পর্দা করা আল্লাহ পাক রাব্বুল আল আমিন আমাদের মুসলিম বোনদের জন্য ফরজ করেছেন, আমাদের মধ্যে আল্লাহ পাক এর ভয় থাকতে হবে তাহলেই আমরা সফল হইবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আল আমিন বোন টিকে দেখে আমাদের মুসলিম ধর্মের সবাইকে খাছ পর্দা করার তাওফিক দান করুন। হে আল্লাহ আপনি আমাদের সবাই কে হেদায়েত দান করুন আমিন।
আমিন। সত্যিই কারের ঈমানদার মানুষেরা ,হাজার সমস্যার মধ্যেই থাকলেও তারা কখনও আল্লাহ্র হুকুম পালন করা থেকে বিরত থাকে না।তারা জানেন, ইনশাআল্লাহ, তাদের সাথে আল্লাহ্ তায়ালা আছেন। কষ্টের পরে আল্লাহ্ সুখ দিবেন। আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেনও আমার এই বোনটিকে আর উনার বাচ্চাটিকে নিরাপদে রাখুক। আর উনার husband কে হেদায়েত দান করুক। আমিন
আমরা বাংলাদেশের মানুষ আসলেই খুব দরদী হয়, কেননা আমি অনেক এরকম ঘটনা দেখেছি, কোন অসহায় মানুষের জীবন কাহিনি তুলে ধরলে সারা দুনিয়ার বাংলাদেশের মানুষ সহযোগিতায় এগিয়ে আসে,
বিকাশ,নগদ-01400537751 যার যতটুক সম্ভব অসহায় মেয়েটির পাশে দাড়াবেন।আপনাদের এগিয়ে আসায় যেন অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে অসহায় বোন ও তার বাচ্চা।যেন ছোট্ট একটি দোকান দিতে পারি আমরা সবাই মিলে। আমরাই পারি সমাজকে বদলে দিতে,আমরাই পারি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে।ধন্যবাদ সবাইকে।
যে মানুষটা ছেড়ে গেছে সে বুঝতে পারে নাই যে তার জীবন থেকে মূল্যবান সম্পদ টি হারিয়ে ফেলেছে এরকম একটা মেয়ে জীবনসঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহ ভালো রাখুক বনটাকে
ভাইয়া আপনি দয়া করে আপনার বিকাশ নাম্বারে টাকা নিয়ে উনাকে একটা কিছুর বেবস্থা করে দিন ভাই মহান আল্লাহ পাক আপনার ভালো করবেন। আমি বলবো আপনি অনেক ভাগ্যবতী যে এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন।।।। অনেক অনেক দোয়া রোইলো আপনার প্রতি।।।।।
আল্লাহ এই মহিলা আর তার সন্তান কে নেক হায়াত দান করুক 🤲 আর এই রকম আমরা যদি অসহায় মানুষের পাশে থাকি তাহলে এই রকম অবস্থায় কেউ থাকবে বলে মনে করি না। কতটা কষ্ট না হলে এই রকম ছোট্ট বাচ্চা কাঁদে নিয়ে রিকশা চালাতো না। আল্লাহ তুমি এর পাশে থেকো🤲😢
একজন মায়ের কি পরিমাণ ডেডিকেশন থাকলে রিকশা চালাতে পারে সেটা ওনাকে না দেখলে বুঝতাম না। নূরীর মা এবং আপনার মতো ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবী টা এতো সুন্দর। আল্লাহ আপনাকে আরো বেশি ভালো কাজ করার সুযোগ দিক ভাই। ❤️❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতো মানুষ আছে বলেই এখনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ আছে আপুটাকে অনেক অনেক ধৈর্য দেখ আল্লাহ আপু টাক বাচ্চাটাকে আল্লাহর নেক হায়াত দান করুক
ভাইয়া আমি একজন মহিলা আপনার অনেক ভিডিও দেখি এই ভিডিওটা দেখে আমার বুক ফাইটে কান্না আসতেছে আমি অনেক কান্না করেছি সব ভালো কাজের মধ্যে এই একটা অন্যতম ভালো কাজ করেছেন আপনারে আল্লাহ জাযাকাল্লাহ দান করুক দোয়া করি মন ভোরে আমিন সুম্মা আমীন
আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। যারা সাহায্য করেছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান 🤲🤲🤲🤲❤❤❤❤
আল্লাহই রিজিকের মালিক। উনিই পারেন এই অসহায়ত্ব থেকে সন্তান ও তার মায়ের মুখে হাসি ফুটাতে। ভাইকে ধন্যবাদ বিষয়টি সবার দৃষ্টিতে আনার জন্য। দয়া করে উনার একটা বেবস্থা না হওয়া পর্যন্ত পিছু পা হবেননা। নিকৃষ্ট মনা মানুষরা কিছু বলবেই। তবে আপনি জানেন যে আপনি কতটা মহৎ কাজ করছেন। সমাজ আপনার পাশে আছে।
আহারে মানুষ কতটা অসহায় এ বোনটিকে দেখলে বুঝা যায়। দুই বেলা দুই টুকু আহারের জন্য। একহাতে বাচ্চা অন্য হাতে রিক্স যেখানে পুরুষ রা পুরো শরীল দিয়ে সেস্টা করে রিক্স ধরে রাখা কঠিন। আর এভাবে চলছে। আল্লাহ যেন নিজ হাতে পরিচালনা করছে। এ পর্দা শিল বোন কে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে
ভাই অসাধারণ একটা ভিডিও দেখিয়েছেন। অনেক ডিপ্রেশনে থাকা মানুষগুলো এই আপুটাকে দেখে তারা অনুপ্রাণিত হবে আশা করি। আমি নিজেই অনেক অনুপ্রাণিত হয়েছি অনেক অনেক আল্লাহ উনাকে ভালো রাখুক এবং উনার বাচ্চাটাকে আল্লাহ ভালো রাখুক। আমি অনেক অবাক হয়েছি কিভাবে পর্দা রক্ষা করে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে এক হাতে রিকশা চালিয়ে জীবন যুদ্ধ করা যায় অসাধারণ একজন জীবন যুদ্ধনায়িকা।
ড্রিম ভাইকার ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা উনি যে সমাজের এরকম গরীব দুঃখী মানুষকে সমাজে উঠিয়ে ধরে সবাই যে সাহায্য সহযোগিতা করে উনার মাধ্যমে গরিব দুঃখী ভাই-বোনদেরকে আমি আবারও ড্রিম ভাই কার ভাইকে স্যালুট জানাই 💐💐💐💐🫴👌👍
মামা তোকে অনেক ধান্যবাদ অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানোর জন্য, দোয়া করি তোর জন্য তোর আগামীর দিনগুলো জানি এভাবেই সব সময় সহজ হয়ে যায় এবং অসহায় মানুষকে এভাবেই সাহায্য করতে পারো ❤❤❤❤
বোন তুমি পর্দা করে আল্লাহর উপর ভরসা করে যেভাবে জীবনের জন্য যুদ্ধ করছ,,,এর উত্তম প্রতিদান আল্লাহ নিশ্চয়ই তোমাকে দিবেন ইনশাআল্লাহ। ইহকাল ও পরকালে তোমার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে।ইনশাআল্লাহ ভালো থেকো বোন।জাযাকিল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ প্রথম পর্ব টা দেখে চোকে অনেক পানি আসছিল আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব দেখে অনেক খুশি হইলাম ভাই আল্লাহ আপনার রহমত দান করুক হায়াতে তাইয়েবা দান করুক
আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগলো উনি যে পর্দার সহিত কাজ করতেছে পরিশ্রম করতেছে আল্লাহ উনাকে হেফাজতে রাখুক যেখানেই রাখে আল্লাহ যেন হেফাজতে রাখে দোয়া রইলো
যারা আযে বাযে কথা বলে তারা মানুষিক ভাবে সুস্থ নয় তাদের জিবনে এইটা গঠলে বুজতে পারতো কতোটা কষ্ট হয় একটা মেয়ের অসংখ্য ধন্যবাদ আপনাকে ভায়ইা বোনটার পাশে দারানোর জন্য
কতটা অসহায় হইলে একজন নারী রিক্সা নিয়ে বের হয়। যদি মানুষ মানুষের পাশে দাড়াইতো তাহলে হইতো এইঅসহায় মানুষ গুলো নতুন একটা জীবন ফিরে পেত বাচার জন্য। অবশেষে আপনাকে সেলুট সিসটার।
জয় মানবতার জয় জয় Dream Bikere ভাই এর জয়। আল্লাহ আপনার হায়াত বারিয়ে দিক মানবতার সেবা করার জন্য। অন্তত এই মাসুম বাচ্চার দেয়ায় আপনি ভাল থাকবেন। আমরা ত চোখ থাকতে অন্ধ।
প্রনাম শ্রদ্ধা জানাই ভাই আপনার কাজকে। আপনি সত্যিই দরদী, মমতাশীল একজন। আজকালের এই স্বাথপর যুগে যেখানে সবাই আপন জন দেরই ঠকায় , তাদের কথা ভাবে না, সেখানে আপনি অন্যদের নিয়ে এত ভাবে😊। বিনম্র শ্রদ্ধা জানায় আপনার কাজকে 😌😌😌😌👌🏻👌🏻✨
জাজাকাল্লাহুল খইর,আপনাদে মত কিছু মানুষের জন্য মানবতা আজ ও বেচে আছে। আপনি সহ যাহারা সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ উত্তম জাজা দান করবেন, আমিন। আমি আপনার ১ম ভিডিও টা দেখেছিলাম কিন্তু ভাবতে পারিনি আপনার মাধ্যমে আল্লাহ এত বড় সহযোগিতার ব্যবস্থা করবেন।আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করবেন, ইনশা আল্লাহ।
22 সেই দিনের আপনার ভিডিওটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আমার অনেক খারাপ লাগছে বাই আজকের ভিডিওটা দেখার পরে মনে একটু শান্তি পেলাম আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল পবিত্র রমজান মাসে আপনাকে নেক হায়াত দান করে আর এই বোনের সকল কষ্ট যেন আল্লাহ দূর করে নেয় তার সন্তানকে নিয়ে যেন আল্লাহ তাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সমাজে পাঁচজনের যেভাবে আমরা বাঁচি সেভাবে যেন এই বোনটা বাঁচতে পারে অনেক অনেক দোয়া রইলো
মাশাআল্লাহ আমি আগে টিউশনি করাতাম এখন করি না। এখন আমার কাছে কোনো টাকা নাই। সাহায্য করতে পারিনি কিন্তু মন ভরে দোয়া করেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আর বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করুন
আলহামদুলিল্লাহ ভাইয়া। আগের দিন ভিডিও টা দেখে আমার অনেক খারাপ লাগছিল। ওনাকে যে এইভাবে সাহায্য করা হয়ছে এটা দেখে অনেক ভালো লাগলো। আমার খুব লাগলো কারণ আপুর বয়সটাও বেশি না এই অবস্থায় ওনি এতো কষ্ট পাচ্ছেন।আললাহ আপুর হারিয়ে যাওয়া সব সুখ এখন পূর্ণ করুক 🤲🤲 তার বাচ্চা কে সুস্থ রাখুক আমিন 🤲🤲🤲🤲🤲
আলহামদুলিল্লাহ ভাই এখন ভিডিওটি দেখে অনেক ভালো লাগছে যে অসহায় আপুকে সবাই সাহায্য করেছেন আল্লাহ আমাদের কেউ এরকম অসহায় মানুষদের সাহায্য করার তৌফিক দান করুন আমিন আর যারা কিছু না ভেবেই বাজে কমেন্ট করেছেন আপনারা আপনাদের নিকৃষ্ট মনমানসিকতা পরিবর্তন করুন
ভাই আপনার কাজটা সত্যিই অনেক প্রশংসনীয়। এভাবে অসহায় মানুষদের পাশে থাকবেন সবসময়। আমরা যারা তাদের জন্য কিছু করতে পারি না শুধু দোয়া করে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আপনার জন্য আরো জানি গরিব অসহায় মানুষের পাশে দাড়াতে পারেন,আপনার জন্য ভালোবাসা অবিরাম,,আর যারা বাজে কমেন্ট করে তারা বিবেক হিন জারজ সন্তান।।।
ভাই আমি এক কথায় বলি যে এই বোনটির একমাত্র উছিলাই আপনি কারো না কারো উসিলা লাগে কারো না কারো ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য তাই আল্লাহ তা'আলা আপনাকেই পাঠিয়েছেন এই বোনের জন্য ❤❤❤❤
আল্লাহর কসম ভাই এই ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আমিও আমার দুই বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে থাকি আমার যদি সমর্থ্য থাকতো তাহলে আমি ওকে সাহায্য করতাম ওকে সবসময় ভালো রাখুক ওর বাচ্চাকে সুস্থ রাখুক ভাইয়া আপনি ওর জন্য কিছু করেন আপনার জন্য আল্লাহও ভালো করবে আল্লাহ যদি আমাকে কোনদিন সামর্থ্য আমার জনদেয় আমিও গরীব অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ
ভাইয়া আমি আপনার জন্য দুয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক বেসি উত্তম বিনিময় দান করেন এবং যে সকল ভাই ও বোনেরা আপনার পাশে দারিয়ে এই বোনটিকে সাহায্য করেসে তাদেরকেও আল্লাহ উত্তম বিনিময় দান করুন অনেক বেসি ভালোবাসা রইলো ❤❤❤❤❤
ভাই আল্লাহ তাআলা আপনার মতো আরো হাজারো মানুষ তৈরি করে দিক,এবং আমিও যেন এই দূর্দশাগ্রস্ত মানুষ পাশে দাঁড়াতে পারি সেই তাওফিক দান করুক(আমীন)👏👏 আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো✋✋✋✋
আমি অনেক খুশি হলাম আজকের পর্ব দেখে। আমি কমেন্ট করি না কোন ভিডিওতে আজকে কেমন জেন মন হল করি।ভাই ওনার পাশে থাকবেন যতদিন ওনি সাবলীল হতে পারছেন।ধন্যবাদ ভাই।আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক।আরও এমন অসহায় মানুষের পাশে যেন দাড়াতে পারেন আমিন
আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হলাম ভাইয়া এই ভিডিওটা দেখার পর আমারও অনেক খারাপ লেগেছে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এমন করে প্রতিটা মানুষের পাশে থাকার তৌফিক দান করো আমারতো পুরা কান্না চলে আসছে কিভাবে একটা মা একটা বাচ্চাকে নিয়ে এভাবে রিকশা চালাতে পারে অনেক খুশি হলাম ভাইয়া আপনার মত ভাই প্রতিটা ঘরে ঘরে জন্ম হওয়া দরকার
😭😭😭😭😭😭😭....ভাইয়া আপনি অনেক ভালো একটা কাজ করেছেন... আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখরাতে কামিয়াবি দান করুক.. আমিন........
আমিন☝️🤲😭
আমিন
আমিন
আমিন জাজাকাআল্লাহ খাইরান আল্লাহ আপনাকে উওম পতিদান করুক
আমিন
এত কষ্টের পরেও পর্দা করেন
আল্লাহ উনাকে শারীরিক ও মানসিক শান্তি দিন
আমিন ❤
Amin
আমীন
❤আমিন
পর্দা করা আল্লাহ পাক রাব্বুল আল আমিন আমাদের মুসলিম বোনদের জন্য ফরজ করেছেন, আমাদের মধ্যে আল্লাহ পাক এর ভয় থাকতে হবে তাহলেই আমরা সফল হইবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আল আমিন বোন টিকে দেখে আমাদের মুসলিম ধর্মের সবাইকে খাছ পর্দা করার তাওফিক দান করুন। হে আল্লাহ আপনি আমাদের সবাই কে হেদায়েত দান করুন আমিন।
আমিন। সত্যিই কারের ঈমানদার মানুষেরা ,হাজার সমস্যার মধ্যেই থাকলেও তারা কখনও আল্লাহ্র হুকুম পালন করা থেকে বিরত থাকে না।তারা জানেন, ইনশাআল্লাহ, তাদের সাথে আল্লাহ্ তায়ালা আছেন। কষ্টের পরে আল্লাহ্ সুখ দিবেন। আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেনও আমার এই বোনটিকে আর উনার বাচ্চাটিকে নিরাপদে রাখুক। আর উনার husband কে হেদায়েত দান করুক। আমিন
এতো কষ্টের ভিতরেও উনি কতো সুন্দর পর্দা করে আছেন মাশাআল্লাহ
এই বোনটার জন্য নামাজে অনেক বলছি আল্লাহ কে,,আলহামদুলিল্লাহ,,, বোনটার পাশে সবাই রয়েছে,,,
আমরা বাংলাদেশের মানুষ আসলেই খুব দরদী হয়, কেননা আমি অনেক এরকম ঘটনা দেখেছি, কোন অসহায় মানুষের জীবন কাহিনি তুলে ধরলে সারা দুনিয়ার বাংলাদেশের মানুষ সহযোগিতায় এগিয়ে আসে,
বিকাশ,নগদ-01400537751 যার যতটুক সম্ভব অসহায় মেয়েটির পাশে দাড়াবেন।আপনাদের এগিয়ে আসায় যেন অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে অসহায় বোন ও তার বাচ্চা।যেন ছোট্ট একটি দোকান দিতে পারি আমরা সবাই মিলে। আমরাই পারি সমাজকে বদলে দিতে,আমরাই পারি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে।ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সহযোগিতা করার জন্য ❤
আপনার এই নাম্বারে কল দিলে কল যায় না কেন?
বিকাশ কী সেন্ট মানি নাকিকেশ আউট বলবেন
ভাই আল্লাহ তোমার ইহ কাল পরো কাল ভালো রাখুন আমিন ছুম্মা আমিন 😢🤲
আপনাকে কি বলে ধন্যবাদ দিবো ভাষা খুজে পাইতেছি না আল্লাহ আপনার মনের নেক আশা গুলো পূরন করুক আমিন😢😢❤❤❤
কি বলবো ভাষা হাড়িয়ে গেছে, চোখের পানি বাদ মানছে না,মনে হচ্ছে কতো ভালো রেখেছেন মালিক,হে দয়াময় আপনি ছাড়া কেউ নেই, আপনার মতো করে কেউ ভালোবাসে না 🥺
যে মানুষটা ছেড়ে গেছে সে বুঝতে পারে নাই যে তার জীবন থেকে মূল্যবান সম্পদ টি হারিয়ে ফেলেছে এরকম একটা মেয়ে জীবনসঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহ ভালো রাখুক বনটাকে
❤❤❤rt
সত্যি সেই কি হারিয়ে 😢
এরকম মেয়ে নয়। বাস্টার্ড দের কাছে প্রস্টিটিউড ভালো লাগে
ভাইয়া আপনি দয়া করে আপনার বিকাশ নাম্বারে টাকা নিয়ে উনাকে একটা কিছুর বেবস্থা করে দিন ভাই
মহান আল্লাহ পাক আপনার ভালো করবেন।
আমি বলবো
আপনি অনেক ভাগ্যবতী যে এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন।।।।
অনেক অনেক দোয়া রোইলো আপনার প্রতি।।।।।
ঠিক বলেছেন আপু।।।
আল্লাহ এই মহিলা আর তার সন্তান কে নেক হায়াত দান করুক 🤲
আর এই রকম আমরা যদি অসহায় মানুষের পাশে থাকি তাহলে এই রকম অবস্থায় কেউ থাকবে বলে মনে করি না। কতটা কষ্ট না হলে এই রকম ছোট্ট বাচ্চা কাঁদে নিয়ে রিকশা চালাতো না। আল্লাহ তুমি এর পাশে থেকো🤲😢
সঠিক কথা
ভাই আপনি খুব ভালো ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Allah humma amin
আপনি খুব ভালো একটা মানুষ, আপনার ভীতরে দয়া, মায়া, মমতা, আছে,
এত অসহায় অবস্থায় ও ওনি পর্দা ঠিক রাখছে আল্লাহ তাই ওনার উপর খুশি হয়ে আপনাকে ওনার সাহায্য করার জন্য পাঠাইছে
আমিন
সমাজের প্রত্যেক মানুষ এভাবে মানুষের উপকারে আসতে পারলে সমাজে অবহেলিত মানুষের সংখ্যা কমে যাবে। ধন্যবাদ জানাই আপনাকে।
ভাইয়া তোমার মতো সন্তান প্রত্যেক ঘরে ঘরে জম্ম নেই যেনো ❤❤❤❤
হুম ভাই
😂😂😂😂
Amin
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসহায় বোনটির পাশে দাঁড়ানোর জন্য। মহান আল্লাহ বোনটির সহায় হোন।
. কি বলবো ভাষা হাড়িয়ে গেছে, চোখের পানি বাদ মানছে না,মনে হচ্ছে কতো ভালো রেখেছেন মালিক,হে দয়াময় আপনি ছাড়া কেউ নেই, আপনার মতো করে কেউ ভালোবাসে না
Moner kotha gulo likhcen. Jajakallahu khairan.
আলহামদুলিল্লাহ ❤😢
❤❤
❤❤❤🎉🎉🎉
চোখে পানি চলে আসছে ভাইয়া। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল
এমন মানুষকে Help করা অত্যন্ত জরুরী ❤❤
জী ভাই,,আমরা কতো টাকা অকারনে করছ করি,,
একজন মায়ের কি পরিমাণ ডেডিকেশন থাকলে রিকশা চালাতে পারে সেটা ওনাকে না দেখলে বুঝতাম না।
নূরীর মা এবং আপনার মতো ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবী টা এতো সুন্দর।
আল্লাহ আপনাকে আরো বেশি ভালো কাজ করার সুযোগ দিক ভাই।
❤️❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মতো মানুষ আছে বলেই এখনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ আছে আপুটাকে অনেক অনেক ধৈর্য দেখ আল্লাহ আপু টাক বাচ্চাটাকে আল্লাহর নেক হায়াত দান করুক
সব দায় তো মায়েদের ❤ শত শত যুগ বেঁচে থাকুক এই মায়েরা 😢😢🙏
আমিন
😢😢😢
এই নারীবাদী শয়তানী কথা বলবেন না , নারী পুরুষ মিলেই সমাজ। শয়তান চায় সংসার সমাজ ধ্বংস করতে
Right
আলহামদুলিল্লাহ পার্ট 2 জন্য অপেক্ষা ছিলাম অবশেষে দেখলাম মনটা খুশিতে বরে গেল ❤
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ❤
পাট 2 দেখে খুব ভালো লাগলো। আল্লাহ পাক সহায় হোন বোন টার উপর।
ভাইয়া আমি একজন মহিলা আপনার অনেক ভিডিও দেখি এই ভিডিওটা দেখে আমার বুক ফাইটে কান্না আসতেছে আমি অনেক কান্না করেছি সব ভালো কাজের মধ্যে এই একটা অন্যতম ভালো কাজ করেছেন আপনারে আল্লাহ জাযাকাল্লাহ দান করুক দোয়া করি মন ভোরে আমিন সুম্মা আমীন
আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। যারা সাহায্য করেছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান 🤲🤲🤲🤲❤❤❤❤
ভাই এই নাম্বারে তো নগদে টাকা যাচ্ছে না সেন্ড মানি
আল্লাহই রিজিকের মালিক। উনিই পারেন এই অসহায়ত্ব থেকে সন্তান ও তার মায়ের মুখে হাসি ফুটাতে। ভাইকে ধন্যবাদ বিষয়টি সবার দৃষ্টিতে আনার জন্য। দয়া করে উনার একটা বেবস্থা না হওয়া পর্যন্ত পিছু পা হবেননা। নিকৃষ্ট মনা মানুষরা কিছু বলবেই। তবে আপনি জানেন যে আপনি কতটা মহৎ কাজ করছেন। সমাজ আপনার পাশে আছে।
❤❤❤❤
ড্রিম বাইকার,আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন
আমিন
Amin
আহারে মানুষ কতটা অসহায় এ বোনটিকে দেখলে বুঝা যায়। দুই বেলা দুই টুকু আহারের জন্য। একহাতে বাচ্চা অন্য হাতে রিক্স যেখানে পুরুষ রা পুরো শরীল দিয়ে সেস্টা করে রিক্স ধরে রাখা কঠিন। আর এভাবে চলছে। আল্লাহ যেন নিজ হাতে পরিচালনা করছে। এ পর্দা শিল বোন কে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে
Hmmm❤❤❤❤
ভাই অসাধারণ একটা ভিডিও দেখিয়েছেন। অনেক ডিপ্রেশনে থাকা মানুষগুলো এই আপুটাকে দেখে তারা অনুপ্রাণিত হবে আশা করি। আমি নিজেই অনেক অনুপ্রাণিত হয়েছি অনেক অনেক আল্লাহ উনাকে ভালো রাখুক এবং উনার বাচ্চাটাকে আল্লাহ ভালো রাখুক। আমি অনেক অবাক হয়েছি কিভাবে পর্দা রক্ষা করে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে এক হাতে রিকশা চালিয়ে জীবন যুদ্ধ করা যায় অসাধারণ একজন জীবন যুদ্ধনায়িকা।
ড্রিম ভাইকার ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা উনি যে সমাজের এরকম গরীব দুঃখী মানুষকে সমাজে উঠিয়ে ধরে সবাই যে সাহায্য সহযোগিতা করে উনার মাধ্যমে গরিব দুঃখী ভাই-বোনদেরকে আমি আবারও ড্রিম ভাই কার ভাইকে স্যালুট জানাই 💐💐💐💐🫴👌👍
নুরীর হাসি দেখিয়ে আমার মন টা ভরে গেছে 😢 আল্লাহ ওদের কে সুখী করুন আমিন 😭🤲
আমিন
নুরির দায়িত্বা আপনি নেন মানোবতার ফেরিওয়ালা
এই বাই আমার টাকার বেশি দরকার আমার ওবাভবেশি@@hafizhabyb9872
@@hafizhabyb9872জদি পারেন এইনাম বারে িদবেন
Ameen Ya Rubb ❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে বড় ভাই। এরকম মহৎ কাজ করার জন্য।
নারী সত্যিই আপনি রানী ❤❤❤
Respect Women❤❤❤
মামা তোকে অনেক ধান্যবাদ অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানোর জন্য, দোয়া করি তোর জন্য তোর আগামীর দিনগুলো জানি এভাবেই সব সময় সহজ হয়ে যায় এবং অসহায় মানুষকে এভাবেই সাহায্য করতে পারো ❤❤❤❤
আল্লাহ ওনার পাশে আছেন,,,সবাই দোয়া করবেন আপুটির জন্য,,,,, চোখে পানি চলে আসলো নিজের অজান্তেই
সমস্ত মা জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মা 😭
মুখের ভাষা হারিয়ে ফেলেছি নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে ,😪
বোন তুমি পর্দা করে আল্লাহর উপর ভরসা করে যেভাবে জীবনের জন্য যুদ্ধ করছ,,,এর উত্তম প্রতিদান আল্লাহ নিশ্চয়ই তোমাকে দিবেন ইনশাআল্লাহ। ইহকাল ও পরকালে তোমার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে।ইনশাআল্লাহ
ভালো থেকো বোন।জাযাকিল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ প্রথম পর্ব টা দেখে চোকে অনেক পানি আসছিল আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব দেখে অনেক খুশি হইলাম ভাই আল্লাহ আপনার রহমত দান করুক হায়াতে তাইয়েবা দান করুক
আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগলো উনি যে পর্দার সহিত কাজ করতেছে পরিশ্রম করতেছে আল্লাহ উনাকে হেফাজতে রাখুক যেখানেই রাখে আল্লাহ যেন হেফাজতে রাখে দোয়া রইলো
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
এছাড়া বলার মতো ভাষা কাছে নেই জানা।
সর্বাবস্থায় আল্লাহ সবার মঙ্গল করুক আমিন। 🤲
এভাবেই যদি মানুষ মানুষের পাশে দাড়াইতো তাহলে হইতো এইঅসহায় মানুষ গুলো নতুন একটা জীবন ফিরে পেত
এতো কষ্টের পরেও পর্দা করে এই মহীয়সী নারী মাশাল্লাহ ভাই এই ভাবে অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এমন অসহায় মানুষের পাশে দারানোর জন্য
আপনাকে ভাই অসংখ্য ধন্যবা। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।এ ধরনের অসহায় মানুষদের আপনি পাশে দাঁড়িয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে।
আমি একজন হাফেজ মাওলানা আপনার প্রতি দোয়া রইল অবিরাম ভাই❤। আর আল্লাহ এই নিষ্পাপ বাচ্চা ও মায়ের জীবনযাপন সহজ করুন।
আমিন
মনটা ভরে গেলো আজকে আল্লাহ চাইলে সবি সম্ভব
সত্যি ভাই এই বনের অবস্থা দেখে আমার চোখে পানি এসে পরেছে তাই আপনার চেনেল আমি ভক্ত হয়ে গেলাম আল্লাহ আপনাকে কবুল করুন
যারা আযে বাযে কথা বলে তারা মানুষিক ভাবে সুস্থ নয় তাদের জিবনে এইটা গঠলে বুজতে পারতো কতোটা কষ্ট হয় একটা মেয়ের অসংখ্য ধন্যবাদ আপনাকে ভায়ইা বোনটার পাশে দারানোর জন্য
সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না যে এটা ফেক ভিডিও অবশ্যই আপনি সত্যটা প্রচার করেন।আলহামদুলিল্লাহ ❤❤❤
Sala
Pak la
কতটা অসহায় হইলে একজন নারী রিক্সা নিয়ে বের হয়। যদি মানুষ মানুষের পাশে দাড়াইতো তাহলে হইতো এইঅসহায় মানুষ গুলো নতুন একটা জীবন ফিরে পেত বাচার জন্য। অবশেষে আপনাকে সেলুট সিসটার।
দয়া করে আপনি আপনার সন্তান ওবউ ঘরে নিয়ে আসুন। আললাহকে ভয় করুন।
ভাই সত্যি চোখে পানি চলে আসছে।আপনার এই খেদমতকে কবুল করুন আমীন। বোনটার পাশে দাঁড়ানো এটা বড় নেক কাজ।
মাশাল্লাহ আপু অসহায় হলো পদ্মা পর্দা করে গাড়ি চালাচ্ছে আলহামদুলিল্লাহ
জয় মানবতার জয়
জয় Dream Bikere ভাই এর জয়।
আল্লাহ আপনার হায়াত বারিয়ে দিক মানবতার সেবা করার জন্য। অন্তত এই মাসুম বাচ্চার দেয়ায় আপনি ভাল থাকবেন। আমরা ত চোখ থাকতে অন্ধ।
আপনাকে মন থেকে দোয়া করি আসসালামুয়ালাইকুম জাযাকাল্লাহ খায়ের
প্রনাম শ্রদ্ধা জানাই ভাই আপনার কাজকে। আপনি সত্যিই দরদী, মমতাশীল একজন। আজকালের এই স্বাথপর যুগে যেখানে সবাই আপন জন দেরই ঠকায় , তাদের কথা ভাবে না, সেখানে আপনি অন্যদের নিয়ে এত ভাবে😊। বিনম্র শ্রদ্ধা জানায় আপনার কাজকে 😌😌😌😌👌🏻👌🏻✨
জাজাকাল্লাহুল খইর,আপনাদে মত কিছু মানুষের জন্য মানবতা আজ ও বেচে আছে। আপনি সহ যাহারা সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ উত্তম জাজা দান করবেন, আমিন। আমি আপনার ১ম ভিডিও টা দেখেছিলাম কিন্তু ভাবতে পারিনি আপনার মাধ্যমে আল্লাহ এত বড় সহযোগিতার ব্যবস্থা করবেন।আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করবেন, ইনশা আল্লাহ।
ভাইয়া আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক
ভাই আপনার এই আপুর জন্য অনেক অনেক কান্না করছি😢😢😢আল্লাহ তাল ভালো রাখুক আমিন
Jara ai somosto kotha bole tara manuser katarei porena
ভাই, এতো কষ্টের মাঝে উনি পর্দা করেছে, আলহামদুলিল্লাহ। উনাকে নিয়ে ৩য় ভিডিও চাই।
22 সেই দিনের আপনার ভিডিওটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আমার অনেক খারাপ লাগছে বাই আজকের ভিডিওটা দেখার পরে মনে একটু শান্তি পেলাম আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল পবিত্র রমজান মাসে আপনাকে নেক হায়াত দান করে আর এই বোনের সকল কষ্ট যেন আল্লাহ দূর করে নেয় তার সন্তানকে নিয়ে যেন আল্লাহ তাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সমাজে পাঁচজনের যেভাবে আমরা বাঁচি সেভাবে যেন এই বোনটা বাঁচতে পারে অনেক অনেক দোয়া রইলো
কিয়ামতের দিন আপনাকে আল্লাহ একা ছাড়বেন না। তিনি তার রহমতে পার করবেন ইনশাআল্লাহ। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
....ভাইয়া আপনি অনেক ভালো একটা কাজ করেছেন... আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখরাতে কামিয়াবি দান করুক.. আমিন........
ভাইয়া মহান আল্লাহ তায়ালার,, আপনাকে উওম প্রতিদান দান করুক,,,আর ভাইয়া ওই আপু তার মাঝে মাঝে খোঁজ নিয়েন,,,
মাশাআল্লাহ আমি আগে টিউশনি করাতাম এখন করি না। এখন আমার কাছে কোনো টাকা নাই। সাহায্য করতে পারিনি কিন্তু মন ভরে দোয়া করেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আর বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করুন
ভাই আপনাদের মতো মানুষ আছে বলে দুনিয়াতে আছে বলে এখনো দুনিয়া আছে
আলহামদুলিল্লাহ!!! আল্লাহ তুমি আমার এই আপাকে কল্যাণ দান কর এবং সেই ভাইকেও জাঝা দান কর!!!
বাচ্চাটাকে দেখে বুকটা ফেটে যাচ্ছে। আপনাদের মত Angels আছে বলেই পৃথিবী এখনো তার জায়গায় আছে 🙏
Ami toh kanna kore diachi pura
kaw k faresta bola thik na vai...oni akjon mohan bakti bolte paren
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ গরিবকে সাহায্য করানো করতে পেরে
আল্লাহ, আপনার কাজের প্রতিদান দেবেন। কি একটা ভালো কাজ করার তাওফিক আপনি পেয়েছেন।।। শুকরিয়া আদায় করুন ভাই।
আলহামদুলিল্লাহ ভাইয়া। আগের দিন ভিডিও টা দেখে আমার অনেক খারাপ লাগছিল। ওনাকে যে এইভাবে সাহায্য করা হয়ছে এটা দেখে অনেক ভালো লাগলো। আমার খুব লাগলো কারণ আপুর বয়সটাও বেশি না এই অবস্থায় ওনি এতো কষ্ট পাচ্ছেন।আললাহ আপুর হারিয়ে যাওয়া সব সুখ এখন পূর্ণ করুক 🤲🤲 তার বাচ্চা কে সুস্থ রাখুক আমিন 🤲🤲🤲🤲🤲
খোদা উপকারকারী ও উপকৃত মেয়েটিকে আখেরাতের জাজা দান করুক
হে ভাই, আপনার জন্য ও বোনটির জন্য এই রমজানে অনেক দুয়া করেছি। আপনাদের দুনিয়া ও আখেরাত সুন্দর হোক আমীন।
আলহামদুলিল্লাহ ভাই এখন ভিডিওটি দেখে অনেক ভালো লাগছে যে অসহায় আপুকে সবাই সাহায্য করেছেন আল্লাহ আমাদের কেউ এরকম অসহায় মানুষদের
সাহায্য করার তৌফিক দান করুন আমিন আর যারা কিছু না ভেবেই বাজে কমেন্ট করেছেন আপনারা আপনাদের নিকৃষ্ট মনমানসিকতা পরিবর্তন করুন
এটা বাংলাদেশে
যদিও হিন্দুদের অন্য রকম ভাবা হয়
তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি
বোনটার শারিরিক মানষিক শক্তি অটুট থাক
প্রনাম বোন 🙏
ভাই আপনার কাজটা সত্যিই অনেক প্রশংসনীয়। এভাবে অসহায় মানুষদের পাশে থাকবেন সবসময়। আমরা যারা তাদের জন্য কিছু করতে পারি না শুধু দোয়া করে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার নিজের ও ছোট্ট বাচ্চা আছে।চোখে পানি চলে আসছে এই মা ও বাচ্চাকে দেখে। ইয়া আল্লাহ সহায় হোন।
অনেক ভালো একটা কাজ করছেন ভাই। এর প্রতিদান অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন।
আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তায়ালার দরবারে, এবং একই সাথে ভাইয়ের প্রতি অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
দোয়া করি আপনার জন্য আরো জানি গরিব অসহায় মানুষের পাশে দাড়াতে পারেন,আপনার জন্য ভালোবাসা অবিরাম,,আর যারা বাজে কমেন্ট করে তারা বিবেক হিন জারজ সন্তান।।।
Hi
@@JawanOFFCIAL9056 hlw
ধন্যবাদ ভাই কথা গুলো ভালো বলছেন
আল্লাহ সবাইকে সঠিক টা বুঝার তৌফিক দান করুন আমীন
আলহামদুলিল্লাহ ❤
দোয়া করি আল্লাহ তায়ালা এই আপু আর তার সন্তানকে সুস্থ রাখুক। আর দুনিয়ার প্রতিটা ঘরে যেনো আপনার মতো সন্তান জন্ম হয়। দীর্ঘজীবি হন রমজানুল মোবারক ❤❤
😓😓জি ভাই সত্য কথা বলেছেন আপনার এমন কাজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤❤
ভাই আমি এক কথায় বলি যে এই বোনটির একমাত্র উছিলাই আপনি কারো না কারো উসিলা লাগে কারো না কারো ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য তাই আল্লাহ তা'আলা আপনাকেই পাঠিয়েছেন এই বোনের জন্য ❤❤❤❤
বলার ভাষা হারিয়ে ফেলেছি বোনটা জেনো সুখি থাকতে পারে ধন্যবাদ সেইসব বর মনের মানুষদের প্রতি জারা আপুটার সুখের জন্য উপারজিত টাকা দিয়ে পাসে দারাইছেন।
আল্লাহর কসম ভাই এই ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আমিও আমার দুই বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে থাকি আমার যদি সমর্থ্য থাকতো তাহলে আমি ওকে সাহায্য করতাম ওকে সবসময় ভালো রাখুক ওর বাচ্চাকে সুস্থ রাখুক ভাইয়া আপনি ওর জন্য কিছু করেন আপনার জন্য আল্লাহও ভালো করবে আল্লাহ যদি আমাকে কোনদিন সামর্থ্য আমার জনদেয় আমিও গরীব অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই অসহায় মানুষ সাহায্য করার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক সুস্থ রাখে ও ভালো রাখে
ভাইয়া আমি আপনার জন্য দুয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক বেসি উত্তম বিনিময় দান করেন এবং যে সকল ভাই ও বোনেরা আপনার পাশে দারিয়ে এই বোনটিকে সাহায্য করেসে তাদেরকেও আল্লাহ উত্তম বিনিময় দান করুন অনেক বেসি ভালোবাসা রইলো ❤❤❤❤❤
ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই,,
খুব ভালো লাগলো একজন অসহায় বোনকে সাহায্য করা দেখে,,
এভাবেই আপনি এগিয়ে যান,,
এই দোয়াই রইল,,🕊️
ভাই আল্লাহ তাআলা আপনার মতো আরো হাজারো মানুষ তৈরি করে দিক,এবং আমিও যেন এই দূর্দশাগ্রস্ত মানুষ পাশে দাঁড়াতে পারি সেই তাওফিক দান করুক(আমীন)👏👏
আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো✋✋✋✋
ভাই আপনাকে হাজার হাজার সালাম আপনি এরকম একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছেন কে কি বলুক তখন হবে মেয়েটার নাম এটা হচ্ছে আপনার একজন ভালো মানুষের
ভাইয়া আমি আপনার ভিডিও সবসময় দেখি। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘয়ায়ু দান করুক।
আমি অনেক খুশি হলাম আজকের পর্ব দেখে। আমি কমেন্ট করি না কোন ভিডিওতে আজকে কেমন জেন মন হল করি।ভাই ওনার পাশে থাকবেন যতদিন ওনি সাবলীল হতে পারছেন।ধন্যবাদ ভাই।আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক।আরও এমন অসহায় মানুষের পাশে যেন দাড়াতে পারেন আমিন
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন
আমিন
ভাই আপনার ভিডিওগুলো অসাধারণ হৃদয় ছুঁয়ে যায় বলার কোন ভাষা নাই 😓😓😓
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক 🤲🤲❣️❣️
ভাইয়া দোয়া করি এইভাবে এগিয়ে যান।আর হ্যা নিন্দুকের কথায় কান দিবেন না।।
ভাইয়া আপনি অনেক ভালো একটা কাজ করছেন দোয়া করি আপনিও সুস্থ থাকেন আর ওই বোনটাও যেন সুস্থ থাকে ঐ বাচ্চা নিয়ে 🤲🤲🤲🤲🤲🤲
ভাইয়া আপনে ওনাকে সাহায্য করেন আল্লাহ আপনাকে আল্লাহ সাহায্য করবেন আপনার জন্য অনেক দুয়া রইলো আর ও আপুর জন্য আল্লাহ কাছে সব সময় দুয়া করেন সবাই
আমি এই ভিডিওর প্রথম পাট টা দেখেছিলাম অনেক কষ্ট লাগছে কিন্তু ভাবিও নাই যে এই দ্বিতীয় পাটটিও পাবো ❤
জাযাকাল্লাহ খায়ের ,আল্লাহ আপনাকে দোনিয়া ও আখেরাতের কল্লান দানকরুন ,আমিন।
আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হলাম ভাইয়া এই ভিডিওটা দেখার পর আমারও অনেক খারাপ লেগেছে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এমন করে প্রতিটা মানুষের পাশে থাকার তৌফিক দান করো আমারতো পুরা কান্না চলে আসছে কিভাবে একটা মা একটা বাচ্চাকে নিয়ে এভাবে রিকশা চালাতে পারে অনেক খুশি হলাম ভাইয়া আপনার মত ভাই প্রতিটা ঘরে ঘরে জন্ম হওয়া দরকার
হে আল্লাহ এই ভাইকে আনলিমিটেড রিজিক দেন যেন সমাজের পিছনে দাঁড়াতে পারে
মাশা-আল্লাহ, ভাই আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।