- 12
- 4 727 369
সহজ মানুষ
เข้าร่วมเมื่อ 20 ธ.ค. 2020
জনপ্রিয় লালনের গানের ভিডিওরুপ উপস্থাপনা।
Additional | আশা পূর্ণ হলো না - ফরিদা পারভীন | Representing Abu Musa's Illustration Of Lalon
আবু মুসাঃ heylink.me/abumusa
গানের কথাঃ
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।।
বিধাতা সংসারের রাজা,
আমায় করে রাখলেন প্রজা।।
কর না দিলে দেয়গো সাজা।।
কারো দহাই মনে না।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।
বাঞ্ছা করি যুগল পদে,
সাধ মিটাবো ঐ পদ সেধে।।
বিধি বৈমুখ হল তাতে।।
দিল সংসার যাতনা।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।
পড়ে গেলাম বিধির বামে,
ভুল হল মূল সাধনে।।
লালন বলে এই নিদেনে।।
মুর্শীদ ফেলে যেও না।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা ।।
গানের কথাঃ
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।।
বিধাতা সংসারের রাজা,
আমায় করে রাখলেন প্রজা।।
কর না দিলে দেয়গো সাজা।।
কারো দহাই মনে না।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।
বাঞ্ছা করি যুগল পদে,
সাধ মিটাবো ঐ পদ সেধে।।
বিধি বৈমুখ হল তাতে।।
দিল সংসার যাতনা।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।
পড়ে গেলাম বিধির বামে,
ভুল হল মূল সাধনে।।
লালন বলে এই নিদেনে।।
মুর্শীদ ফেলে যেও না।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা ।।
มุมมอง: 1 655
วีดีโอ
লালন গীতি | সহজ মানুষ - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 11Kปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রোকনুজ্জামান রাফি ও মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। পাবিরে অমূল্য নিধি বর্তমানে পাবে বর্তমানে সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে...
লালন গীতি | কি সন্ধানে যাই সেখানে - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 10Kปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ...
লালন গীতি | সত্য বল সুপথে চল ওরে আমার মন - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 6Kปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন ওরে আমার মন... সত্য বল সুপথে চল ওরে আমার মন। খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম তারে কসুর করবে যম। গদিয়ান মহাজন যেজন বসে কেনে প্রেমরতন।। পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে...
লালন গীতি | যেখানে সাঁইর বারামখানা - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 13K2 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা। যেখানে সাঁইর বারামখানা।। যা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতেই তরী বুঝেও তা বুঝতে নারী কীর্তিকর্মার কি কারখানা।। আত্নতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে আমার ম...
লালন গীতি | মানুষ গুরু নিষ্ঠা যার - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 383K3 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। নদী কিংবা বিল বাঁওড় খাল, সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই, মানুষ মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। নিরাকারে জ্যোতির্ময় যে, আ...
সহজ মানুষ - Channel Trailer
มุมมอง 6K3 ปีที่แล้ว
"ফোনে গান শুনতে শুনতে সিগারেট খেতে খেতে ঘুরে বেড়ান এরকম চরিত্র আমাদের সমাজে অনেকেই রয়েছেন। তাদের উপর ভিত্তি করেই মূলত এই চরিত্রের উদ্ভব। তবে আমাদের এই চরিত্রটি লালনপ্রেমী। তিনি শুধু লালনের গান শোনেন। আধুনিকতাবর্জিত বিশুদ্ধ লালনের গান। এবং গানের কথাগুলো তিনি গভীরভাবে চিন্তা করেন। সেজন্য তার সিগারেটের প্রয়োজন হয়। সেইসাথে তিনি ঘুরে ঘুরে খুঁজে বেড়ান বিভিন্ন প্রশ্নের উত্তর। তবে একদিন তার সিগারেটের প...
লালন গীতি । অবোধ মন তোরে আর কি বলি - ফরিদা পারভীন । সহজ মানুষ
มุมมอง 178K3 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ অবোধ মন তোরে আর কী বলি। পেয়ে ধন সে ধন সব হারালি।। মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে। কী হবে নিকাশের দিনে সে ভাবনা কই ভাবলি।। সই করিয়ে পুঁজি তখন আনলি রে তিন রতি এক মণ। ব্যাপার করা যেমন তেমন আসলে খাদ লাগালি।। করলি ভালো ...
লালন গীতি | আমি অপার হয়ে বসে আছি - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 757K3 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে। তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়।। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই।। অগতির না দ...
লালন গীতি | পাবে সামান্যে কি তার দেখা - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 231K3 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ পাবে সামান্যে কি তার দেখা বেদে নাই যার রূপরেখা।। কেউ বলে পরম ইষ্টি কারো না হইলো দৃষ্টি। বরাতে দুনিয়া সৃষ্টি তাই নিয়ে লেখাজোখা।। নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে। দোসর তার নাইকো পাশে ফেরে সে একা একা।। কিঞ্চিত ...
লালন গীতি | বাড়ির কাছে আরশিনগর - ফরিদা পারভীন | সহজ মানুষ
มุมมอง 3M3 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক ...
লালন গীতি | আমার মন চোরারে কোথা পাই - চন্দনা মজুমদার | সহজ মানুষ
มุมมอง 140K3 ปีที่แล้ว
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ কোথা যাই মন আজ কিসে বুঝাই আমার মন চোরারে কোথা পাই।। নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে হেরে, প্রাণে তো আমার ধৈর্য নাই।। ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুঁশ। থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।। রূপের কালে আমায় দংশিলে উঠিল...
আজ 23 /11 / 24 সাল গানগুলো শুনতে ছি আমার পছন্দের গান ধন্যবাদ ফরিদা আপুকে
মন চোরারে কোথা পাই। কোথা যাই মন আজ কিসে বুঝাই।। নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে হেরে, প্রাণে তো আমার ধৈর্য নাই।। ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুঁশ। থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।। রূপের কালে আমায় দংশিলে উঠিল বিষ ব্রহ্মমূলে, কেমনে সে বিষ নামাই। বিষ গাঁঠরি করা না যায় হরা কি করিবে কবিরাজ গোঁসাই।। মন বুঝে ধন দিতে পারে কে আছে এই ভাবনগরে, কার কাছে মোর প্রাণ জুড়াই। যদি গুরু দয়াময় এই অনল নিভায় লালন বলে কেবল সেই তাহার উপায়।।
জয় গুরু লালন সাঁইজি পাবো সামান্য কি তার দেখা
জয় গুরু দরবেশ ফকির আউলিয়া লালন সাঁই জয় জয়
অসাধারণ। আল্লাহর আশীর্বাদপুষ্ট।
মানুষ ভজলে সুনার মানুষ হবি 🙏🙏🙏🕋🕋
সাধু সাধু ❤
❤❤❤❤❤
2024 k asen
❤❤
লালন শাহের অনবদ্য সৃষ্টি ❤️
অসাধারণ
আহা কি কথা সালাম জানাই লালন সাই 🙏
পঞ্চাশ হাজার বছর পরেও চলবে এই গান
এই গানের শুর যখনই সুনি তখনই মন ভালো হয়ে জায়
2024.10.28
গানটা কলিজা ছুয়ে গেলো!! ২০০৩ সালে জন্ম, ২০৭০ সালের জন্য কমেন্ট করে গেলাম জানি না ততোদিন এই ধরায় বাঁচবো কি না!🙂
গানটা শাল দিয়ে বিচার করছে গানটা সালের জন্য নয়
জানি নাহ কতো বছর বেঁচে থাকবো আমি- তবে খুব মনের গহীন থেকে বলতে ইচ্ছে করছে. এই গান টা আমার হৃদয় ছুঁয়ে গেছে- জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বাঘাডুবা গ্রাম এর নাঈম আহম্মেদ তোয়াহা আমি!! ২০৮০ সালের জন্য কমেন্ট করে গেলাম-জানি নাহ ততো দিন বেঁচে রবো নাকি এই ভবনে😅
শাল দিয়ে গানের বিচার হয় না এই গান কোন সালের জন্যই নয় গানটা বাস্তব
মানুষের জিবন বড়ই জটিল চক্র, এর মধ্যে হাসি, কান্না, হিংসা, মায়া, সংসার, বিচ্ছেদ, সমাজ, রাষ্ট্র, ত্যাগ, অর্জন, উচু নিচু, পদ মর্যাদা, অবশেষে খালি হাতে চলে যাওয়া সব কিছু ছেড়ে অচিন দেশে, সব বন্ধন ছিন্ন করে একা হয়ে যাওয়া, নিশ্চয় আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর কাছেই ফিরে যাবে
26/10/2024 time. 4:30 am
সাইজীর সৃষ্টি এসব বানী শুনলে সবকিছু ছেড়ে শুধুই তার হয়ে যাওয়া লাগবে, যারা এই গানটি শুনছেন একটু গভীরে চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন।
অনবদ্য এক সৃষ্টি সাইজীর গান আমার কানে যতক্ষন লাগে তখন আমি হারিয়ে যাই অন্য কোন এক জগতে।
কি গানরে ভাই মানুষের জন্য লিখে গেলেন সাইজী লালন শাহ, একটু গভীরে গিয়ে প্রতিটি শব্দের মাহত্য বুঝলে ধর্ম জাতপাত ছেড়ে মানুষ শুধু তার আরাধনায় দিবারাএী মগ্ন থাকত।
গানের প্রত্যেকটা লাইন গভীর চিন্তায় ফেলে, আমি একদিনও না দেকিলাম তারে 😢
মনের মাঝে কতটা ক্ষত হলে এমন গান লিখা যায় আমার জানা নেই, তবে লালন তার সমাজ থেকে বিতারিতো না হলে হয়তো আমরা এমন লালন গীতি শুনতেও পেতাম না।
ধন্যবাদ অত্যন্ত প্রিয় একটি গান আমি সাব্বির বাংলাদেশ থেকে
শুনছি আজকে 23/10/24 এসে..
22.10.2024 regular shuni
লালন ♥️♥️🙏
মন চোরা রে হয়ত এ জীবনে আর পাওয়া হবে না। বাল্য কালেই তারে ভাবি
জয় গুরু
20/10/24
😢😢আমি এই গানটা শোনে চোখে পানি ধরে রাখতে পারলাম না জয় গুরু লালন সাইজী
যদি ফিরে পেতাম আবার সেই দিনগুলো ❤️❤️❤️
আমি সুনছি
জয় সাঁইজির জয়
জয় গুরু
জয় সাঁইজির জয়
২০৬০ সালের জন্য একটা কমেন্ট রেখে গেলাম
❤❤
জয় গুরু
লালন শাহজীর গান। ফরিদা পারভীন এর কন্ঠ। ইশ্বরের অসাধারণ দান। অনেক ধন্যবাদ রইল।মহ শের আলী চিশতী ভারত মুর্শিদাবাদ।
বাড়ির কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে, একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী, পারে, গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী, পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে, একঘর পড়শী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।। কি বলবো পড়শীর কথা হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে, কি বলবো পড়শীর কথা হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে, ক্ষণেক থাকে শূণ্যের উপর, ক্ষণেক থাকে শূণ্যের উপর ক্ষণেক ভাসে নীরে, ওসে ক্ষণেক ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। পড়শী যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেতো, দূরে, পড়শী যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেতো, দূরে, সে আর লালন একখানে রয়, সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে, তবু লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছে আরশী নগর সেথা পড়শী বসত করে, একঘর পড়শী বসত করে আমি একদিনও না.. দেখিলাম তারে।।
❤
এই জেনারেশনের হয়েও এই গান গুলি শুনলে আবেগ প্রবণ হই অন্তর ছুয়ে যায় গানের কথা গুলি
Valo laglo ganta sune❤❤