Riya Sengupta
Riya Sengupta
  • 4
  • 336
Bengali-style Veg fried rice recipe
500 গ্রাম বাসমতি চাল
150 গ্রাম কুচানো গাজর
100 গ্রাম কুচানো বিন্স
100 গ্রাম মটরশুঁটি
10-12টা কাজু
20-22 টা কিসমিস
1/2 ইঞ্চি দারুচিনি
2 টো ছোট এলাচ
2টো তেজপাতা
1টেবিল চামচ গরম মসলা গুঁড়া
50 গ্রাম চিনি
স্বাদমতো নুন
5-6টেবিল চামচ সাদা তেল
2টেবিল চামচ ঘি
পরিমাণ মতো জল
রান্নার নির্দেশ-
1. প্রথমে বাসমতি চাল গুলো 10 মিনিট এর জন্য জলে ভিজিয়ে রাখতে হবে।
2. এরপর চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।
3. একটি বড় পাত্রে জল নিতে হবে (চালের চার গুন জল নিতে হবে। 1কাপ চালের জন্য 4কাপ)।
4. জল ফুটে উঠলে তার মধ্যে 2টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ নুন, 1টা তেজপাতা দিয়ে বাসমতি চাল গুলো দিয়ে দিতে হবে।
5. চাল 90% সিদ্ধ হয়ে গেলে ভালো করে ফ্যান ঝরিয়ে নিতে হবে।
6. এরপর কড়াই তে 4টেবিল চামচ তেল গরম করে তাতে সমস্ত গোটা মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে গাজর,বীনস্, মটরশুঁটি,কাজু, কিসমিস ভালো করে ভেজে নিতে হবে।
7. এরপর 90% সিদ্ধ করে রাখা ভাত কড়াই তে দিয়ে একদম কম আঁচে অন্যান্য সব্জি গুলোর সাথে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভাত ভেঙে না যায়।
8. পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে দিতে হবে।
9. সমস্ত সব্জি ভালো করে মিশে গেলে 2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
มุมมอง: 88

วีดีโอ

কড়াইশুঁটির কচুরিকড়াইশুঁটির কচুরি
কড়াইশুঁটির কচুরি
มุมมอง 6412 วันที่ผ่านมา
কড়াইশুঁটির কচুরির উপকরণ ময়দা-১ কাপ তেল-১ টেবিল চামচ গরম জল-১/৪ কাপ নুন-১/৪ চামচ পুরের জন্য কড়াইশুঁটি-১ কাপ লাললঙ্কা গুঁড়ো-১/৪ চা চামচ হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ কাঁচালঙ্কা-১,২টো আদা-আধ ইঞ্চি গোটা জিরে-১/৪ চা চামচ তেল-২ টেবিল চামচ নুন-পরিমান মতো ভাজার জন্য তেল-২,৩ কাপ পদ্ধতি স্টেপ ১ ময়দা, তেল ও নুন দিয়ে প্রথমে মেখে নিন। এরপর জল দিয়ে ভালো করে ঠেসে মেখে নিয়ে ময়দা মাখা ৩০ থেকে ৪৫ মিনিট চাপা দিয়ে রাখ...
Eggless Homemade Fruit Cake for Christmas celebration.(এগলেস কেক)Eggless Homemade Fruit Cake for Christmas celebration.(এগলেস কেক)
Eggless Homemade Fruit Cake for Christmas celebration.(এগলেস কেক)
มุมมอง 6214 วันที่ผ่านมา
# eggless #cake #homemade #homebaker #cakes #egglessbaking #egglesscakes #vanilacake #cakedecorating #cakedesign #chocolate #cupcakes #cakeart #baking #instafood #yummy #dessert #cakestagram #foodie #instacake #foodporn #homebaked #love #cakelover #delicious #desserts
পালং পরোটা (Palak Paratha)পালং পরোটা (Palak Paratha)
পালং পরোটা (Palak Paratha)
มุมมอง 12818 วันที่ผ่านมา

ความคิดเห็น