আমি এই প্রথম চাষাবাদ শুরু করেছি। অনেকে অনেক রকমের পরামর্শ দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করছি। এই চ্যানেলে আমি আমার নিজের ভালো এবং খারাপ সব রকমের অভিজ্ঞতা শেয়ার করবো।
আমার আব্বুর সাথে নিয়ে আদা চাষ করি প্রায় ১৫ বছর এর মধ্য দিয়ে আদা চাষে এমন ঔষুধ খুব কম যেটি ব্যবহার করিনাই। শেষে আমরা একটা কাজ করলাম (বি.দ্রু. আমরা মাটিতে আডি বানিয়ে চাষ করি) আগে এমন পচন ছিল না। এখন আবহাওয়ার কারনে এটি হচ্ছে তখন আমরা আদার খেতের উপর মাছা দিয়ে লাউ, শিম,ঝিঙ্গা, লাগায় এতে আদা ছায়ায় থাকে পচেনা বললে চলে। ১০%. এটি ব্যবহার করতে পারেন। আমার ছোট অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম।
ভাই উনি একটা কথা বলেছেন যে, উনি নতুন। এ থেকে বুঝা যাচ্ছে যে উনি পূর্ণ অনুসন্ধান না করেই আদা চাষে হাত দিয়েছে। প্রতিটা বিষয় মাথায় রেখে আদা চাষে নামা উচিত। যা হোক হতাশ হবার কিছু নাই। ধাক্কা খেয়ে ই পাক্কা হবে
আদা গাছ বেশী পানি পড়লে বা অতি বৃষ্টির কারণেই পচন ধরে। তাই স্প্রে করলেও কোনো কাজ হবে না । উপরে ত্রিপল এর ছাউনি দিতে হবে যেন বৃষ্টি না পড়ে অথবা বৃষ্টি হীন স্থানে বস্তা রাখতে হবে তাহলে কোনো গাছ নস্ট হবে না ,ও খুবই ভালো ফলন মিলবে ।
খারাপ বস্তাগুলো আলাদা করে রাখেন। আদা রোপনের সময় মাটি কি ভাবে তৈয়ারী করে ছিলেন তা জানা দরকার। বীজ শুধন করে রোপন করেছিলেন কি না তাও জানা দরকার। কারণ বিভিন্ন কারনে আদা পচতে পারে। এলোমেলো ভাবে ঔষধ দিলে টাকার অপচয় হবে মাত্র।
মেঘগুলো পচন ধরেছে ঐ গুলো তুলে বিক্রি করে দিন তাহলে বাকিগুলো রক্ষা করতে পারবেন। আর এই বস্তা এবং মাটি ও আলাদা করে সরিয়ে রাখতে হবে। লস হবেনা বাজার দর ভালো আছে।
@@mkagrochandpur ব্লাইটক্স ৫০ বা ব্লু-কপার (কপার অক্সি-ক্লোরাইড) প্রতি লিটার পানিতে ৪ গ্রাম হারে মিশিয়ে কান্ড ও মাটির সংযোগস্থলে ১৫-২০ দিন পর পর প্রয়োগ করতে হবে ।
@@mkagrochandpur আরও একটি কারণ হতে পারে মাটি শোধন ঠিক মতো না হওয়ার কারনে এমনটা হতে পারে, আর মাটি তৈরি করে তিন সপ্তাহ পলিথিন চাপা দিয়ে রাখতে হয়, তারপর বস্তায় মাটি ভরতে হয়।
এই একটা রিপোর্ট দেখলাম যাতে সমস্যার কথা তুলে ধরা হয়েছে। আর বাকি গুলোতে শুধু লাভ আর লাভ।
আমি এই প্রথম চাষাবাদ শুরু করেছি। অনেকে অনেক রকমের পরামর্শ দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করছি। এই চ্যানেলে আমি আমার নিজের ভালো এবং খারাপ সব রকমের অভিজ্ঞতা শেয়ার করবো।
পানি দেওয়া বেশি হইছে। কিছু দিন বস্থা গুলো শুখান আর গাছের গোড়ায় ছাই ব্যআবহআর করন।আশা করছি ঠিক হইয়া জাবে
১। রিডমিল গোল্ড
৩০ গ্রাম = ১৬ লিটার
২। এমিস্টার টপ
দুই কেপ = ১৬ লিটার
৩। স্কোর
এক কেপের অর্ধেক = ১৬ লিটার
ধন্যবাদ। আমি নং ১ ব্যবহার করেছি।
আমার আব্বুর সাথে নিয়ে আদা চাষ করি প্রায় ১৫ বছর এর মধ্য দিয়ে আদা চাষে এমন ঔষুধ খুব কম যেটি ব্যবহার করিনাই। শেষে আমরা একটা কাজ করলাম (বি.দ্রু. আমরা মাটিতে আডি বানিয়ে চাষ করি) আগে এমন পচন ছিল না। এখন আবহাওয়ার কারনে এটি হচ্ছে তখন আমরা আদার খেতের উপর মাছা দিয়ে লাউ, শিম,ঝিঙ্গা, লাগায় এতে আদা ছায়ায় থাকে পচেনা বললে চলে। ১০%. এটি ব্যবহার করতে পারেন। আমার ছোট অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম।
ধন্যবাদ
ভাই আমি ছোট একটা চাষি আমার মতে (১)এমিস্টার টপ সাথে কপার অক্সিক্লোরাইড দিলে গুডা পচা দুর হতে পারে তারাতাড়ি।
ধন্যবাদ
বেশি করে রদ্র্যের,আলো লাগাও
ভুল করে পানি দিবেনা
পানি দেই না তেমন।
ভাই উনি একটা কথা বলেছেন যে, উনি নতুন। এ থেকে বুঝা যাচ্ছে যে উনি পূর্ণ অনুসন্ধান না করেই আদা চাষে হাত দিয়েছে। প্রতিটা বিষয় মাথায় রেখে আদা চাষে নামা উচিত।
যা হোক হতাশ হবার কিছু নাই। ধাক্কা খেয়ে ই পাক্কা হবে
গোবরটি বাদ দিয়ে। আপনি সবজির চুলকা দিয়ে সার তৈয়ার করুন এবং তা ব্যবহার করুন। তাহলে আশা করে আদা পচবে না।
যে গাছগুলোতে পচন ধরেছে সেগুলো আলাদা রাখুন।সব গাছে এমিস্টার টপ বিষটা প্রয়োগ করুন।
আলাদা করে রেখেছি। তবে এই মেডিসিন ব্যবহার করা হয়নি।
আদা গাছ বেশী পানি পড়লে বা অতি বৃষ্টির কারণেই পচন ধরে। তাই স্প্রে করলেও কোনো কাজ হবে না । উপরে ত্রিপল এর ছাউনি দিতে হবে যেন বৃষ্টি না পড়ে অথবা বৃষ্টি হীন স্থানে বস্তা রাখতে হবে তাহলে কোনো গাছ নস্ট হবে না ,ও খুবই ভালো ফলন মিলবে ।
ধন্যবাদ
খারাপ বস্তাগুলো আলাদা করে রাখেন।
আদা রোপনের সময় মাটি কি ভাবে তৈয়ারী করে ছিলেন তা জানা দরকার। বীজ শুধন করে রোপন করেছিলেন কি না তাও জানা দরকার। কারণ বিভিন্ন কারনে আদা পচতে পারে। এলোমেলো ভাবে ঔষধ দিলে টাকার অপচয় হবে মাত্র।
ধন্যবাদ ভাই। বীজ শোধন করেই বপন করেছি। সেই ভিডিও চেনেলে দেওয়া আছে। দেখে জানাবেন, ঠিক ভাবে করা হয়েছে কিনা।
ভাই বস্তা৷ গুলো ছিদরো করে দিতে হবে পানি নিস্কাশনের জন্য
ধন্যবাদ
ছা ই, কাঠ গুঁড়ো , বালি বেশি দিতে হতো 😊😊
কাঠের গুড়া ব্যবহার করি নাই। ইনশাল্লাহ, আবার করার সময় ব্যবহার করার চেষ্টা করবো।
মেঘগুলো পচন ধরেছে ঐ গুলো তুলে বিক্রি করে দিন তাহলে বাকিগুলো রক্ষা করতে পারবেন। আর এই বস্তা এবং মাটি ও আলাদা করে সরিয়ে রাখতে হবে। লস হবেনা বাজার দর ভালো আছে।
জি, কিছু বস্তা তুলে দেখসি। নতুন একটা ভিডিও দিবো, কি রকম আদা পাইলাম।
Fungas lagse, Cooper abong chun milliya den,dekhen ki hoi
ঠিক আছে. আমি ব্যবহার করার চেষ্টা করব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বালির মধ্যে চাষ করলে মনে হচ্ছে আদা পচে যাবে না
এতো বালি তো আর একসাথে করা সম্ভব না। কাঠের গুড়া ব্যবহার করা যেতে পারে, যাতে বৃষ্টি হলে পানি শোষন করতে পারে।
কৃষকের নাম্বার দেন। স্ক্রীন এ দেওয়া নাম্বারে ফোন যায় না।
@@mkagrochandpur ফালতু আপনারা স্ক্রীনে নাম্বার দিয়েছেন ভুল আবার এইখানে নাম্বার দিয়েছেন সারাদিন বন্ধ মানুষ আপনাদের সহযোগিতা করবে ঘোড়ার ডিম।
@@mkagrochandpur ব্লাইটক্স ৫০ বা ব্লু-কপার (কপার অক্সি-ক্লোরাইড) প্রতি লিটার পানিতে ৪ গ্রাম হারে মিশিয়ে কান্ড ও মাটির সংযোগস্থলে ১৫-২০ দিন পর
পর প্রয়োগ করতে হবে ।
যেগুলো পচে গেছে সেগুলো অন্য জায়গায় রাখেন
হা, সরিয়ে ফেলেছি।
Good job
Thanks
Chotrak hoise. Mensar bebohar koren.
আরে! পচে যাওয়া বস্তা আলাদা রাখেন।
আলাদা ই রাখছিলাম পরে
দানা বিষ গোড়ায় দিতে পারেন
ধন্যবাদ ভাই
উনি পানি দেওয়া বন্ধ করুক
😢
আপনার সমস্যা হচ্ছে আপনার বস্তা ছিদ্র করেন নাই, আপনার বস্তায় অতিরিক্ত পানি বার হতে পারে নাই, তাই মাটিতে অতিরিক্ত পানি থাকার জন্য এমন টা হয়েছে।
ধন্যবাদ ভাই, ছিদ্র করসিলাম, হইতো দেখা যায় নাই ভিডিও তে
আমি আগামীকাল ভিডিও আপলোড করব, চায়না আদা চাষ পদ্ধতি। ঠিক হয়েসে কিনা
মতামত জানাবেন ,ভাই
@@mkagrochandpur আরও একটি কারণ হতে পারে মাটি শোধন ঠিক মতো না হওয়ার কারনে এমনটা হতে পারে, আর মাটি তৈরি করে তিন সপ্তাহ পলিথিন চাপা দিয়ে রাখতে হয়, তারপর বস্তায় মাটি ভরতে হয়।
ভাই আপনার আদায় কন্দ পঁচা রোগ হয়েছে, যে বস্তাই এই রোগ দেখা দিয়েছে আপনি তারাতাড়ি বস্তুা গুলো সরিয়ে ফেলুন,তারপর জমিতে আর বস্তায় ব্লিচিং পাউডার ছরিয়ে দিন।
আমার মতে একটা ভুল আপনার আছে , সেই ভুলটা প্রতিরোধ করলেই আর পচন ধরবেনা ইনশাআল্লাহ
বলতে পারেন, কোথায় ভুল আছে ভাই
Fungas lagse, Cooper abong chun milliya den,dekhen ki hoi