2NIGHTS 3 DAYS NIMPITH KAIKHALI TOUR।NIMPITH KAIKHALI TOUR দুই রাত্রি তিন দিনের নিমপীঠ কৈখালী ভ্রমণ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2023
  • #নিমপীঠ_কৈখালী_ভ্রমণ
    ঠাকুর না চাইলে, তার দর্শন হয় না ।গত রাখীপূর্ণিমার দিন #তারাপীঠ যাওয়ার কথা ছিল ।আগে থেকেই টিকিট কাটা ।রেলের তরফে মেসেজ এলো ওই রুটের ট্রেন আপাতত বাতিল কিছুদিনের জন্য ।তাহলে কী তারামার দর্শন হল না !মন খারাপ হয়ে গেল খুব । হঠাৎ মাথায় এলো #আর_এক_বেলুড়_মঠের কথা । #নিমপীঠ_শ্রীরামকৃষ্ণ_আশ্রম ।
    কিন্তু থাকার ব্যবস্থা কী হবে ! এত অল্প সময়ে ঘর পাব কী! তার‌ ওপর ওইদিন বড় পূর্ণিমা !
    ফোন লাগালাম নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমে ।ঘর পেলাম ।দুরাত্রির জন্য‌ই ঘর পেলাম ।
    বোধহয় এটাই তারা মা আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছে ছিল ।
    #প্রথমদিন : সকাল সাতটায় শিয়ালদহ পৌঁছে নামখানা লোকাল(7.15) ধরে 1ঘন্টা 15মিনিটে পৌঁছে গেলাম জয়নগর/মজিলপুর স্টেশনে ।(লক্ষ্মীকান্তপুর লোকালেও যেতে পারেন ।)
    স্টেশন থেকে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের দূরত্ব তিন কিমি (অটো ভাড়া মাথাপিছু 15টাকা) ।নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমে পৌঁছে দেখলাম ,এ তো ঠিক যেন বেলুড় মঠ !
    ঠাকুর দর্শন করে এদিক ওদিক
    ঘুরে মহারাজের সঙ্গে দেখা করতে গেলাম ।মহারাজ ব্যাগপত্তর রাখার একটা ঘর দেখিয়ে, #মায়ের_বাড়ি ঘুরে আসতে বললেন । মহারাজের কথা মতো ব্যাগ রেখে, গেলাম মায়ের বাড়ি, মাকে দর্শন করতে (হাঁটা পথ মিনিট দশেক)।ফিরে এসে সামনের একটা নার্সারি আর বায়োটেকনোলজির একটা গবেষণাগার ঘুরতে ঘুরতে ভোগ প্রসাদ খাওয়ার সময় হয়ে গেল ।ভোগ প্রসাদের কুপন মূল্য দশটাকা ।তবে চাইলে আপনি বেশি টাকা ডোনেশন হিসেবে দিতেই পারেন ।এই রামকৃষ্ণ আশ্রম‌ও দুঃস্থ অসহায়দের সেবায় নিয়োজিত ।রয়েছে ছেলেদের আর মেয়েদের হোস্টেল ।
    প্রসাদ খাওয়ার পর আশ্রম থেকে ঠিক করে দেওয়া অটো করে পৌঁছে গেলাম কৈখালী গেস্ট হাউসে (রিজার্ভ অটো 400টাকা , দূরত্ব 30কিমি ‌)
    এই কৈখালী গেস্ট হাউসটি একদম মাতলা নদীর ধারে ।আর মাতলা যেন বর্ষায় সমুদ্র । ম্যানগ্ৰোভের অরণ্য ঘেরা #কৈখালী পৌঁছে তাই দারুণ লাগল আমাদের ।
    কৈখালী গেস্ট হাউসে থাকা-খাওয়া মাথাপিছু 600টাকা প্রতিদিন।চারবেলা খাওয়া-দাওয়া এর মধ্যে ।সকালে লুচি ,ঘুগনি ,ডিমসেদ্ধ ।দুপুরে মাছ, ভাত ,দুরকম তরকারি,ডাল, ভাজা ।বিকেলে চা, চপ ,মুড়ি ।রাত্রে ভাত/রুটি, ভাজা ,একটা সব্জি আর চিকেন ।দুদিন ছিলাম আমরা, দুদিন‌ই রাতে চিকেন দিয়েছিল ।
    সব‌ই ঠিক ছিল ,তবুও মনের মধ্যে একটা খচখচানি রামকৃষ্ণ আশ্রমটা (নিমপীঠ) এত দূরে !
    বিকেল হতে মাতলার ধারে একটু ঘোরাঘুরি করতে করতে চোখে পড়ল #কৈখালী_শ্রীরামকৃষ্ণ_আশ্রম ।এটা নিমপীঠ দ্বারাই পরিচালিত ।
    এতক্ষণে যেন সবটা পূর্ণ হল ।
    এখানের সন্ধ্যারতিতে গলা মেলায় আশ্রমের হোস্টেলে থাকা ক্ষুদেরাও ।সেই দৃশ্য‌ ও অনুভূতিটাও অসাধারণ !
    আর রাতে পূর্ণিমার আলোয় মাতলা !!!!আহা!!!!!
    #দ্বিতীয়_দিনটা আমাদের মাতলার জোয়ার ভাটা দেখে, স্থানীয় বোটে মাতলায় ঘোরাঘুরি করতে করতে আর সন্ধ্যেয় সন্ধ্যারতিতে ক্ষুদেদের সঙ্গে গলা মিলিয়ে কেটে যায় ।
    আপনারা চাইলে ঝড়খালী যেতে পারেন ।আশ্রমের নিজস্ব বোট আছে (ভাড়ায়) বা কৈখালী জেটি ঘাট থেকেও বহু বোট ঝড়খালী যাচ্ছে । যদিও আমরা যাই নি ।
    তবে ঝড়খালী বৃহস্পতিবার বন্ধ থাকে ।
    #কিছু_কথা 🙏🙏কৈখালী গেস্ট হাউস নিমপীঠ থেকে বুকিং হয় ।ফোন করে বুকিং হয় ।ফোন নম্বর 9933064466 ।ফোন করার সময় 11.00 থেকে 3.00 ।প্রথমদিন নিমপীঠে দেখা করে দুপুরে প্রসাদ খেয়ে আসতে হয় ।কৈখালী গেস্ট হাউসে 600টাকার থাকা -খাওয়ার প্যাকেজ শুরু বিকেল থেকে পরদিন দুপুর 1.00পর্যন্ত ।
    🙏🙏মাছ মাংস সব‌ই পাবেন ঠিক‌ই, তবুও অন্যান্য আশ্রমের মতো নিয়ম মেনে সময় মেনে থাকা খাওয়া ।
    গেস্ট হাউসের রুমগুলো আহামরি নয় ।তবে পরিষ্কার পরিচ্ছন্ন ।600টাকায় এরকম থাকা খাওয়ার ব্যবস্থা ,এর চেয়ে ভালো কোথাও পাওয়া যাবে না বলে আমার ধারণা ।
    🙏🙏কৈখালী আর মাতলাকে অবশ্যই চেষ্টা করবেন পূর্ণিমার রাতে দেখতে ।

ความคิดเห็น • 15

  • @madhumitadey741
    @madhumitadey741 10 หลายเดือนก่อน +1

    Khub valo laglo

  • @TravelIndiaWithArun
    @TravelIndiaWithArun 9 หลายเดือนก่อน +2

    আপনার ভিডিও খুব ভালো হচ্ছে, এরকম আরো নতুন ভিডিও দেখতে চাই 🎉🎉🎉

    • @BHABAGHURESANCHITA
      @BHABAGHURESANCHITA  9 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ ।আপনারাই আমার প্রেরণা ।

  • @partharoy6836
    @partharoy6836 9 หลายเดือนก่อน +1

    আমারও খুব ভালো লাগলো। মসৃণভাবে আরোও এগিয়ে চলো।

    • @BHABAGHURESANCHITA
      @BHABAGHURESANCHITA  9 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ । এভাবেই পাশে থেকো

  • @sankarchaudhuri56
    @sankarchaudhuri56 10 หลายเดือนก่อน +1

    Darun❤❤

  • @taraknathmukherjee6403
    @taraknathmukherjee6403 9 หลายเดือนก่อน +1

    Darun hoyche

  • @ARNAB_CHAULIA
    @ARNAB_CHAULIA 10 หลายเดือนก่อน +1

    Nice information madam ji 🎉

  • @swagatadas9817
    @swagatadas9817 หลายเดือนก่อน +1

    বুকিং করবো কিভাবে

    • @BHABAGHURESANCHITA
      @BHABAGHURESANCHITA  หลายเดือนก่อน

      ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে

    • @BHABAGHURESANCHITA
      @BHABAGHURESANCHITA  หลายเดือนก่อน

      9933064466 এই নম্বরে ফোন করবেন