আসাম-ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্না কার্যসূচী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • বারইগ্রামের আসাম-ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্না কার্যসূচী।
    সুস্মিতা দাস, নিউজ বেঙ্গল 365, করিমগঞ্জ: দীর্ঘদিন থেকে বারইগ্রামের আসাম-ত্রিপুরা সীমান্তের ৮নং জাতীয় সড়ক চরম বেহাল অবস্থায় রয়েছে! প্রায় প্রতিদিন এখানে দুর্ঘটনা সংগঠিত হচ্ছে! যার ফলে আজ মোল্লাগঞ্জ বাজার থেকে চেরাগী বাজার পর্যন্ত বেহাল অবস্থার প্রতিবাদে বারইগ্রামের সচেতন নাগরিক দ্বারা একটি ধর্না কার্যসূচির আয়োজন করা হয়।
    উক্ত ধর্না কার্যসূচি বারইগ্রামের শম্ভু দাস চৌধুরী সকাল আট ঘটিকা থেকে আরাম্ভ করলে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এগিয়ে এসেছিলেন।
    সকাল আট ঘটিকায় উক্ত ধর্না কার্যসূচির সূচনা হয়। এতে মূখ্য ভূমিকা পালন করেন সাংবাদিক শম্ভুদাস চৌধুরী, শিক্ষক তথা সমাজসেবী সুমন্ত দে,সমাজসেবী সুকুমার দাস, বিমান মালাকার, পান্না দাস, জাকারিয়া আহমেদ, ইলাশপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হুসেন, সমাজসেবী বদরুল হক সহ আরও অনেকে।
    মুলত ধর্নার মূখ্য উদ্দেশ্য ছিল জাতীয় সড়কের বিগত মাস তিনেক পূর্বের মেরামতিতে চূড়ান্ত দূর্নীতি জনসমক্ষে তুলে ধরা। উক্ত এলাকার রাস্তায় বর্তমানে পুকুর সম অসংখ্য গর্ত তৈরি হয়েছে যার ফলে প্রতিদিনই যানবাহন দূর্ঘটনাগ্রস্ত হচ্ছে! অথচ উক্ত এলাকায় কয়েকটি সরকারি বেসরকারি বিদ্যালয় আছে। আছে গুরুত্বপূর্ণ বারইগ্রাম, মোল্লাগঞ্জ বাজার ও চেরাগিবাজার।
    তাই এখানে ভূক্তভোগী মানুষের সংখ্যা অনেক বেশি! ধর্না চলাকালীন সেখানে উপস্থিত হয়ে ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় ও নবনির্বাচিত রাজ্যসভা সদস্য তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস মহাশয়। উভয় নেতাই অতিসত্তর রাস্তাটি মেরামত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করা হবে বলে আশ্বাস দেন।
    ধর্নার অন্যতম আয়োজক সাংবাদিক শম্ভুদাস চৌধুরী ও সুমন্ত দে বিধায়ক কৃষ্ণেন্দু পাল তথা মিশন রঞ্জন মহাশয়দের আশ্বাসের উপর নিজেদের আস্থা প্রকাশ করেন এবং অতঃপর ধর্না কার্যসূচি সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শম্ভুদাস চৌধুরী উক্ত ধর্না সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
    তৎসঙ্গে যারা নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করতে রাস্তা ঘাটের কাজে অনিয়ম করে বাজে কাজ করে দেশের বিজেপি সরকারকে বদনাম করার অপচেষ্টা চালাচ্ছেন তাদের তীব্র নিন্দা জানান এবং এদের উপর আইনি বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান।
    #newsbengal365 #Karimganj #Silchar #BarakValley #Patharkandi

ความคิดเห็น •