গীতার ৭০০ টা শ্লোক পুরো মুখস্ত তাই নানা কটু কথা শুনতে হয় এই ফেরিওয়ালাকে | bhagavat gita
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024
- গীতার ৭০০ টা শ্লোক পুরো মুখস্ত তাই নানা কটু কথা শুনতে হয় এই ফেরিওয়ালাকে | bhagavat gita
#gita #krishna #motivation #inspiration #viralvideo #motivational
ভগবত গীতা মুখস্ত করা ফেরিওয়ালা রাজিব সিংহের জীবন সংগ্রাম এবং জীবন দর্শন
ভগবত গীতা, একটি এমন গ্রন্থ যা হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। কিন্তু আধুনিক যুগে কেউ যদি গীতার শ্লোক মুখস্ত করে, তাকে নিয়ে নানারকম কটু কথা শুনতে হয়। আজকের ভিডিওতে আমরা এমনই একজন মানুষকে নিয়ে আলোচনা করব, যিনি নিজেকে ভগবত গীতার শিক্ষায় গড়ে তুলেছেন-তিনি রাজিব সিংহ। পেশায় একজন ফেরিওয়ালা হলেও, তার জীবন দর্শন অনেক বড় বড় পণ্ডিতের চেয়েও গভীর।
রাজিব সিংহ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে কাপড়-জামা বিক্রি করেন। কিন্তু তার এই পেশার বাইরে আরেকটি পরিচয় রয়েছে। তিনি ৭০০টি ভগবত গীতার শ্লোক মুখস্ত করেছেন। তিনি মনে করেন, জীবনের মূল অর্থ শুধু টাকা উপার্জন নয়, বরং ভালোভাবে বাঁচাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভালোভাবে বাঁচার জন্য প্রয়োজন আত্মশুদ্ধি ও ভগবানের নাম স্মরণ করা। তার মতে, গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনকে আলোর পথে নিয়ে যেতে পারে।
রাজিব সিংহের জীবনসংগ্রাম
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা ভিন্নধর্মী কাজ করলে সমালোচনার শিকার হন। রাজিব বাবুর ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কেউ তাকে “গীতাওয়ালা” বলে কটাক্ষ করে, কেউ আবার “ভাগবতওয়ালা” বলে তাকে ছোট করার চেষ্টা করে। তার পোশাক বিক্রির পেশাকে অনেকেই নীচু চোখে দেখে। কেউ কেউ এমনও বলে-“ধর্ম করলে কি টাকা হয়?”
কিন্তু এই সমস্ত সমালোচনা রাজিব বাবুর মনোবল ভাঙতে পারেনি। তিনি বলেন, “জীবনে টাকাটাই সব নয়। টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না।” তার শান্তির উৎস ভগবত গীতা। প্রতিদিন তিনি গীতার শ্লোক মুখস্ত করেন এবং নিয়মিত ভগবানের নাম জপ করেন। এই নিয়মই তাকে সবসময় শান্ত ও সুখী রাখে।
সমাজের দৃষ্টিভঙ্গি ও রাজিব বাবুর উত্তর
অনেক মানুষ ভাবেন, ধর্মচর্চা করা মানেই অলসতা বা জীবনের বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া। কিন্তু রাজিব বাবুর মতো মানুষ প্রমাণ করেছেন যে ধর্মচর্চা জীবনের বাস্তবতাকে আরও ভালোভাবে গ্রহণ করতে শেখায়। গীতার প্রতিটি শ্লোক জীবনের কঠিন মুহূর্তে তাকে শক্তি জুগিয়েছে। তিনি বিশ্বাস করেন, গীতার শিক্ষা আমাদের প্রকৃত অর্থে বাঁচতে শেখায়।
রাজিব সিংহ বলেন, “আমি হয়তো ধনী নই, কিন্তু আমার মনে শান্তি আছে। কারণ আমি প্রতিদিন ভগবানের নাম স্মরণ করি, গীতার শ্লোক পাঠ করি।” তার মতে, জীবনের কঠিন পরিস্থিতিতে গীতা পড়লে মন শক্ত হয়, আর ভগবানের নাম জপ করলে মনে প্রশান্তি আসে।
ভগবত গীতার গুরুত্ব
ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। গীতায় বলা হয়েছে, “কর্ম কর, ফলের আশা করো না”-এই বাক্যটিই রাজিব বাবুর জীবনের মূলমন্ত্র। তিনি বিশ্বাস করেন যে নিজের কাজটুকু সৎভাবে করলেই জীবনে শান্তি আসবে। তিনি জীবনের কঠিন মুহূর্তগুলোতে গীতার বিভিন্ন শ্লোকের উপর নির্ভর করেন।
কেউ কেউ রাজিব বাবুকে প্রশ্ন করে, “গীতা মুখস্ত করে কি লাভ?” তার উত্তর খুব সহজ-“গীতা মুখস্ত করে আমি নিজেকে জানার সুযোগ পেয়েছি। আমি বুঝেছি জীবনে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।”
গীতার শ্লোকের শক্তি
গীতার প্রতিটি শ্লোকের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। রাজিব বাবু বলেন, “জীবনে যতই সমস্যা আসুক, গীতার একটি শ্লোক পড়লেই যেন সমস্ত চিন্তা দূর হয়ে যায়।” তিনি আরও বলেন, “গীতার মাধ্যমে আমি বুঝেছি, জীবন আসলে ক্ষণস্থায়ী। তাই অর্থ, খ্যাতি এসবের পেছনে ছুটে সময় নষ্ট করার কোন মানে নেই। বরং জীবনে ভালো কাজ করা উচিত এবং মনকে শান্ত রাখা উচিত।”
আধ্যাত্মিকতা ও বাস্তব জীবন
রাজিব সিংহ মনে করেন যে আধ্যাত্মিকতা মানে বাস্তব জীবন থেকে সরে যাওয়া নয়, বরং জীবনের চ্যালেঞ্জগুলোকে শক্তভাবে মোকাবিলা করা। তার জীবনযাপন খুব সাধারণ হলেও তার চিন্তাধারা অসাধারণ। তিনি বলেন, “আমি জানি না আগামীকাল আমার জীবনে কি হবে, কিন্তু আমি এটুকু জানি যে গীতার শিক্ষা আমায় কখনো ভাঙতে দেবে না।”
রাজিব সিংহের বার্তা
আজকের সমাজে আমরা অনেক সময় টাকার পেছনে ছুটতে ছুটতে জীবনের আসল সৌন্দর্য হারিয়ে ফেলি। রাজিব সিংহ আমাদের শেখান যে অর্থ নয়, জীবনের আসল সম্পদ হলো মানসিক শান্তি। তিনি বলেন, “আমার হয়তো প্রচুর অর্থ নেই, কিন্তু আমার কাছে যা আছে তা অনেকের কাছে নেই-তা হলো শান্তি। আমি প্রতিদিন গীতার শ্লোক মুখস্ত করি, ভগবানের নাম স্মরণ করি আর সৎভাবে জীবনযাপন করি।”
তিনি আরও বলেন, “যদি জীবনে ভালো থাকতে চান, তাহলে ভগবত গীতা পড়ুন। গীতা আমাদের শুধু ধর্মের শিক্ষা দেয় না, বরং জীবনের সব দিক নিয়েই ভাবতে শেখায়।”
সমাপ্তি
রাজিব সিংহের এই জীবন দর্শন আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা। সমাজের কটূক্তি বা উপহাসের মুখে পড়েও তিনি নিজের পথ থেকে বিচ্যুত হননি। তার এই ধৈর্য ও আস্থা আমাদের শেখায় যে প্রকৃত শান্তি টাকায় নয়, বরং মনকে নিয়ন্ত্রণ করতে পারার মধ্যেই লুকিয়ে আছে।
ভগবত গীতার প্রতিটি শ্লোকের মধ্যে যে জ্ঞান ও শক্তি রয়েছে, তা আমাদের জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। রাজিব সিংহের মতো মানুষেরা আমাদের মনে করিয়ে দেন যে জীবনের প্রকৃত মূল্য শুধু বাহ্যিক সাফল্যে নয়, বরং আত্মার শান্তিতেই নিহিত।
আসুন, রাজিব বাবুর এই অনুপ্রেরণামূলক জীবনের গল্প থেকে আমরা শিখি এবং ভগবত গীতার শিক্ষা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করি। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাজিব সিংহের মতো আরও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।
#গীতা #রাজীব_সিংহ #ফেরিওয়ালা #শিক্ষণীয় #অনুপ্রেরণা
ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করুক।
Hare Krishna 🙏🏻
দাদা কথা গুলো যুক্তি আছে ,,, রাধে রাধে। শুভো কামনা 🇧🇩
Apnake Sotokoti Pronam
Prokito Bhakto
RadheRadhe JoyBankeBhihari JoyKrishna
দাদাকে salute জানাই ❤❤❤❤❤
🙏🙏🙏🙏dandabat probhu🙏🙏🙏🙏
গীতা পাঠ করার জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই।
দাদা আপনাকে শতকোটি প্রণাম, আপনি এগিয়ে যান নিজ লক্ষ্যে, আপনি সনাতনী সমাজের একজন দৃষ্টান্ত স্থাপনকারী,
অনেক্ সুন্দর.
L❤❤❤❤❤❤❤❤❤
ভগবানের পথে হাঁটতে গিয়ে মীরাবাই, সুরদাসজী,চৈতন্য মহাপ্রভুর মতো সকল মহাত্মাকেই অনেক কষ্ট সহ্য করতে হয়েছে,তাও ইনারা ভক্তি ছাড়েননি, এটাই হলো ভক্তির পরীক্ষা ।
আপনি যেটা করছেন একদম ঠিক পথে চলেছেন। আকাঠ মূর্খ . অসভ্য গুলাই আপনাকে কটু কথা বলে বা সমালোচনা করে ওদের পাত্তা দিতে নেই। আপনি এটাই সবসময় গীতা প্রচার করুণ। sathe achi । hare কৃষ্ণ
Agiye jan dada je ja bole boluk
🙏🙏🙏
এগিয়ে যান ভগবান্ সহায় হবে ন
Hari Hari bol provu dandobat pranam
রাঁধে রাঁধে হরে কৃষ্ণ
এভাবে লিখবেন → রাধে রাধে
🙏🙏🙏
@user-as369yt Hare krishna
@@KirtanTv24.HarinamSankirtan Hare Krishna 🙏🪈
একদিন নৈহাটির বড়মার মন্দিরের ভিডিও বা ছবি দিন। একদিন নৈহাটির বড়মার মন্দিরে আসুন🙏
সত্যিই তাই, তাই তো বলছে, শ্রবণ কীর্তন করো অনেকক্ষণ, অসত্য পাচাল ছেড়ে,
অর্থাৎ, হয় কৃষ্ণ নাম শোনো, না হয় কৃষ্ণ নাম করো, অন্যসব গল্প ছেড়ে,
আপনারা ও সকল কৃষ্ণ ভক্তের শ্রী চরণে এই অধমের ভক্তি পূর্ণ প্রণাম জানাই,
সকলে আশির্বাদ করিবেন এই অধমের যেন কৃষ্ণ পদে মতি হয়,
রাধে রাধে, 🙏
যারা আপনাকে কটুক্তি করে তাদের কে আপনি নিজ গুনে ক্ষমা করবেন, কেননা তাদের জ্ঞান হলে ঐ কথা আর বলবে না। আপনি আপনার কর্ম করে যান ও গীতা প্রচার করে যান। ঈশ্বর নিশ্চয়ই আপনার মনো বাঞ্ছা পুর্ন করবেন।
Manush er mon ta valo hole takei jogotbasir ka6e theke kosto Pete hoi dada. 😖