ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি II Daffodil International University Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠান। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ (২) অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার, ঢাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য। ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে সকল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল, শিক্ষকদের স্টুডিও অ্যাপার্টমেন্ট (আবাসন), গলফ কোর্স, নিজস্ব ট্রান্সপোর্ট টার্মিনাল, বাস্কেটবল কোর্ট, গ্রীন গার্ডেন, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, জিমনেসিয়াম, উদ্যান, সুপারশপ, সুইমিং পুল, মসজিদ ও অডিটোরিয়াম। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদের অধীনে ২৪টি বিভাগ রয়েছে।
    বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের অধীনে:
    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি, জেনারেল এডুকেশন ডেভেলপমন্ট, এনভাইরোমেন্টাল সায়েন্স এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট, কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম, এমআইএস বিভাগ।
    বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের অধীনে রয়েছে:
    ব্যবসায় প্রশাসন
    ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
    রিয়েল এস্টেট
    ইনোভেশন এন্ড এন্ট্রিপ্রিনিউরশিপ
    বিজনেস স্টাডিজ এবং
    এমবিএ
    মানবিক ও সামাজিক
    মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে:
    এলএলবি
    ইংরেজি
    সাংবাদিকতা
    মিডিয়া এবং গণযোগাযোগ
    ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
    এ্যালাইড হেলথ্ সাইন্স অনুষদের অধীনে রয়েছে:
    ফর্মেসি
    নিউট্রেশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং
    পাবলিক হেলথ বিভাগ
    সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরিঃ
    উন্নত লাইব্রেরি সার্ভিস প্রদানের জন্য Openathens, Vu-find, KOHA, DSpace ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়। শিক্ষার্থী এবং গবেষকদের গবেষণা রিপোর্ট কতভাগ প্রকৃত তা যাচাই করার জন্য ব্যবহার করা হয় Turnitin সফটওয়্যার।। এই লাইব্রেরিতে ৩৬,৫২০ বই, ৮৫০০ জার্নাল, ২১৫৬ বার্ষিক প্রতিবেদন, ৫২১৩ ম্যাগাজিন, ১৮৩০০০ ই-বুক, ১৮০০০ প্রোজেক্ট রিপোর্ট,থিসিস এন্ড ডিজার্টেশন, ৩৬৫০ এ ভি এম, ৩,৫০০০ ই-জার্নাল এবং ২২৬০০০ জার্নাল আর্টিকেল রয়েছে।এছাড়া রয়েছে ভয়েস লাইব্রেরি, ই রিসোর্স সার্ভিস সেন্টার, লাইব্রেরি ক্যাফে, সিনেপ্লেক্স, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। পুরো লাইব্রেরিতে রয়েছে ফ্রি WiFi ব্রাউজিংয়ের ব্যবস্থা যাতে করে ছাত্র ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরি ও অন্যান্য বিষয় সম্পর্কে তথ্যাবলী সংগ্রহ করতে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে।
    ল্যাবরেটরিঃ
    শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ডিজিটাল ক্লাশ রুম, কম্পিউটার ল্যাব, টেক্সটাইল ল্যাব, ফিজিক্যাল ল্যাব, ফার্মাসি ল্যাব, ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাব, ফ্যাব ল্যাব (ডিজিটাল ফেব্রিকেশন), জেএমসি ল্যাব, সিসকো ল্যাব, মাইক্রোসফট আইটি একাডেমি, লিনাক্স, রেডহাট ও ওরাকল, মাল্টিমিডিয়া ল্যাব, ইনোভেশন ল্যাবসহ সব ধরনের ল্যাব সুবিধা।
    ক্লাবঃ
    পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার রয়েছে ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, সাইন্স ক্লাব, বিজনেস ক্লাস, ন্যাচারাল স্টাডি ক্লাব, কালচারাল ক্লাব, সাইবার ক্যাফে, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, এমবিএ ক্লাবসহ ৩৫টি ক্লাব । শিক্ষার্থীদের নৈতিকতা, নিয়মানুবর্তিতা এবং কর্মঠ করে গড়ে তুলতে রয়েছে এয়ার রোভার স্কাউট গ্রুপ বিএসসিসি ইউনিট।
    স্কালারশিপঃ
    প্রতি সেমিস্টারে বিপুল পরিমাণ অর্থ ওয়েভার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষা নিশ্চিত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহামারীর সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত বৃত্তির পাশাপাশি অতিরিক্ত ২২ কোটি টাকার প্রনোদনা প্রদান করেছে শিক্ষার্থীদের কল্যাণে।মেডিকেল সেন্টার:
    শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ মেডিকেল সেন্টার। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো অনাকাঙ্খিত দুর্ঘটনায় বা অসুস্থ্যতায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স দ্রুত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। এছাড়াও জরুরি প্রয়োজনে ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রয়েছে।
    অনলাইন শিক্ষাব্যবস্থাঃ
    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২০১৩ সাল থেকে অনলাইনে শিক্ষাসম্পর্কিত নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সুতরাং অনলাইন ক্লাসের সঙ্গে ডিআইইউ শিক্ষক ও শিক্ষার্থীরা আগে থেকেই অভ্যস্ত। অনলাইন শিক্ষাকে আরও কার্যকর এবং যুগপোযোগী করার জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘ব্লেনডেড লার্নিং সেন্টার’ ( বিএলসি) প্ল্যাটফর্ম তৈরি করেছে। করোনাকালীন সময়ে ‘ব্লেনডেড লার্নিং সেন্টার’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী এক উদ্ভাবন যা অত্যন্ত কার্যকরী ও গুনগত অনলাইন শিক্ষাব্যবস্থা।
    খেলাধুলার ব্যবস্থাঃ
    সুস্থ্য দেহ, সতেজ মন লক্ষ অর্জনে অনেক বেশী প্রয়োজন। শরীর, মন যদি সুস্থ্য না থাকে তবে কোন কিছুতেই মন বসে না। আর এর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে ইনডোর এবং আউটডোরে খেলাধুলার সব আয়োজন। ক্যাম্পাসে প্রধান ফটক পেরুলেই চোখে পড়বে আন্তর্জাতিক মানের বিশাল খেলার মাঠ।
    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বছরে দুইটি (স্প্রিং এবং ফল) সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর দূরে অবস্থানরত ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে অনলাইন ভর্তির ব্যবস্থা করে।

ความคิดเห็น • 1

  • @mdjony2508
    @mdjony2508 7 หลายเดือนก่อน

    ❤❤