RCBO Installation | RCBO কানেকশন ও প্রাক্টিক্যাল |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @mdtanvirahmed6462
    @mdtanvirahmed6462 ปีที่แล้ว

    Important Video

  • @mdtanvirahmed6462
    @mdtanvirahmed6462 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @shakhawathossain5376
    @shakhawathossain5376 ปีที่แล้ว +1

    MCB DP size theke RCBO besi ba kom ampire ki use kora jabe naki na aktu bolben

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  ปีที่แล้ว

      ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান প্রশ্নের জন্য, ভাই সাইজ টা ফিক্সড সেটা আপনি ডিপি বা RCBO যেটাই ব্যবহার করেন না কেন।
      আর RCBO এর ক্ষেত্রে খেয়াল করবেন যে, কত মিলি এম্পিয়ার নিচ্ছেন, যেমন ৩০ মিলি-এম্পিয়ার টাই সাধারণত বাসা বাড়ির জন্য ব্যবহার করা হয়।
      (উদাহরণ: যদি ৬৩ এম্পিয়ার এর ডিপি নেন তখন এর পরিবর্তে সেইম সাইজের RCBO কিনবেন শুধু এক্সট্রা 30mA লিখা দেখে কিনবেন)
      এসম্পর্কিত ২ টা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিয়েন,প্লিজ।
      আমাদের চ্যানেলের সাথেই থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন, ভিডিওটিতে লাইক করে বেশি বেশি শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। ভালো থাকবেন ভাইয়া। u

  • @amimulahasankabir6285
    @amimulahasankabir6285 ปีที่แล้ว +1

    মিটার সাথে বাসা বাড়িতে কতো এ্যাম্পিয়ার RCBO সার্কিট বেকার লাগানো উচিত.

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  ปีที่แล้ว +3

      ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান প্রশ্নের জন্য, দেখুন এটা এক কথায় উত্তর দেয়া সম্ভব নয়, কারণ আপনার বাসার মিটার কতো কিলোওয়াট এর, এর পরে আপনার বাসার মোট লোডের পরিমান কত? এসি লাগানো আছে কিনা, এসব জানা দরকার।
      তবে নরমালি ৪০ এম্পিয়ার থেকে ৬৩ এম্পিয়ার (ডিপি) লাগানো হয়, আপনি সেই ডিপির সাইজ অনুযায়ী সেইম সাইজের RCBO নিবেন (চাইলে ডিপি কেনার দরকার নাই) এবং RCBO এর কারেন্ট নিবেন ১০ মিলি এম্পিয়ার থেকে ৩০ মিলি এম্পিয়ার এর ভিতরে যেকোন টা। আশাকরি বুঝতে পেরেছেন,
      আমাদের চ্যানেলের সাথেই থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন, ভিডিওটিতে লাইক করে বেশি বেশি শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। ভালো থাকবেন ভাইয়া।

  • @manijaman6402
    @manijaman6402 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RyadHasan-tp1zo
    @RyadHasan-tp1zo ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই
    আমার বাসায় ৫টা লাইট দুইটা ফ্যান আর একটা হাফ হর্জের মোটর এবং রাইস কুকার চলে। আমি মিটারের সাথে পুরোনো যে হ্যান্ডেল সিস্টেম ব্রেকার গুলো থাকে ওটার বদল সার্কিট ব্রেকার লাগাতে চাচ্ছি। এই ক্ষেত্রে কি প্রত্যেকটা লাইট ফ্যানের জন্য আলাদা সার্কিট ব্রেকার লাগাবো নাকি একটা RCBO লাগালেই হবে?আশা করি উত্তর দিবেন
    চ্যানেল সাবস্ক্রাইব করেছি

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই পাওনার মূল্যাব্দ প্রশ্নের জন্য, বেইন ব্রেকার হিসেবে অনেক বিদ্যুৎ কোম্পানির কিছু ধরাবাধা নিয়ম থাকে সেটা ফলো করে লাগানো লাগতে পারে আর ভালোভাবে আর্থিং করবেন । অন্যকোন হ্যান্ডেলওয়ালা কিছুর দরকার নাই। বা আলাদা করে ব্রেকার এর দরকার নাই, তবে চাইলে আপনি ৬এম্পিয়ারের SP-MCB আলাদা করে লাগাতে পারেন সেটা আপনার ইচ্ছে। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ । ভালো থাকবেন

  • @toufiqurrahman5485
    @toufiqurrahman5485 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, পুকুরে একটি ২ HP ও একটি ৩ HP মোটরের এয়ারেটর ব্যবহার করি, মোটর দুটি কে সব ধরনের সটসার্কিট ও ওভারলোড থেকে রক্ষা করবে এবং তার সাথে মোটর থেকে বিদ্যুত পাস হয়ে পুকুরের পানি যেন বিদ্যুতায়িত হয়ে কোন ধরনের দূর্ঘটনা না ঘটে সে জন্য মোটর দুটির জন্য আলাদা আলাদা কত অ্যাম্পিয়ারের কি ধরনের সর্কিট ব্রেকার ব্যবহার করব যেটা টেকসই হবে ও নিরাপত্তা দিবে? দয়া করে উত্তর দিবেন।

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  ปีที่แล้ว

      ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান প্রশ্নের জন্য, প্রথমত মোটর থেকে কারেন্ট যাওয়ার কথা নয়।
      যাইহোক আপনি বলেছেন যেহেতু সন্দেহজনক ভাবে আছেন তাই বলছি।
      আপনি এরকম একটি RCBO ব্যবহার করবেন 16A - 100mA সাইজের (2HP)
      ২মোটরের জন্য সেইম সাইজের হবে, সাথে MPCB ব্যবহার করবেন অথবা ডিজিটাল ওভারলোড ব্যবহার করবেন।
      যার সেটিং অপশন ৪ এম্পিয়ার থেকে ১২ এম্পিয়ার বা এর আশেপাশে হতে হবে,। অবশ্যই শিঙেল ফেইজ এর জন্য অপশন থাকতে হবে। আশাকরি উত্তর পেয়েছেন।
      আমাদের চ্যানেলের সাথেই থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন, ভিডিওটিতে লাইক করে বেশি বেশি শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। ভালো থাকবেন ভাইয়া। u

    • @toufiqurrahman5485
      @toufiqurrahman5485 ปีที่แล้ว

      @@eeeschoolforfresher ধন্যবাদ

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  ปีที่แล้ว

      ব্যাপারটা আপনি পরিষ্কার তো?

    • @toufiqurrahman5485
      @toufiqurrahman5485 ปีที่แล้ว

      @@eeeschoolforfresher হ্যা, কিন্তু ৩ hp মোটরের জন্য ও ১৬ অ্যাম্পিয়ারের ব্যাবহার করব আর MPCB ব্যবহার না করে শুধু RCBO ব্যবহার করলে হবে না ?

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  ปีที่แล้ว +1

      আপনি ১৬ এম্পিয়ার সহজেই পেয়ে যাবেন এবং মোটর স্টার্ট নেওয়ার সময় ৫-৭গুন বেশি কারেন্ট নিয়ে থাকে পরে রানিং হইলে কমে আসে এই জন্য বলা।
      আর RCBO এবং MPCB দুটা আলাদা ডিভাইস কাজো আলাদা আলাদা।
      আর এতো ছোট মটরে এতো প্রটেকশন লাগেনা নরমালি আপনি চেয়েছেন তাই আমি দিয়েছি, আপনি এটা MPCB অথবা ডিজিটাল ওভারলোড লাগিয়েও কাজ চালাইতে পারবেন সেইফলি।

  • @shaheensumon9900
    @shaheensumon9900 2 หลายเดือนก่อน

    mcb পরে যদি rcbo তার পরে যদি rcd লাগাই প্রবলেম হবে একটা ভিডিও চাই এই বিষয় যদি জানাতেন

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  2 หลายเดือนก่อน

      লাগাতে পারবেন, তবে RCBO একাই সব কাজ করে।

  • @mdshiraz854
    @mdshiraz854 2 หลายเดือนก่อน

    কোথায় পাবো বলেন ভাই

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  2 หลายเดือนก่อน

      আপনার নিকটস্থ ভালো কোন ইলেক্ট্রিক মার্কেট এ অথবা দারাজে পাবেন।
      আমাদের সাথেই থাকুন, শেয়ার করে পাশে থাকুন।

  • @shaheensumon9900
    @shaheensumon9900 2 หลายเดือนก่อน

    mcb পরে যদি rcbo তার পরে যদি rcd লাগাই প্রবলেম হবে একটা ভিডিও চাই এই বিষয় যদি জানাতেন

    • @eeeschoolforfresher
      @eeeschoolforfresher  2 หลายเดือนก่อน

      জ্বী, আপনি চাইলে লাগাতে পারেন। তবে RCBO একাঈ সব কাজ করতে সক্ষম।