আমরা কেন চাকরি পাই না? সমস্যা কোথায়? কিভাবে আমি একাধিক চাকরির অফার পেলাম? Job sector| Shahedin|India
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024
- আমরা কেন চাকরি পাই না? সমস্যা কোথায়? কিভাবে আমি একাধিক চাকরির অফার পেলাম? Job sector| Shahedin|India
Script- Kamrul Hasan Shahedin
Edit- Shahedin
Thumbnail- Md. Abid (abidgfx)
Collaborator- programming hero
ভারতীয়দের দখল এদেশের চাকরির বাজার?
এই মুহুর্তে বাংলাদেশের জনসংখ্যায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। মানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০% এর বেশি মানুষ কর্মক্ষম। এই মুহুর্তটা কিন্তু চাইলেই পাওয়া যায় না। এই স্টেজটা একটা দেশে অনেক দিন পর পর একবার আসে। এবং যেই দেশ এই সুযোগে মানে যখন দেশের অর্ধেকের বেশি মানুষ কাজ করতে সক্ষম, তখন তার জনগণের সামনে প্রচুর কাজের সুযোগ করে দিতে পারে, সেই দেশের জিডিপি বৃদ্ধি পায়, দেশ ঐ স্টেজেই তার চেহারা পাল্টে ফেলে। কিন্তু বাংলাদেশ তার ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এমন সময়ে ইতিহাসের সবচেয়ে বেশি বেকার নিয়ে বসে আছে।
এই মুহুর্তে দেশের রানিং শিক্ষার্থী সহ প্রায় ৩ কোটি কর্মক্ষম মানুষ কাজই করছে না, তারা অন্যের উপর নির্ভর করে চলছে, জিডিপিতে কোনও ভূমিকা রাখছে না। আর এর মধ্যে প্রায় ২৬ লাখ রয়েছে শিক্ষিত বেকার।
এই মানুষ গুলোর একটা বড় অংশও যদি দেশের ভেতরে অথবা বাইরে কোনও না কোনও কাজে যুক্ত হতে পারত, তবে দেশের অর্থনিতিতে একটা বড় পরিবর্তন চলে আসত। কিন্তু সেটা হচ্ছে না, কারণ দেশে তো চাকরি নাই। কাজ করবে কোথায়?
আপনার জ্ঞাতার্থে বলছি, চাকরি শুধু এখন দেশের মধ্যেই সীমাবদ্ধ না। সঠিক দক্ষতা থাকলে এবং চোখকান খোলা রাখলে আপনি ঘরে বসেই বিশ্বের নানান নামকররা প্রতিষ্ঠানের হয়ে চাকরি করতে পারেন। জেনে অবাক হবেন, বাংলাদেশে এমন প্রতিষ্ঠানও আছে, যারা শিক্ষার্থিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে, প্রতিষ্ঠানে কাজের সুযোগ পর্যন্ত তৈরি করে দেয়। এরকম একটা প্রতিষ্ঠানের নাম আমি বলতে পারি, প্রোগ্রামিং হিরো। কিন্তু আমাদের ব্যর্থতা আমরা চোখ কান খোলা রাখি না। আমরা কিছু গতাগতিক ধারার মধ্যে আটকে আছি।
যারা বলেন দেশে চাকরি নাই, আপনার জানার জন্য আরেকটা তথ্য দেই, দেশে এতো এতো বেকার পরে থাকতেও প্রায় ২৫০০০ প্লাস বিদেশী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি করছে, এবং উচ্চ বেতন নিয়ে যাচ্ছে। কোথাও কোথাও তো শুনা যায়, অবৈধ ভাবেই নাকি প্রায় ৫ লাখের বেশি ভারতীয় কাজ করছে বাংলাদেশে । মানে আমার দেশের বেকাররা চাকরির অভাবে পরে আছে আর অন্য দেশের মানুষ আমার দেশে কাজ করে ডলার বাইরে নিয়ে যাচ্ছে। কেন?
কেন বিদেশীদের ঐ জায়গা গুলো বাংলাদেশীরা দখল করতে পারে না। কারণ দক্ষতার ঘাটতি। দেশের শিক্ষিত ও দক্ষ মানুষ জনের দাবি তারা দেশে সঠিক মূল্যায়ন পাচ্ছে না, আবার কর্পোরেট গুলোর দাবি, তারা দক্ষ ও যোগ্য ছেলে পাচ্ছে না। দুইটাই সত্য। তবে দক্ষ মানুষের সংখ্যা তুলনামূলক কম, এবং এর সাথে আছে চাকরির জগৎ সম্পর্কে পূর্ণ ধারনা না থাকা। দেশের একটা বড় সংখ্যক শিক্ষার্থী জানেইনা যে কোথায় কোথায়, কোন কোন পদে চাকরি করা সম্ভব, কোন উপায়ে বিজনেস করা সম্ভব। তারা চাকরি বলতে শুধু সরকারি চাকরিকেই বুঝে, এবং এই সরকারি চাকরির জন্যই প্রায় ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করে। কেও সফল হয়,কেও ব্যর্থ হয়।
এই যে আমাদের উদাসীনতা, দক্ষ জনশক্তি তৈরি না হওয়া। এইটার পেছনে একটা বড় কারণ হিসেবে উল্লেখ করব, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিবেশকে। আমাদের নাম করা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলতে, বিসিএস বা সরকারি চাকরি ছাড়া অন্য কোনও কাজের তেমন হাইপ নাই। প্রথম বর্ষ থেকেই একটা শিক্ষার্থির মননে মগজে ঢুকে যায় যে, তাকে যেকোন মূল্যে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। যেহেতু বিসিএস ক্যাডার হতে আলাদা করে কোনও দক্ষতার প্রয়োজন নেই, তাই একেকটা শিক্ষার্থী সারাদিন লাইব্রেরিতে পড়ে পড়ে দক্ষতাশূন্য মানবসম্পদে পরিণত হয়। এই শিক্ষার্থিদেরকে এরকম হতে উৎসাহ দেয় কোচিং সেন্টার, মটিভেশনাল স্পিকার, সমাজের একটা বড় অংশ যারা কাজ বলতে শুধু সরকারি চাকরিকেই বুঝে।
Bangladesh faces significant challenges in its job sector, which contribute to a persistent unemployment problem. The country, with its large and growing population, struggles to create enough jobs to match the rising number of job seekers. While agriculture remains a major employment sector, it is unable to absorb the increasing labor force due to limited modernization and land availability. The industrial and service sectors, though expanding, lack the capacity to provide sufficient opportunities. Furthermore, many graduates from the education system face a mismatch between their skills and the demands of the job market, leading to underemployment or unemployment. Women and rural youth are particularly affected due to social and economic barriers. To address these issues, Bangladesh needs to focus on vocational training, industrial diversification, and fostering entrepreneurship. Only with a concerted effort can the country effectively tackle unemployment and ensure sustainable economic growth.
#BangladeshJobMarket
#BangladeshEmployment
#BangladeshEconomy
#JobOpportunitiesInBangladesh
#YouthEmploymentBangladesh
#UnemploymentCrisis
#BangladeshUnemployment
#JoblessnessInBangladesh
#TacklingUnemployment
#YouthUnemployment
#IndiansInBangladeshJobs
#ForeignWorkersInBangladesh
#CrossBorderEmployment
#JobMarketCompetition
#WorkforceDynamics
#SkillGapBangladesh
#EducationAndEmployment
#BangladeshSkillsCrisis
#VocationalTrainingBangladesh
#EducationSystemReform
#EconomicDevelopment
#FutureOfWork
#WorkforceChallenges
#EmploymentSolutions
#UpskillingBangladesh
#বাংলাদেশে_চাকরি_করছে_অবৈধ_ভারতীয়
#ভারতীয়দের_দখলে_চাকরির_বাজার
#বাংলাদেশের_বেকারত্ব
#বাংলাদেশের_চাকরি
#এতো_বেকার_কেন
#সরল_কথা
#সরল_কথক
#sorol_kotha
#sorol_kothok
#shahedin
ক্রেজি লেভেলের সাপোর্টে প্রোগ্রামিং হিরোর সাথে ওয়েব ডেভেলপমেন্ট শেখা থেকে জব পাওয়ার জার্নিতে জয়েন করে ফেলুন এখনই।
কোর্সের বিস্তারিত ও ভর্তি হওয়া যাবে এই লিংকে:
web.programming-hero.com
হোয়াটস এপে ও মেসেজ দিতে পারেন এই নাম্বারে: 01322810867
❤❤❤❤
ভাই বিতর্ক কিভাবে শিখতে পারি? এর জন্য আপনাদের কোনো কর্মশালার ব্যবস্থা আছে?
প্রথম আলোর রেফারেন্স না আনলে খুশি হবো
Dear is programing hero is free course.
How I get skil. How I get accessories and learning fee.
It's not our problem.
Government Is responsible for that.
We pay tax.
We need our right from our servent ( Government)
মিঃ শাহিদিন সাহেব আমার মনে হয় সেই ২০২১ সাল থেকেই আপনাকে ফলো করে আসছি।আপনার যখন ২২ টা সাবস্ক্রাইব তখন আপনাকে আমি সাবস্ক্রাইব করলাম। মানে আপনার আপনার যে সাবজেক্ট এর উপর আপনি ভিডিও তৈরি করেন সেইটা অনেক তথ্য নির্ভর হয়ে থাকে। আমি সেই সময় ই ভেবেছিলাম যে আপনি একদিন ভাল কিছু হবে। বর্তমান সময়ে যে সস্তা মানের ভিডিও তৈরি হয় সেটা থেকে আপনি অনেক বেটার। যদিও আপনি আমার জুনিয়র। তবুও সব সময় আপনার তথ্য নির্ভর ভিডিও গুলা দেখি।
দোয়া রইলো অনেক বড় মানের কন্টেইনার হন।
তবে সর্বদা ন্যায় এবং সাহসী ভিডিও তৈরি কইরেন। মানে সত্য টা যেন সত্যই হয়।
ভাই পাট শিল্প চামড়া শিল্প চিনি শিল্প এগুলোর ধ্বংসের কারন গুলার উপরে একটা ভিডিও দেন প্লিজ ভাই অনেক দিন ধরে অনুরোধ করছি
পলিটেকনিক নিয়ে যা কথা বলছেন ভাই সবই মনের কথা
আমি একজন পলিটেকনিক এর স্টুডেন্ট, আমাদের দক্ষের 'দ' ও শিখানো হয় না। প্রাকটিক্যাল ক্লাস হয় না বললেই চলে। একদম বাজে সিস্টেম। সিভিল ডেপার্টমেন্টে পড়ি বলে বাহির থেকে ট্রেনিং করে মানিয়ে নিচ্ছি 🙂
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ❤️
১/ পারমাণবিক অস্ত্রের সমস্যার সমাধান করতে হবে।
২/ প্রাইমারি লেভেল থেকেই ধাপ অনুযায়ী সামরিক প্রশিক্ষণ শুরু করতে হবে।
৩/ সর্বোচ্চ ৪০/৪৫/৫০ বছর পর্যন্ত হতে পারে।
৪/ ১০/১২ বছর থেকেই কৃষি ব্যবসা কারিগরি মূলক শিক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জন করাতে হবে।
৫/ এমন ভাবে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে,যাতে করে ১৬ বছর বয়সের শিক্ষার্থী ১৬ বছরের পর থেকেই যেন প্রতি মাসে বেতন পেতে পারে।
৬/ ২১ বছর বয়সের মধ্যে সকলের বিবাহ নিশ্চিত করতে হবে।
৭/ বিধবাদের বিবাহ নিশ্চিত করতে হবে।
৮/ ৩০ বছরে পর থেকে সকলকে নিজে চলার সাথে অন্যকে চালানোর যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য মস্তিষ্কের মেহনত করতে হবে।
সমস্ত মসজিদ মন্দির গীর্জা মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করতে হবে
ভারত সামরিক আক্রমণ করলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে বা গৃহযুদ্ধ হতে পারে কি না। ইত্যাদি নিয়ে একটি video দেন।
😂😂 পাগল কোথাকার, কোন স্বাধীন দেশের উপর সামরিক হামলা চালানোর অধিকার নেই।আগে পররাষ্ট্রনীতি/জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারপর এসব প্রশ্ন করেন।
ভারত আক্রমণ কখনোই করবে না।।
ঘুমান
Bindi will never attack BD don't worry
Bhai bharat konodin o first e attack kore na, ar bangladesh e attack korar kono karon to dekhi na. Tomader students ra tease korchhe definitely,but ora to ar bangladesh government na.
চায়না সেভেন সিস্টার এর বর্ডার সাম্লাতে অনেক প্যারা খাচ্ছে, বাংলা আক্রমণ করলে চায়না বরডার +সেভেন সিস্টার হারাতে হবে যা লাভের চেয়ে লস বেশী। আর সাধিন দেশে সরাসরি আক্রমন এ বিভিন্ন সংস্থা ঝামেলা করবে নিষেধাজ্ঞা আসবে,। সোজা কথায় কুটনৈতিক আর দেশের লোকের প্রুভুপাদ ছাড়া সামরিক আক্রমণ সম্ভব না (অন্তত ভারতের কুটনৈতিক সম্পর্ক সবার সাথে খারাপ)
হানিফ সংকেত এবং আপনার পরিবেশনায় এক শোনায় কন্ঠস্বর ও মিল পাওয়া যায়
আল্লাহ আপনাকে অনেক দূরে নিয়ে যাক
আসল কথা বলেছেন শাহীদ ভাই।
মানুষের কাজের ব্যবস্থা করলে দেশেরও উন্নতি হবে,,৷ কিন্তু এই দেশে এত এত দুর্নিতি, কিছু বলার নাই,, দেশ কিভাবে উন্নত হবে বলেন 😔
আপনার ভিডিওটা সবসময় আমাকে অনুপ্রেরণা জায়গায়
কারিগরি শিক্ষা কারণে হাজার হাজার নতুন প্রবাসী কাজ পাইতেছে না..৷ সরকার এই খাতে বিশেষ নজর দেয়া দরকার।।
সুন্দর বিশ্লেষণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
মিয়ানমার ইসুতে একটি বিডিও দেন ভাই
Same request
আপনার উপস্হাপনার জন্য ধন্যবাদ, তবে আমি এর সাথে আরও কিছু এড করতে চাই এর মধ্যে অন্যতম হলো রাজনীতি, আমি গত ২০-২৫ বছরে দেখছি আমার পরিচিত বহু মানুষ তাদের সুন্দর সম্ভাবনাময় ক্যারিয়ার শেষ করে দিয়েছে এই অপরাজনীতি তার জলন্ত উধাহর হলো ছাত্রলিগ, এ নিয়ে আপনি একটি অনুসন্ধানী ভিডিও করবেন, আল্লাহ তাওফিক দান করুক।
Respect for you Brother 🫡
১০০% সত্য
Vai Allah apnake sothik path dekhycen
চমৎকার❤️❤️
এখন শুধু বোমা বানানো খুব লাভবান ব্যবসা।এটা সরকারি ভাবে হওয়া দরকার
বাংলাদেশের মানুষের বহু উদ্যাকতা তৈরি হবে শুধু বিদেশে রপ্তানি সহজ করলে,বহু পন্য রপ্তানি করতে পারে বহু মানুষ, কিন্তু এই সেক্টরে দূর্নিতির জন্য, বহু মানুষ রপ্তানি করতে পারে না, বহু পন্য।এগুলো ঠিক করলে বহু শিক্ষিত মানুষ নিজেকে চাকরির জন্য নয় চাকরি দিতে পারবে।
কামরুল ভাই ❤❤
ভারতীয় লোক কাজ না জানলেও আমাদের চাইতে বেতন বেশি পায়।😢। আমাদের ভিসা ট্রান্সফার ও বন্ধ। UAE তে 😢
Programming-Hero 10 batch student ami 😊 alhamdulillah
Vi kibabe proggraming hero te borti houa jai amake information die help korben.
ami 8th batch er. Now working as a software engineer with php, laravel, mysql, vuejs.
Allah Bless Your 🎉
Very well articulated thoughts.
First comment ❤❤
কথা সত্য😢😢😢।
akdom
R8
বাংলাদেশে গবেষণা কেন্দ্র খুবিই কোম। বিসেস করে সামরিক গবেষণা।
এইতো তুমি যেমন বাংলা শব্দও ঠিক মতো লিখতে পারো না
❤❤❤❤❤
বেশি বেশি কইরা ইউটিউব বিশ্ব সম্পর্কে ধারণা তুলে ধরেন তাহলে আরো বেশি ভিউ পাবেন আর ইনকাম হবে ভালো
সরকারি চাকরির মেয়াদ একসাথে 24-25 বছর হওয়া ঠিক নয় এই নিয়োগ টা তিন ধাপে হওয়া উচিত তাহলে তাদের কাজের মূল্যায়ন করে কাজের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করা সম্ভব পৃথিবীর অনেক দেশেই চাকরির মেয়াদ 8 বছর
❤
true
#ভাই আপনার কাছে একটা অনুরোধ ভারত বাংলাদেশের কোন কোন সেক্টর এ কাজ করে আর বাংলাদেশের শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে শিক্ষা এবং দক্ষতা অর্জন করলে বাংলাদেশ নিজস্ব জনশক্তি দিয়ে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে।
এবং আমাদের শিক্ষা এবং স্কিল এর দরকার।
পলিটেকনিক এর অবস্থা আসলেই খারাপ
Dear is programing hero is free course.
How I get skil. How I get accessories and learning fee.
It's not our problem.
Government Is responsible for that.
We pay tax.
We need our right from our servent ( Government)
ল্যাবের দেখা নাই রে,
ল্যাবের দেখা নাই 😁😹😹😅😅😅😂😅😂😹
❤❤❤
সিরিয়া নিয়ে ভিডিও চাই
🎉
আপনার সাব্জেক্ট কি নিউক্লিয়ার ফিজিক্স ছিল??????
কেন? এই কথা কেন?
@MohammadAdnanMasud না ভাই, দেসে অনেক সাব্জেক্ট পড়ায় যেগুলার কোন জব ফিল্ডৈ নাই, যেমন নিউক্লিয়ার ফিজিক্স
কী কী সমস্যা সবাই জানে,কিন্তু বাংলাদেশের পারিপার্শ্বিক খুবই খারাপ।
এখন ভারতের পতাকা thumbnail এ ব্যবহার করে খাবার জোগাড় করতে হচ্ছে 😂😂😂
I am first
আমাদের অফিসে ৫ জন আচে
ধন্যবাদ ভাই
২৬ লক্ষ ৫ লক্ষ হয়ে গেল 😅
Very sad
আল্লাহর জন্য 1k লাইক হবে কি..? ❤
Hobe na 😂😂 allah felestini der ke dekhai dise
টুটালি শিক্ষা শব্দটারে ধর্শন করে দিছে
এগুলো সরকারই চাই তারা চলে যাক
আমাদের নবী হযরত উঁটের 🐫 পেশাব পান করতেন আজ থেকে তোমরা ও গরুর 🐂 পেশাব পান করবে।[সূরা 🍷 আল নিসা আয়াত ৪২০]
গোবর একটি অদ্ভুত জিনিস কোথাও আবর্জনা কোথাও প্রসাদ
আপনার মাথায় আনেক প্রসাদ আছে
অবশ্য আমার গরুর মাংশ অওওওনেক ভালো লাগে😂😂😂
পাগল।এটা কোনো ধর্মীয় ইস্যু ছিল না।শুধু শুধু উস্কানি দেছ।এটা তোদের ধর্ম??🤔🤔
😂😂😂 সুরা নিসার আয়াত ❤১৭৬ পর্যন্ত 😂৪২০ কোত্থেকে আসলো? 😆😆
😢😢😢
ভারত বাংলাদেশ আক্রমণ করলে বাংলাদেশের পরিস্থিতি, আমাদের করণীয় এবং আমাদের পূর্ব প্রস্তুতি সম্পর্কিত ভিডিও চাই
বেতনও কম দেয়
ধন্যবাদ ভাই
❤❤❤❤
❤❤❤❤