৮০/৯০ দশকের এইসব গান শুনলে মনে হয় এক মূহুর্তের জন্য ঘুরে আসলাম শৈশবের দিনে। কান্না আসেরে নিজেকে ধরে রাখতে পারিনা , বড়ই ইমোশনাল হয়ে যাই। ঐতিহাসিক দিনটিতে কোনদিনেও ফিরে যেতে পারবনা , শুধু ঐসব পুরনো গান শুনে এক মূহুর্তের জন্য ফিরে যাই সে শৈশবে।
আমি একজন ভারতীয়, বাঙালি।youtube এর জন্যই আমি বাংলাদেশের এইসব অসাধারণ সুন্দর ছায়াছবির গান দেখতে ও শুনতে পাই। এখানে সকলের মন্তব্য পড়লাম। প্রায় সকলেই জীবনের ফেলে আসা অতীতকে খুঁজেছে। তাই বলি- চলে যাওয়া দিন কি কখনও জীবন থেকে হারিয়ে যায়, স্মৃতি হয়ে থাকে সেই সময় মনের মণিকোঠায়। 🙏
@@abdullahalmamunakash702 , সীমান্তের ওপার থেকে আসা ভালোবাসা, এপারে কি ফিরে আসে আশা পূরণের গল্প হয়ে । অতীতের না পাওয়ার বেদনা, না জানি কেমন করে ফিরে আসে সময়ের হাত ধরে। বিন্নি ধানের খই, আর বিনি সুতোর মালা, কথার কথা হয়ে কী থাকে শুধু ইতিহাসের পাতায়? না ,অন্য নামেও তা পাল্টে যায় মানুষের মুখে। না,কি থেকে যায় মনের গভীরে পদ্মপাতার শিশির বিন্দুর মতো , যা একদিন ফিরে আসে সূর্যোদয়ের ভোরে।
১৯৯৫ সালে ছবিটা সাদাকালো বিটিভি তে দেখেছিলাম। আহ! শুক্রবার বিকেলে ছবি দেখার জন্য সকাল বেলায় সব কাজ সম্পুর্ন করে ফেলতাম। আমার মত আর কেকে আছেন যারা পুরনো দিনের গান ভালো বাসেন।সাড়া দেন।।।।
@gazimahmudulhasan9114, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি আজ প্রায় তেরো বছর। আমি নিঃসন্তান আর পুনঃ বিবাহ করা হয়ে উঠেনিনআমার পক্ষে। এই গানটা শুনলে আমি আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রীর জন্য আমার অন্তর আত্মা আকুল হয়ে কাঁদে।
এই গানটা প্রথম যখন শুনেছিলাম তখন বাবা ছিলো, দাদা দাদী ছিলো, চাচারা ছিলো কত আত্মীয় ছিলো। আজ ২০২৩ সালে এসে এরা কেউই আর দুনিয়াতে নেই। গানটা শুনে আজ সেই সময়ের কথা মনে হয়ে গেলো।
কি সুন্দর দিন,মানুষের সাথে মানুষের সম্পর্ক।সবই আজ অতীত।কিন্তু মাসে ২বার শুক্রবারে বিকালে সিনেমা দেখতাম সাদাকাল টেলিভিশনে।প্রতি গ্রামে খুজলে ১টা টেলিভিশন পাওয়া যেত না।খুবই মনে পড়ে সেই সব ছোটবেলা দিনের কথা।
সেই ছোট থেকে আজ পর্যন্ত এই গান যতোবার শুনি ততোই ভালো লাগে বলে বোঝাতে পারব না কতো প্রিয়। শুধু কী আমার ? আমাদের পরিবারের সবার। স্কুলের দিন গুলো মনে পড়ে গেল। বড়ো আপুরা গোল করে বসে এই গান গুলো গাইতো আর আমি শুনতাম মূগ্ধ হয়ে। সেই আফরোজা, শামীমা , সালমা , পারভীন , খালেদা , শাকিলাদের কথা খুব মনে পড়ে। ওদের ব্যাচের সব গুলো মেয়ে খুব ভালো ছিল। আমাকে খুব ভালবাসতো😭
৮০ দশকে রেডিওতে গানের ডালি অনুষ্ঠানে দোলনা সিনেমার এই গানটি হাজার বার শ্রেুাতারা অনুরোধ করেছে গানটি শুনার জন্য। আমরাও করেছি। অনেক মিষ্টি একটি গান। আজ কোথায় যেন হারিয়ে গেলো সেই দিনগুলো।
ঐ হালা যে বিষয় অবশ্যসম্ভাবী ঘটবেই তা লইয়া চিন্তা কইরা অহন সময় নষ্ট করুম ক্যান, বলদা? পৃথিবীর সবকিছুরই ধ্বংস আছে, তাই বলে পৃথিবী তার রং ছড়াবে না। তুই হালায় এতো মৃত্যু নিয়া ভাবস, তাহলে চঁইয়ার টিউবে আসি এই গানে কমেন্ট করছস ক্যান, হুজুরগিরি মারাও?
গানটা অনেক আগে নব্বই দশকে সাদাকালো টিভিতে দেখেছিলাম, ছোট্ট ছিলাম, কিন্তু হৃদয়ে দাগ কেটে গিয়েছিল। সেই স্মৃতি যখন ঝাপসা,তখন আবার এই ২০২২ এ এসে প্রিয় মানুষের গলায় শুনলাম, অসাধারণ সুন্দর গানটা,গানের কথাগুলো নতুন করে উপলব্ধি করলাম,ভালোবাসা সুন্দর... 🥰❤️
এইসব গানের মর্ম শুধু ৯০দশকের ছেলে মেয়েরাই বুঝবে,, শুক্রবার হলে টিভির সামনে বসে থেকে সিনেমা দেখা আর মজা করা, আহা কৈই গেলো সেই সোনালী দিন গুলো,,আমার মতন আর কেও আছো যে সেই দিনগুলো মিস করো
জন্মেছি 1990 সালে।মানুষের গড় আয়ু 60 বছর 1990+60=2050 সালে বেঁচে থাকলে এসে দেখবো লাইক কমেন্ট কত হয়েছে । প্লিজ যারা দেখেন লাইক করে যাবেন 😍 এ গান কোনদিন মরবে না
সেই সব স্বর্ণালি দিনের ছবি গান দুটোই হারিয়ে গেছে আগের মতো ভালো পরিচালক নেই যে সুন্দর সুন্দর সিনেমা বানাবে যা দেখে দর্শক হলমুখি হবে ।আগের মতো ভালো গীতিকার সুরকার শিল্পী বর্তমানে নেই ❤❤❤
২০২৩ সালে এসে আমার মতো কে কে শুনছো এই গান গুলো চিরন্তন বেচে থাকবে সবার মাঝে সেই পুরনো দিনের গান গুলো সত্যি অসাধারণ কন্ঠ সামিনা মেম আর এন্ডু সারের যারা শুনছো তারাই শুধু লাইক কমেন্ট করে যাবেন
জসিম এর ছবিও ছোট বেলায় খুব দেখতাম। আর সাবানা আলমগির থাকলেই ছবি হিট আমরা সবাই খুশি, সারা পথে পথে ছবির কাহিনী বলতে বলতে আসতাম। একদল যেতাম বিশাল একটা বিল পেরিয়ে সাদাকালো টিভি দেখতে। হুম খুব মনে পরে সেই দিনগুলোর কথা।
ছোট বেলায় যে গানটাই শুনতাম সেটাই মুখস্ত করে পেলতাম। কিন্তু এখন আর পারি না। কারন গানে কোন প্রাণ নেই, অর্থ নেই, মজা নেই। তাই আগের কাল জয়ী গান শুনতে খুব ভাল লাগে।
ছোট বেলায় শুক্রবার আসলেই অনেক উত্তেজনা নিয়ে আমাদের বাড়িতে সাদাকালো টিভির সামনে বসে থাকতাম ছবি দেখার জন্য, কিছুক্ষণ পর পর বিরক্তিকর এড BTV সংবাদ সেই সাথে কারেন্টের জ্বালা নিয়েই এই মুভিগুলা ছোট বড় সবাই মিলে অনেক উপোভোগ করেছি, সত্যিই সেই সোনালী দিন গুলো আর ফিরে আসবেনা, হারিয়ে যাওয়ায় মধুর ছোট বেলা সত্যিই অনেক মিস করি
এই গানগুলো শুনলে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ছোটবেলায় কত যে গাইতাম তার কোন হিসেব নেই। দোলনা ছবির গান গুলো ভীষণ ভালো ছিল। যেখানে রোজিনার মত নায়িকা সেখানে তো কোন কথাই নেই। শাবানা ববিতার পর আর যদি কোন পছন্দ আমার থেকে থাকে তা হলো রোজিনা।
আহা কি চমৎকার কন্ঠ এবং সুর।সাবিনা আপু এবং কিশোর দাদা কি অসাধারণ না গাইলে তোমরা ?? শুধু ধন্যবাদ দিয়েই ছোট করতে চাইনা।অনেক অনেক কৃতজ্ঞতা রইলো তোমাদের প্রতি ❤️❤️❤️
আশির দশক ও নব্বই দশকের ছেলে মেয়েরা কখনও ঔ দিন গানগুলি ছবিগুলি জীবন থেকে স্মৃতি গুলি মুছে ফেলতে পারবে না। আমি পারিনি ।হারিয়ে ফেলিছি আর কখনও ফিরে পাবো না সেই দিন গুলি ভালবাসি সেই দিন গুলিকে💕💕
ধন্যবাদ বিজ্ঞান ও প্রযুক্তিকে যে ইউটিউবের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্তে বসে সার্চ করে বাংলাদেশের গান, সিনেমা, খবর ইত্যাদি দেখতে পাই, মনে হয় যেন দেশেই আছি।
এতো সুদর্শন নায়ক বাংলাদেশে আর কখনো আসেনি আর আসবেও না মনে হয়। এতো আগের একটা গানে নায়ক আলমগীর এর ড্রেস সেন্স আসলেই অবাক করার মতো।গানটাতে এই দুজনকেই এতো পারফেক্ট লাগে।।
@@MdMironMdMiron-ze6ss so Mich ultra clean out your phone is on oi and you doing now is ok to use the restroom and ok I will on you if it was I will have
কি মন্তব্য করব ভাষা পাইনা। সুধু এটাই বলি অামাদের অতিতটা কতো মধুর ছিল। গানটা শুনে মনটা অতিতে চলে গেল। তখন সাধা কাল দুনিয়াটা কত সুন্দর এবং কত মধুর ছিল যা এই রঙিন সমাজে নেই
ছবির গানটি 'দোলনা' ছবির। ক্লাস ফাইভে পড়াকালীন ১৯৯৪ সালে নানুর বাড়িতে সাদাকালো টিভি তে ছবি টা প্রথম দেখেছিলাম। তারপর ১৯৯৬ সালে সপ্তম শ্রেণিতে পড়াকালীন চাচার বাড়িতে বসে সাদাকালো টিভি তে দ্বিতীয় বারের মতো ছবিটি দেখেছিলাম। দিনগুলোর কথা আজো খুব মনে পড়ে।
এই গান গুলো অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় আমার বাবার একটা রেডিও ছিল আমি ছুরি করে নিয়ে শুনতাম বাবা শুধু এটা দিয়ে খবর শুনত আর এখন দুবাই থেকে শুনতাছি আপনি কোথায় থেকে শুনছেন
৮০/৯০ দশকের এইসব গান শুনলে মনে হয় এক মূহুর্তের জন্য ঘুরে আসলাম শৈশবের দিনে। কান্না আসেরে নিজেকে ধরে রাখতে পারিনা , বড়ই ইমোশনাল হয়ে যাই। ঐতিহাসিক দিনটিতে কোনদিনেও ফিরে যেতে পারবনা , শুধু ঐসব পুরনো গান শুনে এক মূহুর্তের জন্য ফিরে যাই সে শৈশবে।
Thik aamar moto vai aapni .
মনের কথা বলেছেন। ❤️❤️❤️❤️
@@swagatachakraborty3809স্তর কই তগচ❤খগছ😂ই🎉মগণ😢আমি খতখম😅খখখ❤
Amro
আমি একজন ভারতীয়, বাঙালি।youtube এর জন্যই আমি বাংলাদেশের
এইসব অসাধারণ সুন্দর ছায়াছবির গান দেখতে ও শুনতে পাই। এখানে সকলের মন্তব্য পড়লাম। প্রায় সকলেই জীবনের ফেলে আসা অতীতকে খুঁজেছে।
তাই বলি-
চলে যাওয়া দিন কি কখনও জীবন থেকে হারিয়ে যায়,
স্মৃতি হয়ে থাকে সেই সময়
মনের মণিকোঠায়।
🙏
thankyou
@@Nazus134 welcome
গানের সাথে পুরনো দিনের আবেগ গুলো মনে করিয়ে দেয়।
Dhonnobad apnake etto sundor kotha lekher jonno
@@abdullahalmamunakash702 ,
সীমান্তের ওপার থেকে আসা ভালোবাসা,
এপারে কি ফিরে আসে আশা পূরণের গল্প হয়ে ।
অতীতের না পাওয়ার বেদনা,
না জানি কেমন করে ফিরে আসে সময়ের হাত ধরে।
বিন্নি ধানের খই, আর বিনি সুতোর মালা,
কথার কথা হয়ে কী থাকে শুধু ইতিহাসের পাতায়?
না ,অন্য নামেও তা পাল্টে যায় মানুষের মুখে।
না,কি থেকে যায় মনের গভীরে পদ্মপাতার শিশির বিন্দুর মতো ,
যা একদিন ফিরে আসে সূর্যোদয়ের ভোরে।
১৯৯৫ সালে ছবিটা সাদাকালো বিটিভি তে দেখেছিলাম। আহ! শুক্রবার বিকেলে ছবি দেখার জন্য সকাল বেলায় সব কাজ সম্পুর্ন করে ফেলতাম। আমার মত আর কেকে আছেন যারা পুরনো দিনের গান ভালো বাসেন।সাড়া দেন।।।।
গানটা শূনে সত্যি ছেলেবেলার কথা মনে পড়ে গেলো। সে দিন আর ফিরে আসবে না শূধূ সৃতিটা রয়ে আছে।
এই সব সৃতি রেখে এক দিন মায়াবী দুনিয়া ছেড়ে ওপারে চলে যেতে হবে।
Amar kase 1990 theke 1999 joto bangla move song ase romantic sob gula amar pen drive ase i love song
আসলে ভাই সেই দিন আর পাবো না
আমি
2024কে শোনছো❤
Nice
আমি🥺🥺
মোর বাড়ি বরিশাল
নুর মোহাম্মদ, নোয়াখালী থেকে
ছাগলনাইয়া থেকে সাজু.মন রাখার গান.
২০২৩ সালে কে কে গানটিকে আবার ও শুনতে এসেছেন?
আমি
@MD ALI ppp000
আমি শুনব আবারও।
Ami
Ami asi ✌️✌️
aই গানের মর্ম সবাই বুঝবে না,,,,শুধু তারাই বুঝবে
যারা প্রিয় মানুষটিকে হারিয়েছে
কি সুন্দর গানের কথা!! কি যে আবেগ !!
প্রিয় মানুষটিকে হারায়নি,তারপরও এই গান আমার কাছে অনেক ভালো লাগে
@gazimahmudulhasan9114, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি আজ প্রায় তেরো বছর। আমি নিঃসন্তান আর পুনঃ বিবাহ করা হয়ে উঠেনিনআমার পক্ষে। এই গানটা শুনলে আমি আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রীর জন্য আমার অন্তর আত্মা আকুল হয়ে কাঁদে।
এই গানটা প্রথম যখন শুনেছিলাম তখন বাবা ছিলো, দাদা দাদী ছিলো, চাচারা ছিলো কত আত্মীয় ছিলো। আজ ২০২৩ সালে এসে এরা কেউই আর দুনিয়াতে নেই। গানটা শুনে আজ সেই সময়ের কথা মনে হয়ে গেলো।
আমার ও ঠিক তাই,,, একদম,,সত্য
@@atarulislamruhul9018 ¹1111111¹aa0q⁰0😂😂
❤00
1:24 @@atarulislamruhul9018
Ajke sunlam
যারা ২০২৪ সালে দাড়িয়ে এই গানটি শুনছেন তারা সাড়া দিন 🙋♂️
সাড়া
আমি
মুই।
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
Bhai akta gan er comment box ay kotha lekhar mane ta ki?
Kiso like comment er jonno keno islam ke bikri kortasan?
apnar ki jonmer thik nai naki🙄
@@mdsamiurrahaman5339 byuuy
Bh
@@mdsamiurrahaman5339 bbg
এত খোদাভিরু মানুষ কেন গান শুনতে আসছেন
কি সুন্দর দিন,মানুষের সাথে মানুষের সম্পর্ক।সবই আজ অতীত।কিন্তু মাসে ২বার শুক্রবারে বিকালে সিনেমা দেখতাম সাদাকাল টেলিভিশনে।প্রতি গ্রামে খুজলে ১টা টেলিভিশন পাওয়া যেত না।খুবই মনে পড়ে সেই সব ছোটবেলা দিনের কথা।
@@milonbiswas5474
তখনই গ্রাম সুন্দর ছিলো।
❤
বৃহস্পতিবার ও শুক্রবার মানে বিটিভিতে বাংলা ছায়াছবির। কতটা যে আনন্দময় দিন ছিলো সেটা বলে বুঝানো সম্ভব না❤ সোনালী দিন ❤❤
2024শে যারা এই গান শুনছেন তাদের দেখতে চাই❤❤❤❤।
❤
আমি
আমি
হ্যাঁ
আমি
২০২১দাঁড়িয়ে যারা গানটি শুনছেন তারা সাড়া দীন।।।
😍😍
সে কি জানো না....
Ami
Ami suni valo lage amar
😍😍😍😍
সেই ছোট থেকে আজ পর্যন্ত এই গান যতোবার শুনি ততোই ভালো লাগে
বলে বোঝাতে পারব না কতো প্রিয়। শুধু কী আমার ? আমাদের পরিবারের সবার। স্কুলের দিন গুলো মনে পড়ে গেল। বড়ো আপুরা গোল করে বসে এই গান গুলো গাইতো আর আমি শুনতাম মূগ্ধ হয়ে। সেই আফরোজা, শামীমা , সালমা , পারভীন , খালেদা , শাকিলাদের কথা খুব মনে পড়ে। ওদের ব্যাচের সব গুলো মেয়ে খুব ভালো ছিল। আমাকে খুব ভালবাসতো😭
Khorshed Ornob Mojumder খুব ভাল গান
আহ্ কি মধুর ছিল দিনগুলি
হ্যাঁ ভাই আমারো আগের দিনগুলোকে অনেক মিস করি।
Asab
আমার মনে হয় সবারই প্রিয় গান😍😍😍😍
এই গান গুলি এখন শুনলে বুকের ভেতর কেমন একটা মুচড় দেয়🥰
আপনার তো মোচড় দেয়, আর আমার বুকের পাঁজর মনে হয় এ পাশ থেকে ভেঙে ওপাশে বেরিয়ে এসেছে।
@ResmaAk😢😢hter-fk8yw
যারা যারা ২০২৪ সালে এই গান শুনছেন তারা,সাড়া দিন,,
❤❤❤ আছি ভাই
ঝালকাঠি জেলা থেকে আমিও দেখতে ছি।
শুনছি ভাই👋👋
কুমিল্লা থেকে।
আমি
কোথায় গেল আমার ছোট বেলা ১৯৯৭-৯৮ সাল এর কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে ভাই।।
আমি প্রতি রাতে কাদি।
ছোট বেলা বাবা মায়ের সঙ্গে সবকিছু কত ভাল ছিল।।
আজ কিছু ই নাই।
ও বাবা।।
১৯৯৮ আমি ক্লাস ফোর এ পড়ি।
@@mazheruddin614 😭😭
আমার ও বাবা নাই।
আসলে এই রকমই
@@mdshalehnoor5431 ভাই এখন কি করছেন?
৮০ দশকে রেডিওতে গানের ডালি অনুষ্ঠানে দোলনা সিনেমার এই গানটি হাজার বার শ্রেুাতারা অনুরোধ করেছে গানটি শুনার জন্য। আমরাও করেছি। অনেক মিষ্টি একটি গান। আজ কোথায় যেন হারিয়ে গেলো সেই দিনগুলো।
শিক্ষয় নিয় বিষয়
Right
এখনো অনেক মানুষ শুনে এইসব গান,
আমার আপু সব সময় শুনে😊
গানের সম্রাট তো চলেই গেল পৃথিবী ছেড়ে
সত্যি বলছি এসব গানগুলো শুনলে আমি নিজেকে আর যেন ধরে রাখতে পারি না! কোথায় যেন হারিয়ে যাই।
তৎকালীন সময়েও কি অসাধারণ এক্সপ্রেসন, কি অসাধারণ পোশাকের স্টাইল!!
কতো স্মার্ট জাতি থেকে আমরা দিন দিন এতো ক্ষ্যাদ হয়ে যাচ্ছি!!
Thik bolecen
আধুনিকতা নামের আদীম যুগে যাচ্ছি
সহমত ব্রাদার
Hmm
রাইট
হারানো সেই দিন গুলো কতটা মধুময় ছিলো সেটা শুধু আমরাই জানি এখনকার ছেলেমেয়েরা বুঝবে না । সেই দিন গুলো এখন খুব মিস করি । ❤❤❤❤❤
রাইট
যারা বুঝার তারা বুঝে 😅😢
সত্যি বলেছেন ভাই আমার মনের কথা।
Thik
😢
সেই দিন গুলি মনে করলে চোখের কোনে জল এসে যায়। আর কখনো পিরে পাবো না আমার হারিয়ে যাওয়া দিন গুলি।
এই গানের মৃত্যু নেই,,, বেঁচে থাকবে চিরকাল
কত ভালো লাগে বলে বুঝানো যাবে না।
❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉
কোথায় হারিয়ে গেল সেই সোনালী অতীত গুলো শুক্রবার আসলে সবাই সাদাকালো টিভির সামনে 😭😭💟😘
ঠিক বলছেন
সত্যি ই
@@boshir2056 ীক
খুব মিস করি এখনও
আজও ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে!!
কত যে বাবার বকুনি খেয়েছি এ জন্য!
আজ বাবা নেই, আর সেই দিন ও নেই!
খুবই মিস করছি সবকিছু!
আমি শুক্রবার সকাল সকাল সব কাম কাজ তারাতাড়ি শেষ করে ৩বাজে টিভির সামনে গিয়ে বসে থাকতাম ইস সেই দিন গুলো বড় মিস করি সেই দিন গুলো আর ফিরে আসবেনা
Amio sotti sei dingulo onek onek sundor chilo essh
ভাই দিলে বড় কষ্ট লাগে
বর্তমান গানের চেয়ে এসব পুরান গান আমার অনেক ভালো লাগে 💜💜💜
💜💜💜💜
কেন যে সময় চলে যায়। আমারা ভারতীয় হলেও ছোটবেলায় বাংলাদেশ এর ছায়াছবি ছিল আমার সপ্নের দুনিয়া
Thanks
Thanks
@@kidsvideot87 োবোবোোোোোোবোোবোোোনোো,োোোোোোবোোবোবোোবোবোোবোবোোৈৈৈৈৈআপ🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚯🚻🚼"চচচ,"শচশ"""
thank you
We are proud related to old flim Bangladesh
10-07-2024 স্মৃতি হিসেবে রেখে গেলাম কমেন্ট টা যোগ যোগ ধরে মানুষ যখন শুনবে আর যদি কেউ কমেন্ট এ লাইক দেই নোটিফিকেশন আসে আবার শুনতে আসবো
❤
ভাই আপনি কোথায় থাকেন?
7/9/2024 স্মৃতি হিসেবে লিখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন শুনবে আর যদি কেউ কমান্ডের লাইক দেয় নোটিফিকেশন আসে আবার শুনতে পারবো
All time hit song
জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে, - "মৃত্যু"🙂
যা হঠাৎ একদিন এসে সকলকে চমকে দিবে. 😭
😥😥😥
💯 right
Kiser moddhe ki....panta bhaat e ghee. More jabo bole ki jibone kono binodon thakbena??
ঐ হালা যে বিষয় অবশ্যসম্ভাবী ঘটবেই তা লইয়া চিন্তা কইরা অহন সময় নষ্ট করুম ক্যান, বলদা?
পৃথিবীর সবকিছুরই ধ্বংস আছে, তাই বলে পৃথিবী তার রং ছড়াবে না।
তুই হালায় এতো মৃত্যু নিয়া ভাবস, তাহলে চঁইয়ার টিউবে আসি এই গানে কমেন্ট করছস ক্যান, হুজুরগিরি মারাও?
এখানে এই কথা বলার কি আছে? নামাজ রোজা করেন, মোবাইল চালানো বাদ দেন।
১৯৯০ সাল থেকে ২০৯৯ সালের ভিতরে কেউ যদি এই গান টি শুনে থাকেন তাঁরা একটু হাজিরা দিয়ে যাবেন
কি বলেন ভাই, এখন তো ২০২৩ সাল চলছে। আপনি ২০৯৯ সাল কোথায় পেলেন???
1990❤2000+
গানটা অনেক আগে নব্বই দশকে সাদাকালো টিভিতে দেখেছিলাম, ছোট্ট ছিলাম, কিন্তু হৃদয়ে দাগ কেটে গিয়েছিল। সেই স্মৃতি যখন ঝাপসা,তখন আবার এই ২০২২ এ এসে প্রিয় মানুষের গলায় শুনলাম, অসাধারণ সুন্দর গানটা,গানের কথাগুলো নতুন করে উপলব্ধি করলাম,ভালোবাসা সুন্দর... 🥰❤️
অন্যরকম অনুভূতি কাজকরতো তখন, এখনও ভালোলাগে।
Hi tanjila tamim খুব ভালো লাগে কেমণ কৰে মনটাকে বুজাব
এ যুগের মানুষ যতই আধুনিক হোক পুরোনো দিনের গান গুলো র যে মর্ম বুঝতে পারবে সে কখনো ভুলতে পারবে না
রাইট
ভুলতে পারি নি তাই আপনাকে কমেন্ট করলাম
আমার পছন্দেরএকটা গান যা আপনার পছন্দের। তাই এখন ও শুনি। এটা আমার খুব ভালো লাগে।
দিন গুলো অনেক মিস করি
৩ টার খবরের আসায় থাকতাম
ছবির নাম বলবে তাই
আর আজ কত কিছু হয়ে গেছে..
সেই দিন গুলো কতই না মধুর ছিল
Yes
Amar ammu abbu der din gulao thik amoni modhur chilo
thanks vi
yes
Yes
গানের কথা সুর কন্ঠ গায়কী এক কথায় অসাধারণ। হৃদয় ছুয়ে যায়।।
অসাধারণ সাবিনা ইয়াসমিন - এন্ড্র কিশোর জুটি।
দ
এইসব গানের মর্ম শুধু ৯০দশকের ছেলে মেয়েরাই বুঝবে,, শুক্রবার হলে টিভির সামনে বসে থেকে সিনেমা দেখা আর মজা করা, আহা কৈই গেলো সেই সোনালী দিন গুলো,,আমার মতন আর কেও আছো যে সেই দিনগুলো মিস করো
Love this song very much.
✋
Yes
আমি খুব বেশি মিস করি ভাই
Right 👍
জন্মেছি 1990 সালে।মানুষের গড় আয়ু 60 বছর 1990+60=2050 সালে বেঁচে থাকলে এসে দেখবো লাইক কমেন্ট কত হয়েছে । প্লিজ যারা দেখেন লাইক করে যাবেন 😍
এ গান কোনদিন মরবে না
Same to you 1990
তখন মনেই থাকবে না,আপনি এমন একটা কমেন্ট করছিলেন😅
করে গেলাম কমেন্ট আপনার জন্য
nice
আমিও কমেন্ট করলাম
ফিরে আসলাম আবারো ৯০দশকে
ভাল লাগলো কিছুক্ষণ! 💗
অসাধারন একটি গান। চমৎকার এই গানটি শুনে খুব ভালো লাগলো।
Tnx
Beautiful
মন জুড়ানো জীবন্ত গান। আজীবন গানটি ও গানের কুশলী সবাই অমর থাকবে।
Hi
সেই সব স্বর্ণালি দিনের ছবি গান দুটোই হারিয়ে গেছে আগের মতো ভালো পরিচালক নেই যে সুন্দর সুন্দর সিনেমা বানাবে যা দেখে দর্শক হলমুখি হবে ।আগের মতো ভালো গীতিকার সুরকার শিল্পী বর্তমানে নেই ❤❤❤
রাইট
যত শুনি তত ভাল লাগে,, মনে হয় অতীত ফিরে পেয়েছি।।
২০২৩ সালে এসে আমার মতো কে কে শুনছো এই গান গুলো চিরন্তন বেচে থাকবে সবার মাঝে সেই পুরনো দিনের গান গুলো সত্যি অসাধারণ কন্ঠ সামিনা মেম আর এন্ডু সারের যারা শুনছো তারাই শুধু লাইক কমেন্ট করে যাবেন
জসিম এর ছবিও ছোট বেলায় খুব দেখতাম। আর সাবানা আলমগির থাকলেই ছবি হিট আমরা সবাই খুশি, সারা পথে পথে ছবির কাহিনী বলতে বলতে আসতাম। একদল যেতাম বিশাল একটা বিল পেরিয়ে সাদাকালো টিভি দেখতে। হুম খুব মনে পরে সেই দিনগুলোর কথা।
ওই স্মৃতি গুলো কোন দিন ভুলতে পারবো না
@@ajoykumarmondal3951 Hmm Vai, Thik bolchen..
Hahaha
@Bipul Kakina hmm, vai
শাবানার কত ছবি দেখে কেঁদেছি...অাহ অাজ কোথায় সেই দিনগুলো
২০২৪ সে যারা গানটি শুনছেন তারা সারা দিন
খুব মিস করি সেই দিনগুলোকে, শুক্রবারে ভিড় ঠেলে গরমে ঘেমে দেখেছিলাম,আরও কত স্মৃতি। হায়রে জীবন
😪😪😪😪😪😪😪😪😪
বাংলার স্বর্নযুগের গানগুলো কতই না মধুর ছিলো!!!!!!!!!!!!!
ছোট বেলায় যে গানটাই শুনতাম সেটাই মুখস্ত করে পেলতাম। কিন্তু এখন আর পারি না। কারন গানে কোন প্রাণ নেই, অর্থ নেই, মজা নেই। তাই আগের কাল জয়ী গান শুনতে খুব ভাল লাগে।
অাগের দিন গুলো খুব ভালো ছিল
Sotti tai
Tai
কথা সত্য মাঝে মাঝে পুরান গান গুলো নিজেই গাই
কত আবেগ,স্মৃতি, শৈশব, কৈশোর লুকিয়ে আছে এর মধ্যে, শুধুমাত্র রুচিশীল মানুষ বুঝবে 🤗🤗🤗🤗🫴🫴
ছোট বেলায় শুক্রবার আসলেই অনেক উত্তেজনা নিয়ে আমাদের বাড়িতে সাদাকালো টিভির সামনে বসে থাকতাম ছবি দেখার জন্য, কিছুক্ষণ পর পর বিরক্তিকর এড BTV সংবাদ সেই সাথে কারেন্টের জ্বালা নিয়েই এই মুভিগুলা ছোট বড় সবাই মিলে অনেক উপোভোগ করেছি, সত্যিই সেই সোনালী দিন গুলো আর ফিরে আসবেনা, হারিয়ে যাওয়ায় মধুর ছোট বেলা সত্যিই অনেক মিস করি
ঠিক ভাই তখন বার বার এড আসত যা ১০ মিনিট ধরে চলত। তবু আগ্রহের কমতি ছিল না
Rights ❤❤❤❤
সে সোনালী দিন আর আসবে না শুক্রবারের আশায় থাকতাম বিকালে BTV তে বাংলা সিনেমা আর রাতে আলিফ লায়লা দেখার জন্য পাগল হয়ে যেতাম
ঠিক কথা
@@somirulislam8105 I
Akebare thik bolcen
Ami tokhon class 2te pori
sotti tai,,,r sei dingulio khub sndr cilo...abr jdi fire jete partam
তখন কার দিনে ঘরে ঘরে টিভি ছিলো না সবাই এক সাথে টিভি দেখার মজাই আলাদা এখন টিভি দেখতে মন চায় না।
এই গানগুলো শুনলে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ছোটবেলায় কত যে গাইতাম তার কোন হিসেব নেই। দোলনা ছবির গান গুলো ভীষণ ভালো ছিল। যেখানে রোজিনার মত নায়িকা সেখানে তো কোন কথাই নেই। শাবানা ববিতার পর আর যদি কোন পছন্দ আমার থেকে থাকে তা হলো রোজিনা।
ইচ্ছা করে আবার ওই রঙিন জীবনে ফিরে গিয়ে জীবনটাকে আবার উপভোগ করি।
আহা কি চমৎকার কন্ঠ এবং সুর।সাবিনা আপু এবং কিশোর দাদা কি অসাধারণ না গাইলে তোমরা ?? শুধু ধন্যবাদ দিয়েই ছোট করতে চাইনা।অনেক অনেক কৃতজ্ঞতা রইলো তোমাদের প্রতি ❤️❤️❤️
আশির দশক ও নব্বই দশকের ছেলে মেয়েরা কখনও ঔ দিন গানগুলি ছবিগুলি জীবন থেকে স্মৃতি গুলি মুছে ফেলতে পারবে না। আমি পারিনি ।হারিয়ে ফেলিছি আর কখনও ফিরে পাবো না সেই দিন গুলি ভালবাসি সেই দিন গুলিকে💕💕
কত সুন্দর ছিল আগেকার দিনগুলো, শত চেষ্টা করেও সেই দিন গুলি ফিরে পাওয়া যাবে না.
কানাডা থেকে শুনছি, ছোট বেলায় দেশে থাকতে এই গান গুলোয় সুধু শুনতাম 💑💏
ভাই কানাডা যাওয়ার কোন বৈধ উপায় আছে কি?
তাই যাক ভালো
@@তোমারঅপেক্ষা-ব২ষ a
ধন্যবাদ বিজ্ঞান ও প্রযুক্তিকে যে ইউটিউবের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্তে বসে সার্চ করে বাংলাদেশের গান, সিনেমা, খবর ইত্যাদি দেখতে পাই, মনে হয় যেন দেশেই আছি।
afni canadar kon aelakaiy takhen
বাংলাদেশের জন্য এটি একটি শ্রেষ্ঠ গান ।আর বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী সাবিনা মা। চিরকাল যেন তিনি এভাবেই গান গাইতে পারেন।
এতো সুদর্শন নায়ক বাংলাদেশে আর কখনো আসেনি আর আসবেও না মনে হয়। এতো আগের একটা গানে নায়ক আলমগীর এর ড্রেস সেন্স আসলেই অবাক করার মতো।গানটাতে এই দুজনকেই এতো পারফেক্ট লাগে।।
গান শুনে এবং আপনাদের কমেন্ট পড়ে চোখের কোণে পানি চলে আসল। কোথায় গেল সেই ছোটবেলার দিনগুলি।
সত্যি
কান্নার ইচ্ছে হলে এই গানটা দেখি
আমার চোখে মনের অজান্তেই পানি চলে এলো
রোজিনা Mam এর first একপাশ করে তাকানো (সাথে হালকা অকৃত্রিম হাসি) just stunning -এখনকার কোন নায়িকা পারবে না without শাবনুর
Suchitra sen first
Except shabnur is not ekhonkar nayika. Ekhonkar kono nayika asholei parbena
আপু আমি আপনার একজন ফেন ।সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে বলছি।
আপু আমি আপনার একজন ফেন ।সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে বলছি।
Ami 05-01-2020.suni
Nostalgic হয়ে গেলাম ❤
❤
আমাদের ভালোবাসা ❤️❤️
২০২১ এ এই গানটি যারা শুয়ে শুয়ে শুনছেন শুধু তারাই লাইক দিন❤️
তুমি আমার কত চেনা সেকি জানো না!! অসাধারন গান।
ঠিক ঠিক করি
Md raja nu
i love song
@@MdMironMdMiron-ze6ss so Mich ultra clean out your phone is on oi and you doing now is ok to use the restroom and ok I will on you if it was I will have
2020 সালে কে কে এই গানটা শুনছেন তারাই লাইক দিন
me
Keno
Go,
@@mdjamal7966 p
Dilam vdo te like😏😏
কে কে আবার সেই দিনগুলোতে ফিরে যেতে চান।
আমি চাই
হ্যাঁ আর তখন মানুষের দেখার ইচ্ছাটাও বেশি ছিল কারণ সপ্তাহে দুই দিন ঘুরে ঘুরে আসলে তারপরে মানুষ দেখবে অপেক্ষায় থাকতো 😢😢😢
প্রিয় দিনগুলির প্রিয় একটি গান ♥🇧🇩
সত্যি বলতে মানুষ যতই আধুনিক হোক না কেন, ছোট বেলার সেই স্মৃতি কখনো ভুলার নয়।
আমি মানুষের বাড়িতে মাটিতে বসে এইসব গান শুনতাম।আমাদের টিভি ছিলো না।কখনো কখনো ঘর থেকে বের করে দিত,দেখতে দিত না।তখন অনেক কাদতাম,আমাদের টিভি নেই কেন।🙏
্নাথাকাই ভালো
ভাই 😭
ঠিক তাই, এখন ১ বাসায় তিনটা। তাও মন চাই না দেখতে, সত্যি অতীতকে অনেক মিছ করি।
সবচেয়ে মজার যে বা যারা বের করছে তারা এখন আমাদের বাড়ীতেই রোজ হিসেবে কাজ করে।
seme to but old is gold
#My All-time favourite Hero, Heroine & Song ever ❤❤❤
#Abaro comment kore boslam 2024 ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️
বাংলা গানে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। সুরের মহারানী। গানের পাখি কোকিল কন্ঠি শিল্পী সাবিনা ইয়াসমিন। এত সুন্দর কন্ঠ বাংলায় আর কারো নাই।
Tumi Sara ame
Tumi Sara
এন্ড্রু কিশোর কোন জায়গায় খারাপ গেয়েছেন?
king of play back kishore dada
কি মন্তব্য করব ভাষা পাইনা। সুধু এটাই বলি অামাদের অতিতটা কতো মধুর ছিল। গানটা শুনে মনটা অতিতে চলে গেল। তখন সাধা কাল দুনিয়াটা কত সুন্দর এবং কত মধুর ছিল যা এই রঙিন সমাজে নেই
কোথায় হারিয়ে গেলো সেই সোনালী দিন গুলো সেই ছোট বেলায় বিটিভিতে দেখেছি ছবিটা আজ আবার গান দেখলাম ২০২০
এখন বাপ্পি মারকা নায়ক আর পাপ্পি মারকা নায়িকা দেখলে মনে হয় ওদের গায়ে বমি কইরা দেয়।
সাদাকালো টিভির সময় জীবনটা খুব সুন্দর ছিলো। ৯০ দশকের যারা আছেন লাইক-কমেন্ট।
Ami nijei celam
❤
Ami
2005
Taw valo lage
এই সুন্দর গানগুলো শুনলে আমি যেন হারিয়ে যাই ছোটবেলায়। আমার মতো কে কে সেই সোনালী অতীতে ফিরে যাও? সাড়া দাও।
অনেক সুন্দর ছিল আগের দিন গুলি যা এখন আর পাই না
মিস ইউ নব্বই দশক লাভ ইউ টু নব্বই দশক
Same to love 90s
আহা ছোট বেলায় শুক্রবার হলে ভাই বোনেরা একজন আরেকজনের গলা ধরে অনেকদূর সাদাকালো একটা টিভিওয়ালা বাড়ি গিয়ে ছবিগুলা দেখতাম ।
ভাই মনে কথা টা বলছেন।
এখন কেবল ফেলে আসা দিন
@
আমার একদম মনের কথা বলেছেন ভাই ।কতো ধাওয়াও খাইছি টিভি দেখার জন্য বাবা মায়ের টিভি মালিকের ।
এখন অনেক গান হয় কিন্তু আগের সেই সাদাকালো টিভির মত হয়না
Hmm vai
"তুমি আমার কতো চেনা সে কি জানো না" one of the most adorable line❤😇
শুক্রবার আসলেই সেসময় অন্যরকম আমেজ- বিশেষ করে দুপুর ৩ টা থেকে বাংলাদেশ টেলিভিশনের সিনেমার জন্য অধীর আগ্রহে বসে থাকা- কোথায় গেল সে দিনগুলো।
গানটি শুনে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।
২১ যারা শুনছেন তারা Like দিয়ে যান
স্মৃতি "মনে পড়ে নব্বইয়ের দশকের ছায়া ছন্দ
0
❤❤ i like it so much❤❤
❤❤
গান টা শুনলে ছোট কালের টেলিভিশন এর ছবি দেখার কথা মনে পড়ে
BTV hmm khub mone pore..
কবি
আহ!কত মধুর একটি গান!
যত শুনি ততই মুগ্ধ হই💖
Tik tai
আমিও ভাই
2019 November 15 তারিখ আজ আমিও শুনছি গানটি 💖💖💖
মনে পরে যায় সেই ছোট বেলার কথা ♥️♥️♥️
পৃথিবী যতদিন থাকবে, এ গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।
আলমগীরের স্মার্টনেস চোখে পড়ার মতো। ❤
রাইট
আমাদের সোনালী অতীত মনে হলে। আবার ফিরে পেতে চাই
জীবনের সবচেয়ে আনন্দের সময়।
সেই দিন গুলি কত ভালো ছিল। আবারও যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম
Amio fire petam
১৯৯৯ সালের পর ২০২৩ সালেও এই গান শুনছি। সেই একই আবেগ অনুভূতি কাজ করে।
2022 সালে এসেও সুনে গেলাম যানিনা কখন যে,চলে যাবার ডাক আসে,তবে হে সত্যই সেইদিন গুলি, খোব মধুর ছিল আর পিরে পাওয়া সম্ভব নয়।
যুগ যুগ জনপ্রিয় থাকবে সে কালের গান কারণ এতে কোন অশ্লীলতা নেই,
Luv the old song tremendously 😍😘😘😘😘
yes
Ekdom
ছবির গানটি 'দোলনা' ছবির। ক্লাস ফাইভে পড়াকালীন ১৯৯৪ সালে নানুর বাড়িতে সাদাকালো টিভি তে ছবি টা প্রথম দেখেছিলাম। তারপর ১৯৯৬ সালে সপ্তম শ্রেণিতে পড়াকালীন চাচার বাড়িতে বসে সাদাকালো টিভি তে দ্বিতীয় বারের মতো ছবিটি দেখেছিলাম। দিনগুলোর কথা আজো খুব মনে পড়ে।
এসএসসি২০০০
আমিও ১৯৯৪ সালে ইদের দিন দেখেছি
তাও নানার বাড়ীতে,,,,আজব মিল
M
M
পুরোনো গানের সাথে আমার এক অন্যতম মায়া কাজ করে❤
এই গান গুলো অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় আমার বাবার একটা রেডিও ছিল আমি ছুরি করে নিয়ে শুনতাম বাবা শুধু এটা দিয়ে খবর শুনত আর এখন দুবাই থেকে শুনতাছি আপনি কোথায় থেকে শুনছেন
@@ushmijeba ওকে
বর্তমান গানের চেয়ে আগের গান গুলো অনেক সুন্দর ছিল ২০২১ সালে এসে গানটা শুনে গেলাম
কার কার গানটা ভাল লেগেছে লাইক দিয়ে বুঝিয়ে দিন😁🌷
Amar khub valo lage
Jojhjkjsjiamamwjwklwkmwjiwksnsnjskamsmsnjiakwqwkwkmsnsnskkakamzjsiamznzmskak!as?alkssjms!aoaksks!s?kkksskksksksks?wjk?I.k?ksszz
অামার ভাই
আমার ভালো লাগছে দুইটাই
Amr
আমার জন্মো ১৯৮৪ সাল আমার বয়স যখন ৫-৬ বছর তখন সাদা কালো টেলিভিশন পুরো Gram একটাও খুজে নিয়ে এই সিনামা গুলো দেখতাম আহ কি মজা লাগতো।
কি বলবো ভাই সত্যি অনেক সুখের আর অনেক আনন্দের ছিল ৯০ সালের দিন গুলো মানুষের কাছে..
ঔ সময় মানুষ গরিব ছিলো কিন্তুু সুখ ছিলো অনেক আনন্দ ছিলো বেশি
কি মজার দিন ছিল,শুক্রবার হলে আমাদের বাড়ি ভর্তি হয়ে যেত,ঘড় ভরা লোক নিয়ে টিভি দেখার কি যে আনন্দ যারা না দেখেছে তারা বুজবে না
nusrat nihad Right
Ame o a puter protek
R akhon bangla movie dekhle bome ase
nostalgic
ak dom tik amar mone ase ses sada Kalo sobi ta ai tai silo sada Kalo TV parar modde amader hlo
বাংলা সিনেমার মজা ত আশি নব্বই দশকের দর্শকরাই পেয়েছে।এখন ত কেউ দেখেও না
♥♥♥🏑♥♥♥📞📞📞📞
হাই
Ab Ab Right.
দেখবে কিভাবে?সবাইতো বিদেশপ্রেমী?
Right
শুক্রবার বিকেল ৩ টা মানেই আলাদা অনুভুতি।
২০১৯ সালে এসেও এই চিরসবুজ গানটি কে কে শুনছেন?
আমি এই গানটা খুব ভালোলাগল
খুব ভালোলাগার মতো গান
@@tareqbdo2552 এবং অনেক পছন্দের!
ami shontesi goo,,,
very nc song,,👌👌👌
ও। জাফরইকবল