💗

  • @abasheshe
    @abasheshe 4 ปีที่แล้ว +12

    বন্ধুত্বের গল্পটা জানতাম,তবে গানের মাধ্যমে তার প্রকাশ!হৃদয় ছুঁয়ে দিল।
    ধন্যবাদ অনুপম ও অনির্বাণ দাদা😍

  • @abdurrahaman5419
    @abdurrahaman5419 3 ปีที่แล้ว +26

    just wow.. একটানা ৪ বার শুনলাম গান টা,
    মনো মুগ্ধ করা গান আসা করি কালজয়ী হয়ে থাক এই গান টা।
    Love From Bangladesh both of you... ❤️🇧🇩

  • @MosshakBinJalal
    @MosshakBinJalal 2 ปีที่แล้ว +2

    আহহ! আমি যেন সাড়ে পাঁচ মিনিটে একটা ঐতিহাসিক বন্ধুত্তের প্রামান্ন চিত্র দেখলাম।
    বাঙলা সাহিত্যের দুই প্রবাদপ্রতিম মানব। বাংলার তুলনা শুধুই বাংলার।

  • @krmukherjee
    @krmukherjee ปีที่แล้ว

    খুব সুন্দর উপস্থাপনা l বেঁচে থাক বাংলা ভাষা, বেঁচে থাক বাংলার মাইকেল ও বিদ্যাসাগর l

  • @seasonofart
    @seasonofart 4 ปีที่แล้ว +48

    অনির্বাণ কে যত দেখছি, অবাক হচ্ছি.. 😍

  • @ramkrishnapatra8298
    @ramkrishnapatra8298 4 ปีที่แล้ว +10

    সত্যিই এককথায় বলতে গেলে জাস্ট অসাধারণ... সেই বন্ধুত্বের আবারো আজকে পেলাম পরিচয়-ওরা দুজনে ছিলো বন্ধু 💌💖💖❣️

  • @mrs19977
    @mrs19977 4 ปีที่แล้ว +25

    অসংখ্য ধন্যবাদ প্রিয় অনুপম দা....
    এরকম অজানা এক বন্ধুত্ত্বের গল্প গানের মাঝে প্রকাশ করার জন্য।

  • @cartoonmasti8292
    @cartoonmasti8292 3 ปีที่แล้ว

    আমি যেন অনির্বাণ ভট্টাচার্যের মধ্যে বিদ্যাসাগর আর অনুপম রায়ের মধ্যে মাইকেল মধুসূদন দত্তকে খুঁজে পেলাম আর SVF channel টি যেন এখানে সেই চিঠি।❤️❤️❤️

  • @anusreekundu1623
    @anusreekundu1623 4 ปีที่แล้ว +2

    "ওরা দুজনে ছিল বন্ধু " ভালো লাগলো ... এনারা মনুষত্বের দৃষ্টান্ত... কোটি প্রণাম

  • @HaripriyaRani2200
    @HaripriyaRani2200 4 ปีที่แล้ว +5

    অনির্বাণ দা চালিয়ে যেও এই গাওয়া টা, দারুণ দারুণ আর অনুপম দা, just কিছু বলার নেই তোমরা দুজন মাইকেল বিদ্যাসাগর হয়ে থাকো 😘🙏

  • @abhijitkutti
    @abhijitkutti 3 ปีที่แล้ว +3

    এ এক অপূর্ব ডুয়েল।।। যখন শুনি বারবার শুনি।।। অসম্ভব সুন্দর রচনা ও কম্পজ অনুপম বাবুর।।। আর অনির্বাণ বাবু আজকের দিনে বিস্ময়কর প্রতিভা❤️❤️❤️

  • @mickydan87
    @mickydan87 4 ปีที่แล้ว +6

    সত্যিই এর থেকে ভালো শ্রদ্ধার্ঘ হতে পারতো না....এক কথায় অনবদ্য !!!!! সত্যিই এই সময় মনে হয় একের বেশি like দেওয়ার option থাকলে ভালো হত!!!

    • @gazinazrulhaque588
      @gazinazrulhaque588 4 ปีที่แล้ว +1

      আমার তো মনে হয় love দেয়ার অপশোন নেই কেন!!! Like অনেক ছোট মনে হয়...

  • @ajmirmultimedial.t.d1546
    @ajmirmultimedial.t.d1546 3 ปีที่แล้ว +2

    আমিও ভাগ্যবান,যে আমার ও এমন একটি বন্ধু আছে, না চাইতে অনেক কিছু দিয়েছে। &i love you my best friend #Sunny.
    আর গানটা শুনে, আজ হৃদয়ে দোলা দিয়ে গেল।

  • @monjurulislam9917
    @monjurulislam9917 3 ปีที่แล้ว

    এই গান না শুনলে, হয়ত ওনাদের দুজনের বন্ধুত্বের কথা জানতেও পারতাম ন। অশেষ ধন্যবাদ এরকম গান উপহার দেওয়ার জন্য।
    অনুরোধ রইল,ভবিষ্যতেও এরকম অনেক গান উপহার দিবেন।

  • @amitray3004
    @amitray3004 4 ปีที่แล้ว +7

    সেই বাংলার মহান ব্যক্তিত্বদের, এই বাংলার সেরা কন্ঠে যুগলবন্দি 🙏🏻🙏🏻

  • @ITSMADHUMITA
    @ITSMADHUMITA 4 ปีที่แล้ว +64

    অসাধারণ কথা, সুর, কন্ঠ....
    অসাধারণ দুটি মানুষকে নিয়ে গান.. আর গেয়েছেনও অসাধারণ দুটি মানুষ

    • @priyagopalbishoyi1107
      @priyagopalbishoyi1107 4 ปีที่แล้ว

      Fresh collection from Priya Gopal Bishoyi: th-cam.com/video/mwjeGnL16rg/w-d-xo.html

    • @rasudebhalder9077
      @rasudebhalder9077 3 ปีที่แล้ว

      😱😱😱😱💖💖
      6294382002

  • @sativerse5724
    @sativerse5724 3 ปีที่แล้ว +4

    দুই জন প্রিয় শিল্পীর কণ্ঠে দুই জন প্রিয় মহান মনীষী এর বন্ধুত্বের গানটা হৃদয় কুঠিরে অমর হয়ে থেকে গেলো ।
    এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সকল কে অজস্র ধন্যবাদ...

  • @srabanichowdhury332
    @srabanichowdhury332 3 ปีที่แล้ว +1

    মন ভিজে গেল...অসাধারণ

  • @86Ashmita
    @86Ashmita 4 ปีที่แล้ว

    Bah opurbo go. Jemon bishoy temni gaiki. Khub sundor. 👍👍👍🙏🙏🙏

  • @Madhav_108_priya
    @Madhav_108_priya 4 ปีที่แล้ว +28

    এটা বাঙালির ইতিহাস ,,, একটা লাইক আর কমেন্ট এর মাধ্যমে এই গানের দাম দেওয়া যাবেনা ,,, মাইকেলের বিদ্যাসাগরের এই সুদৃঢ় বন্ধুত্বের সম্পর্ক যেন শরদিন্দুর ব্যোমকেশ আর অজিতের মত .....
    হৃদয় ছুঁয়ে গেল ❤️❤️❤️❤️

  • @mesomalina
    @mesomalina 4 ปีที่แล้ว +11

    এরকম একটা বিষয় নিয়ে গান এই ভাবনা টাই কুর্নিশ করার মতো.অনেক সাধুবাদ অনেক শুভেচ্ছা .আশা করি এই ভাবেই কিছুটা হলেও বাঙালিয়ানা আমরা রাখতে পারবো আজীবন

  • @anirbanadhikari2976
    @anirbanadhikari2976 4 ปีที่แล้ว +17

    আহা! দুই প্রিয় শিল্পী। প্রাণ জুড়ানো উপহার।

  • @nandanmojumder
    @nandanmojumder 3 ปีที่แล้ว

    খুব গর্ববোধ হচ্ছে। ধন্যবাদ দাদা অনুপম 💞💞

  • @satpal4773
    @satpal4773 4 ปีที่แล้ว

    আজকাল দিনে মনীষীদের প্রসঙ্গে এই রকম সুন্দর গান এক আশ্চর্য প্রাপ্তি। এর একটা সর্বকালীন গ্রহণযোগ্যতা আছে। গানের কথা সহজ সাবলীল অথচ কত appealing। অনুপম এবং অনির্বান যুগলবন্দি অসাধারণ।
    বারবার শুনেও ভাল লাগছিল। তবে 1.00 তে হাসিটা যেন না থাকলেই আরও শ্রুতিমধুর হত।

  • @shubhadeeppurkait1731
    @shubhadeeppurkait1731 3 ปีที่แล้ว +3

    বন্ধুত্বের এরূপ হিরক খন্ড উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ।।।।
    গানের শব্দ আর গায়কের কন্ঠ আমার শরীরে বাঙালিয়ানা ও বন্ধু প্রীতির এক অনন্য শিহরণ জাগিয়েছে ।।।।।
    আরও একবার অন্তরের ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করলাম ।।।।
    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @jahidemon432
    @jahidemon432 4 ปีที่แล้ว +4

    ভালো গানগুলি সবাই বুঝতে পারে না ;তাই এইরকম গানের তথাকথিত ভিও কম হলেও কখনো এর জনপ্রিয়তা কমবে না।ধন্যবাদ অনুপম আর অনির্বাণ দা-কে।বাংলাদেশ থেকে বলছি।

  • @sayanmukherjee6629
    @sayanmukherjee6629 4 ปีที่แล้ว +291

    এই গানেও Dislike পড়ে!!!
    পাগলের মতো গান টার ভালো মন্দ খুঁজতে যাবেন না। এটা গানের চেয়েও অনেক বেশি কিছু।
    ছড়িয়ে দিন গান টা।❤❤❤💚💚💚💚✌

    • @akashscreation2595
      @akashscreation2595 4 ปีที่แล้ว +11

      সত্যি যারা dislike দিয়েছে তারা মানুষ কিনা সন্দেহ আছে

    • @sujoydebnath9020
      @sujoydebnath9020 4 ปีที่แล้ว +7

      যারা dislike দিয়েছে তারা গানের মাহাত্ম বোঝে না ।☺️

    • @sreejonibagchi4061
      @sreejonibagchi4061 4 ปีที่แล้ว +4

      Ekdom thik

    • @tanushreesingha3127
      @tanushreesingha3127 4 ปีที่แล้ว +5

      @@akashscreation2595 আসলে তারা বাংলা টাই ভালো বোঝে না তাই জন্য।

    • @sparna4822
      @sparna4822 4 ปีที่แล้ว +1

      True

  • @indranilsengupta8730
    @indranilsengupta8730 3 ปีที่แล้ว +1

    Asadharon ... Aro opekhai anirban da Anupam da ...

  • @monotoshdas242
    @monotoshdas242 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️ বাংলা ও বাঙালি জাতির একটা আলাদাই ❤️❤️❤️ গর্ব
    একজন বর্ণপরিচয় আর একজন সনেট
    একজন বিধবা বিবাহ আর একজন সমাজ আর মোমের দেওয়াল ভাঙ্গা কবিতা লিখে গেছেন
    ধন্য বঙ্গ মাতা তোমাদের এই সন্তান এর কৃত কর্মে আমরা ধন্য

  • @gazinazrulhaque588
    @gazinazrulhaque588 4 ปีที่แล้ว +40

    I must tell this is one of the best song created by Anupom!!! He is really a living legend and the partnership of Anirban has taken this song to an another level!!!!

  • @fatematunnoor035
    @fatematunnoor035 2 ปีที่แล้ว +8

    আহা!
    কী নিদারুণ ভাবেই না সব চোখের সামনে গানের তুলিতে আঁচর কেটে ফুটিয়ে তুললো অপূর্ব আর অনির্বাণ,
    বন্ধুত্বই এ গল্পের প্রাণ!🌺❤️
    ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩❤️💚

  • @champachakraborty360
    @champachakraborty360 4 ปีที่แล้ว +3

    গান টা শুনে ভাষা হারিয়ে ফেলেছি,মূল্যায়ণ কিংবা প্রশংসার ভাষা আমার জানা নেই । এক কথায় বলবো অসাধারণ ..... 👌👌👌

  • @sabiridkhan4251
    @sabiridkhan4251 3 ปีที่แล้ว +2

    অর্থ দিয়ে যখন শিল্পের মূল্যনির্ধারণ হয়,সেই সময় শিল্পত্বকে গুরুত্ব দিয়ে এমন বিষয়বস্তু আর কথা-সুরের অপূর্ব মেলবন্ধন সত্যিই মুগ্ধ করে।

  • @romeopathic8919
    @romeopathic8919 3 ปีที่แล้ว

    যাঁদের নিয়ে গান তাঁদের নিয়ে বলার ভাষা নেই ।আগামী দিনে আজ যারা গায়ছে তাঁরাও সেই জায়গা না পেলেও ,অন্তত আলোচনা হবে ।লাভ ইউ অনির্বাণ ।

  • @salmamallick2885
    @salmamallick2885 4 ปีที่แล้ว +56

    উফফ আমি একাই যার গায়ে কাঁটা দিয়ে উঠেছে ? ফিরে গেছি সেদিনে। সত্যিই অসাধারণ লেগেছে। অনেক ভালোবাসা। ❤

    • @s.m.mosharofhossain1327
      @s.m.mosharofhossain1327 3 ปีที่แล้ว

      না ভাই নিজেকে আলাদা এলিয়েন ভাবার কোনো দরকার নাই! আপনার মতো এমন মানুষের অভাব নাই।একটা লাইন শিখেন আর সব জায়গায় ডায়লগ মারেন....আমিই কি একা যার গায়ে কাটা দিয়েছে?আমিই কি একা যে হাগু করে? ভাই এইসব বাদ দেন।😡

  • @anikmukherjee9319
    @anikmukherjee9319 3 ปีที่แล้ว +53

    বিদ্যাসাগর মহাশয় যে কি ছিলেন,কি তার মহত্ব, সেটা এই ছয় মিনিটের ভিডিও তে বলা যাবে না। উনিই আমাদের ঈশ্বর। অনেকটা শ্রদ্ধা বেড়ে গেলো অনির্বান আর অনুপমের জন্য। ভালোবাসা নিও।

    • @s.m.mosharofhossain1327
      @s.m.mosharofhossain1327 3 ปีที่แล้ว

      ঈশ্বর হলে মারা গেল কেন?
      😡

    • @Kundanyada371
      @Kundanyada371 2 ปีที่แล้ว +3

      @@s.m.mosharofhossain1327 মানুষের দেহের মৃত্যু হয় ☺️
      ঈশ্বর তার কাজের মাধ্যমে বেচেঁ আছেন
      বাঙালির হৃদয়ে ☺️
      ভালো থাকবেন 😊

  • @pujalaxmi2544
    @pujalaxmi2544 4 ปีที่แล้ว +3

    মুগ্ধতা ছড়িয়ে গেল চারিদিকে।ধন্যবাদ পুরো team কে🙏

  • @bharatibiswas3234
    @bharatibiswas3234 3 ปีที่แล้ว

    Mon hariye gelo dui bandhur valo basai.....mon chhuye gelo❤❤

  • @mstrekhakhatun3636
    @mstrekhakhatun3636 4 หลายเดือนก่อน

    সফল হতে গেলে বিশেষ জাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো বন্ধু ❤❤ তাঁর প্রমাণ এই গানের কাহিনী❤❤❤

  • @anontokallolkhan1883
    @anontokallolkhan1883 4 ปีที่แล้ว +4

    অসাধারণ সৃষ্টি অনুপম দা।গানের মাধ্যমে বাংলার ইতিহাস তুলে ধরেছেন।।।আপনার সব সৃষ্টি অমর হয়ে থাকুক

  • @arghyakundu359
    @arghyakundu359 4 ปีที่แล้ว +30

    সাহিত্যিকরা বিদ্যাসাগর পড়ে না বিদ্যাসাগর কে খোঁজেও না কিন্তু সাহিত্য আজও বিদ্যাসাগর কে খোঁজে

  • @bapikhan3154
    @bapikhan3154 4 ปีที่แล้ว +4

    এই এমন বিষয় নিয়েও এত সুন্দর গান তৈরি করা যায়!
    ধন্যবাদ তোমাদের 🙏

  • @pratikshadas3660
    @pratikshadas3660 4 ปีที่แล้ว

    Anupam sir is all time ossam.... But Anirban sir is outstanding👌👌👌👌👌👌👌khub valo laglo

  • @letsgetstarted7379
    @letsgetstarted7379 4 ปีที่แล้ว

    অসাধারণ, অতুলনীয়, অনবদ্য সৃষ্টি 💝💝

  • @rukonstudent8953
    @rukonstudent8953 4 ปีที่แล้ว +17

    বলার ভাষা হারিয়ে ফেলেছি,,অসাধারণ।।বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা দাদা😍😍

  • @mourisarker6872
    @mourisarker6872 3 ปีที่แล้ว +46

    এত সুন্দর হতে পারে কোনো গান? এত সুন্দর আইডিয়া? এত সুন্দর ইতিহাস? বন্ধু আছে এখন আর এরকম? বাংলাদেশের সবার পক্ষ থেকে ❤️❤️❤️

    • @dipsbasu9821
      @dipsbasu9821 3 ปีที่แล้ว +1

      Excellent ! Vasa harie felechhi

    • @rasudebhalder9077
      @rasudebhalder9077 3 ปีที่แล้ว

      🌹🌹💙💙💜💜💛💛💚💚💖💖
      😱😱😱😱😱😱😱😱😱🌹🌹

    • @mehedihasanshohan9468
      @mehedihasanshohan9468 4 หลายเดือนก่อน +1

      Eisob idea kebol Anupam er matha thekei ase. ❤️❤️

  • @shanuchowdhury4793
    @shanuchowdhury4793 3 ปีที่แล้ว +3

    অসাধারণ । তবুও বলতে দ্বিধা নেই , ভাবতে লজ্জা লাগছে এমন একটি সৃষ্টিকর্মকে ডিসলাইক দেবার লোকও বিদ্যমান আছে । আসুন আমরা সবাই মিলে ঐ দুই মনিষীর থেকে (পাষণ্ড গুলোর জন্য) ক্ষমা চেয়েনি ।

  • @tulipsadhukhan9755
    @tulipsadhukhan9755 3 ปีที่แล้ว +1

    onek dhonyobad bangalir ei sundor bondhutter golpo ti k jara jane na tader modhye eivabe chhoriye dewar jonno.. ekhane lukiye 'Arts for life's sake' er mahatyo ❤❤

  • @indranilmukherjee592
    @indranilmukherjee592 4 ปีที่แล้ว

    আজ খুব ভালো লাগলো। অসাধারণ অনুপম স্যার আর অনিবান আসাধারন

  • @debjanidolui3454
    @debjanidolui3454 4 ปีที่แล้ว +4

    হৃদয় ছুঁয়ে গেল, শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠল...আর কী বলব...সত্যি অসাধারণ।।
    ❤❤❤
    অনির্বাণ-অনুপম সেরা জুটি।।

    • @priyagopalbishoyi1107
      @priyagopalbishoyi1107 4 ปีที่แล้ว

      Eyi Puoj'e abar hobe!!! Tayi apnar jonno Priya Gopal Bishoyi: th-cam.com/video/mwjeGnL16rg/w-d-xo.html

  • @Mohammadnoor13
    @Mohammadnoor13 ปีที่แล้ว +9

    আমরা বাঙালি এটাই আমাদের বড় পরিচয়। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে কোন ধর্মের মানুষ হতে পারে , তাই বলে তা আমাদেরকে বিভক্ত করতে পারবে না। আমরা বেঁচে থাকব অসম্প্রদায়িকতার বন্ধনে চিরদিন বাঙালি হয়ে। 🖤💗

  • @malihasultana6360
    @malihasultana6360 4 ปีที่แล้ว +5

    চমৎকার।। ❤❤ একেই বলে সৃষ্টিশীলতা।।।

  • @prolaymondal6678
    @prolaymondal6678 4 ปีที่แล้ว

    ashadharon...khub sundor....anirban da ar anupom da..khub sundor

  • @doctordark8057
    @doctordark8057 4 ปีที่แล้ว

    গা এ কাঁটা দিল । অনুপম আর অনির্বাণ ভাবা যায় না🔥🔥🔥🔥🔥🔥

  • @riyachatterjee1901
    @riyachatterjee1901 3 ปีที่แล้ว +6

    অসাধারণ লেখা ও সুর....❤️❤️ ❤️ বেঁচে থাকুক বন্ধুত্বের ইতিহাস।❤️❤️❤️ অনুপম-অনির্বান তোমাদের জয় হোক এমন সৃষ্টির জন্য।❤️❤️❤️

  • @sajibbairagi832
    @sajibbairagi832 4 ปีที่แล้ว +8

    এত সুন্দর একটা গান যদি ১০ মিলিয়ন ভিউ না হয় তবে ব্যাপারটা অন্যায় হয়ে যাবে আর এই ব্যাপার গুলো অজানা থেকে যাবে অনেকর কাছে।

  • @ananyabonowary4935
    @ananyabonowary4935 4 ปีที่แล้ว +9

    I'm speechless!! Just Mind blowing❤ love from Bangladesh, Netrakona district! অনুপম রায় ও অণির্বান ভট্টাচার্য দুজনেই আমার ভীষণ প্রিয়।

  • @AkashMaitra
    @AkashMaitra 4 ปีที่แล้ว

    শুধু একটা কথাই বলবো......অসাধারণ.. 🤗🤗

  • @thepatriot4326
    @thepatriot4326 3 ปีที่แล้ว +1

    মনমুগ্ধকর শব্দ চয়নে গানটি গেয়েছেন। মধূসুধন, বিদ্যাসাগর দু'জনই বাংলা সাহিত্যের গর্ব। বাংলাদেশ থেকে 🇧🇩😍

  • @dipanpal2743
    @dipanpal2743 4 ปีที่แล้ว +14

    অসাধারণ 🥰... তারা না থাকলেও এই বন্ধুত্ব থাকুক চিরকাল❤️🌼

  • @suparnapal5043
    @suparnapal5043 4 ปีที่แล้ว +10

    গান তো নয় এ যেন গর্বময় ইতিহাস😌
    আর খুব পছন্দের দুই মানুষের উপস্হাপনা❤️

  • @bandhanmajumder7414
    @bandhanmajumder7414 4 ปีที่แล้ว +25

    কোনো তুলনা হয় না। অসাধারণ👍 like o to sudhu 1tai dite pari🧐

  • @OVsek100
    @OVsek100 4 ปีที่แล้ว

    পুরো গ্রুপ টা কে কুর্নিশ জানাই। বাংলায় বরেণ্য মানুষ দের নিয়ে এই ভাবে গান ইদানিং কালে দেখাই যায়না। ধন্যবাদ

  • @GoldTips
    @GoldTips 4 ปีที่แล้ว +2

    আমি ঘাটাল অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমির মতো পূর্ণ ভূমিতে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি। এত মহান 🙏🙏মহাপুরুষের একবার নাম নিলেই আমার আঁখি অশ্রুতে ভরে যায়।মানুষ রুপি ভগবান আপনি 🙏🙏🙏. সকল বাঙালীর হৃদয় জুড়ে আছেন আপনি গুরুদেব.. কী তাই তো বন্ধুরা 👇👇