Hazrat Shah Ali Baghdadi (R:) Mazar Sharif । মিরপুর শাহ্আলী মাজার ঢাকা | মিরপুর শাহ্আলী মাজার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 1

  • @travelingwithtusharimrankhan22
    @travelingwithtusharimrankhan22  4 หลายเดือนก่อน

    শাহ্আলী মাজার এর নাম অনেক বার শুনেছি। কিন্তু কখনো মিরপুর শাহ্আলী মাজার যাওয়া হয়নি।
    প্রথম বার মিরপুর শাহ্আলী মাজার গিয়ে নতুন কিছু বিষয় সম্পর্কে অবগত হলাম। এর আগে এই গুলো সম্পর্কে শুনেছি, কিন্তু কখনো চোখে দেখিনি। এই যেমন মাজারে সেজদা দেওয়া।
    হযরত শাহ্আলী (র.) এই দেশে ইসলাম প্রচারের জন্যে আসেন। তার মাজারের বিতরে দেয়ালে লিখা ছিলো "মাজারে সেজদা দেওয়া নিষেধ " তবুও অনেক মানুষকে দেখলাম মাজারে সেজদা দিতে। এক জন মুসলমান থেকে এটা কখনো কাম্য হয় 😭
    এবার আশি মিরপুর শাহ্আলী মাজারের বাইরের দৃশ্যে -
    বাইরে বিভিন্ন রকমের মানুষকে দেখলাম। তাদের বিষয়ে আমার ভালো ধারণা নেই। বলা চলে এই প্রথম এত কাছ থেকে আমি তাদের দেখেছি। তারা কোন ধর্ম অনুসরণ করে আমি জানি না।
    তবে বাদশা ভাই কে দেখলাম এক জন কে বাবা বলতে। এটা আমার কাছে খুবি বিরক্তি লেগেছ। তার সাথে কথা বলে জানতে পারলাম এদেরকে সাদু বলা হয় (আমরা পাগল বলি), যারা সাদুর কাছে সাহায্যের জন্যে আসে তারা সাদুকে বাবা বলে। কিন্তু এইটা আমার একে বারে পছন্দ হয়নি।
    যাই হোক এটা যার যার ব্যক্তিগত বিষয়। একেক জনের চিন্তা ভাবনা একেক রকম। কারো ব্যক্তিগত চিন্তাধারা কিংবা ভক্তি-শ্রদ্ধা নিয়ে কথা বলার আমার কোন অধিকার নেই।
    এবার আসি গান বাজনার বিষয়ে -
    এই বিষয়ে আমার জ্ঞান নেই। আমি গান বাজনার বিষয়ে সুর, তাল কিছুই বুজি না। এখানে যাওয়ার পরে তাদের কে দেখলাম বিভিন্ন দলে ভাগ হয়ে গান বাজনা করতে। আমি প্রথমে তাদের বাউল ভেবেছিলাম। পরে কথা বলে জানতে পারলাম এরা বাউল না। এদেরকে সাদক (বা অন্য কিছু হতে পারে, আসলে শব্দ টা আমি ভুলে গেছি) বলা হয়।