চাল নিয়ে চালবাজি | Investigation 360 Degree | EP 84 | December 2015

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি বাজারের চকচকে চাল মানেই ভাল চাল না। একটি চলের সব পুষ্টিগুনই থাকে তার উপরিভাগে, অথচ চাল পালিশের মাধ্যমে তার সমস্ত পুষ্টিগুন ফেলে দিয়ে চিকন চকচকে করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে এক শ্রেনীর আটোরাইচ মিল মালিকেরা। চালের এই সব চালবাজি নিয়ে আমাদের এবারের পর্ব-"চাল নিয়ে চালবাজি"। প্রতিবেদনটি প্রথম প্রচারিত হয় ২০১৫ সালের ডিসেম্বর মাসে।
    Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Televisiion on
    TH-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv

ความคิดเห็น • 227

  • @rihab_ahmed
    @rihab_ahmed 5 ปีที่แล้ว +6

    ক্ষমতাবান আর ধনী ব্যক্তিরা কৃষকের কষ্ট কখনোই বুঝবে না, তারা তাদের স্বার্থ নিয়েই পরে থাকে।।।

  • @Saidulslam2012
    @Saidulslam2012 5 ปีที่แล้ว +16

    বাংলাদেশের কৃষক আজ মহা বিপদে আছে
    এক কেজি ধানের দাম 12 টাকা আর সিগারেট দাম 13 টাকা 😃
    বেপার টা হাস্যকর মনে হচ্ছে না ......?

  • @uzzalkhan500
    @uzzalkhan500 5 ปีที่แล้ว +10

    এক কেজি চাউলের দাম ৫৫ টাকা আর এক কেজি ধানের দাম ১২ টাকা।এটাই আমাদের বাংলাদেশ।

  • @মোঃসাইফুলইসলাম-ব৮গ

    আপনাদের অনেক ধন্যবাদ

  • @MdBabu-d9b
    @MdBabu-d9b 4 หลายเดือนก่อน

    আমি এতোটুকু বলতে পারি বহুত চ্যানেল আছে আপনাদের মত এত ভালো চ্যানেল আমার বয়স আমি দেখি নাই আপনারা থাকেন ভালো থাকেন এতটুকু কেমন আল্লাহর কাছে করি আমিন

  • @happyhomesm4170
    @happyhomesm4170 5 ปีที่แล้ว +80

    আল্লাহ আমাদের সবাইকে এ জুলুম নির্যাতন ধর্ষণ দূর্নীতি অনিয়ম ঘুষ লুটপাট প্রশাসনের অপকর্ম বেকারত্ব গুম খুন থেকে হেফাজত করুন

  • @ashokmajumder8023
    @ashokmajumder8023 5 ปีที่แล้ว +2

    17:22 technician is very much excited .he never know it's about investigation..well done Investigation 360°

  • @misstykotha2963
    @misstykotha2963 5 ปีที่แล้ว +2

    কি সুন্দর চাল 😀ভিডিও টা দেখে খুবই ভালো লাগলো ভাই,ধন্যবাদ ভাই 😀😀😀😀😀

  • @bnbakar8502
    @bnbakar8502 3 ปีที่แล้ว

    যদিও বা ২০২১ সালে এই ইপিসোট দেখছি,,,,,
    তবে চালের এই বিষয়টি আমি ২০১৪ সাল থেকে জানি,,,,,বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চাল-মিলস আমাদের #মহাদেব পুর(নওগাঁ) উপজেলায়।
    আমি নিজ চোখে দেখেছি, কিভাবে মোটা চাল ছাঁটাই করে মিনিকেট চাল তৈরি করা যায় এবং চাল ছাঁটাইয়ের পর যে অংশ থাকে,সেটা বিভিন্ন খাবার হোস্টেলে সকালের ভুজনা বা খিচুড়ি রান্নার কাজে লাগানো হয়।

  • @rahmanatikur9407
    @rahmanatikur9407 2 ปีที่แล้ว +1

    আমি গর্বীত আমি নওগাঁর ছেলে বলে
    কারন আমার জেলাই যতটা ধান চাল উপদান করা হয়
    কনো জেলাই হয় না 🥰🥰

  • @kalobador2437
    @kalobador2437 4 ปีที่แล้ว +1

    ভিডিও দেখার সময় কে কে কমেন্ট পড়তে ভালো বাসেন ☺

  • @salauinjony6223
    @salauinjony6223 5 ปีที่แล้ว +73

    ধানের দাম নিয়ে একটা Ep তৈরি কইরেন প্লীজ??

  • @mellow.moment890
    @mellow.moment890 5 ปีที่แล้ว +37

    এই জন্য বলি, আমি কেন মোটা হচ্ছি না আর গরুরা কেন এত মোটা হচ্ছে 😂

  • @nirmanmetal7355
    @nirmanmetal7355 5 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক দিন পর আমার মন থেকে একটা সন্দেহ দূর হলো

  • @riponray8801
    @riponray8801 5 ปีที่แล้ว +4

    আপনাদের সব গুলো রিপোর্ট আমার ভালো লাগে।।।

  • @asmmasudkhan4220
    @asmmasudkhan4220 ปีที่แล้ว +1

    চুয়াডাঙ্গাতে আসেন......
    মিনিকেট ধান আছে দেখাবো, ইনশাআল্লাহ।
    তবে আমার জানামতে মোটা ধান ক্রয় করে মিল মালিকরা বেশিরভাগ ক্ষেত্রে কাটিং করে মিনি চাউল নামে বাজারে ছাড়ছে।

  • @khamrulislam3175
    @khamrulislam3175 4 ปีที่แล้ว

    ধন্যবাদ ও অভিনন্দন জানাই যমুনা টেলিভিশনের সকল সাংবাদিক ভাইদের কে

  • @kamrulahsan626
    @kamrulahsan626 3 ปีที่แล้ว

    ভাই নোয়োখালী সদর পচ্মিম অন্চলের ৯ নং কালাদরাপ ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম "মুন্সিতালুক" ( ২ নং ওয়ার্ড)। এই গ্রাম জুড়ে মানুষ একটা সমস্যার প্রহর গুনে যাচ্ছে। পুরো এলাকাজুড়ে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধের বাতাস। এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগন মানুষদের এমন একটা পরিস্থিতিতে ফেলে নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এলাকায় ব্যবসায়ীগন ফার্মের মুরগি পালন করে বায়ুদূষণ করছে। বাড়ি থেকে বের হলেই দুর্গন্ধে নাক বন্ধ হয়ে আসে। বাতাশের সাথে সাথে মানুষের বাড়িতেও দুর্গন্ধ প্রবাহিত হয়। বাড়ির বেতরেও নিরাপদে থাকতে পারিনা। শুধু তাই নয় ময়লা আবর্জনার কারণে মশার সক্রমন বাড়তেছে,এর প্রভাবে প্রতিদিন ডেঙ্গু জরে আকান্ত হচ্চে ফার্মের মুরগির সব বর্জ বিনা ব্যবস্থাপনায় সরকারি খালে ফেলে পানিও দূষিত করা হয়। ফলে খালের পাশে রাস্তা দিয়ে হাঁটা যায়না দুর্গন্ধে। অনেকেই ভয়ে তাদের বিরুদ্ধে রিপোর্ট করেনা। এই করোনাময়ী দুর্যোগের সময় যেখানে মানুষের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, এখানের মানুষ তাও পারছে না। আমি একজন ভুক্তভোগী, আমার আপনার কাছে একটা আর্জি। আপনি দয়াকরে উল্লেখিত এড্রেসটা পরিদর্শন করে দেখুন। মানুষকে দূষনযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশে বসবাস করার ব্যবস্তা করে দেন।
    বিনীত নিবেদক

    আমরা আশেপাশে ভুক্তভোগী

  • @GOLAMKEBRIACANADA
    @GOLAMKEBRIACANADA 5 ปีที่แล้ว +22

    বাড়ি ওয়ালা তো মিনিকেট ছাড়া কিছুই বোঝে না।যেটা দাম সবচেয়ে বেশি সেটাই বাড়িওয়ালার পছন্দ।

  • @mohammadjahid6046
    @mohammadjahid6046 5 ปีที่แล้ว

    আবিজান জন্য ধন্যবাদ

  • @armaksudkhan3210
    @armaksudkhan3210 5 ปีที่แล้ว +1

    প্রিয় ৩৬০ যমুনা টেলিভিশন নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের বাড়ি,কলেজ,মসজিদ থেকে ৫০গজ দুরে ব্রিক পিল্ট / ইট ভাটা।আশাকরি আপনাদের মাধ্যমে প্রতিবাদ হবে।

  • @tanvirrahman9664
    @tanvirrahman9664 5 ปีที่แล้ว +1

    অামাদের এমন তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই বিষয় গুলো অারো উচ্চ মহলে জানানো বা প্রশ্ন বিদ্ধ করা অাপনাদে দায়িত্বে পরে

  • @raihanuddin1414
    @raihanuddin1414 4 ปีที่แล้ว

    brilliant.... Extraordinary

  • @lefdgv1292
    @lefdgv1292 5 ปีที่แล้ว

    Aponake.donnobad.bai.

  • @codx9076
    @codx9076 5 ปีที่แล้ว +1

    Love u jamuna tv

  • @banglaprunkcpt7496
    @banglaprunkcpt7496 5 ปีที่แล้ว +7

    Real Hero Team 360 Degree

  • @mojakkeralam
    @mojakkeralam 5 ปีที่แล้ว +2

    thnx team 360 degree thanks a lot for this episode

  • @rashadnurain3850
    @rashadnurain3850 3 ปีที่แล้ว

    গরিব মানুষের জন্যই জতো দুঃখো

  • @ranamasud3462
    @ranamasud3462 5 ปีที่แล้ว +1

    nice program

  • @rehankhanali
    @rehankhanali 5 ปีที่แล้ว +20

    হায়রে আমরা লোভী ও উজবুক বাঙালি
    গর্ব আমাদের আমরা মাছে ভাতে বাঙালি | পেলাম কি মাছে "ফরমালিন " আর ভাতে পুষ্টি নাই

    • @hapijulmolla8927
      @hapijulmolla8927 5 ปีที่แล้ว

      Rehan Gree Mahatma Kaisi do Pani Ki

    • @_evening_FarhanaMadhuri
      @_evening_FarhanaMadhuri 4 ปีที่แล้ว +1

      ব্রান্মনদের মাতৃভূমি ছিলো উজবেকিস্থান।
      তারা ছিলো আয' জাতি। এখন থেকে তিন হাজার ছয়শত বৎসর আগে উজবেকিস্থান থেকে ব্রান্মনরা আফগানিস্তান হয়ে, খাইবার গিরিপথ
      পার হয়ে, আমাদের ভারতবষে'র সভ্যতা বা সিম্ধু সভ্যতা ধংস করে আমাদের দেশ দখল কর নেয়। ও ব্রান্মনরা বড়ো জাত দাবি করে, আর আমাদর দেশ দখল করে আমাদেরই বলে আমরা হিন্দুদের মধ্যে নিম্ন জাতী। আমাদের অনেকের নামের শেষে দাস লিখতে বাধ্য করে। আমাদেরকে ব্রা্ম্ননরা তাদের দাস বা গোলাম বানায়। ওরা ঘোড়ার পিঠে( সিংহের পিঠে চড়ে নয়) চড়ে ও লোহার বষা' দিয়ে যুদ্ধ করেছিলো আর আমরা ভারতের ভূমিপুত্র অনার্য অসুর জাতীয় কালো মানুষেরা মহিষের পিঠে চড়ে যুদ্ধে হেরেযাই। দূগা' মন্ডপে গেলে ভারতের হেরে যাবার ইতিহাস দেখা যাবে। আমদেরকে ব্রাহ্মণেরা অত্যাচার করতো তখন আমরা তাদেরকে উজবুক (বেকুভ) বলে গালি দিতাম, যেহেতু বান্মনরা উজবেকিস্থান থেকে এসে আমাদের দেশ দখল করেছিল। ভারতের মোট জনসংখ্যার মাত্র পাঁচ পাসে'ন্ট ব্রান্মন কিন্তুু ঐ খুদ্র সংখক বান্মন এখনো ভারত শাসন করছে। বাঙালিরা১৯৪৭ ও১৯৭১ সালে দুইধাপে ব্রাহ্মণ অত্যাচার থেকে বেঁচেছে।।।। জয় বাঙলা।।।। জয় ভারতের ভূমিপুত্র অনার্য অসুর জাতীর জয়।

  • @imranhossin3571
    @imranhossin3571 5 ปีที่แล้ว +4

    আমাদের গ্রামের মোটা ধানের মোটা চাউল মেশিনে মিনিকেট হয়ে ভদ্রলোকের পেটে চলে যায়,

  • @bdspecialmedia7009
    @bdspecialmedia7009 5 ปีที่แล้ว +2

    Booosssss
    Gooood

  • @govtshohel4369
    @govtshohel4369 5 ปีที่แล้ว +1

    বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয় দেখা দরকার আছে

  • @mohammadborhan8383
    @mohammadborhan8383 5 ปีที่แล้ว +5

    আমরা এক মত।

  • @riyadrahman5780
    @riyadrahman5780 5 ปีที่แล้ว +25

    মিনিকেট এটা বিক্রেতাদের দেওয়া নাম। এই নামে কোন ধান বা ধানের জাত নেই।

  • @Abu-Toha-Muhammad-Adnan1
    @Abu-Toha-Muhammad-Adnan1 5 ปีที่แล้ว

    Thanks for video

  • @hikolislam5215
    @hikolislam5215 5 ปีที่แล้ว +6

    মিনিকেট চাউল /ধান আসে পারবতিপুরে আবাদ হয়। ধানটা অনেক চিকন। তবে মোটা চাউলকে চিকন করা হয়

  • @abdulrahamansuvho1404
    @abdulrahamansuvho1404 2 ปีที่แล้ว

    আছে আমাদের পশ্চিমবঙ্গ আছে ।।আমরা চাষ করি ।।।

  • @cuteclips3893
    @cuteclips3893 5 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই,,,,

  • @talukderrasel9730
    @talukderrasel9730 5 ปีที่แล้ว

    নাইস

  • @rongtulijol
    @rongtulijol 5 ปีที่แล้ว +8

    এতো আগের পর্ব কেনো?

  • @hafsamaa-moni3269
    @hafsamaa-moni3269 5 ปีที่แล้ว +4

    WOW

  • @robinhoossiinn3181
    @robinhoossiinn3181 5 ปีที่แล้ว +2

    thanks,,,,,,,,,

  • @masudrana4you
    @masudrana4you 5 ปีที่แล้ว +3

    Very important for Republic of bd

  • @MohammadAli-dq1hq
    @MohammadAli-dq1hq 3 ปีที่แล้ว

    আমাদের দিনাজপুর।

  • @জামারথেকেগেন্জিবড়

    আমার মনে হয় আছে ভিত্তি ২৮ চিকন সুপার ২৮ চিকন স্বাবাবিক লম্বা আমি নিজে চাষ করেছি মিনিকেট ২জাতের ১টা মিনি আর১টা সুপার মিনি এই জাতের চিকন ধান খুবিই কম চাষ হয় কারন চিকন ধানের ফলন কম হওয়ার কারনে চাষিরা মুটা ধান চাষ করে ফলন বেসি আপনি বলেন মুটা ধান কোথায় যায়

  • @hafizurrahman6994
    @hafizurrahman6994 5 ปีที่แล้ว

    good jamuna

  • @salimahmed8285
    @salimahmed8285 5 ปีที่แล้ว +5

    আপনার রিপট দেখে আমি হাসবো না কাদবো,এটা কোনো রিপট হলো,এগুলো আমরা সবাই জানি মিনিকেট নামে কোনো ধান নেই, চাউলের নাম দেয়া হয়েছে মিনিকেট এটা কোনো সমস্যাই না

  • @jakariaahmed1589
    @jakariaahmed1589 5 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমি হেদায়েত কর মাবুদ।

  • @mohamedalhmdan9462
    @mohamedalhmdan9462 4 ปีที่แล้ว

    ঠিক আছে

  • @High-techElectricals147
    @High-techElectricals147 5 ปีที่แล้ว

    যমুনা টেলিভিশন কে বিশেষ অনুরোধ করছি
    ধান নিয়ে একটি এপিসোড তৈরি করার

  • @AlaminKhan-wm2cr
    @AlaminKhan-wm2cr 5 ปีที่แล้ว +4

    Allahu Akbar Muhammad

  • @tasnimtahsaf3590
    @tasnimtahsaf3590 5 ปีที่แล้ว +5

    Dhan er price niya ekta report create koren ?

    • @munnaahmad1893
      @munnaahmad1893 5 ปีที่แล้ว

      Apne ki vashay kotha bolen???😂😂 ai Bangla English ke sikhaice??

  • @RonyKhan-jk1xj
    @RonyKhan-jk1xj 5 ปีที่แล้ว +3

    মিনিকেট ধান নেই কিন্তু চাউল আছে ।এই চাউল বানানোর উনুমতি পেলো কোথায় ?????? কৃষক খেটে মরে আর অন্যরা তার মজা নেয়। কৃষকরা চিরদিন অবহেলিত ।।।

    • @alaminalamin3808
      @alaminalamin3808 2 ปีที่แล้ว

      কৃষক শ্রমিক হয় কিন্তু ব্যবসাহি হয় না।এর সমস্যা থেকে মুক্তি পেতে হলে ।দুটিই লাগবে

  • @mr.mithu465
    @mr.mithu465 5 ปีที่แล้ว +6

    আমার কাছে গুরুত্বপূর্ণ একটা খবর আছে ।
    কয়টায় কল দিব?

  • @arifmridha1728
    @arifmridha1728 5 ปีที่แล้ว +1

    Sodorghater kuli der niye ak ta video banan plz

  • @mdrasel-jp4ju
    @mdrasel-jp4ju 5 ปีที่แล้ว +1

    মিনিকেট ধান আছে সাতখিরাতে জার বিজ ইনডিয়া থেকে নিয়ে আসা

  • @BOT262
    @BOT262 5 ปีที่แล้ว +1

    ধান নিয়ে এপিসোড করেন

  • @fahimulislam9870
    @fahimulislam9870 5 ปีที่แล้ว +8

    সমস্যা নাই আমাদের ভেজাল খেতে খেতে অভ্যাস হয়ে গেচে। হজম হয়ে যায়

  • @mdside9188
    @mdside9188 5 ปีที่แล้ว +1

    আমি মনে করি যারা মোটা মানুষ আছে তাদেরকও মিনিকেট মেসিন দিয়ে চিকন বানিয়ে দিবে একদিন এই মানুষে

  • @zahidulislam7299
    @zahidulislam7299 5 ปีที่แล้ว +3

    এই হচ্ছে আমাদের ফোন্দাইন্না ডিজিটেল

  • @azizulislam3503
    @azizulislam3503 5 ปีที่แล้ว +1

    100% right

  • @djibrahimkhan9146
    @djibrahimkhan9146 5 ปีที่แล้ว +1

    ফালতু খোজ না নিয়ে ধানের দাম এতো কম কেনো সরকারকে নিয়ে আলোচনা করুন ।ভালো লাগবে

  • @tahrimsadik4382
    @tahrimsadik4382 5 ปีที่แล้ว

    tnx

  • @azizulhakim889
    @azizulhakim889 5 ปีที่แล้ว +2

    vi tahole amra khabo ki,,,,,,,sooob to vajal,,,,,,tnx to this video

  • @kmabubakarsiddik3365
    @kmabubakarsiddik3365 5 ปีที่แล้ว

    প্লাস্টিকের চাল নিয়ে একটা প্রতিবেদন করেন।।

  • @pinktv1069
    @pinktv1069 5 ปีที่แล้ว +1

    জনগন না খাইলে মিনিকেট আবিষ্কারই হতো না।

  • @shuvodas8998
    @shuvodas8998 5 ปีที่แล้ว

    Nine video..

  • @BiddutMitra
    @BiddutMitra 5 ปีที่แล้ว +1

    Rice bran oil? What about it?

  • @zamanrafi9842
    @zamanrafi9842 5 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
    কারন আমি নিজে উতপাদন করে খাই।

  • @BiddutMitra
    @BiddutMitra 5 ปีที่แล้ว +1

    Great job 👍. But your email address does not work.

  • @antajaliyoutubechanel3638
    @antajaliyoutubechanel3638 5 ปีที่แล้ว +1

    এই গুলাই করবেন সারাদিন ধান নিয়া কোন প্রতিবেদন নাই

  • @sethrollins7222
    @sethrollins7222 5 ปีที่แล้ว +2

    New ep chai

  • @nasihatv5078
    @nasihatv5078 5 ปีที่แล้ว +1

    ডাইরেক্ট উনাদের বাসায় চলে গেলেন?😂😂

  • @truepresentation37
    @truepresentation37 2 ปีที่แล้ว

    Mini packet থেকে miniket এসেছে। Mini packet এ rice seed থাকে।

  • @AbdulMannan-fd3tb
    @AbdulMannan-fd3tb 5 ปีที่แล้ว

    মিনি কেট ধান দেকটে হলে কুষ্টিয়া জেলাই আসতে হবে

  • @mohammadmahmudulislammaizv7358
    @mohammadmahmudulislammaizv7358 3 ปีที่แล้ว

    ভাত খাচ্ছিলাম
    বাকিটা ইতিহাস!!!!

  • @akterjaman9278
    @akterjaman9278 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @abdulrahamansuvho1404
    @abdulrahamansuvho1404 2 ปีที่แล้ว

    আমরা মিনিকেট চাষ করি এবং ঘড়ের মধ্যে চাল করি কলকাতা আমার বাড়ি।।

  • @ভালোথেকোপ্রিয়জন

    আমার মতে আগে আমাদের সরকার কে শক্ত হতে হবে তাহলে সকল মিল মালিক সাবধান হবে এবং আইন যদি না মানে তাহলে চাল কলমালিক কে পাচ বছর জেল ও সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সিল করে দিতে হবে।

  • @farukhosen3503
    @farukhosen3503 5 ปีที่แล้ว +2

    মেশিন নিষিদ্ধ করা হোক

  • @rkon2062
    @rkon2062 5 ปีที่แล้ว +1

    Bd jobs niya akta report koren vhai

  • @jonykhan5999
    @jonykhan5999 5 ปีที่แล้ว +3

    আমরাই তো ভালনা,,!!

  • @saimekhanjoy9689
    @saimekhanjoy9689 5 ปีที่แล้ว +4

    দেশ থেকে পালিয়ে আফ্রিকায় চলে যেতে হবে দেশে আর থাকা গিলো না।সব কিছুতেই বেজাল।

  • @Mentalbangla7988
    @Mentalbangla7988 2 ปีที่แล้ว

    Vai ami NAOGAON thake bolsi

  • @asrafalam7613
    @asrafalam7613 5 ปีที่แล้ว

    ভাইয়া আপনাদের কাছে কোন ধরনের কালোবাজারি র তথ্য দিতে কোন ঠিকানায় যোগাযোগ করতে হবে ‌‌?? প্লিজ একটু জানাবেন

  • @sakibkhan0050
    @sakibkhan0050 5 ปีที่แล้ว +1

    ভাই একটা তথ্য ছিল কিন্তু আপনাদের মোবাইলে কল দিলে বন্ধ বলে.
    কষ্ট করে আমার সাথে একটু যোগাযোগ করুন।

  • @kxx7482
    @kxx7482 5 ปีที่แล้ว

    পলিস মেসিন সরানো হোক,

  • @Linkconislam
    @Linkconislam 5 ปีที่แล้ว

    ভাইয়া আমি গ্রামের ছেলে আমরা একটা ধান চাষ করি যেটা অনেক চিকন আটাশের চেও চিকন।

  • @tapuansary5325
    @tapuansary5325 5 ปีที่แล้ว

    আমাদের ইন্ডিয়াতে আসিস মিনিকেট ধান কি দেখিয়ে দিবো

  • @Sagor786
    @Sagor786 5 ปีที่แล้ว +1

    আমার দেশটা মরেই গেলো

  • @MDBabul-jn4rq
    @MDBabul-jn4rq 3 ปีที่แล้ว

    Minekat name konu cal nai r aytar konu Dan o hoi na

  • @MdSohelRanaBogura
    @MdSohelRanaBogura 5 ปีที่แล้ว

    ভাই রে ভাই এই চাল আমি ২ মন কিনে অনেক ভালো ধরা খাইছি।

  • @spsaid8268
    @spsaid8268 5 ปีที่แล้ว +1

    jomuna tv o aj sorkarer kache bondhi....Onek news upload kore na😞

  • @djibrahimkhan9146
    @djibrahimkhan9146 5 ปีที่แล้ว

    রংপুর জেলার মিঠাপুকুর জান এখানে সব জায়গায় মিনিকেট ধান ঊৎপাদন হয়

  • @mdmuradhawladar9870
    @mdmuradhawladar9870 5 ปีที่แล้ว

    আমরা কোথাই থাকি

  • @Nazrulislam-ue8di
    @Nazrulislam-ue8di 4 ปีที่แล้ว

    এজন্যই আমরা পুষ্টিহীনতায় ভূগি,

  • @mdnahin520
    @mdnahin520 5 ปีที่แล้ว +1

    উপস্থাপক মিনিকেট এর ভাত খেয়ে আসেননাই তো?

  • @naim43
    @naim43 5 ปีที่แล้ว +2

    এরা অনুষ্ঠান শুরু করছে অথচ সালামটাও দেয় না।

  • @kisslug
    @kisslug 5 ปีที่แล้ว +7

    Now., .tell us, what govt. officials are doing...? What Agricultural Minister, Food Minister doing...100% sleeping or busy with other....?