আসসালামু আলাইকুম স্যার, বায়ুফ্লোক পদ্ধতির পুরো প্রশিক্ষনটি আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলে বাংলাদেশের ১৬ কোটি মানুষ উপকার পাবে বলে আমি আশাবাদি। স্যার বাংলাদেশের বেকার যুবক এবং অবসর প্রাপ্ত হয়েছেন যারা, তারা সবাই এই মাছ চাষে আগ্রহ হতে পারেন! এটা এখন আমাদের প্রানের দাবি।
একজন উদ্যমী, স্পৃহা জাগানো, কৃষিতে নিরন্তর অবদান রাখা ও আপন কাজে শতভাগ মনোযোগী, নিবেদিত মানুষটির নাম শায়েখ সিরাজ স্যার,,,, আপনাকে মন থেকে শ্রদ্ধা ও শুভকামনা জানাই। আমাদের সবার আপনার মতো নিজের কাজে শতভাগ মনোযোগী হওয়া উচিত,,,,, তাহলে দেশ আগাবে
সিরাজ ভাই আপনি নিরবেই বিপ্লব চালিয়ে যাচ্ছেন, এপার বাংলার মাটিতে থাকি কিন্তু ওপার বাংলার মাটিতে আপনার হৃদয়ের মাঝেই মাটি-কাদায় একাকার হয়ে সমাজের বুনিয়াদ গড়তেও পারে,,, তার দায়ভার ও আপনার হৃদয়ের মাঝেই দেখছি,,,,, অনেক অনেক ধন্যবাদ,,,,, আপনাকে,,,,,,
সাইখ সিরাজ স্যারকে মহান আল্লাহ তায়ালা হায়াত নসিব করুক। কৃষিমন্তী হলে দেশের কৃষি সম্পসারণ অনেক বেশি উন্নতি দিকে এগিয়ে যাবে। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই নিজের সাফল্য খুঁজে পাবে। "ইনশাআল্লাহ"
আপনার মত একজন পরিশ্রমী, সাদা মনের মানুষকে যদি কৃষি মন্ত্রি বানানো হতো তবে দেশের জন্য অনেক ভাল হতো। এদেশে কৃষি মন্ত্রি এমন লোকদেরকে বানানো হয় যাদের সাথে কৃষি ও কৃষকের নূন্যতম সম্পর্ক নেই।
হৃদয়ে মাটি ও মানুষ,এই অনুষ্ঠনটি অবশ্যই তরুণ উদ্যোগতা দের জন্য জাগরণে কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে যদি এই পদ্ধতির কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে তা যদি তুলে ধরা হয় তাহলে অনেক ভালো হয়।কারণ কি কি ক্ষতির হতে হবে তার জন্য পূর্ব থেকে প্রস্তুতি বা অনেক শিখার আছে।
সালাম নিবেন স্যার, আপনার সম্পর্কে কিভাবে মন্তব্য করব বুঝতে পারছি না। এতো সমান্য মানুষ আমি। বাংলাদের নতুন দিগন্ত নতুন সম্ভাবনা আপনিই দেখিয়েছেন, আমরা নতুন প্রজন্ম আপনার প্রতিবেদন ও আপনার মহামূল্যবান পরামর্শে যুগ যুগ ধরে মনে রাখব। স্যার আপনাকে নোবেল পুষ্করে সম্মানিত করলেও মনের শান্তি মিটবে না। বিদ্রঃ স্যার আপনার এমন প্রতিবেদনে অনুপ্রেরণা পেয়ে, আমরাও কয়েক জন মিলে গড়ে তুলেছি এক নতুন সম্ভবনা, ফ্রেন্ড ফার্ম লিঃ গরু,ছাগল, গাড়লবেড়া,মাছ, বিশাল এক প্রজেক্ট। আমাদের প্রজেক্ট দক্ষীণ খুলনার সব চেয়ে বড় প্রজেক্ট হতে যাচ্ছে। আগামীতে আমরা নতুন সম্ভবনা দেখতে পাচ্ছি। ৪০লক্ষ টাকার প্রজেক্ট এখন কোটি টাকায় পৌছে গেছে। স্যার যদি আপনার সময় হয় এক দিন বেড়িয়ে যাবেন। আপনার পদচারণায় আমরা ধন্য মনে করব। সাধণ মন্ডল, অজয় মজুমদার (CEO) দাকোপ -খুলনা ০১৯৪২০৯০৫১৬ এখন আমাদের প্রজেক্ট
স্যার শুভেচ্ছা নিবেন। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়, এটা আমাদের জন্য গর্বের অর্জন। কিন্তু স্যার, যেখানে বিদেশি পেঁয়াজ ২-১০ টি তে কেজি হয়, সেখানে উর্বর মাটি থাকা সত্ত্বেও আমাদের দেশীয় পেঁয়াজ ৩০-৪০ টি তে কেজি হয়। আমরা কি পারিনা উচ্চ ফলনশীল পেঁয়াজ উৎপাদন করতে? ভালো থাকবেন স্যার, আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি ❤️
আমরা দেশি জাতের পেয়াজ খেয়ে অভ্যস্ত । তাই অন্য জাতের পেয়াজে কেউ আগ্রহ দেখায় দেখায় না । ভারতের একটা সুখসাগর জাতের পেয়াজ বাংলাদেশে চাষ হচ্ছে - প্রতি বিঘাতে ফলন হয় ২০০+ । অথচ আমাদের দেশি পেয়াজে ফলন হয় -বিঘা প্রতি ৫০ মনের মত করে ।জায়ান্ট পেয়াজ বা জাম্বু পেয়াজ বা স্প্যানিশ অনিয়ন বা কোরিয়ান পেয়াজ আকারে বড় হয় । আমেরিকান জাতের পেয়াজ ত ২ টা পেয়াজে ১ কেজি+ হয় । আমেরিকান জাতের পেয়াজ এক্টির ওজন প্রায় ৬০০-৭০০ গ্রাম পর্যন্ত হয় । কিন্তু এই পেয়াজ চাষ করলে যদি কেউ না কিনে - তখন ত কৃষক মাথায় হাত দিবে । এখন পেয়াজের দাম বেশি , তাই পেয়াজ নিয়ে মাথা ঘামাচ্ছি - মনে আছে , আছ থেকে ৮/৯ মাস আগের কথা \??? ন্যায্য দাম না পেয়ে পেয়ে কৃষকেরা পেয়াজ রাস্তায় ঢেলে দিয়েছিল ?? আমদানিকারকরা বিদেশে থেকে পেয়াজ আমদানি করে চট্রগ্রাম পর্যন্ত নিয়ে আসতে পেয়াজে গড়ে ৪০-৪৬ টাকা করে পড়ে । সেই পেয়াজ বাজারে ২০০-২৫০ টাকা কেজি । তাই ভেবে চিনতে কাজ করা উচিত । তাছাড়া বাংলাদেশে ১২ মাসি পেয়াজ বারি ৫ জাত চাষ শুরু হবে ।
@@ra2riyad887 দাদা, বর্তমান বাজারে সকল পণ্য হাইব্রিড জাতের, সেটা পল্টি মুরগি বলেন অথবা মাছ, শাকসবজি ইত্যাদি। শুধু পিয়াজে বেলাতেই কেন দেশি দেশি করতেছেন? পিয়াজের বাজার সম্বন্ধে কোন ধারণা আছে?
@@ahmedjubaeir9147 ধারনা না থাকার কি কোন কারন আছে? আর, যারা দেশি আর হাইব্রিড এর তফাৎ বুঝে তারা দেশিটাই খায় সব সময়। তাদের আপনি জোর করেও হাইব্রিড খাওয়াতে পারবেন না।
Very informative video. Each step explained very clearly. Im from district Tando Allayar of Sindh Province, Pakistan. We do have some water ponds where fish farming is done. But in open atmosphere we get very low production. Bio floc is very economical and very cost effective. I will be happy to recieve such videos from your channel.
আঙ্কেল আমরা চাই আপনি আমাদের মাঝে শত বছর বেঁচে থাকেন আর কৃষকদের জন্য কাজ করে যান আপনার প্রতিটা ভিডিও দেখে আসলে আমি মুগ্ধ যদি এমন করে চাইতো কিছু মানুষ কত না ভালো হতো কৃষকদের জন্য আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করি আপনাকে যেন সুস্থ সফল রাখে
আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু স্যার আমি আপনার প্রত্যেক প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে স্যার আমি অনেক ছোট মানুষ শুনেছি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রকল্প নিয়ে এসেছিলেন কিন বিশেষ করে সেটা ছিল কৃষি মানুষকে যেভাবে জ্ঞান দিচ্ছেন ক্ষেত খামার করতে যেভাবে আপনি মানুষকে সহযোগিতা করছেন আমি বহুৎ সম্মান করি আপনাকে স্যার আমি বাহিরে থাকি দুবাই আমার গ্রামের বাড়ি যশোর জেলা বাঘারপাড়া থানা আমাদের গ্রামের খেজুরের রস নিয়ে আপনি একটা প্রোগ্রাম করেছিলেন সেটাও দেখেছি খুব ভালো লেগেছে স্যার নদী থেকে খাল খনন করে ক্ষেত-খামারে বিলে আনা হয়েছিল সেই খালগুলো এখন মরে গেছে স্যার যার কারণে আমরা আর মাছ খেতে পারিনা বিলের মাছ দয়া করে স্যার খালগুলোকে আবার পুনরায় খনন করা হোক ফিরে আসুক আমাদের মাঝে 50 বছর আগের জীবন এই খাল গুলো নিয়ে একটা প্রোগ্রাম করবেন স্যার দয়া করে ছোটবেলায় আমরা খালে অনেক মাছ মারতাম বরশি দিয়ে আজ আর দেখা যায় না বিভিন্ন অঞ্চলে মাছ ধরা বরশি দিয়ে দয়া করে স্যার এই প্রোগ্রামটা করবেন অবশ্যই আমি আপনার জন্য মনের অন্তর স্থল থেকে দোয়া করি
Sir, five days ago i requested you to make a video for "ALA,s" indoor easy fish farming (Mr. Alauddin, Demrs, Dhaka). He invented a new method for fish farming. Thank you.
আসসালামুয়ালাইকুম। স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমাদের টাঙ্গাইলের মধুপুর থানায় কাকরাইদ গ্রামের আমি একজন ছাত্র , পাশাপাশি আমি রঙিন মাছের প্রজেক্ট করেছি, কবুতর পালন করছি, আমার খুব ইচ্ছে যে আমিও একদিন আমার গ্রামের বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাবো। ইনশাআল্লাহ আপনি আসবেন স্যার।
farm raised fish unhealthy Fish in the wild eat a natural diet and tend to be slightly lower in saturated fat than farm-raised varieties. Farmed fish can be slightly higher in omega-3 fatty acids, presumably due to the farms' fortified feed. Contaminants: Some studies have shown how farm-raised varieties can be higher in contaminants
স্যার আমাদের দেশে অযোগ্য লোকজন যোগ্য স্থানে বসে দেশ ও জনগনের ১২টা বাজাচ্ছে, আপনার মত কৃষি প্রিয় লোক যদি কৃষিমন্ত্রনালয়ের দায়িত্বে থাকতো তাহলে আমাদের জনগন অনেক উপক্রিত হতো।
আহারে এই ব্যক্তি বায়োফ্লক এ একটি 10000 টাংকিতে চার মাসে 35 হাজার টাকা লাভ দেখিয়ে কত মানুষকে ভিক্ষার হাজী ধরাই দিচ্ছে এই ব্যক্তি সাথে আমাকেও ধরাইছে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে আল্লাহ তার বিচার করুক আর সেই ভিডিওটা ছিল একটা ফেক ভিডিও মিথ্যার আশ্রয় নিয়েছে ওই ভিডিওতে বায়োফ্লক বাংলাদেশি কেউ সফল না অথচ 10000 একটা টাংকিতে তিন মাসে 35 হাজার টাকা লাভ দেখিয়ে লক্ষ মানুষের জীবন শেষ করে দিল আল্লাহর গজব পড়ুক এই ব্যক্তির উপর
আমি মনে করি বাংলাদেশের কৃষি বিপ্লবের মুখ্যম অবদান সাইখ সিরাজ স্যারের। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। যারা যারা আমার সাথে একমত লাইক দিয়ে যুক্ত হোন।
স্বল্প পরিসরে এত মাছ দেখে আমি অবিহিত হলাম ধন্যবাদ সায়েক শিরাজ ভাইকে
আসসালামু আলাইকুম স্যার, বায়ুফ্লোক পদ্ধতির পুরো প্রশিক্ষনটি আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলে বাংলাদেশের ১৬ কোটি মানুষ উপকার পাবে বলে আমি আশাবাদি। স্যার বাংলাদেশের বেকার যুবক এবং অবসর প্রাপ্ত হয়েছেন যারা, তারা সবাই এই মাছ চাষে আগ্রহ হতে পারেন! এটা এখন আমাদের প্রানের দাবি।
একজন উদ্যমী, স্পৃহা জাগানো, কৃষিতে নিরন্তর অবদান রাখা ও আপন কাজে শতভাগ মনোযোগী, নিবেদিত মানুষটির নাম শায়েখ সিরাজ স্যার,,,, আপনাকে মন থেকে শ্রদ্ধা ও শুভকামনা জানাই। আমাদের সবার আপনার মতো নিজের কাজে শতভাগ মনোযোগী হওয়া উচিত,,,,, তাহলে দেশ আগাবে
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে মাছ গুলো অনেক সুন্দর
সিরাজ ভাই আপনি নিরবেই বিপ্লব চালিয়ে যাচ্ছেন, এপার বাংলার মাটিতে থাকি কিন্তু ওপার বাংলার মাটিতে আপনার হৃদয়ের মাঝেই মাটি-কাদায় একাকার হয়ে সমাজের বুনিয়াদ গড়তেও পারে,,, তার দায়ভার ও আপনার হৃদয়ের মাঝেই দেখছি,,,,, অনেক অনেক ধন্যবাদ,,,,, আপনাকে,,,,,,
এই ভাইদের জন্য রইল শুভকামনা । আপনি আরও সফল হন ।
সাইখ সিরাজ স্যারকে মহান আল্লাহ তায়ালা হায়াত নসিব করুক। কৃষিমন্তী হলে দেশের কৃষি সম্পসারণ অনেক বেশি উন্নতি দিকে এগিয়ে যাবে। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই নিজের সাফল্য খুঁজে পাবে। "ইনশাআল্লাহ"
শায়খ শেখ সিরাজ সার্ক কে একটা জাতীয় পুরস্কার দেওয়া হোক কারণ উনি অনেক মানুষকে উৎসাহ যুগিয়ে উপকার করেছেন
আমার ও ইচ্ছে আছে।
যদি আল্লাহ পাক কবুল করে।
আপনার অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখি।
মাশআল্লাহ অনেক সুনদর পদ্ধতিতে মতসহ চাষ।
আপনার প্রতিবেদনটি সারার সাথে সাথেই আমরা দেখি ভিডিওটি অনেক ভালোলাগলো তাই সকল চাষি ভাইদের কে
আপনার মত একজন পরিশ্রমী, সাদা মনের মানুষকে যদি কৃষি মন্ত্রি বানানো হতো তবে দেশের জন্য অনেক ভাল হতো।
এদেশে কৃষি মন্ত্রি এমন লোকদেরকে বানানো হয় যাদের সাথে কৃষি ও কৃষকের নূন্যতম সম্পর্ক নেই।
এই অনুষ্ঠান দেখে অনেক -ই ধংশ হয়েছে
অভিনন্দন তরুন উদ্যোক্তাদের। এগিয়ে যাও তোমরা, এগিয়ে যাবে বাংলাদেশ। From Rangamati.
Bangla sudha angreji subah subah
স্যার আপনার প্রতি ভালবাসা রইলো অনিমেষ,
সৃষ্টিকর্তা যেনো আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখে..
যাতে করে নতুন প্রজন্মের হাজারো উদ্যোক্তা আলোর দেখা পায়
আপনার দ্বারা অনুপ্রানিত হয়েছে হাজারো মানুষ,আশা করি ভবিষ্যতেও হবে
"হৃদয়ে মাটি ও মানুষ" অনুষ্ঠানের মাধ্যমে বায়োফ্লক পদ্বতির পুরো প্রশিক্ষণ তুলে ধরার অনুরোধ রইলো। শুভেচ্ছা সকলকে
ট্যাংক গুলো বানানোর ভালো জায়গা কোথায়,,,,
Dari Chara oy Lok khanki magir pola . O kharap . Taka Chara kico bujy na
আমিও এক মত!
কেন ভাই খারাপ কেন
thanks
সত্যি বলতে এই মানুষগুলো দেশের জন্য এক একটা অমূল্য সম্পদ.... আলহামদুলিল্লাহ আপনি এগিয়ে চলুন
ধন্যবাদ স্যার......
আপনি সত্যিই অসাধারণ!!!
"হৃদয়ে মাটি ও মানুষ" অনুষ্ঠানের মাধ্যমে বায়োফ্লক পদ্বতির পুরো প্রশিক্ষণ তুলে ধরার অনুরোধ রইলো।ধন্যবাদ আপনাকে স্যার।
মা বাবাকে সম্মান করতে শিখুন।
আল্লাহ্ সবাইকে ভালো কিছু করার তৌফিক দান করুক আমিন।
ল্পপ্পপ
প
প্পপ
প
ল্পল্পল্প
স্যার আপনার এই প্রতিবেদনটা আমার জন্য অনেক জরুরী ছিলো ধন্যবাদ স্যার৷
আপনাকে যদি কৃষিমন্ত্রী বানানো হতো খুবই ভাল হতো 💕 দেশ অনেক উন্নত হতো 🇧🇩
Ijj
Hm
Hm
@@SKBillal10001 ☺
ওরে গবেষক
খুব ভাল লেগেছ। অনুপ্রেরিত হলাম। ধন্যবাদ শাইখ সিরাজ।
Shykh Sbiraj is changing Bangladesh. Thank you for your great work. From Mayfair, UK
Assalamu alaikum. Change ! Change shudhu dui ekjoner unishoho. R Jara shorbossho haraiteche continuously, tader khobor paitechen ? Haire Bangladesh r haire bangali !
ভিডিও টি অনেক ভালো লাগল।
ভিডিওটি দেখে মানুষ অনেকে কিছু শিখতে পারবে এবং অনুপ্রাণিত হবে।
Nice presentation Sir. You are real hero of Bangladesh. Love from India
Animesh Chakraborty go back Bangladesh refuge
আপনার প্রতিটি অনুষ্ঠান আমাকে মুগ্ধ পাগল করে
ধন্যবাদ স্যার এতো সুন্দর একটা কনটেন্ট উপস্হাপন করার জন্য 🥰
একদম ঠিক বলেছেন, উনাকেই দরকার ছিল,, এ দেশের মানুষের জন্য
ধন্যবাদ স্যার এতো সুন্দর একটা কনটেন্ট উপস্হাপন করার জন্য
নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ।
👉🧡যে ব্যাক্তি, ধোয্যশীল যে ব্যাক্তি, কর্মশীল সে কখনো অভাবী থাকে না। নিশ্চয়ই আল্লাহ্ তাকে সফলতা দান করেন আমিন।🧡👈
হৃদয়ে মাটি ও মানুষ,এই অনুষ্ঠনটি অবশ্যই তরুণ উদ্যোগতা দের জন্য জাগরণে কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে যদি এই পদ্ধতির কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে তা যদি তুলে ধরা হয় তাহলে অনেক ভালো হয়।কারণ কি কি ক্ষতির হতে হবে তার জন্য পূর্ব থেকে প্রস্তুতি বা অনেক শিখার আছে।
কে কে শাইখ সিরাজ সাহেবের ফ্যান?
হম।
Ami India teke
Masum Mazarbhuiya ধন্যবাদ
ভাই আপনি শাইখ সিরাজ স্যরের বাসার কোন রুমের ফ্যান ???
কিসের ফ্যান?
সিলিং ফ্যান নাকি ওয়াল মুভিং ফ্যান ভাউ😉😁😂
আপনার ভিডিও দেখে আমারও ইচ্ছা করল এই এই পদ্ধতিতে মাছ চাষ করার আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভিডিও শেয়ার করার জন্য
সহমত
আমি একজন প্রবাসী আমি দেশে ফেরার পর আমি এ পদ্ধতিতে মাছ চাষ করবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন।
we are construction company . you can business with us . duplex home so much required . 01617383825
বায়োফ্লক পদ্ধতি বাংলাদেশের জন্য ব্যয়বহুল, এই পদ্ধতিতে লাভ কারেন্ট বিলে চলে যায় । এই পদ্ধতি খুবই সংবেদনশীল ।
সালাম নিবেন স্যার,
আপনার সম্পর্কে কিভাবে মন্তব্য করব বুঝতে পারছি না। এতো সমান্য মানুষ আমি। বাংলাদের নতুন দিগন্ত নতুন সম্ভাবনা আপনিই দেখিয়েছেন, আমরা নতুন প্রজন্ম আপনার প্রতিবেদন ও আপনার মহামূল্যবান পরামর্শে যুগ যুগ ধরে মনে রাখব।
স্যার আপনাকে নোবেল পুষ্করে সম্মানিত করলেও মনের শান্তি মিটবে না।
বিদ্রঃ স্যার আপনার এমন প্রতিবেদনে অনুপ্রেরণা পেয়ে, আমরাও কয়েক জন মিলে গড়ে তুলেছি এক নতুন সম্ভবনা, ফ্রেন্ড ফার্ম লিঃ গরু,ছাগল, গাড়লবেড়া,মাছ, বিশাল এক প্রজেক্ট।
আমাদের প্রজেক্ট দক্ষীণ খুলনার সব চেয়ে বড় প্রজেক্ট হতে যাচ্ছে। আগামীতে আমরা নতুন সম্ভবনা দেখতে পাচ্ছি।
৪০লক্ষ টাকার প্রজেক্ট এখন কোটি টাকায় পৌছে গেছে।
স্যার যদি আপনার সময় হয় এক দিন বেড়িয়ে যাবেন। আপনার পদচারণায় আমরা ধন্য মনে করব।
সাধণ মন্ডল,
অজয় মজুমদার (CEO)
দাকোপ -খুলনা
০১৯৪২০৯০৫১৬
এখন আমাদের প্রজেক্ট
শুভকামনা। আপনারাই দেশের সম্পদ।
বায়োফ্লুকে মাছ চাষের জন্যে যে কোন মাছের পোনার জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ঠিকানা :- ধলা, এিশাল,ময়মনসিংহ
মোবাইল :- 01628980056
Kon kon mas chas kora jaba.
@@FRK167, শিং,গুলসা কৈ
Ami korte cai
ফালতু কোন ক্যাচাল নাই আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক।
Y
অসাধারণ, নিজেরা পরিশ্রম করলে খরচ আরও কমে আসবে
স্যার- আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর কুমিল্লা ভিডিও ধন্যবাদ জানান
আপনার অনুষ্ঠান দেখলে মন ভরে যায়, খুব সুন্দর আপনার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার।
অনেক কিছু শেখার আছে স্যার কাছ থেকে,,,,ধন্যবাদ আপনাকে।
From Tripura.. love this
ami video ta dekhe khub utsahito,dhonnobad apnake ai videoti korar jonno.
বায়োফ্লক মাছ চাষের চেয়ে বায়োফ্লক মাছ চাষের ট্রেইনিংয়ে লাভ অনেক বেশি।
তাই উনারা চাষে মনোযোগী না হয়ে ট্রিইনিংয়ে মনোযোগী হওয়াতে উৎপাদন কমে গেছে!
1
উনারা ট্রেনিংয়ে বেশি মনযোগী হয়ে গেছেন, প্রথমে ধান্ধাবাজ
Jonab aponar mokha masha allah in shaallah alhamdolollah kono din suntay piy ni kano yur no muslim
রাইট
@@minnirfasiciyyeamin4784 তুই যে ভারতের সন্ত্রাসী সংগঠন RSS র মুখাধারী সদস্য সেটি অতি সহজেই ধরতে পেরেছি।
বর্তমান RSS র অজস্র সদস্যই ছদ্মনাম নিয়ে নানান বিশৃঙ্খলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে , সেটিও ভালোকরেই জানি।
আপনার উপাস্থাপনা খুব সুন্দর
স্যার শুভেচ্ছা নিবেন।
মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়, এটা আমাদের জন্য গর্বের অর্জন।
কিন্তু স্যার, যেখানে বিদেশি পেঁয়াজ ২-১০ টি তে কেজি হয়, সেখানে উর্বর মাটি থাকা সত্ত্বেও আমাদের দেশীয় পেঁয়াজ ৩০-৪০ টি তে কেজি হয়।
আমরা কি পারিনা উচ্চ ফলনশীল পেঁয়াজ উৎপাদন করতে?
ভালো থাকবেন স্যার, আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি ❤️
আমরা দেশি জাতের পেয়াজ খেয়ে অভ্যস্ত । তাই অন্য জাতের পেয়াজে কেউ আগ্রহ দেখায় দেখায় না । ভারতের একটা সুখসাগর জাতের পেয়াজ বাংলাদেশে চাষ হচ্ছে - প্রতি বিঘাতে ফলন হয় ২০০+ । অথচ আমাদের দেশি পেয়াজে ফলন হয় -বিঘা প্রতি ৫০ মনের মত করে ।জায়ান্ট পেয়াজ বা জাম্বু পেয়াজ বা স্প্যানিশ অনিয়ন বা কোরিয়ান পেয়াজ আকারে বড় হয় । আমেরিকান জাতের পেয়াজ ত ২ টা পেয়াজে ১ কেজি+ হয় । আমেরিকান জাতের পেয়াজ এক্টির ওজন প্রায় ৬০০-৭০০ গ্রাম পর্যন্ত হয় । কিন্তু এই পেয়াজ চাষ করলে যদি কেউ না কিনে - তখন ত কৃষক মাথায় হাত দিবে । এখন পেয়াজের দাম বেশি , তাই পেয়াজ নিয়ে মাথা ঘামাচ্ছি - মনে আছে , আছ থেকে ৮/৯ মাস আগের কথা \??? ন্যায্য দাম না পেয়ে পেয়ে কৃষকেরা পেয়াজ রাস্তায় ঢেলে দিয়েছিল ?? আমদানিকারকরা বিদেশে থেকে পেয়াজ আমদানি করে চট্রগ্রাম পর্যন্ত নিয়ে আসতে পেয়াজে গড়ে ৪০-৪৬ টাকা করে পড়ে । সেই পেয়াজ বাজারে ২০০-২৫০ টাকা কেজি । তাই ভেবে চিনতে কাজ করা উচিত । তাছাড়া বাংলাদেশে ১২ মাসি পেয়াজ বারি ৫ জাত চাষ শুরু হবে ।
ছোট মরিচের ঝাল বেশি বলা হয় কেন বুঝেন? আর, আগে উচ্চ ফলনশীল আর মোটাতাজা করন শব্দের অর্থ বুঝেন।
@@ra2riyad887 দাদা, বর্তমান বাজারে সকল পণ্য হাইব্রিড জাতের, সেটা পল্টি মুরগি বলেন অথবা মাছ, শাকসবজি ইত্যাদি।
শুধু পিয়াজে বেলাতেই কেন দেশি দেশি করতেছেন?
পিয়াজের বাজার সম্বন্ধে কোন ধারণা আছে?
@@ahmedjubaeir9147 ধারনা না থাকার কি কোন কারন আছে? আর, যারা দেশি আর হাইব্রিড এর তফাৎ বুঝে তারা দেশিটাই খায় সব সময়। তাদের আপনি জোর করেও হাইব্রিড খাওয়াতে পারবেন না।
@@ra2riyad887 সবাইতো আর খানদানি বংশ ওয়ালা না,
আমার মতো তো অনেক গরিব আছে দাদা।
খুব সুন্দর একটা ভিডিও ভাইয়া ভীষণ ভালো লাগলো
স্যার আপনার ভিডিও গুলো দেখে ভালো লাগে। বায়ফ্লকের সঠিক প্রশিক্খণ কোথায় ভালভাবে পাওয়া যাবে যদি জানাতেন খুবই উপকৃত হতাম।
আ
Yyh
Oh I see
🧡🧡মাসআল্লাহ্🧡🧡
মাশাআল্লাহ এগিয়ে যাও
Idea is good,
Bj
Tapping rom and then the g
Ffffffffffffffffffdifig
Your b brjg
ইনশাআল্লাহ ভালো উদ্যোগ
Thank you so much for translations to English
Agiye jao Bangladesh
বিদেশ ৪-৫ লক্ষ টাকা খরচ করে আসার থেকে উত্তম হলো ১ লক্ষ টাকা ব্যয় করে বায়োফ্লক মাছ চাষ করা। চিন্তা করছি আর বিদেশ নয় দেশেই একটা কিছু করবো।
Abu sufian991122 very good plan brother
Good bro
ভাই সবাই সফল হয়না।
Training kothai korbo? I am very interested
ট্রেনিং নিয়ে শুরু করেন সাথে দুই তিনটা গাভি ব্যস বিদেশ থেকে তিনগুন ইনকাম আর শান্তি
খুব সুন্দর , সাইক সিরাজ সাহেব কে কৃষি মন্ত্রী বানালে খুব ভালো হতো
বায়োফ্লক কি ভাবে করে এটা ভিডিও করলে খুব ভালো হয় আমাদের জন্য খুব ভালো হয়
আমার মনের ভাবনাগুলো একটু একটু করে বাস্তবে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।
Very informative video. Each step explained very clearly. Im from district Tando Allayar of Sindh Province, Pakistan. We do have some water ponds where fish farming is done. But in open atmosphere we get very low production. Bio floc is very economical and very cost effective. I will be happy to recieve such videos from your channel.
সাজিয়ে গুছিয়ে বালার জন্য হজেই বুঝতে পারলাম মাছ চাষ বিষয়ে
স্যার,
একটি প্রশিক্ষণ মূলক অনুষ্ঠান প্রচার করলে আমরা আরও বেশী উপকৃত হবো। যেমন কিভাবে প্লগ উৎপাদন করা যায়।
মলা মাছ চাষ করা যায়না বায়োফ্লক এ
খুব সুন্দর লাগছে সিরাজভাই আপনার চেনেলকে অসংখ্যা ধন্যবাদ
স্যার আপনাকে কৃষি মন্ত্রী দেখতে চাই
কৃষি এবং কৃষককে ভালোবাসেন কে কে?
Who loves agriculture and farmers?
স্যার ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে এই পদ্ধতিতে মাছ চাষ করার। আশা করি আপনার সহযোগিতা পাব।
জেনে বুঝে করুন।
Sir Darun ekta protibedon. Love from murshidabad India
Sir, the presentation is very inspiring.
Yes it is true of your information
আঙ্কেল আমরা চাই আপনি আমাদের মাঝে শত বছর বেঁচে থাকেন আর কৃষকদের জন্য কাজ করে যান আপনার প্রতিটা ভিডিও দেখে আসলে আমি মুগ্ধ যদি এমন করে চাইতো কিছু মানুষ কত না ভালো হতো কৃষকদের জন্য আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করি আপনাকে যেন সুস্থ সফল রাখে
Mashallah
আপনার সব অনুষ্ঠানই খুব ভালো লাগে।
স্যারের জন্যই আমাদের কৃষি খাত অনেক উপকৃত হচ্ছে।
May God bless you Sir!
Thanks for writing such a good thing
আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু স্যার আমি আপনার প্রত্যেক প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে স্যার আমি অনেক ছোট মানুষ শুনেছি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রকল্প নিয়ে এসেছিলেন কিন বিশেষ করে সেটা ছিল কৃষি মানুষকে যেভাবে জ্ঞান দিচ্ছেন ক্ষেত খামার করতে যেভাবে আপনি মানুষকে সহযোগিতা করছেন আমি বহুৎ সম্মান করি আপনাকে স্যার আমি বাহিরে থাকি দুবাই আমার গ্রামের বাড়ি যশোর জেলা বাঘারপাড়া থানা আমাদের গ্রামের খেজুরের রস নিয়ে আপনি একটা প্রোগ্রাম করেছিলেন সেটাও দেখেছি খুব ভালো লেগেছে স্যার নদী থেকে খাল খনন করে ক্ষেত-খামারে বিলে আনা হয়েছিল সেই খালগুলো এখন মরে গেছে স্যার যার কারণে আমরা আর মাছ খেতে পারিনা বিলের মাছ দয়া করে স্যার খালগুলোকে আবার পুনরায় খনন করা হোক ফিরে আসুক আমাদের মাঝে 50 বছর আগের জীবন এই খাল গুলো নিয়ে একটা প্রোগ্রাম করবেন স্যার দয়া করে ছোটবেলায় আমরা খালে অনেক মাছ মারতাম বরশি দিয়ে আজ আর দেখা যায় না বিভিন্ন অঞ্চলে মাছ ধরা বরশি দিয়ে দয়া করে স্যার এই প্রোগ্রামটা করবেন অবশ্যই আমি আপনার জন্য মনের অন্তর স্থল থেকে দোয়া করি
nice project, thanks for sharing :)
বাংলাদেশের একমাত্র লোক হলো শায়খ সিরাজ,যিনি কৃষি মন্ত্রী হওয়ার যোগ্য লোক
যে মানুষ গুলি ভোর চারটায় উটতে পারে তারা সফল নিসচিৎ
মাশাআল্লাহ
এত অল্প সময়ে 1.11M বাহ 👌👌👌❤❤
Apni o korun onk lavoban hon ?
Dekhe. Balo laglo..amder elakay ato balo uddok
Sir, five days ago i requested you to make a video for "ALA,s" indoor easy fish farming (Mr. Alauddin, Demrs, Dhaka). He invented a new method for fish farming. Thank you.
Oh good writing
আসসালামুয়ালাইকুম। স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমাদের টাঙ্গাইলের মধুপুর থানায় কাকরাইদ গ্রামের আমি একজন ছাত্র , পাশাপাশি আমি রঙিন মাছের প্রজেক্ট করেছি, কবুতর পালন করছি, আমার খুব ইচ্ছে যে আমিও একদিন আমার গ্রামের বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাবো। ইনশাআল্লাহ আপনি আসবেন স্যার।
Multiply the area and you can multiply the density as well
.
আপনাদের লোকেশোন কোথায়?
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা
সিরাজ ভাই আপনার উপস্থাপনা আমার খুব ভাল
স্যার লালন পালনের পদ্ধতি টি একটু দযা করে ব্যাখ্যা করবেন । ধন্যবাদ
আমি অনেক ছোট থেকেই আপনার ফ্যান স্যার,, সেই কৃষি দিবানিশি অনুষ্ঠান থেকে
স্যার, Details জানতে চাই, কিভাবে শুরু করবো
জেনে বুঝে করুন।
অপুর্ব এক সুন্দর দৃশ্য
আমাদের কাছে রুই পুটি গ্লাসকাপ বাটা মাসের রেনু পাওয়া যায়, কারো যদি লাগে তাহলে যানাবেন,
মাশাল্লাহ। স্যার আপনার উপস্থাপনই অন্য রকম। তার কোনো তুলনা নাই।
শ্যার ইন্ডিয়ার পাঠানো যাবে না এই মাছ ফোন নম্বর দিয়ে দিলাম 7797175098
স্যার। বয়োফ্লকের টেনিং কোথাই করা জাবে দয়া করে একটু জানাবেন
আপনার নিজ জেলাতে করলে উপকৃত বেশি হবেন।
Ei rokom protibedon aro chai
Hakim Ali akhn kmn achen ?
Alhamdulillah, valo,Darun video.apnar video chotobela theke dekhi.
স্যার প্রশিক্ষন নিওয়া যায় কোথা থেকে?
Jubo unnoyon theke
অনেক ভাল লাগল এই ভিডিউটি
farm raised fish unhealthy
Fish in the wild eat a natural diet and tend to be slightly lower in saturated fat than farm-raised varieties. Farmed fish can be slightly higher in omega-3 fatty acids, presumably due to the farms' fortified feed. Contaminants: Some studies have shown how farm-raised varieties can be higher in contaminants
স্যার আমাদের দেশে অযোগ্য লোকজন যোগ্য স্থানে বসে দেশ ও জনগনের ১২টা বাজাচ্ছে, আপনার মত কৃষি প্রিয় লোক যদি কৃষিমন্ত্রনালয়ের দায়িত্বে থাকতো তাহলে আমাদের জনগন অনেক উপক্রিত হতো।
আহারে এই ব্যক্তি বায়োফ্লক এ একটি 10000 টাংকিতে চার মাসে 35 হাজার টাকা লাভ দেখিয়ে কত মানুষকে ভিক্ষার হাজী ধরাই দিচ্ছে এই ব্যক্তি সাথে আমাকেও ধরাইছে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে আল্লাহ তার বিচার করুক আর সেই ভিডিওটা ছিল একটা ফেক ভিডিও মিথ্যার আশ্রয় নিয়েছে ওই ভিডিওতে বায়োফ্লক বাংলাদেশি কেউ সফল না অথচ 10000 একটা টাংকিতে তিন মাসে 35 হাজার টাকা লাভ দেখিয়ে লক্ষ মানুষের জীবন শেষ করে দিল আল্লাহর গজব পড়ুক এই ব্যক্তির উপর