Firoza Begum : Smritir Malika Gathi | Side A Original LP-1979
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- @hitechbong4175 @CalcuttaRecordCompany @TheBongGuyOfficial
Firoza Begum was born in Gopalganj District on 28 July 1930 to the zamindar family of Ratail Ghonaparha. Her parents were Mohammad Ismail and Begum Kowkabunnesa. She became drawn to music in her childhood.She started her career in 1940s.
Firoza Begum first sang in All India Radio while studying in sixth grade. She met the national poet Kazi Nazrul Islam at the age of 10. She became a student of him. In 1942, she recorded her first Islamic song by the gramophone record company HMV in 78 rpm disk format. Since then, 12 LP, 4 EP, 6 CD and more than 20 audio cassette records have been released.She lived in Kolkata from 1954 until she moved to Dhaka in 1967.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
ধন্যবাদ
মন জড়ান গান। ফিরোজ বেগমের গান অতুলনীয়। খুব ভালো হয় যদি HMV-র রেকর্ড 'বিদ্রোহী কবি স্মরণে আপলোড করেন।
এনারাই প্রকৃত শিল্পী ছিলেন।
এখনকার শিল্পীদের গান ও শুনি
মনপ্রান কিছুই ভরেনা।
ফিরোজা,হৃদয়ের কোন খানে তোমাকে লুকায়ে রাখি!!
যতই তোমার কণ্ঠস্বর অনুধাবন করি ততই বিস্মিত হই!
কি যাদু, কি অভূতপূর্ব সুরেলা মায়াবি কণ্ঠ !
তোমার তুলনা একমাত্র তুমিই!💘💝💖💞💔💔💔💔💔
Old is❤❤❤❤gold.
The heart of mine. !Heavenly bless to the pathfinder !!!
আগের শিল্পীর গান মানুষ আজীবন মনে রাখবেন, কিন্তু এখনকার গান সকালে সৃষ্টি হয়,সন্ধ্যা বেলায় বিনাশ হয়ে যায়।
অসাধারণ শিল্পী অসাধারণ কন্ঠ অসাধারণ গান স্যালুট ম্যাম
বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম এক প্রবাদপ্রতিম শিল্পী কিংবদন্তি ফিরোজা বেগমের গাওয়া কালজয়ী এক স্মরণীয় বাংলা গানের অ্যালবাম!
বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি ফিরোজা বেগমের গায়কী নিয়ে কোন মন্তব্য করার স্পর্ধা আমার নেই।
তবে, এ কথা নির্দ্বিধায় বলা যায়, প্রিয় শিল্পী কিংবদন্তি ফিরোজা বেগমের এই সাফল্যের ভিত্তি ভূমি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং বাংলা গানের এক প্রবাদপ্রতিম সঙ্গীত বিশেষজ্ঞ এবং অবিস্মরণীয় এক কিংবদন্তি সুরকার সুরসম্রাট কমল দাসগুপ্ত।
ভারতীয় বাংলা সঙ্গীতে সুরসম্রাট কিংবদন্তি কমল দাসগুপ্ত এবং বাংলা গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
ভারতীয় বাংলা সঙ্গীতের ভূবণ আলো করা প্রবাদপ্রতিম দুই সঙ্গীতজ্ঞ যথাক্রমে কিংবদন্তি সুরকার সুরসম্রাট কমল দাসগুপ্ত এবং বাংলা গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
একটি মিষ্টি কন্ঠ ও একটি মিষ্টি গান।চমৎকার।
মন জড়ানো গান এই ফিরোজা বেগমেরৃ ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤ । আমার
প্রিয়ো শিল্পী ।
Ddpy🎉yd
কী সুন্দর গান।
Asadharan
Superbe.
Apurb
Namakharam.
Nazrul Geetir Susthir Dhrubatara,🙏
Rakshanshilatar prati ami Pagalpara.
আহা,,,,,,,,,,, নজরুল কি নামে ডাকবো তোমায় বিদ্রোহী নাকি বেদনা বিধুর প্রেমের কবি!!?
😂😂😂😂😂 ছা +০
শ্রদ্ধেয় প্রণব রায় এর লেখা এবং স্রাধায়া ফিরোজা বেগম এর এই combination তুলনা করা যায়না।
ELLO, I'm a file sharing service DO YOU HAVE MUSIC ALBUMS OF MUKESH.MOHAMMAD RAFI.LATA MANGESHKAR. KISHOR KUMAR. AND OTHER ORIGINAL INDIAN RETRO MUSIC ALBUMS THAT WE CAN EXCHANGE IN DIGITAL FORMAT - IN BOLYWOOD FILES AND MAGAZINES.
Kazi najrul bangla deshe giye ki kore boba hoi.
রবি বাবু জানে