অবিশ্বাস্য ঘটনা পানিতে হাত দিলেই ঘটে দুর্ঘটনা।পানির রহস্য জেনে হতভম্ব হয়ে গেলাম!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @Tabassumbintenu
    @Tabassumbintenu 2 ปีที่แล้ว +162

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু এই পুকুরে দুইটি রহস্য আছে এই পুকুরের পানির ভিতর অগণিত জিন রয়েছে এবং কিংবা রাত্রে বা দিনে অগণিত আল্লাহর অলিরা এবং জ্বীনরা অজু কালাম করে কারণ পানিগুলো পবিত্র আমি কিভাবে বুঝলাম হ্যাঁ আমি যেটাই বলছি এটাই সত্যআপনারা বিশ্বাস করেন বা নাই করেন বিশ্বাস করতে বিশ্বাসের অদৃশ্য জ্ঞান লাগবে কারন অন্ধ চোখে ভালো মন্দ কিছু দেখতে পাই না আমি গীতিকার মহিউদ্দিন মফিজ

    • @shirinkhadhiza1948
      @shirinkhadhiza1948 2 ปีที่แล้ว

      🙄আমি প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করবো না
      কারন রাসূল (সাঃ) বলেছেন কোনো ফাসেক জদি কোনো দুঃসংবাদ নিয়ে আসে তাহলে এর প্রমাণ ছাড়া যাচাই না করে বিশ্বাস করতে যেওনা অন্যথায়
      খতি হওয়ার সম্ভাবনা বেশি
      এটা দেখে তো আমি বিভ্রান্তির মধ্য পরে গেলাম। আজব 😐
      এজন্যই আপনাকে ও আপনার মত যারা অল্পতেই বিশ্বাস করেন তাদের কেই উদ্দেশ্য করে বলছি
      যেকোনো কারু কথা শুনে কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করতে যাবেন না নাইলে কিন্তু বিপদে পরার সম্ভবনা আছে
      আর না হয় ভুল ভ্রান্তি শিখে বর ধরনের বিভ্রান্তির মধ্য পরবেন
      আসা করি বুঝতে পারছেন

    • @ikratulyousuf3178
      @ikratulyousuf3178 2 ปีที่แล้ว +4

      রাইট

    • @skylark1824
      @skylark1824 2 ปีที่แล้ว +22

      ফালতু কথাবার্তা বলে আপনি নিজেই নিজেকে বোকা বানাতে পারেন, কিন্তু সবাই আপনার মত বোকা না।
      আপনি নিজেই কোন চোখের ডাক্তার দেখান, অন্যকে অন্ধ না বলে।

    • @shirinkhadhiza1948
      @shirinkhadhiza1948 2 ปีที่แล้ว

      🙄 প্রিয় বোন নাকি ভাই আপনাকে আমি riquist korchi দয়া করে আপনার এই কমেন্ট টা ডিলিট করে ফেলেন
      দেখুন আপনার এই একটা কমেন্টের কারনে হয় তো কিছু সাধারণ মানুষ যারা আছে তারা আপনার এই কথা বিশ্বাস করে ফেলবে আপনার এই ভুল ভ্রান্তি মানুষ শিখে তারা ভুল পথে যাবে 😐 আপনি তো নিজে ভুলের মধ্য আছেন😐 এমনকি আপনার মত কিছু মুর্খ মানুষদের কে ও আপনার রাস্তায় নিয়ে যাবেন 😐এটা কিন্তু মোটেও ঠিক করছেন না 😐দয়া করে আপনার এই ভুল ভ্রান্তি কমেন্ট টা ডিলিট করে ফেলুন। এটা দেখে অনেক মানুষেই বিভ্রান্তির মধ্য পর্বে
      আপনার এই কমেন্টে অনেকেই এটা বিশ্বাস করে লাইক দিচ্ছে
      আপনার কথা সহিহ না
      তাই বলছি কমেন্ট টা ডিলিট করে ফেলুন
      sorry 🙏 আমার কথায় কস্ট পেয়ে থাকলে আন্তরিক ভাবে খমা করবেন আমি আপনার শত্রু না আমি শুধু আপনাকে বুঝানোর জন্য আবার কমেন্ট করতে বাধ্য হলাম

    • @সত্যঈমান
      @সত্যঈমান 2 ปีที่แล้ว +3

      আপনার কথাটা অনেক ভালো লাগছে ভাইয়া

  • @mdliton-vz5zd
    @mdliton-vz5zd 2 ปีที่แล้ว +291

    আল্লাহ ক্ষতি না চাইলে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবেনা ইনশাআল্লাহ

    • @monzurulislam1800
      @monzurulislam1800 2 ปีที่แล้ว +4

      Ye sob pukur k salam kalam বিশ্বাস করবেন না ঈমান চলে যাবে

    • @mdrahatchowdhury4137
      @mdrahatchowdhury4137 2 ปีที่แล้ว

      INSHALLAH

    • @skdaud4734
      @skdaud4734 2 ปีที่แล้ว

      Assalam alayi kum Vhai ...beashak Allah chara kao Karo khoti kor tea par bea Na

    • @johiruddin5340
      @johiruddin5340 2 ปีที่แล้ว

      ​@@monzurulislam1800আপনে যাই হাত লাগান এত ইমানদার হলে শয়তানের জ্ঞান আপনাদের কাছে আল্লাহর কুদরতগুলোকে বিশ্বাস করেননা

    • @anantajalil1148
      @anantajalil1148 2 ปีที่แล้ว

      কি বুঝলেন

  • @SAHABSAH415
    @SAHABSAH415 2 ปีที่แล้ว +48

    আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।"
    -- সূরা বাক্বারা : ২৮৬।

  • @hirapanna5322
    @hirapanna5322 2 ปีที่แล้ว +81

    সব ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ

  • @mdnuzrul4710
    @mdnuzrul4710 6 หลายเดือนก่อน +5

    আসসালামু আলাইকুম ভাই আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার উছিলায় আল্লাহর ওলীদের পবিত্র মাজার শরীফ দেখতে পাই 🇧🇩🇧🇩🇧🇩

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  5 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ

  • @MdShahin-bt7ew
    @MdShahin-bt7ew 2 ปีที่แล้ว +118

    হাত না দিয়া ভুল করলেন, আপনার ইমান খুব দুরবল তার প্রমান করলেন,

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      গাধা তুই কি চাস তার কোনো ক্ষতি হোক। যদি হাত দিলে ক্ষতি হয়ে যাত এটা যদি রিয়েল হয় তখন তুই কি তাকে বাচাইবে

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว +1

      আগে তুই হাত দে

    • @rojinakhatun6458
      @rojinakhatun6458 2 ปีที่แล้ว +1

      রাইট ভাই এই পানি তে কিছু নেই

    • @kukijaan9346
      @kukijaan9346 ปีที่แล้ว +2

      ওর ঈমান এমনিতেই দুর্বল।ওর কিছু ভিডিও আছে যা শিরকের পর্যায়ে যায়।

    • @vikassingh-mp3hl
      @vikassingh-mp3hl ปีที่แล้ว

      Bai agge tui aao ya haat de

  • @Habib7v
    @Habib7v 2 ปีที่แล้ว +77

    আল্লাহ কে ভয় করুন কোনো পুকুরকে নয়। আল্লহ আপনাদেরকে তওহিদবাদী করুন।

    • @mahabubrahman2864
      @mahabubrahman2864 2 ปีที่แล้ว +3

      Right

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว +2

      সে ঠিক আছে আপনি ভুল

    • @jahirjahir182
      @jahirjahir182 2 ปีที่แล้ว

      যাহা হয় সবই আল্লাহর হুকুমে হয়,আল্লাহকে যদি ভয় করতেন তাহলে সারাক্ষণ আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন,মোবাইলে টিপাটিপি করতেন না, কোন কথা লিখলে আগে নিজেকে খেয়াল করুন,আল্লাহকে যেহেতু ভয় করেন,দুনিয়াতে আর কাউকে ভয় করেননা মনে হয়, এক বোতল বিষ খাইয়া দেখাবেন আশা করি....

    • @d.rcoxcbazard.r.coxcbazar
      @d.rcoxcbazard.r.coxcbazar 2 ปีที่แล้ว +1

      Right.

  • @c-mofashion281
    @c-mofashion281 2 ปีที่แล้ว +24

    আসসালামুয আলাইকুম, ভাই আমি নিজে এখানে গিয়েছি,এই পুকুরে অজু করেছি, আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি, আমি এখনো সুস্থ আছি। এইসব কিছু মানুষের গুজবে,

    • @mdnuzrul4710
      @mdnuzrul4710 6 หลายเดือนก่อน +2

      তাহলে আপনার ওযু করার একটা ভিডিও দিয়েন দয়া করে

    • @makhidmahforum
      @makhidmahforum 6 หลายเดือนก่อน

      আপনি আরেকবার গিয়ে একটা ভিডিও লাইভ করে মিথ্যা প্রমানিত করে দিলে ভাল হতো

  • @smshameem6858
    @smshameem6858 2 ปีที่แล้ว +55

    আল্লাহর উপর বিশ্বাস রেখে হাত দিলে কিছু হবেনা।।

  • @shifatulislam2903
    @shifatulislam2903 2 ปีที่แล้ว +227

    আমি থাকলে, পুকুরে নেমে গোছল করে দেখাইতাম। সব হলো মনের ভয়।আল্লাহর উপর বিস্যাশ রেখে পানিতে হাত দেন।কিছুই হবে না,ইনশাআল্লাহ

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว +2

      অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যনেলের সাথে থাকবেন

    • @md.jewelrana8319
      @md.jewelrana8319 2 ปีที่แล้ว +12

      ঠিক বলছেন আপনি দাদু ওখানে কোন কিছুই নাই সব ব‍্যাবসার দানদা আল্লাহ্ তায়ালা ব‍্যাতিতো কারো কোন শক্তি নাই

    • @asadulislam8333
      @asadulislam8333 2 ปีที่แล้ว +1

      বুয়া

    • @rubayetaddittohasan25
      @rubayetaddittohasan25 2 ปีที่แล้ว +1

      Right Hundred Percent Right

    • @jannatul7065
      @jannatul7065 2 ปีที่แล้ว +3

      Right

  • @mdmozammel-gd8jo
    @mdmozammel-gd8jo ปีที่แล้ว +2

    অবিশ্বাস্য এটি কিন্তু দেখতে যাবো একদিন ইনশাআল্লাহ,,, আর ভাইয়া আমাদের হরিণ খাইন গ্রামের শাহ মুছা কিস্তি (রঃ) বিডিও টা একটু পোস্ট করিয়েন তারাতাড়ি

  • @hanzalahkausar
    @hanzalahkausar ปีที่แล้ว +7

    আমি এক বার লালমনিরহাট গেয়ে ছিলাম যাওয়ার পর শুনতে পায় এখানে একটি লেংটা পাগল আছে গ্রামে প্রচলিত আছে কেউ যদি তাহার সহিত বেআদবি করে তো তাহার ক্ষতি হয় , অনেক প্রমাণ দিল মানুষের সমস্ত কথাগুলো শুনতে লাগলাম
    আমি এক ভদ্রলোককে বললাম আমাকে পাগলটি দেখিয়ে দেন ভদ্রলোক পাগল দেখে দিয়ে আমাকে বলল এইতো পাগল আমি এক বড় বাঁশ নিয়ে পাগলটিকে আচ্ছামতো মারলাম পাগলটিকে ওয়াদা করালাম জীবনে লেংটা থাকবি? সে বলল জীবনে আর লেংটামি, পাগলামি করব না, আমি বলতে লাগলাম আজকে আমার মার সার্থক হয়েছে,
    আজ পর্যন্ত প্রায় দুই বছর হয়ে গেলো আমার কোন ক্ষতিই হয় নাই ।

  • @m.grabbani2455
    @m.grabbani2455 2 ปีที่แล้ว +17

    আসলে কি আর বলবো আমি যে সময় অপচয় করে ভিডিও টি দেখলাম এটাই আমার বৃথা 😥😥😥😥

  • @abdulalichoudhury6891
    @abdulalichoudhury6891 2 ปีที่แล้ว +75

    আসলে যদি আমি বাংলাদেশী হতাম আর এই স্থানে যেতে পারতাম তাহলে হাত দিয়ে দেখিয়ে দিতাম, আসলেই কি হয়। আল্লাহ আমাদের ঈমানকে হিফাজত করুন 🤲😭🤲😭🇮🇳🇮🇳

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว +8

      সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে। আশা করি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যনেলের সাথে থাকবেন

    • @setulmondol6690
      @setulmondol6690 2 ปีที่แล้ว

      খুব বাল ফেলে দিতে সুধীর ভাই 🤬🤬🤬🤬

    • @akhikhatun7319
      @akhikhatun7319 2 ปีที่แล้ว

      Apni kon desh ar?

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว

      আসলেই তো হয়

    • @gurukuleducationclubs2233
      @gurukuleducationclubs2233 ปีที่แล้ว

      U r right

  • @SagorSa-z1l
    @SagorSa-z1l หลายเดือนก่อน +1

    এখানে যারা তর্ক করতেছে তারা যেন এখানে গিয়ে লাইভ করে👍👍👍

  • @photoname6245
    @photoname6245 2 ปีที่แล้ว +28

    আল্লাহর কালাম দিয়ে শরির বন্ধ করে, আল্লাহর উপর ভরসা করে হাত দেন, ইনশা-আল্লাহ গ্যারান্টি আল্লাহর রহমাতে এই পানি কোনো ক্ষতি করতে পারবে না,, আল্লাহ সর্বশক্তিমান,,,

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      ইনশাআল্লাহ আবার যাবো। অনেকেই আমার সাথে যেতে চাইছে, সবাইকে নিয়ে যাবো

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan এই বাটফার লুচ্চা, বেঈমান, ভন্ডা, প্রতারক বুড়ো দাদার কথা, গলার স্বর শুনলেই হাসি উঠে 😄😄

    • @secretidentify
      @secretidentify 2 ปีที่แล้ว

      একেই বলে অল্প বিদ্যা ভয়ংকরি।
      🤣🤣

    • @raselgazi9450
      @raselgazi9450 ปีที่แล้ว

      ভাই আমি ও তাই বলেছি সরিল বন্ধ থাকলে মহা জগতের কোন অদৃশ্য শক্তি কিছুই করতে পারবে না

  • @Laughfactory-z3r
    @Laughfactory-z3r 2 ปีที่แล้ว +2

    চাঁদকে কেউ 100 বার সূর্য বললে, চাঁদ সূর্য হয় না।তাই একটা মিথ্যাকে আপনি যতই সত্য বলে প্রমাণ করতে থাকেন না কেন। আধুনিক যুগে এসব ফালতু কথার কোন দাম নেই।
    একমাত্র আল্লাহর উপর ভরসা করলে সবকিছু সমাধান হবে ইনশাআল্লাহ।

  • @khansaheb2083
    @khansaheb2083 2 ปีที่แล้ว +3

    ইনশাআল্লাহ নিয়ত আছে গোসল করব।কিছুদিন পরেই এই পুকুরে আমার গোসলের ভিডিও পাবেন।

    • @fahimislamalamin9693
      @fahimislamalamin9693 ปีที่แล้ว

      কি ভাই গোসল করছেন নাকি?

  • @roparopa6810
    @roparopa6810 2 ปีที่แล้ว +54

    আসলে আমি কেন বুঝলাম না তবারক হিসেবে খাওয়া যায় হাতে নেওয়া যায় না হাতে নিলে ক্ষতি যে খেয়ে ফেলেছে তার কোন ক্ষতি না আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক

  • @অন্ধকাররাত-ন৯ছ
    @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว +32

    মাজারের একটু আগে main Road এর সাথে লাগানু আমার ঘর। ছুট থেকে যতবার সুজুগ হয়ছে আলহামদুলিল্লাহ খেদমত করছি। এটা হযরত এয়াছিন শাহ এর মাজার শরিফ। আপনাকে হয়তো হুজুরে অনেক আরো ইতিহাস বলেনাই কারণ আপনি শুধু পুকুর সম্পর্কে জিজ্ঞেস করছেন সে জন্য। আর আমি যতঠুকু জানি পুকুর টা রাতারাতি হয়েছিল কেউ বানাইনি। বিশ্বাস করেন আরো অনেক রহস্য আছে এই মাজার আর পুকুর নিয়ে এমন কি এই অলীটার ইতিহাস সবার কাছে সম্পূর্ণ জানা নেই। পুরানা যারা জানতো তার এখন দোনিয়াই নেই। আর হযরত এয়াছিন শাহ (রহঃ) যেমন তেমন অলী না একজন মস্ত বড় আল্লাহর অলী আর সবাই জানেন উনি একজন শরিয়তের মস্ত বড় অলী তবে অনেক গরম মেজাজের ছিলেন। 🥰🥰🥰🥰🥰🥰 আমি এখন বিদেশ থাকি আপনি বাড়ি ঘর দেখায় মায়া লাগাই দিলেন খুব কান্না পাচ্ছে আমার ঘর থেকে মাজার যাইতে মাত্র ৩০ সেকেন্ড লাগে 😭😭😭😭😭 আর হে হযরত এয়াছিন শাহ আসা যাওয়া করতেন উড়ন্ত ঘুড়া নিয়ে ঘুড়াটা উড়তে পারতো। এমন টা ও শুনেছি বুজুর্গ দের মুখ থেকে আর ঐখানে বাঘ আর অজগর শাপের ও কি জানি ইতিহাস আছে একটু জেনে নিয়েন হুজুর থেকে সম্পূর্ণ ভাবে

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว +3

      ইয়াসিন শাহ র: উপরে ভিডিও বানানো হয়েছে আগামী সপ্তাহে আপলোড করব। আমি আপনাদের এলাকায় আবারো আসবো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন। এখানে দিতে না চাইলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আমার ফেসবুক পেজ একই নামে ধর্মীয় এবং দর্শনীয় স্থান

    • @blackday2571
      @blackday2571 2 ปีที่แล้ว +8

      উনি আল্লাহর ওলী হতেই পারে। তাই বলে কি উনার কবর নিয়ে ধান্দা ব্যবসা শুরু করতে হবে?? উনাকে নিয়ে ভণ্ডামি শুরু করতে হবে?
      এই আপনারাই তৈরি করেন যতসব কুসংস্কার, ভন্ডামি আর ফালতুগিরি।

    • @mdnoro5685
      @mdnoro5685 2 ปีที่แล้ว +2

      ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

    • @অন্ধকাররাত-ন৯ছ
      @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว

      @@blackday2571 ভাই তুরে কে শেখাইছে ভন্ডামি?? আর ভন্ডামি কি করছে?? আল্লাহ বলেন আমাকে পেতে চাইলে তুমরা নূর খুজ আবার অন্য জায়গাই সে নূর কে সেটা উনি বলে দিয়েছেন কুরেণে আল্লার অলী আর অলী শব্দের অর্থ হল বন্ধু (আল্লাহর অলী অর্থ আল্লাহর বন্ধু) তো Special লুকের কবর special বাভেই হয় তাতে তুর কি সমস্যা?? আর ইমাম আবু হানিফা বলেন (আমি কোনো সমস্যাই পড়লে আমি আল্লাহর অলীর মাজার শরিফে যেতাম এবং উনার উসিলা দিয়ে দোয়া চেয়ে আমি মাজার শরিফ থেকে বের হওয়ার আগেই আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিত) এখন তুরা মাজার দেখলেই তুদের গায়ে জ্বলে উঠে সালারপুত। একটা হুজুরে ঝাড় পুক করলে এটা সুন্নত আর মাজারের হুজুর ঝাড় পুক করলে এটাই শির্ক হয়ে যাই তুদের জন্য। মাজারে ৫ টাকা ১০ টাকা দেয় মানুষ বছর শেষে দান বাক্স খুললে ২০ হাজার টাকা ও উঠেনা সেটাতেও তুদের গায়ের জ্বালা কিন্তু তুদের ওহাবি হুজুররা এইখানে দুবাইতে এবং দেশে মাদ্রাসার নামে প্রথেক মাসে কম পক্ষে ২০ লক্ষ টাকার মত তুলে মাদ্রাসার জন্য কিন্তু মাদ্রাসায় খাওয়া তো দূরের কথা উলটা বাচ্চারা বলৎকার হয়। সেটাতে তুদের আপত্তি নাই। কুত্তার বাচ্চারা তুরা তো নজদির পুজারি। তুদের হাদিস দেখালে তুরা তুদের যেটা ভালো লাগে সেটা মানিস বাকি গুলাকে অস্বিকার করিস অথচ সব হাদিস গুলাই রাসুল (সঃ) এর বলা হাদিস এখন তুদের চলা চরিত্র দেখেই বোঝা যাই তুরা খুদার চাইতেও নজদির কথা বেশি মানস। মনে রাখিস তুদের দেবতা নজদির সাথেই তুরা জাহান্নামে যাবি লাইন ধরে। সালা তুদের কপালে নবীর শুপারিস টা ও মিলবেনা কারণ ঐটাকে ও শির্ক এর ফতোয়া দিস তুরা চুখ থাকতে অন্ধ। আবু জাহেল কে রাসুল (সঃ) চাঁদ ২ টুকরা করে দেখানুর পরও যেমন সে নবীকে ভিন্ড ফতোয়া দিছে তেমনি অলীরা যাই করোক না কেন তুদের ভন্ডের ফতোয়া বাত যাইনা। নজদির পুজারিরা জীবনেও কিচ্ছু পাবেনা। হিন্দুদের মত তাদের ও দোনিয়াতেই শুখ আর আরাম পরকালে কিছু পাবিনা তুদের নিয়ে রাসুল (সঃ) এর অভিশাপ দেওয়া হাদিস ও আছে লাগলে বলিস। নুরুল ইসলাম ফারুকি সেটা বলেছিল বলেই তো তাকে হত্যা করেছিলি। থু তুদের মত নাস্তিকের মুখে

    • @nargisalam2450
      @nargisalam2450 2 ปีที่แล้ว

      CT ftghxcghhnnjfs

  • @Ismile-gw3fm
    @Ismile-gw3fm 2 ปีที่แล้ว +30

    বাংলার মানুষ কুস্সকারে বিশ্বাসি

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว +1

      আপনি কোন দেশি

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว

      আপনি নিশ্চয়ই ইউটিউবে ফেসবুকে মহিলাদের দেখতে পছন্দ করেন মহিলাদের ভিডিও নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু এগুলো বলেন না পাপ কাজ করার সময় ঠিকই আছেন নাচতে আছেন মিয়া আর ধর্মীয় ভিডিও দেখলে মাথা ব্যাথা শুরু হয়ে যায়।

    • @mdasif6111
      @mdasif6111 2 ปีที่แล้ว +1

      সত্যি এরা কুসংস্কারে বিশ্বাসি

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 2 ปีที่แล้ว

      দূর বলদ শালা,,

    • @mamunhossain8341
      @mamunhossain8341 2 ปีที่แล้ว +1

      @@mdasif6111 আপনাদের মত মানুষের আমার খুব দরকার। এমন আজব তথ্য সহ লালবাগ কেল্লার সুরুঙ্গ পরিক্খা করার জন্য দরকার। কিছু সাহসি সেচ্ছাসেবী মানুষের সন্ধান করছি।

  • @manwomenkitchentravels6050
    @manwomenkitchentravels6050 2 ปีที่แล้ว +19

    এমন ঘটনা বাংলাদেশে আছে সত্যিই অবাক হলাম আপনার এই ভিডিও প্রমাণ সহকারে দেখে ,অবিশ্বাস করার মত কিছু নেই ,,আপনি যা পেয়েছেন তাই দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

    • @mdasif6111
      @mdasif6111 2 ปีที่แล้ว

      এগুলো কেরামতি

  • @shamimashams9950
    @shamimashams9950 2 ปีที่แล้ว +2

    একটা দুর্ঘটনা ভিডিও করে দেখান তাহলে বিশ্বাস করবো ৷

  • @syedabegum5955
    @syedabegum5955 2 ปีที่แล้ว +25

    পানি খেলে সমস্যা নেই , হাতে নিলে যত সমস্যা।আল্লাহ্ সবাই কে বোঝোর তৌফিক দান করুন।

    • @ag.afif.yt.1501
      @ag.afif.yt.1501 2 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন বোন।

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว +1

      এই সাদা পাঞ্জাবির বুড়ো দাদা আস্তা বেঈমান

  • @amaturkarim6527
    @amaturkarim6527 2 ปีที่แล้ว +1

    বাবা অনেক ভালো লাগলো। ওলিগোন আললাহর বন্ধু।

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      আশা করি ভালো আছেন। আশা করি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যনেলের সাথে থাকবেন

  • @md.shahidmia5013
    @md.shahidmia5013 2 ปีที่แล้ว +25

    আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন

  • @mohyashab8223
    @mohyashab8223 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি চরণদ্বীপ দরবার শরীফ থেকে বলছি

  • @rabiulislam982
    @rabiulislam982 2 ปีที่แล้ว +43

    সব ভাল মন্দের মালিক আল্লাহ্।

  • @fattinishtiak3918
    @fattinishtiak3918 2 ปีที่แล้ว +18

    আল্লাহ হু আকবার। আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন।

  • @shifatulislam2903
    @shifatulislam2903 2 ปีที่แล้ว +23

    হায়াত মউত আল্লাহর হাতে,সুতরাং পানি কিছুই করতে পারে না

    • @iamareviewer7935
      @iamareviewer7935 2 ปีที่แล้ว

      আল্লাহ চাইলে কাকে কি করতে পারেন তা কেউ বলতে পারবে না

    • @mentukhan1815
      @mentukhan1815 2 ปีที่แล้ว +1

      তুমি যাইয়া পানি হাত দিয়ে ধরে চেক করে আসো।

    • @shifatulislam2903
      @shifatulislam2903 2 ปีที่แล้ว

      @@mentukhan1815 বাংলাদেশে থাকলে যাইতাম

  • @amaturkarim6527
    @amaturkarim6527 2 ปีที่แล้ว +1

    বাবা অনেক ভালো লাগলো। ওলি আওলিয়াগন আললাহর বন্ধু।

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว

      সুন্দর পোস্ট কমেন্ট

  • @mdsorifulalamontor1311
    @mdsorifulalamontor1311 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি "আলহামদুলিল্লাহ "❤

  • @jashimjashim4658
    @jashimjashim4658 2 ปีที่แล้ว +3

    পানি জীবন,পানি মরন , এটা বাস্তব। তবে এই ধরনের যদি কোন প্রকার কু বাসনা মনে আসে তাহলে সহি শুদ্ধ ভাবে অযু করে আল্লাহর উপর ভরসা করে এই পানিতে বা পুকুরে নামলে মনে হয় কারো সমস্যা হবেনা, ইনশাআল্লাহ।কারন কোন ঈমানদার ব্যক্তি যদি কোন প্রকার বিপদে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া সম্ভব। আল্লাহ তায়ালা কোন ঈমানদার ব্যক্তি কে কোনদিন বিপদে ফেলবেন না। আমিন।

  • @shakil5726
    @shakil5726 ปีที่แล้ว +2

    এই পানিতে এসিড আছে।

  • @hajikadir123
    @hajikadir123 2 ปีที่แล้ว +34

    ভিডিও টা দেখলাম কিন্ত আপনি কি প্রমাণ করলেন? কিছুই তো দেখলাম না, ওখানের লোকেরা যা বললে তাই কি ঠিক?

    • @অন্ধকাররাত-ন৯ছ
      @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว

      ঐ পুকুরের পাশের বাড়িতে ওহাবি এলাকা আছে তারাও সাহস করেনা

    • @mdlitondewanzi6081
      @mdlitondewanzi6081 2 ปีที่แล้ว

      হুম,, কথা ঠিকই বলছেন

    • @mdabdulkadir616
      @mdabdulkadir616 2 ปีที่แล้ว

      মিত্যা

  • @digitalnewtv8678
    @digitalnewtv8678 2 ปีที่แล้ว

    সুন্দর একটা ভিডিও

  • @mohammadliakat4357
    @mohammadliakat4357 2 ปีที่แล้ว +13

    আল্লাহ যেন সবাইকে মজবুত ঈমান দান করে,আমিন

  • @mdarfat7278
    @mdarfat7278 2 ปีที่แล้ว +4

    আপনার ঊছিলায় অনেক আউলিয়ার মাজার দেখতে পেলাম আপনাী জন্য দােয়া রইল ভাইয়া

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। আশা করি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যনেলের সাথে থাকবেন

    • @samiyabinteshohel215
      @samiyabinteshohel215 2 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

  • @SaifulIslam-cl4gx
    @SaifulIslam-cl4gx 2 ปีที่แล้ว +6

    এই পুকুরের পানি যখন শেষ হয়ে যাবে তখন এরা মানুষ কে বলবে মাটি খাওয়ার জন্য আর মানুষ সেটাই বিশ্বাস করবে ।

  • @mdshoponmdshopon4979
    @mdshoponmdshopon4979 2 ปีที่แล้ว +3

    আমি যদি ঐ খানে থাকতাম তাহলে অযু করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর উপর ভরসা করে ঐ পুকুরে হাত দিতাম.. মানুষের এই আজগুবি চিন্তাভাবনা দূর করে দিতাম..

  • @habiburrhaman7815
    @habiburrhaman7815 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাইয়া

  • @Mdyeasin-kw9ep
    @Mdyeasin-kw9ep 2 ปีที่แล้ว +10

    আপনার ইমান তো ১২ টা বেজে গেছে, কোন মানত থাকলে ওখানে কেন যাবে,যমযম পানি দিয়ে গোসল করলে কোন খতি হয় না,পুকুরে পানি পায়ে লাগলে খতি হবে কেন

    • @mijanjoni7526
      @mijanjoni7526 8 หลายเดือนก่อน

      মূর্খ যমযমের পানি দিয়ে অযতা গোসল করা যায়না, যদি কোন ব্যাক্তি বিপদে পরে আর যদি সে তার ১কিলোমিটারের ভিতরে পানির কোন অস্তিত্য না থাকে তাহলে সেই ব্যাক্তি যমযম এর পানি দিয়ে গোসল বা অন্যান্য কিছু করতে পারবে।😅

  • @qutubuddin1503
    @qutubuddin1503 2 ปีที่แล้ว

    ভাই সাহেব,
    আপনাকে জানাই অভিনন্দন। আপনি অসাধারণ ভিডিও বানান। কক্সবাজার সমুদ্র সৈকতের বালু থেকে খনিজ পৃথকী করণ প্লান্ট
    নিয়ে একটি ভিডিও তৈরি করুন। এই প্লান্ট থেকে হাজার হাজার কোটি টাকার খণিজ আহরণ হওয়ার কথা। কিন্তু জনগণ এ বিষয়ে কিছুই জানেনা। প্রবাসী শ্রমিক দের আয়কৃত রিমিটেন্স মাসে ও বছরে কত হয়,তাহা মিডিয়াতে জানানো হয়। কিন্তু উক্ত প্লান্টের মাসিক ও বাৎসরিক আয় জনগণ জানতে চায়।
    তাই এই প্লান্ট বিষয়ে ভিডিও তৈরী করুন, দেশবাসী উপকৃত হবে।

  • @tawhidjamil1401
    @tawhidjamil1401 2 ปีที่แล้ว +3

    যার আল্লাহ তায়ালার উপর ভরসা নেই তারাই বিপদে পড়ে, অতএব আল্লাহ তায়ালা চারা কেউ খতি করতে পারবেনা ইনশাআল্লাহ।

  • @goldeway9224
    @goldeway9224 2 ปีที่แล้ว +1

    সব ভণ্ডামি৷ এগুলো যারা বিশ্বাস করে বা করবে তাদের ঈমান থাকবে কিনা আল্লাহ মালুম আল্লাহ আমাদের হেফাজত করুক এইসব কুসংস্কার থেকে

  • @mdsomrat9436
    @mdsomrat9436 2 ปีที่แล้ว +5

    এ গুলো ভারতে মানায়, আপনার তো ইমানের জোর কম,,তা না হলে আল্লাহর নাম নিয়ে পানি ছুয়ে দেখতেন,,

  • @MdMamun-wg8vt
    @MdMamun-wg8vt ปีที่แล้ว

    আল্লাহর অলি সত্য কিন্তু পুকুরে নামলে খতি হবে এইটা যানতাম না

  • @gzmarifulislam2016
    @gzmarifulislam2016 2 ปีที่แล้ว +22

    ভিডিও না বানিয়ে আগে নিজ প্রমান করে দেখেন।

  • @farishtafarnaz3409
    @farishtafarnaz3409 2 ปีที่แล้ว +1

    Allah hedayet korok

  • @iamareviewer7935
    @iamareviewer7935 2 ปีที่แล้ว +34

    আল্লাহর লীলা খেলা বুঝা বড়ই অদ্ভুত। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন।বিশ্বাসেই মুক্তি

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন ভাই

    • @md.rezaulkarim8766
      @md.rezaulkarim8766 2 ปีที่แล้ว

      আল্লাহর “লীলা খেলা” এটা বলা ও পাপ

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan সেই বুড়ো দাদা বেইমানি মাতে

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@md.rezaulkarim8766 সেই বুড়ো দাদা মিথ্যা কথা বলে তাকে আর তার দর্শক আমাদের বিভ্রান্তি করছে

    • @mr.lover1869
      @mr.lover1869 2 ปีที่แล้ว

      তোর আল্লাহ আমায় ভয় পায় আমি নিজে আল্লাহ তোরা সব আমার বান্দা আমায় সেজদা দিবি কেমন 😆😆😆😆😆

  • @earnbyyoutube
    @earnbyyoutube 2 ปีที่แล้ว

    তারা কি দেখে না কিভাবে দিন হয় কিভাবে রাত হয় ? পবিত্র কুরআন। । আল্লাহ অনেক নিদর্শন দিয়ে রাখছেন যেমন জমজম কূপের পানির ক্ষনি এর ভিতর ক্যামেরা দিয়ে বিজ্ঞানীরা উৎস খুজে পাই নাই। বিষয় হচ্ছে অলিআল্লাহ রা কখনোই চান না যে তাদের মাজার হোক ও সেখানেই পয়সার কারবার হোক। আল্লাহ যেখানে ইচ্ছে সেখানেই নিদর্শন রাখেন।

  • @mdasif6111
    @mdasif6111 2 ปีที่แล้ว +29

    বাংলাদেশের কিছু কিছু মানুষ হয় এমন যারা কুসংস্কার বিশ্বাস করে

    • @mamunhossain8341
      @mamunhossain8341 2 ปีที่แล้ว +1

      ভাই সব কিছু কুসংস্কার হয় না। কিছু কিছু আল্লাহর বিশ্ময় নিদর্শন ও আল্লাহর কুদরত আছে। আপনি চাইলে পানিতে নেমে পরিক্খা করে দেখতে পারেন।

    • @towfiqbinhasan2876
      @towfiqbinhasan2876 2 ปีที่แล้ว

      আস্ত ছাগলের বাচ্চা

    • @tajfsyyshthsts3704
      @tajfsyyshthsts3704 2 ปีที่แล้ว

      @@mamunhossain8341 তুমি পানিতে নেমে পরীক্ষা করেছ কিনা?

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@mamunhossain8341 এই সাদ পাঞ্জাবির বুড়ো দাদা পুরো বেঈমান

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@tajfsyyshthsts3704 আস্তা মুণাফিক বুড়ো

  • @yousufsk6212
    @yousufsk6212 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম হুজুর আপনার ইমান খুব দুর্বল আপনাকে আল্লাহর ওপর ভরসা রেখে ইমানের সহিত হাত দিলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ

  • @TawSif-vc1dq
    @TawSif-vc1dq 2 ปีที่แล้ว +27

    বারো আউলিয়ার আমাদের প্রাণের প্রিয় চট্টগ্রাম। চট্টগ্রাম এর এমন অনেক আউলিয়া একরামের কেরামত আছে যা আমাদের অনেকের কাছে অকল্পনীয় ।।। আপনার এই ভিড়িও এর মাধ্যমে জানতে পারি ধন্যবাদ ভাইয়া ।

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন

    • @samiyabinteshohel215
      @samiyabinteshohel215 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan আস্তা বেঈমান বুড়ো দাদা। আস্তা উবাত বেঈমানি মাতে বুড়ো মিয়া

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan মুণাফিক বুড়ো

  • @misroja2784
    @misroja2784 2 ปีที่แล้ว +1

    সুরা আল বাঁকারা লাস্ট টের ২ আয়াত আর আইয়া তুল কুরছি পরে পানিতে ফু দেন কিছুই হবে না?

  • @Almahmoodmaruf835
    @Almahmoodmaruf835 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভালো থাকবেন

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      আপনি কেমন আছেন। আমার জন্য দোয়া করবেন

  • @abdulmunimlaskar6104
    @abdulmunimlaskar6104 2 ปีที่แล้ว +6

    আগুন পূজা গাছ পূজা পাথর পূজা জল পূজা ছাড়া আর অন্য কিছুই নয়

  • @WestSiderHome
    @WestSiderHome ปีที่แล้ว +1

    AstaghfirULLAH
    Na'wujubILLAH
    kono kisu ke opoya kufa ovaga vaba shirk

  • @mdhazratali3569
    @mdhazratali3569 2 ปีที่แล้ว +5

    আসলে এগুলো সত্য উদঘাটন করতে গেলে অবশ্যই পানি হাতে দিয়ে ধরা উচিত ছিল। হয়তো ঐ ব্যক্তির কিছু পোষা জ্বীন ছিল তাই পানিতে থাকতে পারে। তাই বলে ওষুধ হিসেবে ব্যবহৃত হবে মানুষ খাবে এটা মোটা উচিত নয়।

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন। আশা করি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যনেলের সাথে থাকবেন

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan সে দাজ্জাল। আল্লাহকে মানে না। শিরিক করে

  • @sherinakter6594
    @sherinakter6594 2 ปีที่แล้ว +2

    সবকিছুই আললাহ ভালো জানেন।

  • @abbasuddin3732
    @abbasuddin3732 2 ปีที่แล้ว +4

    শির্কের একটা আস্থানা বানানোর একটি পাইতারি।আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল শির্ক থেকে হেফাজত করেন।

    • @অন্ধকাররাত-ন৯ছ
      @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว

      শির্ক কাকে বলে জবাব দে আগে?? তারপর তুরে আমি জবাব দিচ্ছি

    • @mdsala6218
      @mdsala6218 2 ปีที่แล้ว

      @@অন্ধকাররাত-ন৯ছ শয়তান মানুষকে ঈমান হরনের জন্য এবং শিরেক করার জন্য তার যা প্রয়জন তা করতে তিল পরিমান দিদা বোধ করেনা

    • @অন্ধকাররাত-ন৯ছ
      @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว

      @@mdsala6218 হে সেটাইতো। সে জন্যই তো কোরানে অলীদের ব্যপারে লিখার পরও তুমরা অন্ধ হয়ে গিয়েছ তাদের বিরুধিতা করে ইহুদির দালাল নজদির পুজা কর আমার অলীর মাজারের জিয়ারত কে তুমরা পুজার অপবাদ দাও নবীকে যত পেরেছ নিচু করেছ চুখ থাকতেও অন্ধ হয়ে গিয়েছ সয়তানের পুজাই ব্যস্ত

    • @shirinkhadhiza1948
      @shirinkhadhiza1948 2 ปีที่แล้ว

      @@অন্ধকাররাত-ন৯ছ
      🙄 আপনি সবার উপরের কমেন্ট টা যে দেখা যাচ্ছে ঐ কমেন্ট টা গিয়ে একটু চেক করে আসেন। একজন লোক কমেন্ট করেছে ঐ খানে আমি উনার কমেন্টের জবাব দিয়েছি 😐

  • @masudulhasan7535
    @masudulhasan7535 2 ปีที่แล้ว +2

    এরকম কিছু কিছু নিয়ম কানুন খাদেমরা বানিয়ে জনসাধারণকে ভয় দেখায় বিভিন্ন মাজারে

  • @SharifulIslam-vo9uk
    @SharifulIslam-vo9uk 2 ปีที่แล้ว +5

    ভাই দয়া করে ঢাকা থেকে যাওয়ার রাস্তা বলুন আমাকে চট্টগ্রাম সব অলি দের ঠিকানা দিন

    • @অন্ধকাররাত-ন৯ছ
      @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว

      যদি মাজার জিয়ারত করতে চান ঢাকা থেকে চিটাগং আসেন আর সুজা ফঠিকছড়ি আসেন এইখানে এসে মাইজভান্ডার দরবারে যান জিজ্ঞেস করলে মানুষ দেখায় দিবে। আর মাইজভান্ডার এর ইতিহাস জানেন তারপর ঐ দরবারের লুকেদের থেকে জিজ্ঞেস করলে সব জায়গার সন্ধান পাবেন। তবে হে মাইজভান্ডার এটা অলী বানানোর কারখানা ছিল। তাই এইখানে নিয়মিত শত শত লুকের ভির তাই বলছি কোনো বাটপারের হাতে পরিয়েন না ভালো মানুষ দেখে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ আসসালামু আলাইকুম

  • @mdmerazclip1357
    @mdmerazclip1357 ปีที่แล้ว +1

    এগুলো সুধু মনের ভয় আর কিছুনা আমি গোসল করবো এই পুকুরে আমাকে নিয়ে জাওয়ার ব্যবস্থা করেন

  • @ismailmirdha8427
    @ismailmirdha8427 2 ปีที่แล้ว +6

    সূরা জ্বীন সাতবার সূরা সাফফাত জোরে জোরে পাঠ করলে এসব কিছুই থাকবে না

  • @musharoftuhin526
    @musharoftuhin526 2 ปีที่แล้ว +2

    ভাই বতুলে ভরার সময়ও হাতে লাগেনা?🤔🤔

  • @mdayan7260
    @mdayan7260 2 ปีที่แล้ว +3

    যাদের মাজার ভালো লাগেনা,
    তারা মাজার থেকে দুরে থাকবেন।
    অযথা মাজার নিয়ে বিয়াদবি করবেন না,
    কারন,বিয়াদবির ফল কখনো ভালো হয়না

  • @mdhasan-nx8kv
    @mdhasan-nx8kv ปีที่แล้ว +1

    Dhonnobad

  • @solimullah757
    @solimullah757 2 ปีที่แล้ว +3

    বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না😎

  • @mdshofikulislam6231
    @mdshofikulislam6231 2 ปีที่แล้ว +4

    খাওয়া যায় ধরা যান না হাত কি শরিলের বাহিরের অংশ

    • @interestingsubject754
      @interestingsubject754 2 ปีที่แล้ว

      ভাই আগে ভালো করে ভিডিও দেখবেন এবং শুনবেন তারপর কমেন্ট করবেন প্লিজ। আপনারা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে দেন

  • @baniakter9134
    @baniakter9134 2 ปีที่แล้ว +3

    হাত কি নাপাক নাকি

  • @Jibon445
    @Jibon445 2 ปีที่แล้ว +1

    ভাই ফরিদপুর জেলা,,ভাংগা থানা,,পাতরাইল দিঘিড় পাড় এখানে আসেন,,,এখানে একটা গায়েবি মরজিদ হইছে গায়েবি দিঘি ও আছে অনেক বড়,,,,মরজিদ আল্লাহর তরফ থেকে এক রাতে মাটির নিচ থেকে উঠে আসছে,,

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ ভাই

  • @arif85983
    @arif85983 2 ปีที่แล้ว +8

    আপনি তো শুনা কথার উপর বিত্তি করে রিপোর্ট করলেন কিন্তু বাস্তবে তো কিছু দেখাইলেন না

    • @informationtechnology6773
      @informationtechnology6773 2 ปีที่แล้ว

      উনি ঐ এলাকার মানুষদের সাক্ষাৎকার নিয়ে ভিডিও বানান এলাকার মানুষ যা বলেন এবং মাজারের খাদেম যা বলেন তার উপর ভিত্তি করে ভিডিও করেন এখানে তো আমি ওনার কোন দোষ দেখতেছি না।

    • @MdSalim-fq3oz
      @MdSalim-fq3oz 2 ปีที่แล้ว

      রাইট

    • @SSs-wh5yg
      @SSs-wh5yg 2 ปีที่แล้ว

      ঠিক বলেছেন ভাই আপনি

  • @faridulalam5082
    @faridulalam5082 2 ปีที่แล้ว

    panigula dhorle ki hoy bolben bangali

  • @ruhinmiah7761
    @ruhinmiah7761 2 ปีที่แล้ว +5

    পানির মধ্যে আমাদেরকে হাত লাগিয়ে দেখেন আমরা সেটা দেখতে চাই

  • @CoolCool-ho1eu
    @CoolCool-ho1eu 2 ปีที่แล้ว +1

    শায়তন কারে বলে এটা যে বিশ্বাস করবে তার ইমান থাকবেনা। আল্লাহ ভাল যানেন

  • @STSOUND786
    @STSOUND786 2 ปีที่แล้ว +4

    আপনি আগে প্রমাণ করে দেখান, তার পর বিশ্বাস করবো

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว +1

      আপনার মনে চাইলে চলে যান সেখানে, আপনি নিজে প্রমাণ করেন

  • @saidalhaq9541
    @saidalhaq9541 2 ปีที่แล้ว +1

    Aysab saytane bananu

  • @arafat045
    @arafat045 2 ปีที่แล้ว +3

    হুম আপনি শুনে বিশ্বাস করেন আবার প্রচারও করেন কিন্তু কুসংস্কার ছাড়াননা। বাহ!

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว +1

      আপনি আজকে নিশ্চয়ই কোন না কোন নাটক সিনেমা কমেডি টিকটক দেখেছেন কিন্তু ধর্মীয় ভিডিওর ক্ষেত্রে এসে বিভিন্ন হাদিস বলা শুরু করেন এই হল বাঙ্গালী কিছু মানুষ জাতির অভ্যাস।

  • @qutubuddin1503
    @qutubuddin1503 2 ปีที่แล้ว +2

    ভাই সাহেব,
    আপনার ভিডিও গুলো অসাধারণ। কক্সবাজার সমুদ্র সৈকতের বালু থেকে খনিজ পৃথকী করণ প্লান্টের দ্বারা প্রতি মাসে ও বছরে কি পরিমান মহা মূল্যবান খণিজ আহরণ করা হয়,এ বিষয়েভিডিও চাই। মূল্যবান খণিজ গুলো রুটাইল,আয়রণ,তামা,পিতল ইত্যাদি। বাৎসরিক আয়ের পরিমান জানতে চাই।

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan পানিতে কেউ হাত দিতে পারে না, এটা কিন্তু নিশ্চিত মানে সে শিয়র শয়তান বুড়ো

  • @priomkokil1598
    @priomkokil1598 2 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর।

  • @SHUKTARABD
    @SHUKTARABD 2 ปีที่แล้ว +2

    অন্যরা যাই বিশ্বাস করুক কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না

    • @knowledgepower5446
      @knowledgepower5446 2 ปีที่แล้ว

      সেটা আপনার ব্যাপার

  • @musratsultana6184
    @musratsultana6184 2 ปีที่แล้ว +4

    Boro dighi par এ অবস্থিত হযরত মুস্তাফিজুর রহমান শাহ (রাঃ) মাজার ও রাঙ্গুনিয়ার পোমরা খাঁ মসজিদ নিয়ে ভিডিও দেখতে চাই।

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว +1

      চট্টগ্রাম শহর থেকে কিভাবে যাব ঠিকানা দিবেন প্লিজ এবং মোবাইল নাম্বার দিবেন।

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan ৫ মিনিট ১ থেকে ৫ মিনিট ৫ সেকেন্ড এর কথা শুনেন বুড়ো শয়তানের। আস্তা বেঈমানি কথা

  • @tyuuuyuiyt135
    @tyuuuyuiyt135 2 ปีที่แล้ว +1

    Allah e valo janen

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন। ধন্যবাদ ভাই। আশা করি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যনেলের সাথে থাকবেন

    • @AHMPRINKAKAFOLLOWER
      @AHMPRINKAKAFOLLOWER 2 ปีที่แล้ว

      @@user-Dharmio-sthan দেখেছেন ভন্ডা বুড়ো শয়তান সে ৭ মিনিট থেকে ৭মিনিট ৫ সেকেন্ডের মধ্যে সে কত তেজ নিয়ে সাহসে পানি তুলল তার কি গায়ে ১ ফোটা ও পানি পড়ে নি বা ফোটার ও ছিটা

  • @selinasvlog9929
    @selinasvlog9929 2 ปีที่แล้ว +3

    আপনি নিজেও একজন হুজুর নামাজি হয়ে এটা বিশ্বাস করে পানিতে হাত দিলেন না।

    • @ShohelRana-xn5op
      @ShohelRana-xn5op 2 ปีที่แล้ว

      আপনি যান যেয়ে পানি হাতান

  • @farhadislam4068
    @farhadislam4068 ปีที่แล้ว +1

    সুবহানাল্লাহ্

  • @kanizfatema3761
    @kanizfatema3761 ปีที่แล้ว +3

    কিছু আছে কিছু পাব, এইসব মানত করে করে বেশিরভাগ বাংলাদেশের মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের ঈমান কে মজবুত করুন আমিন।

  • @md.seyamsiddiky2714
    @md.seyamsiddiky2714 2 ปีที่แล้ว +2

    ভাই, আপনি বেহুলা সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেন প্লিজ

    • @ml3246
      @ml3246 2 ปีที่แล้ว

      আপনার বাসা কোথায়?

  • @mdnasiruddin4616
    @mdnasiruddin4616 2 ปีที่แล้ว +6

    এদেরকে আললাহ হেদায়াত দান করুন

  • @kalamsha6485
    @kalamsha6485 2 ปีที่แล้ว

    আরেভাই ভালহৈয়ে যান।

  • @Saki1-q5d
    @Saki1-q5d 2 ปีที่แล้ว +3

    জানি না কত গটনা শুনলাম আগেই কাৱ কতা কে ৰিস্সাস কৱে আমাৱ এক নানি এক ডুৰে মাৱা যায় আৱ উটে মা কৰে৷ পাশে পুকুৱ সেই পুকুৱ ওনেক ৰড আমান দাদি মা ৰা ৰা এলাকা সৰাই ৰলে আমাৱ দাদা নাকি পানি নিচে টানা তাকে তাদের সাথে কথা বলতে পুকুৱ পাৱে আসলে একা একা কথা ৰলে সেটা ওনেক মানুষ জানে আমাৱ ৰা ৰা এবং চাচা কৰিৱাজ এলাকায় একা ৰড সৰ কিন্তু সমাধান আমি ৰিস্সাস কৱি না এখনো না তবে দাদা চাচা কৱে জানি আমি মেয়ে হয়ে এসৰ ৰিস্স্স কৱি না সৰাই ৰিস্স্স কৱে আমাৱ ৰা ৰা কে কেউ আল্লাহ মনে কৱে আমি আমাৱ মা ৰকা দেই মৱলে আল্লাহ কি কৱৰে তৰে আগেই জুগ নাই আমাৰ ৰা ৰা খাৱাপ নানি লোভি চিলেন এই দেখে এত ৰিয়ে দেখে মাকে নিয়ে চলে আসি নানা ৰাডিতে এখনো ৰা ৰা কে ৰিস্সা কৱ্ না মানুষ এত ৰক্তি দেয় কিস্সাস কৱেন ৱাগ হয় মানি চাচা দাদা চিলেন এৱা ভালো এৱা মাৱা যাওয়ার আগে ৰলে গেছে কৰৱেৱ কোনো কিছু হৰে মা সাধারণ সৰাৱ মত তাকৰে আজো আচে আগেই কাৱ মানুষ চিনে এই জুগে কেউ চিনে না যাই হক না বুঝে কিছু বলা উচিত না পৱে আমাৱ দাদাকে হলো সাতটা ছাগল দিয়ে দিতে পানিতে তাইলে আৱ জিৰনে কাউকে নিলে না মানলে না কেউ ডুৰে না সত্য আজো কিচ্ছু হয় নাই এখনো এই পুকুৱ আমাদেৱ হলো মাচ ধনে সৰাই মিলে খাই তৰে এই পুকুৱ সাধারণ না আমাদেৱ এলাকায় সৰাই ৰলে আল্লাহ ওলি সত্য সেটা মিথ্যা কলে লাভ নাই

    • @sumisumi5997
      @sumisumi5997 2 ปีที่แล้ว

      Apnader pukurta kotay api??

  • @anantajalil1148
    @anantajalil1148 2 ปีที่แล้ว +1

    নিশ্চয়ই এইখানে ওউলোকিক কিছু আছে

  • @Bibek164
    @Bibek164 2 ปีที่แล้ว +7

    এসব আজগুবি গল্প বলে নিজে ইমান তো নষ্ট করছেন এমনকি অন্য দের ইমানও নষ্ট করছেন

    • @mdjhinuk117
      @mdjhinuk117 2 ปีที่แล้ว +3

      আপনি এসে মিথ্যা টা প্রমাণ করেন।

    • @user-Dharmio-sthan
      @user-Dharmio-sthan  2 ปีที่แล้ว +1

      দয়া করে ভিডিও আরেকবার দেখুন। আমি কি দেখেছি কি বলেছি একটু খেয়াল করুন

    • @samiyabinteshohel215
      @samiyabinteshohel215 2 ปีที่แล้ว +1

      উনি কি ঘরে বসে ভিডিও বানায় মিয়া না বুঝেও কথা বলেন । বলতে পারলেই মনে হয় একটার কিছু হয়ে গেছেন

    • @simantokhan311
      @simantokhan311 2 ปีที่แล้ว +1

      ওখানকার স্থানীয় লোকেরা বিশ্বাস করেন অসংখ্য প্রমাণ পেয়েছেন যিনি ভিডিও করেছেন উপস্থাপনা করেছেন উনি তো ওখানে গিয়ে মানুষ থেকে বক্তব্য নিয়েছেন ওখানে যারা আছেন ওদের থেকে বক্তব্য নিয়েছেন উনাকে বলতেছেন কেন। যদি বলার থাকে ওখানকার স্থানীয় লোকদেরকে বলেন কারণ স্থানীয় লোকেরাই আপনার উত্তর দিতে পারবে। উনি যা পান বর্তমান সময়ে যা ঘটে যায় তাই আমাদের উদ্দেশ্যে ভিডিও করে আমাদেরকে দেখান। আপনি আজকে কয়টা নাটক দেখছেন টিকটক দেখছেন কমেডি দেখছেন আরো আজেবাজে অনেক কিছু দেখছেন তখন হাদিসের কথা মনে আসে নাই বদমাইশ কোথাকার। ধর্মীয় ভিডিও দেখলে মাথা চুলকায়

  • @shahedsujon7125
    @shahedsujon7125 2 ปีที่แล้ว

    জমজম কূপের পানি থেকে ও কি এই পানি পবিত্র?

  • @mohamaedmostakim3362
    @mohamaedmostakim3362 2 ปีที่แล้ว +5

    মাশাঅাল্লাহ, সুবহানআল্লাহ, অালহামদুলিল্লাহ, অাল্লাহুঅাকবর।। নতুন অটোস্টিল মিলস চালু হল । বর্তমানে হিন্দু অার মুসলমান এর তেমন পার্থক্য নাই ।। অাল্লাহর ইজ্জতের কসম ঐ অাউলিয়ার কোন শক্তি নাই কাহারু উপকার করার নাকি ক্ষতি করার ।

    • @অন্ধকাররাত-ন৯ছ
      @অন্ধকাররাত-ন৯ছ 2 ปีที่แล้ว

      আমিও বলছি খুদার কছম আল্লাহর ইজ্জতের কছম আমার দয়াল নবীর ইজ্জতের কছম ঐ আওলিয়া ঐখানে জিন্দা এবং সে চাইলে মানুষের সাহায্য করতে পারে আল্লাহর মাধ্যমে। অলীদের যত ইতিহাস আছে কিতাবে বা সব জায়গায় প্রমাণিত আছে তাদের জীবিত অবস্থায় কারামত এবং উফাতের পর কারামত সব সত্য এবং প্রমাণিত। কোনো বাপের বেটা মায়ের দুধ খেয়ে বড় হয়নি যে এটাকে ভন্ড প্রমাণ করবে। আর যে ভন্ড বলে সে এক আল্লাহর দলিলের বাইরে নিজ দলিল দেওয়া দেবতা এবং তার কথাকে মানা লুক গুলা হল তার পুজারি। আমরা মুসলিম দের আদি পিতা হযরত আদম (আঃ) আর অলী বিরুধিদের আদি পিতা ( শ্রি শ্রি কুত্তা নজদি ইয়াহুদির দালাল)

  • @syedasabnurjahan171
    @syedasabnurjahan171 2 ปีที่แล้ว

    Love from India state tripura

  • @Ismile-gw3fm
    @Ismile-gw3fm 2 ปีที่แล้ว +4

    এই সব বন্ডামি আর কিছুনা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক

  • @hfdgjgggnjo3930
    @hfdgjgggnjo3930 2 ปีที่แล้ว +1

    এটাই অলি আওলিয়া কারীশমা।এটাই মালিকে এলাহির কারীশমা।

    • @hfdgjgggnjo3930
      @hfdgjgggnjo3930 2 ปีที่แล้ว

      আল্লাহর লিলাবোঝাদায়,মালিক কী চান বোঝাদায়, এটা মাবুদের করীশমা।

  • @tanvirshuvo7964
    @tanvirshuvo7964 2 ปีที่แล้ว +2

    এখানে খারাপ জিন থাকথে পারে কিন্তু মানুষ কতো কিছু বানাতে পারে

  • @farroqhossain654
    @farroqhossain654 ปีที่แล้ว

    গাড়ি সহ মানুষ যদি পুকুরটির মাঝ খানে পরে উঠে আসে , সমস্যা হয় নাই আর আপনি ছুঁলেই সমস্যা ।