সাকা হাফং | Saka Haphong | বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া 🇧🇩
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- মুক্ত বিহঙ্গের মতো যদি উড়ে যেতে পারতাম ওই সুউচ্চ সাকা হাফং-এর চূড়ায়, অবসর পেলেই এমন ভাবনায় পুলকিত হয়ে ওঠে ভ্রমণপিয়াসীদের মন। আমি একটা কথা বিশ্বাস করি সেটা হচ্ছে, মনে প্রাণে ভালোবাসলে পাহাড় আপনাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবে না। সে তার সর্বস্ব উজাড় করে দিবে আপনার কাছে; সেটা বুঝার জন্য শুধু আপনার পাহাড়কে অনুভব করা লাগবে।
একজন পাহাড়প্রেমী হিসেবে সাকা হাফং সামিট করার স্বপ্ন আমি প্রতিদিন দেখি। জেগে কিংবা ঘুমে দুইভাবেই! সাকা, একটি পর্বত এর নাম। হয়তো অনেকে প্রথম শুনলেন। কারণ এইটা কোন পাঠ্যপুস্তকে লেখা নেই। আছে তাজিংডং এর কথা, আছে কেওকারাডং এর কথা। ছোটবেলা থেকে সবাই জেনে এসেছি যে তাজিংডং ই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত। সরকারি ভাবে ইহাকে চার হাজার ফুট এর অধিক উচ্চতা দেখানো হয়েছে। অথচ এদেশে আছেই সর্বোচ্চ সাড়ে তিন হাজার ফুট এর পাহাড়। সার্ভেয়ার রা সম্ভবত নিজেদের স্টেপ কাউন্ট করে উচ্চতা মাপতে গিয়ে ভুল করেছিলেন। খারাপ লাগে মানুষের এইরকম ভ্রান্ত ধারণা দেখে, আমি চাই সবাই সঠিক তথ্য জানুক। পাহাড় নিয়ে পড়াশোনা করুক।
দেশের সর্বোচ্চ পাহাড় চূড়া সামিট করা নিয়ে আমাদের মত পাহাড়ে যাওয়া মানুষজনের মধ্যে একটা ক্রেজিনেস কাজ করবেই। সবাই ই চায় সামিট করতে। কিন্তু সমস্যা হলো যাওয়া তো নিষিদ্ধ। যেহেতু সাকা’র অবস্থান একদম মায়ানমার বর্ডারের কাছাকাছি তাই সরকারি ভাবে নিরাপত্তাজনিত কারণে সাকা হাফং যাওয়া এখন নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ২০১৪ সালে এক দল বান্দরবানের গহীনে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় এবং তাঁদের লাশ ৮ বছর পরেও তাঁদের পরিবার পায় নি। সাকা হাফং যেতে হলে নিজের রিস্ক নিজেরই নেয়া লাগবে। পাড়ার লোকরা কোন সাহায্য করবে না আর বিজিবিও আর আগাতে দিবে না আপনার নিরাপত্তার জন্য।
ইংরেজ মাউন্টেনিয়ার জিঞ্জি ফুলেন ২০০৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম সাকা হাফং সামিট করেন। তখন তারা ১০৬৪ মিটার উচ্চতা পান। এরপর ইয়াহিয়া খানের নেতৃত্বে প্রথম বাংলাদেশী অভিযাত্রী দল এর উচ্চতা পান ১০৫৫ মিটার বা ৩৪৬০ ফুট। আমরা সাকা হাফং উচ্চতা পেয়েছিলাম ৩৪৪২ ফুট।
প্রচলিত ট্রেইল:
থানচি - বোর্ডিং পাড়া - শেরকর পাড়া - দোতং পাড়া - বুলং পাড়া - নয়াচরণ পাড়া - হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সাকা হাফং সামিট
রুমা - বগালেক - কেওক্রাডং - থাইক্ক্যাং পাড়া - ফাইনুয়াম পাড়া - দুলাচরণ পাড়া - হাঞ্জরাই পাড়া - নেফিউ পাড়া - সাকা হাফং সামিট
থানচি - বোর্ডিং পাড়া - শেরকর পাড়া - সিমপ্ল্যাম্পি পাড়া - থান্দুই পাড়া - নয়াচরণ পাড়া - হাঞ্জরাই পাড়া - নেফিউ পাড়া - সাকা হাফং সামিট
রেমাক্রি - নাফাখুম - জিন্নাহ পাড়া - সাজাই পাড়া - নেফিউ পাড়া - সাকা হাফং সামিট
Saka Haphong (also Mowdok Taung or Tlang Moy) is a peak in Bangladesh, often considered the highest point of the country, with an elevation of 1,052 metres (3,451 ft). Located on the Bangladesh-Burma border, it is situated between Thanchi, Bandarban, Bangladesh and the Chin State of Burma.
Saka Haphong is not officially the highest peak of Bangladesh, but maps and other data indicate there are no higher peaks within the country. In February 2006 a GPS reading of 1,064 metres was recorded on this summit by English adventurer Ginge Fullen. The location he recorded, 21°47′11″N 92°36′36″E / 21.78639°N 92.61°E, accurately matches the location given by Russian topographic mappingand SRTM data, although these sources show its height to be slightly lower, at 1,052 metres. Recently two trekking clubs counted the height of Saka Haphong as 3,488 and 3,461 feet respectively. Any of these figures would make it the highest mountain in Bangladesh, exceeding the height of Keokradong which is 3,172 feet high.
Route:
Bandarban-Thanchi-Tutong Para-Boarding Para- Sherkor Para-Do taung Para- Bulung Para- Nayacharan Para- Hanjurai Para- Saka Haphong Summit.
Hill Tracts. Fertile valleys lie between the hill lines, which generally run north-south. West of the Chittagong Hills is a broad plain, cut by rivers draining into the Bay of Bengal, that rises to a final chain of low coastal hills, mostly below 200 meters, that attain a maximum elevation of 350 meters. West of these hills is a narrow, wet coastal plain located between the cities of Chittagong in the north and Cox's Bazar in the south.
Unofficially the highest peak of Bangladesh is Saka Haphong at Mowdok range. on the border with Myanmar. In February 2006 a GPS reading of 1,064 metres was recorded on this summit by English adventurer Ginge Fullen.
According to American and Russian topographic maps Zow Tlang is mentioned as Mowdok Mual. As per Bangla Trek, it is the second highest peak of the country; though it is not officially recognized by the government till date. Many accomplished local adventurers describe this as one of the most wildest peak of Bangladesh.
Due to many security concerns, this route has been restricted to travelers. There's no permission to visit Saka Haphong. If you want to visit Saka Haphong, you have to go on your own risk. The tribal people won't help you and the BGB will not let you pass to avoid any incident.
সাকা হাফং | Saka Haphong | বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া 🇧🇩
Music:
By Tunetank: Free Music for Content Creators. Here is the channel link : / @tunetankmusic
থানচি রেমাক্রি মদক লিক্রি রোড | তাজিংডং রোড | সাকা হাফং রোড | Thanci - Remakri - Modok - Likri Road: • থানচি রেমাক্রি মদক লিক...
#সাকা_হাফং #Saka_Haphong
ভাই আমার মনে হয় আপনার সমস্ত ভিডিও আমি দেখেছি আর কিছু কিছু ভিডিও বারবার দেখি তবে ছাকাহাফং থেকে অন্য ব্লগ গুলোতে মিষ্টি মায়াময়ী মিউজিক দেয়ায় বেশি মনে লাগে। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। ভাল থাকবেন
NEXT KOBE JABEN SAKA HAFLONG JANABEN PLEASE ,IM SINGLE TOURIST
💚
One of the best memorable tour... thanks to everyone 🏞❤
❤️
১৮.১০.২০২২ গিয়েছিলাম তাজিংডং ।পাহার আমার খুবই ভালো লাগে
💚
Ji bhai ami rekta video te dekhsi j alp ra ekhan dea asa jawa kore😊
💚
ভাই আপার এই ভিডিও দেখে মনে হচ্ছে কোনো থ্রিলার মুভি দেখতেছি আর গা ছমছম করছে😊
অনুপ্রেরণা পেলাম। ভাল থাকবেন।
বাংলা দেশের উচিত সেনাবাহিনীর উচিত এই সব পাহাড়ের মধ্যে যাতায়াত করার জন্য কেবল কার রিং বাস চালু করা একান্ত দরকার দেশের জন্য উন্নয়নের জন্য জরুরি ভিতিতে দরকার বাংলা দেশের জন্য কি ভাবেই আরো উন্নত ওসৌনদযো করা যায় সেই ধরনের পযোকতি সংগহ করে বেবহার করে কাজ পরিচালনা করা একান্ত দরকার বাংলা দেশের জন্য
💚
তোমার জন্য দোয়া রইল
অনেক ধন্যবাদ
❤🇧🇩❤
💚
কেমপের চতুর দিক দিয়ে ফলের গাছ লাগানোর একান্ত দরকার বাংলাদেশ সরকারের উচিত সেনাবাহিনী উচিত।
💚
Vaia apnader team er golpo sunsi. Apnader team er saiful vai er sathe dekha hoisilo Jogi trail a. Tokhn onk golpo hoisilo vai er sathe. Apnader to valoi pera khaite hoisilo.
Lifetime experience. Valo thaken ❤️
ভাইয়া ঈদের ছুটিতে কোথায় যাবেন ? আমরা ৭ / থেকে ১০/ জন নতুন ও পুরাতন এক দল হয়ে বান্দরবান যাবো পাঁচ দিন এর জন্য। ইনশাল্লাহ। দোয়া করবেন।
দোয়া রইল। সাবধানে ঘুরে আসুন। আর এখনো ইদের প্ল্যান করিনি।
রাস্তা গুলি আরো চডা করে করে করার একান্ত দরকার বাংলাদেশ সরকারের উচিত সেনাবাহিনী উচিত দুই চাইডে ফলের গাছ লাগানো জরুরী ভিত্তিতে দরকার বাংলাদেশ র জন্য ।
💚
কত কাহিনীময় ট্যুর।
কাহিনীময ভিডিও
Truee indeed 💚
ভাই চান্দের গাড়ির ভাড়া কত,,মানে থানচি থেকে নেপউরো পাড়া পর্যন্ত,,আর আপনারা কি ঐ একই রোডে ফিরছেন
একই রোডে ফিরেছি।
চাদের গাড়ি দিয়ে কোথায় নেমেছিলেন?
Nephew para.
পাহাড়ি গাছ-গাছালি কেটে উন্নয়ন করা সম্ভব নয় যেখালি জায়গা পড়ে আছে সরকার চাইলে সেখানে সামাজিক বনায়ন সৃষ্টি করতে পারে
💚
আবার যেতে চাই
Have a safe journey. Be careful. All the best.
কত তারিখ গিয়েছিলেন ভাই ? আমি সাকা হাফং যেতে চাই । কোন সময়টা সবথেকে ভাল হবে ?
We went there in January,2022. But i Discourage people to go there.Forbidden and very risky place to explore.
ভাই বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় কোনটি?
ভাই সাকা হাফং।
@@OffTrail এটা তো মায়ানমারের
পাহাড়ে না গিয়ে কাবায় যাও
দুটোতেই যেতে চাই।
আল্লাহ কবুল করুন ,আমিন
কবে যাবে
আপেলের গাছ আছে
না। আপেল গাছ নেই।
ভাইয়া আপনার ওয়াচের মডেলটা বলবেন কাইন্ডলি?
ভাইয়া এটা আমার ওয়াচ না। ট্যুরমেট এর। ভাল থাকবেন।
আপনার নাম কি
Rahi.
iI wonder how come this high qulity videos gets only 96 likes?????!!!!!!!!!
আমি ছোট মানুষ। অত ভাল কিছু পারিনা। আপনার কথায় অনুপ্রাণিত হলাম। দোয়া করবেন।
Life has many colors, too many tastes😔
💓
আপনিও তো অনেকটা বুম বুম করে চলে গেলেন
জি। এই বুম বুম সামিটের আনন্দ কম। তিন চার দিন ট্রেকিং করে সামিটে যে আনন্দ তার সাথে এর তুলনা হয়না।
ডিম পাহাড়ের চূড়ায় একটি ভিডিও চাই
ইনশাআল্লাহ। গত মাসে ঘুরে এসেছি। ভিডিও পাবেন শীঘ্রই। ভাল থাকবেন।