হযরত ইয়াকুব আঃ এর জীবনী | Nabi Yakub Story In Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • হযরত ইয়াকুব (আঃ) হযরত ইসহাক (আঃ) এর সন্তান। হযরত ইসহাক (আঃ) এর বিবাহের পর তাঁর দু’টি পুত্র সন্তান একত্রে জন্মগ্রহণ করেন। একটির নাম ঈসু এবং অপরটির নাম রাখেন ইয়াকুব। তাদের দু’ভাইয়ের মধ্যে ইয়াকুব (আঃ) মাতার নিকট অতি প্রিয় ছিল। আর তাঁর ভাই ঈসু পিতার নিকট অতি আদরের ছিল। দু’ভাইয়ের মধ্যে কিছুটা মনের গড়মিল হয়েছিল। তাই হয্রত ইয়াকুব (আঃ) মাতার পরামর্শে তাঁর মামা বাড়ি ফান্দানে বসবাস করার জন্য চলে যান। ফাদ্দান যাওয়ার পরে রাত্র হয়ে গেল। রাত্র যাপনের উদ্দেশ্যে তিনি একটি বড় পাথরের উপর ঘুমায়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন যে, আসমান হতে একটি সিঁড়ি তাঁর শিয়রের কাছে নেমে এসেছে। আসমানের দরজা খোলা অবস্থায় রয়েছে। এ সিঁড়ির মাধ্যমে আসমান হতে ফিরিশতা অবতরণ করতেছে। এ অবস্থায় আল্লাহ পাক তার প্রতি ওহী নাযিল করলেন।“আমি আল্লাহ! আমি ব্যতীত আর কোন উপাস্য নেই। আমি তোমার ভ্রভু। আবার তোমার পিতৃ পুরুষদেরঈ প্রভু। আমি তোমাকে এবং তোমার ভবিষ্যত বংশধরকে এ পবিত্র ভূমির উত্তরাধিকারী করেছি। তোমার মধ্যে এবং তোমার বংশের মধ্যে বরকত দান করেছি। আমি তোমার সাথে আছি। তুমি আমার নিয়ন্ত্রণে রয়েছ। আমি তোমাকে আবার কেনানে ফিরিয়ে আনব। তুমি এখানে একটি গৃহ নির্মান কর যাতে আমার ইবাদত করতে পারবে। শুধু তুমিই নও বরং তোমার পরবর্তী বংশধরেরাও এ ঘরে এবাদত করবে। আর সে গৃহটি হল বায়তুল মোকাদ্দাস।
    #jiboni #nobijibon #monishiderjiboni #jiboniwaz #islamichistory #waz #islamic

ความคิดเห็น • 3