- 5
- 378 982
Moonstruck Fossils
เข้าร่วมเมื่อ 24 มิ.ย. 2020
Shaone ba bhadore ।। Rupam Islam।। With lyrics।।
Serial Name - Josh(2011)
Singer - Rupam Islam
Music Composer - Indradeep Dasgupta
Lyricist - Prosen
Shaone Ba Bhadore,Lyrics In Bengali :
কেন মাঝে মাঝে তোর সাথে
চেনা রাস্তা বা ঘুর পথে
শুধু লুকিয়ে পড়তে চাই
আধো-আধো অধরা আলোতে
কেন এঁকে ফেলি নিজেকে
ফের ঢেকে ফেলি নিজেকে
হয়তো নিয়ম এটাই
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে..
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
জানি.. না জানি.. কি জানি..
কতটা ওদিকে ওঠে, মন কেমন
শুধু জানি.. অভিমানী, এক কাহিনী,
তিলে তিলে বেড়ে ওঠা, খুব গোপন।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
ও.. আমি, অনামী, বেনামী,
চিঠিতে, মাটিতে, লিখে রাখি, যত গান
আসে, বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেওয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
Singer - Rupam Islam
Music Composer - Indradeep Dasgupta
Lyricist - Prosen
Shaone Ba Bhadore,Lyrics In Bengali :
কেন মাঝে মাঝে তোর সাথে
চেনা রাস্তা বা ঘুর পথে
শুধু লুকিয়ে পড়তে চাই
আধো-আধো অধরা আলোতে
কেন এঁকে ফেলি নিজেকে
ফের ঢেকে ফেলি নিজেকে
হয়তো নিয়ম এটাই
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে..
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
জানি.. না জানি.. কি জানি..
কতটা ওদিকে ওঠে, মন কেমন
শুধু জানি.. অভিমানী, এক কাহিনী,
তিলে তিলে বেড়ে ওঠা, খুব গোপন।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
ও.. আমি, অনামী, বেনামী,
চিঠিতে, মাটিতে, লিখে রাখি, যত গান
আসে, বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেওয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
มุมมอง: 505
วีดีโอ
Chador ।। Lyrics by Rupam Islam ।। From Nishkromon.
มุมมอง 1.3K4 ปีที่แล้ว
Song Name: Chador (চাদর) Vocal music & Lyrics: Rupam Islam Album: Nishkromon Label: Saregama Bengali Lyrics: আমায় চাদর দিয়ে ঢেকে দিল কে ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে প্লিজ সরে যা যত অপগন্ডের দল জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল; রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ আসলে আমি বহুদিনই নিখোঁজ আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না চো বুজে আমি দেখি স্বর্গের সূচনা হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য পথ আরও, হ্...
Acid lyrics||Acid song from fossils 2 lyrics||Rupam Islam|| lyrics created by moonstruck Fossils.
มุมมอง 6K4 ปีที่แล้ว
Album: Fossils Vol. 2 Singer: Fossils Lyricist: Rupam Music By: Rupam Label: Asha Audio Releasing on: 10 Jan, 2004 Lyrics: বুকে বুকে জ্বালা ধরা তীব্র অসুখে নেপথ্যে প্রেম আর ঘৃণা সম্মুখে আত্মমৈথুনের ঘৃণ্য শহরে ফিরতে চাইনা, তবু ফিরি বারেবারে ফিরতে চাইনা, তবু ফিরি বারেবারে যাতে প্রেমহীন রূপগুলো যায় চুকেবুকে পথ্য একটাই acid ছোঁড়ো মুখে অন্যের মুখে নয়, আয়নার মুখে পথ্য একটাই acid ছোঁড়ো মুখে পথ্য একটাই...
Keno Korle Erokom।। Lyrics Rupam Islam (কেন করলে এরকম) ।। Fossils 2
มุมมอง 370K4 ปีที่แล้ว
Song Credits - Singer - Rupam Islam Album - Fossils 2 Keno Korle Erokom Lyrics In Bengali ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে, বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে রোদের আদরে যত তীব্রতা আছে, হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে। নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে ভালবেসে আমার নিহন্তাকে দুঃস্বপ্নে দু'চো শাস্তি যাবজ্জীবন কী করে ভুলি রাজকন্যাকে। কেন করলে এ রকম, বলো ? কেন করলে এ'রকম। কেন করলে এ রকম, বলো ? কেন করলে এ'রকম...
Khnoro Aamar Fossil (খোঁড়ো আমার ফসিল) Lyrics - Rupam Islam - Fossils 4
มุมมอง 1.3K4 ปีที่แล้ว
Khnoro Aamar Fossil Lyrics by Rupam Islam : Khoro Amar Fossil Bangla Song Lyrics from Fossils 4 - 2014 bangla band album. Song Name: Khoro Aamar Fossil Album Name: Fossils 4 Singer: Rupam Islam Khnoro Aamar Fossil Lyrics In Bangla : ভেসে যাচ্ছি এবং, ভিজে যাচ্ছি আবার এক অপূর্ব অসম্ভবে.. শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে আজও তুমি কি আমার। তীরে এসো সাহসিনী, অথবা ডুবে যাও...