Sahitya Charcha
Sahitya Charcha
  • 3
  • 9 573
Kolkatar Jishu by Nirendranath Chakraborty । কলকাতার যিশু - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল বা রাজা তোর কাপড় কোথায় এই দুটি জনপ্রিয় কবিতা বাঙালির স্মৃতিপটে আজও উজ্জল হয়ে আছে । এই কবিতা দুটির স্রষ্টা হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যিনি রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হয়ে অনেক কবিতা লিখেছেন। বাতাসী’, ‘হ্যালো দমদম’, ‘কলকাতার যিশু’, ‘জঙ্গলে এক উন্মাদিনী’, ‘স্বপ্নে দেখা ঘর-দুয়ার’ বা ‘কলঘরে চিলের কান্না’-র মতো অজস্র কবিতা মানুষের মুখে মুখে ফিরে সৃষ্টি ও স্রষ্টাকে আজ ইতিহাস করে দিয়েছে। তিনি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেছেন। তার রচিত কাব্যগ্রন্থ গুলি হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যীশু, উলঙ্গ রাজা প্রভৃতি।
আজকের আমাদের আলোচ্য বিষয় ১৩৭৬ বঙ্গাব্দে প্রকাশিত কলকাতার যীশু কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা কলকাতার যীশু। সম্পূর্ণ উলঙ্গ ভিখারি মায়ের শিশুকে কবি মানবতার বাণীবাহক রূপে প্রতীকী ব্যঞ্জনায় তুলে ধরেছেন।
কলকাতার যিশু - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কাব্যগ্রন্থ - কলকাতার যিশু
প্রকাশকাল - ১৩৭৬ বঙ্গাব্দ
มุมมอง: 235

วีดีโอ

Bhule Jabo Na । Subhash Mukhopadhyay । ভুলে যাব না । সুভাষ মুখোপাধ্যায়। কবিতা আলোচনা।Bhule Jabo Na । Subhash Mukhopadhyay । ভুলে যাব না । সুভাষ মুখোপাধ্যায়। কবিতা আলোচনা।
Bhule Jabo Na । Subhash Mukhopadhyay । ভুলে যাব না । সুভাষ মুখোপাধ্যায়। কবিতা আলোচনা।
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
আধুনিক বাংলা সাহিত্যের পদাতিক কবি নামে পরিচিত, যার পদাতিক কবিতা সংকলন গ্রন্থ বাংলা সাহিত্যের এক নীরব বিপ্লবের সূচনা করেছিল, যার কবিতার শুরু হয় মানুষ ও জগৎ নিয়ে তিনি হলেন বাংলা সাহিত্যের আধুনিক কবি ও বিশিষ্ট গদ্যকার সুভাষ মুখোপাধ্যায়। তার কাব্যগ্রন্থ গুলি হল অগ্নিকোণ চিরকূট, ফুল ফুটুক ,কাল মধুমাস ,ছেলে গেছে বনে প্রভৃতি। যত দূরেই যাই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেছেন।...
Prarthana । Rabindranath Tagore। প্রার্থনা । রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনা।Prarthana । Rabindranath Tagore। প্রার্থনা । রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনা।
Prarthana । Rabindranath Tagore। প্রার্থনা । রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনা।
มุมมอง 8K3 ปีที่แล้ว
প্রার্থনা কবিতা আলোচনা।

ความคิดเห็น