ঝাড়গ্রাম রাজবাড়ি |Jhargram Rajpalace| Rajbari History| Kanakdurga Temple||Dulung and Belpahari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Jhargram Rajbari History| Kanakdurga Temple| Dulung
    Please contact Mr. Shantanu for booking related queries of Jhargram Raajbari
    Mobile No: 6294024319
    বেলপাহাড়ী ভ্রমণ গাইড
    বেলপাহাড়ী। দক্ষিণ বঙ্গের অন্যতম একটি পর্যটন স্থল। ঝাড়গ্রাম থেকে মাত্র ৩৭ কিমি দূরে। পাহাড়-নদী-ঝর্ণা-লেক-ড্যাম-শাল-পিয়াল-কেঁদ -কুসুম-করম গাছের অপরূপ শোভা মন্ডিত এই বেলপাহাড়ী। প্রকৃতির এই অপরূপ শোভার টানে অসংখ্য প্রকৃতি প্রেমী পর্যটক বেলপাহাড়ী তে আসছে। যারা প্রথম বারের জন্যে বেলপাহাড়ী আসার
    পরিকল্পনা করছেন ,তাদের সবার মনেই প্রশ্ন, বেলপাহাড়ী তে গেলে কোথায় থাকবো?কোথায় ই বা খাবো। এই পোস্টে বেলপাহাড়ী তে যে সকল হোম স্টে ও খাওয়ার হোটেল/রেস্টুরেন্ট আছে তাদের নাম ও যোগাযোগ এর নম্বর উল্লেখ্য করা হলো।
    কোথায় থাকবেন:
    বেলপাহাড়ী-
    ১.অতিথি নিবাস 8918100092
    ২.বেলপাহাড়ী গেস্ট হাউস :-8972999926
    ৩.লাল পিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউস:-7501644788
    ৪.বিজলি ভবন:-9679632431
    ৫.বাগান বাড়ি :-7547928202
    ৬.রাজ হোম স্টে :-8972918589
    ৭.তিতলি হোম স্টে :-9647297283
    ৮. অরণ্য গেস্ট হাউস :9647275553
    ৯.পবিত্রা হোম স্টে(আগুইবিল):-6295231416
    ১০.উমুল হোম স্টে(ঘাগরা):-9432960613
    ১১.হুদ হুদি হোম স্টে(ঢা ঙ্গি কুসুম):-8768296140
    কাঁকড়া ঝোর:-
    ১২ মাহাত হোম স্টে :-8709834385
    ১৩ কাঁকড়া ঝোর হোম স্টে:-8101450072
    ১৪ শাল বাড়ি রিসোর্ট:-9804285815
    ১৫. চার মূর্তি হোম স্টে:-9836830342
    ১৬.ই কো ট্যুরিজম হোম স্টে:9433094054
    ১৭.কাঁকড়া ঝোর গেস্ট হাউস:-9002061784
    বেলপাহাড়ী তে কোথায় খাবেন:
    ১.কাঁচা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্ট :8900263690/8918100092
    ২.হোটেল অভিনন্দন :-9083497228
    ৩. খেয়াতরী হিন্দু হোটেল:-9932346207
    ৪.তৃপ্তি হোটেল :8670342088
    ৫.হালদার হোটেল:-9733759525
    ৬. বাবা ভৈরব রেস্টুরেন্ট (কাঁকড়া ঝোর):-8101450072
    ৭.মনির রান্না ঘর (আগুইবিল):7866959141
    ৮.দেবু দা র 'জলযোগ' (আগুইবিল):8967784611
    ৯. জামাই এর হোটেল (চিড়া কুটি):-8145318720
    ১০.হোটেল লালজি ( মুড়ান শোল):8001580039
    ১১.কাশি বিশ্বনাথ হোটেল (সিলদা):7432865722
    ১২. পবিত্রা হোম স্টে ( আগুই বিল):6295231416
    ১৩.মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার ও হোটেল ( নটা চুয়া):-8145365667
    ১৪. মা মনসা হোটেল এন্ড সুইটস:-9734658130
    ১৫.মাহাত হোটেল :-9831012239
    ১৬.মহন্ত সুইটস এন্ড হোটেল :-9733586395
    ১৭.গৌরী ভাতের হোটেল :-8145446999
    বিশেষ কিছু কথা:
    ১. বেলপাহাড়ী পর্যটনে এলে অবশ্যই আগে থেকে লাঞ্চ বা ডিনার অর্ডার দিয়ে রাখবেন। নইলে খাবার সব সময় পাওয়া নাও যেতে পারে।লাঞ্চ এর জন্যে অর্ডার দেওয়ার আদর্শ সময় সকাল ১০ টার মধ্যে। ডিনার এর জন্যে সন্ধ্যার আগেই অর্ডার দিয়ে রাখলে ভালো।
    ২. বেলপাহাড়ী তে বিশাল বড় লাক্সারি হোটেল বা রিসোর্ট নেই। যে গুলো আছে ,সব গুলোই 'হোম স্টে'।সকল হোম স্টে তে যে এ.সি , এটাচ ল্যাট্রিন টয়লেট,গিজার্ড, টিভি ইত্যাদি পাবেন ,তার নিশ্চয়তা নেই।
    ৩. এখানে ডাবল বেড এর নন এ.সি রুম এর ভাড়া মোটামুটি ১০০০-১২০০ টাকা। এ.সি রুমের ভাড়া মোটা মুটি ১৫০০-১৮০০।
    ৪. কাঁকড়াঝোরে যে সকল হোম স্টে আছে ,সেখানে বেশির ভাগ হোম স্টে তে প্রতি দিন থাকা ও খাওয়া হিসাবে জন প্রতি মোটামুটি ১৩০০ -১৫০০ টাকা খরচ পরে।
    ৫. বেলপাহাড়ী কে কেন্দ্র করে আপনি ঝিলিমিলি,মুকুট মনিপুর,দুয়ারসিনী-ভালো পাহাড়, ঘাটসিলা , ঝাড়গ্রাম ঘুরে দেখে নিতে পারেন। সব জায়গায় দূরত্ব বেলপাহাড়ী থেকে ৪০-৫৫ কিমি এর মধ্যেই। এমন কি অযোধ্যা পাহাড় এখান থেকে ১১৭ কিমি।
    ৬. এখান কার বহু পর্যটন স্থানে যেতে গেলে বাইক কিংবা একটু উঁচু চাকার গাড়ি হলে বাড়তি সুবিধা পাবেন।
    ৭. বেলপাহাড়ী বিডিও অফিস এর 'তারাফেনী কটেজ' ও 'পঞ্চায়েত সমিতি এর গেস্ট হাউস' কোভিভ এর কারণে বন্ধ আছে। এমনকি ফরেস্ট অফিসের 'জংগল ক্যাম্প ' ও বন্ধ আছে।
    ৮. বেলপাহাড়ী তে তেমন কোনো গাইড পাওয়া যায় না। বিশেষ প্রয়োজনে গাইড দরকার হলে যোগাযোগ করতে পারেন
    ৯. রেস্টুরেন্ট বা খাওয়ার হোটেলে ল্যাট্রিন /টয়লেট নাও পাওয়া যেতে পারে।

ความคิดเห็น • 2