এই যে পরিশ্রমে অনীহার কথা বলছেন, বাংলাদেশের শ্রমজিবী শ্রেণী যাঁরা, তাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা যদি শারিরীক অক্ষমতার কারনে হচ্ছে মনে করেন আগেতো সেইদিকে নজর দেয়া দরকার, পাড়ায় পাড়ায় শরীর চর্চা কেন্দ্র গড়ে তোলা দরকার, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নাকি এই রকম গড়ে উঠেছিল, পটুয়া কামরুল হাসান শুনেছি খুব বলিষ্ঠ ছিলেন, তিনিও এই রকম শরীর চর্চা কেন্দ্রের সাথে শৈশবে তরুন বয়সে যুক্ত ছিলেন। স্যারের কথায় সবসময় একটু আতিশয্য থাকে, সেটা বাদ দিলে উনি ঠিক কথাই বলেছেন: বাঙালীর ক্ষীন স্বাস্হ্য তার প্রকৃত সম্ভাবনা বিকাশের অন্তরায়। স্যারের স্বপ্ন ছিল, সাথে ভাল স্বাস্হ্য ছিল, সেইজন্যই এতো বড় সংগঠন তিনি গড়ে তুলতে পেরেছেন বাংলাদেশের এতো প্রতিকুলতায়। স্যার আমার সরাসরি শিক্ষক, আমি ঢাকা কলেজে স্যারকে পেয়েছি। আমি ১৯৯০-এর ব্যাচ। এইখানে স্যারের জন্য অনেক শ্রদ্ধা ও সালাম রেখে গেলাম।
স্যার আপনাকে বেশ পছন্দ করি।
Amader deshe librarigulo ki obosta ta apna k aktu nizer chokha dekhe zawa uchit.
A liberated man,not blinded by religion.
এই যে পরিশ্রমে অনীহার কথা বলছেন, বাংলাদেশের শ্রমজিবী শ্রেণী যাঁরা, তাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা যদি শারিরীক অক্ষমতার কারনে হচ্ছে মনে করেন আগেতো সেইদিকে নজর দেয়া দরকার, পাড়ায় পাড়ায় শরীর চর্চা কেন্দ্র গড়ে তোলা দরকার, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নাকি এই রকম গড়ে উঠেছিল, পটুয়া কামরুল হাসান শুনেছি খুব বলিষ্ঠ ছিলেন, তিনিও এই রকম শরীর চর্চা কেন্দ্রের সাথে শৈশবে তরুন বয়সে যুক্ত ছিলেন। স্যারের কথায় সবসময় একটু আতিশয্য থাকে, সেটা বাদ দিলে উনি ঠিক কথাই বলেছেন: বাঙালীর ক্ষীন স্বাস্হ্য তার প্রকৃত সম্ভাবনা বিকাশের অন্তরায়। স্যারের স্বপ্ন ছিল, সাথে ভাল স্বাস্হ্য ছিল, সেইজন্যই এতো বড় সংগঠন তিনি গড়ে তুলতে পেরেছেন বাংলাদেশের এতো প্রতিকুলতায়। স্যার আমার সরাসরি শিক্ষক, আমি ঢাকা কলেজে স্যারকে পেয়েছি। আমি ১৯৯০-এর ব্যাচ। এইখানে স্যারের জন্য অনেক শ্রদ্ধা ও সালাম রেখে গেলাম।
Aapnake pronam janai. Ei deshe ei banglai aapnar kotha shunte pele somriddho hotam, Nijeke bhaggoban mone kortam.