Saraswati Thakur | কুমোরটুলি ছোট সরস্বতী প্রতিমার দাম | huge stock small saraswati market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2023
  • কুমারটুলি সরস্বতী মূর্তি সরস্বতী প্রতিমা | পুজোর কয়েক দিন আগে থাকতেই ক্রেতাদের আনাগোনা বেড়েছে কুমোরপাড়ায়। স্কুল-কলেজ থেকে শুরু করে বাড়ির জন্য প্রতিমা কিনতে শিল্পীদের স্টুডিয়োয় ঢুঁ মারছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা।মাটি থেকে শুরু করে কারিগরদের মজুরি, প্রতিমা তৈরির আনুষঙ্গিক সব জিনিসেরই দাম বেড়েছে হু হু করে। ফলে সরস্বতী পুজোর আগে প্রতিমার দামও বাড়াতে বাধ্য হয়েছেন মৃৎশিল্পীরা। এ বার সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতিমার চাহিদাও, যা খানিক চিন্তা কমিয়েছে কুমোরটুলির।সরস্বতী মূর্তির বাজার আগুন। ছোট ঠাকুরও 2০০ টাকা হেঁকে দিচ্ছেন বিক্রেতারা। কুমোরটুলির ঠাকুর বিক্রেতারা বলছেন, রং থেকে শোলার অলঙ্কারের দাম বেড়ে গিয়েছে। মৃৎশিল্পীরাও অল্প দামে দিতে পারছেন না। তার উপরে করোনা পরিস্থিতি। ক্রেতারাও বেশি দাম দিয়ে ঠাকুর কিনতে চাইছেন না। বিক্রিবাটা কম হচ্ছে। স্কুল-কলেজ খোলায় এবং করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের চেয়ে পরিস্থতি অনেকটা ভাল বলে মনে করছেন মৃৎশিল্পীরা। ক্রেতারাও সাধ ও সাধ্যের ভারসাম্য রক্ষা করছেন। সবমিলিয়ে বাজার খারাপ কুমোরটুলির।
    #saraswati
    #saraswatipuja
    #ছোটসরস্বতী
    #দেবীসরস্বতীপ্রতিমা

ความคิดเห็น • 9